সবচেয়ে আন্ডাররেটেড কম্পিউটার প্রোগ্রামার - Who is the most talented computer programmer ?


Who-is-the-most-talented-computer-programmer
এক কথায়, Adam D’Angelo যে কিনা কোরার Founder and CEO
সে ছিলো ফেসবুকের প্রথম CTO
ফেসবুকের ০.৮% শেয়ার হোল্ডার।
ইনস্টাগ্রাম তৈরির সময় সে ইনস্টাগ্রামের এডভাইজার এবং ইনভেস্টর ছিলো।
কোরার সিয়িও এবং প্রতিষ্ঠাতা।
নিজস্ব ২০ মিলিয়ন ডলার ইনভেস্ট করে ২০০৯ সালে কোরা তৈরি করেন।
২০১৮ সালে সে OpenAI এর বোর্ড অফ ডিরেক্টর এ যুক্ত হন।
২০ বছর বয়েসে BuddyZoo - AOL Instant Messenger তৈরি করেন।
২০০২ সালের IOI Silver Medalist
হাই স্কুল জীবনে Synapse নামক মিডিয়া প্লেয়ার তৈরি করেছে।
ফরচুন ম্যাগাজিন তাঁকে টেক দুনিয়ার স্মার্ট পিপোল বলে ফিচার করেন।
Adam D’Angelo কে নিয়ে বলতে গেলে শেষ হবে না, এর বাইরেও তাঁর অনেক এচিভমেন্ট রয়েছে। কিন্তু এত কিছু করার পরও তাঁকে তেমন অর্থে কেউ চেনে না। মার্ক জাকারবার্গ বা বিল গেটস কে যেমন সবাই চেনে সেই অর্থে Adam D’Angelo কে তেমন অর্থে কেউই চেনে না। টেক দুনিয়াতে যারা বেঁশি ঘাটাঘাটি করে তাঁরাই কম বেশি তাঁকে চেনে।
কারো কারো মতে, Adam D’Angelo দুনিয়ার সব থেকে ব্যাড অ্যাস প্রোগ্রামার আবার কারো মতে Adam D’Angelo সফল স্মার্ট বিজনেস ম্যান।
Adam D’Angelo ফেসবুক তৈরির প্রথম থেকেই সাথে ছিলো। ফেসবুক যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন সে ফেসবুক ছেড়ে যাবার প্রস্তাব দেয়, তাঁকে ধরে রাখার জন্য অনেক কিছুই করা হয়েছিলো, তাঁকে যখন প্রশ্ন করা হয় এত ভালো স্ট্যাবল একটা জব ছেড়ে দিবে কেন? সে বলেছিলো ফেসবুক মাথা তুলে দাঁড়িয়ে গেছে, এখন আমার এখানে না থাকলেও চলবে।
কোরা তৈরি করার সময় সে বলেছিলো, আমি এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, যেখানে জ্ঞান ভাগাভাগি হবে, অধিকাংশ মানুষই ভেবেছিলো তাঁর আইডিয়া ফেইল করবে, কিন্তু Adam D’Angelo যে কথা সেই কাজ, সবাইকে ভুল প্রমান করে দিয়ে কোরা প্রতিষ্ঠিত করলো।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال