আপনার জমির আসল মালিক কে দেখে নিন

Find The Real Owner Of Your Land

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির উন্নতি সাধন হচ্ছে । যার ফলস্বরূপ আমরা নানা রকম সুযোগ-সুবিধা এখন অনলাইনে পেয়ে যাচ্ছি । আগের সময় ভূমি বা জমির কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের বিভিন্ন অফিস বা দপ্তরে ঘোরাঘুরি করা লাগতো । কিন্তু বর্তমান সময়ে কিছু ছোট ছোট তথ্য আমরা অনলাইন থেকেই সংগ্রহ করতে পারি বিশেষ প্রয়োজনে দপ্তরে যাওয়া লাগবে । এর মধ্যে অন্যতম জমির মালিকানা সম্পর্কে জানা, জমির পরিমাণ ইত্যাদি কাজগুলো ভূমি অধিদপ্তর ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন । 

এই ওয়েবসাইট থেকে 

  • ডিজিটাল ভূমি সেবা 
  • ভূমির তথ্য সেবা 
  • ভূমি সেবা মোবাইল অ্যাপস 
  • নতুন ভূমি সেবা 

আরও বিভিন্ন ধরনের তথ্য এখানে পাবেন ।

কিন্তু কথা হচ্ছে এই সাইট ব্যবহার করে কিভাবে নিজের জমির মালিকানা সম্পর্কে জানবেন -
www.eporcha.gov.bd ওয়েবসাইটে ডিজিটাল ভূমি সেবা অপশনটিতে  গেলেই আরো বেশ কিছু  অপশন দেখতে পারবেন  যেমন:

  • খতিয়ান 
  • মৌজা ম্যাপ 
  • অনলাইন ভূমি উন্নয়ন কর 
  • রেস্ট সার্টিফিকেট মামলা 
  • বাজেট ব্যবস্থাপনা 
  • অনলাইন রিভিউ মামলা 

ডিজিটাল ভূমি সেবার খতিয়ান অপশনটিতে গেলেই খতিয়ান নং, দাগ নং , পিতা বা স্বামীর নাম, ইত্যাদি কিছু তথ্য  প্রদান করে  জমির প্রকৃত মালিকানা নির্ণয় করা সম্ভব ।

ওয়েবসাইটের একদম নিচের দিকে গেলে দেখতে পারবেন সাইটটি  সম্ভব ২০২০ সাল থেকে আপডেট করা শুরু হয়েছে ।  তাই কার্যক্রমটি যত পুরাতন হবে  এই ওয়েবসাইটে ভবিষ্যতে আরো কিছু আপডেট পেতেও পারেন ।  তবে আমার  অভিজ্ঞতা অনুযায়ী যারা সদর থানার মধ্যে থাকেন তাদের তাদের তথ্যগুলো অবশ্যই পাবেন এখানে কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তাদের বিষয়টি লক্ষ্য করে দেখিনি আপনি ব্যবহার করে দেখতে পারেন । 


এছাড়াও এই ওয়েবসাইটের আরও বেশ কিছু জিনিস আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যেমন মৌজা ম্যাপ এছাড়াও বর্তমান সময়ের সবচেয়ে বড় উপযোগী একটি বিষয় সেটি হল মোবাইল অ্যাপস এ বিষয়ে সুন্দর একটি বিষয় ।  কারণ আমরা অনেকেই বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে থাকি এবং অধিকাংশ কাজগুলো আমাদের স্মার্টফোনই করে দেয় তাই যাদের কাছে স্মার্টফোন আছে তারা এ ওয়েবসাইটের মোবাইল অ্যাপস ইন্সটল করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এই বিষয়টি সত্যি সাধুবাদ জানানোর মতো একটি বিষয় । 

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি  ইনস্টল করে নিতে পারবেন ।   যদিও প্লে স্টোরে গিয়ে আরো অনেক ভূমি সংক্রান্ত অ্যাপস দেখতে পারবেন যেহেতু এটি ভূমি অফিসের একটি অফিশিয়াল ভার্শন অ্যাপস তাই অন্যান্য এবার থেকে এটি বেশি কার্যকর হবে ।

কিভাবে এটি ইন্সটল করবেন ? www.eporcha.gov.bd ওয়েবসাইটে মোবাইল সার্ভিস অপশনটিতে  গেলেই হাতের মুঠোয় ভূমি সেবা অ্যাপ  এ অপশনটি পাবেন এখানে ক্লিক করলে  সরাসরি গুগল প্লে স্টোরে রিডিরেক্ট করা হবে এবং সেখান থেকে আপনি একটি মোবাইলে ইন্সটল করে নিতে পারবেন ।  এবং সম্পূর্ণ বিনামূল্যে ইনস্টল করতে পারবেন এবং কোন চার্জ ছাড়াই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন ।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال