Job Application Bio-Data Format

Job Application Bio-Data Format
Bio-Data
Educational Institution 
Format
School /College /Education 

যেকোনো স্কুল বা কলেজের শিক্ষক নিয়োগে আবেদন করার জন্য এই জীবনবৃত্তান্তটি পেরন করা যেতে পারে ।  উল্লেখিত স্থানে আপনার নিজের তথ্য দিয়ে পূরণ করে নিন।  আপনার ইচ্ছা অনুযায়ী আপনি স্বহস্তে লিখতে পারেন বা কম্পিউটার কম্পোজ করে নিতে পারেন , তবে কোনো প্রতিষ্ঠান যদি উল্লেখ করে দেয় স্বহস্তে লিখতে হবে তবে সেটি অনুসরণ করতে হবে ।

বরাবর,
প্রধান শিক্ষক
**** স্কুল এ্যান্ড কলেজ
মিরপুর, ঢাকা
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে দৈনিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে ' **** স্কুল এ্যান্ড কলেজ' শিক্ষা প্রতিস্ঠানে কিছু বিষয়ভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত নিয়োগে আমি সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) পদের একজন পার্থি । নিম্নে আমার জীবনবৃত্তান্ত উল্লেখ করা হলো -

১. নাম:
২. পিতার নাম:
৩. মাতার নাম:
৪. ঠিকানা:
৫. জন্ম তারিখ:
৬. ধর্ম:
৭. জাতীয়তা:
৮. শিক্ষাগত যোগ্যতা:
পরিক্ষা - বিভাগ - পাশের সন - বোর্ড/ বিশ্ববিদ্যালয় - প্রাপ্ত জিপিএ

৯. অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ
১০. কোচিং ও প্রাইভেট ব্যাচে পাঠদানে প্রায় ১০ বছরের বাস্তব অভিজ্ঞাতা ।



অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, উক্ত পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ পেলে আমার সততা ও কর্ম প্রচেষ্টার দ্বারা প্রতিস্ঠানিক লক্ষ্য অর্জনের পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হবো ।
বিনীত নিবেদক,
নিজের নাম


সংযুক্তি :
১. সকল শিক্ষা সনদ
২. জাতীয় পরিচয় পত্রের কপি
৩. পাসপোর্ট ছবি ২ কপি
----------------End-----------------

Bio-Data
Corporate Sector 
Format
Bank/NGO/Insurance Co./Fin.
শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত অন্যান্য সকল প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে পারেন -

বরাবর,
ব্র্যাক হিউম্যান রিসোর্স এন্ড লার্নিং ডিভিশন,
আর ডি এ সেকশন,
ব্র্যাক সেন্টার (৫ম তলা),
৭৫ মহাখালি, ঢাকা - ১২১২
বিষয়ঃ ঋণ কর্মকর্তা ,প্রগতি'’ পদে চাকরির জন্য আবেদন ।

জনাব,
সবিনয়ে নিবেদন এই যে , গত ১৩/০৯/১৯ ইং তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, ব্র্যাক এ ঋণ কর্মকর্তা (প্রগতি) পদে লোক নিয়োগ করা হবে । উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলি আপনার সমীপে পেশ করলাম ।

নাম :
পিতার নাম :
মাতার নাম :
বর্তমান ঠিকানা:
স্থায়ী ঠিকানা :
নিজ জেলা:
জন্ম তারিখ:
জাতীয়তা :
ধর্ম  :
জাতীয় পরিচয় পত্র নম্বর:
মোবাইল:
শিক্ষাগত যোগ্যতা:
পরিক্ষার নাম
বিভাগ
পাশের সন
বোর্ড/বিশ্ববিদ্যালয়
প্রাপ্ত গ্রেড

অতিরিক্ত যোগ্যতা:  কম্পিউটার প্রশিক্ষন প্রাপ্ত ও অভিজ্ঞ ।

অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন এই যে, আমাকে উক্ত পদে নিয়োগ দান করলে আমি আমার সততা ও কর্ম প্রচেষ্টার দ্বারা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হবো ।

বিনীত নিবেদক,
নিজের নাম

সংযুক্তি,
১. সকল পরিক্ষার সত্যায়িত সনদপত্র
২.পাসফোর্ট সাইজের সত্যায়িত ২ কপি ছবি
৩. জাতীয় পরিচয় পত্র 

More Viewed Post In Recent Time:

1 Comments

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال

How To Get It For Free?

If you want to get this Premium Blogger Template for free, simply click on below links. All our resources are free for skill development, we don't sell anything. Thanks in advance for being with us.