স্মার্টনেস বলতে কী বোঝায় - What does smartness mean ?

কখন কোন কথাটি বলতে হবে তা রপ্ত করা।

স্মার্টনেস মানে হলো কাউকে প্রয়োজনাতিরিক্ত ভালো না বাসা।

স্মার্টনেস মানে হলো যোগ্যতা অপেক্ষা কাউকে বেশি মূল্যায়ন না করা।

স্মার্টনেস মানে হল সময়ের কাজ সময় মত করা।

স্মার্টনেস মানে হল কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে তা বুঝতে পারা।

স্মার্টনেস মানে হল নিজের অভিজ্ঞতা এবং জ্ঞানের ঝুড়িকে সমৃদ্ধ করা।

স্মার্টনেস মানে হল নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা;নিজের উপর আস্থা-বিশ্বাস এবং আত্মবিশ্বাস রাখা।

স্মার্টনেস মানে হল নিজের ব্যক্তিত্বকে ইউনিক করে গড়ে তোলা।

স্মার্টনেস মানে হল চোখে চোখ রেখে কথা বলা।

স্মার্টনেস মানে হল সদা হাস্যজ্জল,সতেজ এবং উজ্জীবিত থাকা।

স্মার্টনেস মানে হল নিজের চরকায় তেল দেয়া।

স্মার্টনেস মানে হল নিজের সম্মোহনী ক্ষমতাকে আরো বাড়িয়ে তোলা।

স্মার্টনেস মানে হল পোশাক-আশাকে রুচিশীলতা এবং প্রগতিশীলতার পরিচয় দেয়া।

স্মার্টনেস মানে হল ফ্যাশন সচেতন হওয়া।

স্মার্টনেস মানে হলো সহজেই মানুষের মনস্তত্ত্ব বুঝতে পারা।

স্মার্টনেস মানে হল নিজেকে একজন সহনশীল, মানবিক ও উদার মানুষ হিসেবে গড়ে তোলা।


Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال