জীবনকে পাল্টানোর কিছু উপদেশ - Some life changing advice

  • নিজেকে গভীরভাবে জানুন ও অনুসন্ধান করুন।
  • অন্যের কথায় কান দিবেন না।
  • দিনশেষে আপনি শুধুই আপনার আমি শুধুই আমার।
  • কখনো অন্যের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না।
  • যত ঝড় তুফানই আসুক না কেন,সময় নিন।সব ঠিক হয়ে যাবে।
  • কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না।
  • কথা যত কম বলবেন ততই ঝামেলা মুক্ত থাকবেন।
  • মানুষকে 'না' বলার পরিমাণ বাড়িয়ে দিন।
  • কারো সাথে ব্যক্তিগত শত্রুতা রাখবেন না।
  • কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবেনা।
  • কাউকে অন্ধভাবে অনুকরণ এবং অনুসরণ করা যাবে না।
  • অন্যের কথামতো উঠবস করা যাবে না।
  • অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করতে হবে।
  • বোবার কোন শত্রু নেই,এটি মাথায় রাখুন।
  • বন্ধু নির্বাচনে সতর্ক হোন।
  • নিজেকে সময় দিন এবং নিজের প্রতি যত্নবান হোন।
  • সময়কে অনুৎপাদনশীল খাতে ব্যয় করবেন না।
  • মনে রাখুন যে কোনো সম্পর্ক স্থায়ী নয়।
  • নিজের কোন ব্যক্তিগত ইনফরমেশন কাউকে দেয়া যাবে না।
  • নেতিবাচক লোকদের সঙ্গ পরিত্যাগ করতে হবে।
  • জীবনকে উপভোগ করুন।
  • জীবনে বেঁচে থাকাটাই জরুরি।বেঁচে থাকলে টুডে এন্ড টুমোরো আপনি বিজয়ী হবেনই।

 

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال