কীভাবে মানুষের মনকে ভালো করা যায় ?

 

  • প্রশংসা করার চেয়ে বড় কোন ঔষধ পৃথিবীতে আবিষ্কৃত হয়নি।
  • প্রতিটা মানুষই প্রশংসা পেতে ভালোবাসে।
  • একেক জনের মন একেক রকম।যে যেমন চায়,তার সাথে তেমন আচরণ করুন।
  • মানুষটির পছন্দের বা আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করুন।
  • মনে করুন কেউ মিউজিক পছন্দ করে,তাহলে মিউজিক নিয়ে এবং গান নিয়ে আলোচনা করুন।ধরুন কেউ খেলাধুলা পছন্দ করে, তাহলে ক্রিকেট অথবা ফুটবল নিয়ে আলোচনা করুন।
  • ঘোরাঘুরি করা,আড্ডাবাজি করা মন ভালো করার অন্যতম উপাদান।
  • প্রিয় মানুষটিকে তার পছন্দের খাবার রান্না করে খাওয়ান।
  • কারো মন ভালো করতে হলে তাকে উপহার দিয়ে চমকে দিতে পারেন।
  • প্রতিটা মানুষই বিভিন্ন চাহিদায় ভোগে। মানুষটির মনোভাব এবং চাহিদা অনুযায়ী তা পূরণ করার চেষ্টা করুন।
  • মানুষটিকে নিয়ে সমুদ্র থেকে ঘুরে আসতে পারেন।
  • মানুষটিকে নিয়ে খেতে বের হোন।
  • প্রকৃতির মাঝে হারিয়ে যান।


Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال