IFIC Bank TSO Previous written Question and Solution
Collected -
FB Group Post.
IFIC- TSO - 2019
Shared By - Matt Murdock
Today's written question
28-12-2019
1. Math-1: 11:15
2. Math-2: 2.6%
3. Letter :A letter to police for remedial of Eve-teasing around locality
4. Focus Writing: Advantages and Disadvantages of Mobile Phone in Daily life
5.ভাব-সম্প্রসারণঃ নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস...
6. ট্রান্সলেশন (B2E): একজন ভালো শিক্ষক.......
7. GK- 20
8. a) 4th Bengali to win nobel- Abhijit Banarjee
b) Twenty thousand leagues author- Jules Verne
c) NRC not registered population- around 20 lakh
d) Greta Thunberg popular for- Fridays for future
e) Pakistani army officer during surrender- Khan Niazi
f) South American Rainforest- Amazon
g) Buenos Aires- Argentina
h) Ethiopian president Ahmed Abdel- Nobel Prize
i) Genocide Case against Myanmar- Gambia
j) Violence against women and children helpline number- 109
k) Babri Mosque- Emperor Babur, Uttar Pradesh
l) Chairman of IFIC- Salman F Rahman
m) Bangladesh Bank Home Loan- (may be 2 crores)
n) Impeached US President before Trump- Bill Clinton
o) ECNEC approved total metro rails- (3 or 4)
p) BREXIT- Britain Exit
q) Police Bank- Community Bank Limited
r) Largest Planet- Jupiter
8. বাগধারা- ধর্মের কল বাতাসে নড়ে, শকুনি মামা, কঁাঠালের আমসত্ত্ব, ভূতের ব্যাগার,?
9. Idioms and Phrase- When pigs fly, crocodile tears, Go with the flow, butter up, to kill two birds with one stone
10. Analytical- 5
11. Preposition
লিখিত এর খুটিনাটিঃ
আইএফআইসি ব্যাংকের ট্রান্সজেকসন সার্ভিস অফিসার( ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার) পদের লিখিত পরিক্ষার জন্য যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের কাজে আসবে।
ট্রান্সজেকসন সার্ভিস অফিসার( ট্রেইনি এসিস্ট্যান্ট অফিসার) পদের লিখিত পরিক্ষার বিগত প্রশ্ন সাধরনত সরাসরি পাওয়া যায় না, চাকরির বইতেও এগুলো সচরাচর দেখা যায় না , আর যেগুলো পাবেন বেশিরভাগ ফেক হয় তাই খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করাই ভালো, তবে বেশিরভাগ ছাত্র ছাত্রির বিগত বছরের অভিজ্ঞতা দেখতে পারেন ''
পরিক্ষা হবে ৯০ মিনিটের।
মানবন্টন
পার্ট ১
সাধারন জ্ঞান- ২০
বাগধারা এবং ফ্রেস এন্ড ইডিয়মস- ১০
২টা ম্যাথ- ২০
[অন্যান্য ব্যাংকের রিটেন ম্যাথ দেখুন]
১. 3 Bank's Written Math Solution [Taken by AUST].pdf
২. 5 Bank Officer Written Maths v2.pdf
৩. DIGEST Math ENG BAN.pdf
৪. Written Math Solution 2018 (Private Banks).pdf
এনালাইটিক্যাল এবিলিটি- ৫/১০
শুন্য স্থান পূরন (প্রিপজিসন, ফ্রেস)- ৫
পার্ট ২
লেটার / এপ্লিকেশন - ৫
(Written applicatioshortcut tricks)
ভাবসম্প্রসারন-৫
ইংরেজি রচনা (Eassy)- ১৫
বাংলা টু ইংরেজি বা ইংরেজি টু বাংলা- ১০
এছারা অনেক সময় সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন দেয়া হয়।
সাধারন জ্ঞান এর জন্য লাস্ট ৪ মাসের কারেন্ট এফেয়ার্স দেখতে পারেন।
কিছু কমন পাবেন।
সাধারণ জ্ঞান এ কিন্তু অপশন থাকবে না। প্রশ্ন থাকবে। আপনাকে উত্তর লিখতে হবে। কনফিউজড থাকলে যেটা মনে হয় সেটাই লিখুন। নেগেটিভ মার্কিং নেই।
ম্যাথ ২ টা তুলনা মূলক সহজ আসে।
ইংরেজীতে প্রশ্ন থাকবে।
অনেক সাদামাটা প্রশ্ন
সুদ,
কাজ ও সময়,
স্রোত,
অংশিদারী ব্যাবসা,
ক্রয় বিক্রয় অনুপাত
বেশি বেশি প্রাক্টিস করুন।
ম্যাথের কোন সাজেশন হয়না।
যে কোন টাইপেরই আসতে পারে। প্রাক্টিস করলে পারবেন আশা করি।
এনালাইটিক্যাল [Professors Analytical & Mental Ability.pdf]
এর ক্ষেত্রে আগে ভাল করে প্রশ্ন পড়ুন। বুঝে তার পরে উত্তর দিন। আলাদা ভাবে প্রস্তুতি না নেয়াই উত্তম। আগে থেকে যা পরেছেন তাই দেখুন।
উপরে আমি পার্ট ১ এবং ২ আলাদা দেখিয়েছি। এর কারন পার্ট ১ এর ক্ষেত্রে উত্তর হলেই মার্ক পাবেন। না হলে নেই।
এই অংশে যারা ভাল করবে অবশ্যই তারা এগিয়ে থাকবে।
২য় অংশ মোটামুটি সবাই লিখবে। মার্কও কাছাকাছিই পাবে। তাই ১ম অংশে ভাল করলে অনেকের চেয়ে ভাল করবেন।
আমি মনে করি ৬০% মার্ক সেইফ।
তবে প্রশ্ন কঠিন বা সহজ হলে মার্ক কম বেশি হতে পারে।
লিখিত বেশি কঠিন হয় না তবে HR তার নিজের ইচ্ছা অনুযায়ী কঠিন বা সহজ করতে পারে ।
IFIC Bank TSO Exam
More Search Result From This Site:
- 01. সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে বাছাইকৃত এক কথায় প্রকাশ
- 02. Most Important Focus writing and free hand writing for Bank Exam or Others Competitive Exam
- 03. Competitive exams crack Together Bangla - English - ICT - General Knowledge
- 04. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বাছাইকৃত মোট -৪০০ টি MCQ
- 05. Group Verb: all type of competitive exam and school exam
- 06. Free Download - A Modern Approach To VERBAL & NON VERBAL Reasoning BY - RS Aggarwal reasoning
- 07. Free Download - NTRCA Professors Book || College Teachers || High School Teachers
- 08. Free Download Useful Book And Sheet For Bank Exam - Indian Bank Previous Year Question Paper And Suggestion
- 09. Free Download E-Book - Objective General English BY - Dr. R.S. Aggarwal | Vikas Aggarwal
Exam hoie gelo, jante o parlam na
All types of job pdf book i needed.if possible send me at
debnathVanulal@gmail.com
Thanks🥰🥰