খারাপ সময় কীভাবে পার করব - How to get through bad times ?


কঠিন সময়ে মাঝে মাঝে একদম সাইলেন্ট হয়ে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে।
সার্বিক পরিস্থিতি গোয়েন্দাদের মত পর্যবেক্ষন করতে থাকুন।
কঠিন সময়ে মানুষের তথা অন্যের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করুন।
পৃথিবীর সবচাইতে কঠিন একটা বিষয় হচ্ছে মানুষের মনকে পড়া।এ কঠিন সময়ে মানব মনকে নিয়ে নাড়াচাড়া করুন।
কঠিন সময়ে নিজেকেও সময় দিন।নিজেকে খুঁজে বের করুন এবং আবিষ্কার করুন।
কঠিন সময়ে মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে নাটকীয় আচরণ করতে হবে এবং বিভিন্ন ধরনের অভিনয়ের আশ্রয় নিতে হবে।
কঠিন সময়ে নিজেকে বিভিন্ন ভূমিকায় অভিনয় করার জন্য প্রস্তুত করুন।
কঠিন সময় উতরানোর জন্য প্রয়োজন- সাহসিকতা,মানসিক মনোবল এবং দৃঢ়তা।
কঠিন সময়ে ভীত হওয়া যাবেনা।সাহসিকতার সাথে লড়াই করে যেতে হবে শেষ সময় পর্যন্ত।
কঠিন সময়ে যে কোন কিছুর সত্যাসত্য নির্ণয় করতে নানান মেটেরিয়ালের প্রয়োজন হতে পারে।কাজেই যেকোনো কঠিন ধাপ সামলানোর মানসিকতা রাখুন।
কঠিন সময়ে কে আপনার সাথে কেমন আচরণ করছেন,তাদের একটি তালিকা তৈরি করে ফেলুন।
কঠিন সময়ে চেষ্টা করবেন কারো সাথে ঝামেলা না বাঁধানোর জন্য।
কঠিন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজেকে দুর্বলভাবে উপস্থাপন করুন।
মাঝে মাঝে বিভিন্ন খানে গিয়ে ঘুরে বেড়ান এবং মানব আচরণ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করুন।
গণ মানুষের সাথে মিশুন।তাদের সাইকোলজি বোঝার চেষ্টা করুন।তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে।
কঠিন সময় নামক এই কালো মেঘকে পরাভূত করতে হলে সর্বাগ্রে অন্যকে কনভিন্স করার দক্ষতা অর্জন করতে হবে।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال