মনুষ্য আচরণ সম্পর্কে সবচেয়ে বেশি সত্য কোনগুলো ?

১. ৭০ শতাংশ মানুষ পুরনো দিনের গান পছন্দ করেন, গানগুলোর সাথে জড়িত তাদের স্মৃতির জন্যে।
২. একজন মানুষের মৃত্যুর পরেও ৭ মিনিটের মত মস্তিষ্কের সচল থাকে। এই সময়ে জীবনের স্মৃতিগুলো স্বপ্নের মতো দেখা যায়।
৩. মনোবিজ্ঞানীদের মতে ভিডিও গেমস খেললে আপনার আরো সৃষ্টিশীল হবার সম্ভাবনা বেশি।
৪. বেশিরভাগ মানুষই তাদের আশেপাশে পছন্দের মানুষ থাকলে আরো দ্রুত টাইপ করে।
৫. আপনি কাউকে হাসাতে পারলে, তার কাছে আপনি আরো বেশি আকর্ষণীয় মনে হবেন।
৬. ৮০ ভাগ নারী কষ্ট পেলে নীরব থাকতে পছন্দ করেন কাজেই আপনার স্ত্রী আপনাকে উপেক্ষা করে নীরব থাকলে বুঝে নেবেন তিনি বেশ কষ্ট পেয়েছেন।
৭. হাস্যরসিক মানুষেরা তাদের বন্ধুদের সাথে বেশি সৎ থাকেন।
৮. অতি মাত্রায় চিন্তা এক বিশেষ ধরনের ভয়। এটি আরো বিপদজনক হয়ে উঠে যখন এর সাথে প্রত্যাশা, স্মৃতি, আবেগ এবং কল্পনা যোগ হয়।
৯.আপনি যত সুখী আপনার স্বাভাবিক জীবনযাপনের জন্যে তত কম ঘুমের প্রয়োজন হবে। দুঃখ মানুষের ঘুমানোর প্রয়োজনীয়তা বৃদ্ধি করে।

১০. গড়ে একজন নারী ৬০ বার হাসেন যেখানে একজন পুরুষ হাসেন মাত্র ১০ বার।
১১. যখন কেউ আপনাকে সমস্যা সম্পর্কে বলতে চায় না, তখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মনে হবে দোষ বুঝি আপনারই।
১২. বুদ্ধিমান পুরুষ ও নারীরা তুলনামূলকভাবে বেশ সহজেই মানুষের উপর বিরক্ত হন।
১৩. নারী ও পুরুষের আবেগের ধরণ একই, কিন্তু নারীরা তাদের আবেগের বিষয়ে বেশি সৎ।
১৪. জীবন আর অর্থবহ হয়ে উঠে যখন আপনি বুঝতে পারেন যে কোন এক মুহূর্ত জীবনে দ্বিতীয় বার আসবে না।

১৫. আমাদের আচরণ আমাদের পোশাক দ্বারা প্রায়ই প্রভাবিত হয়।
১৬. অন্তর্মুখী মানুষদের চিন্তা করার ক্ষমতা বহির্মুখী মানুষদের তুলনায় বেশি।
১৭. কলার মধ্যে বিশেষ এক রাসায়নিক উপাদান আছে, যা মানুষকে সুখী করে। তাই বেশি করে কলা খান।

১৮. যারা আপনার ব্যাপারে বেশি যত্নবান, তারাই এমন ভাব ধরে থাকবে যেনো আপনার ব্যাপারে থোড়াই কেয়ার করে তারা।
১৯. আপনি যাদের সাথে বেশি অন্তরঙ্গ তাদের লেখা পড়ার সময়ে তাদের কন্ঠ আপনি কল্পনায় শুনতে পারেন।
২০. আপনি যদি হাস্যরসিক মানুষ হন তাহলে আয়ু তিন বছর পর্যন্ত বাড়তে পারে।
২১. কারো প্রশংসা করলে তার আত্মবিশ্বাস বাড়ে এবং ভবিষ্যতে সে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা পায়।
২২. আমাকে আপভোট দিলে আমিও ভবিষ্যতে আরো লেখার অনুপ্রেরণা পাবো। লেখাটা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال