Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে সংগ্রহীত ২০০টি বাগধারা ( বিসিএস + ব্যাংক + সরকারি চাকরি )

প্রথমেই একটা কথা সবার জন্য, ভালো বা উপকারী মনে হলে অবশ্যই একটি কমেন্ট করবেন।  যাতেকরে আমরা বুঝতে পারি আমাদের পোষ্ট গুলো আপনাদের কাজে লাগে এবং এর ধারাবাহিকতায় আরো পোষ্ট করা যায়।  টাকা লাগবে না একটু উৎসাহ দিলেই যথেষ্ট ।         
1. অগত্যা মধুসূদন - অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১৪]
2. অজগর বৃত্তি - আলসেমি। [ Sonali Bank - 2016 ]
3. অপোগণ্ড - অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন - ২০১৪]
4. অবরে সবরে - কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে - ২০১৬]
5. অজগর বৃত্তি - আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৪]
6. অশ্বমেধ যজ্ঞ - বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড - ২০১৭]
7. অচলায়তন - গোরামিপূর্ণ [Modhumoti Bank - 2018]
8. অষ্টরম্ভা - কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৬]
9. অক্ষয় বট - প্রাচীন ব্যক্তি।
10. অকাল কুষ্মাণ্ড - অপদার্থ।
11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬], [পিকেএসএফ - ২০১৫]
12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।
13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য
15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক - ২০১৮]
16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ
17. অঞ্চলের নিধি - যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান
18. অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য
19. আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রিতা।
20. আঁটকুড়ো - নিঃসনত্মান।
21. আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য। [Standard Bank – 2018]
22. আসরে নামা -আবির্ভূত হওয়া।
23. আধা খেঁচড়া -বিশৃঙ্খলা [BASIC Bank - 2018]
24. আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব
25. আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক [NGO,Public Jobs- 2015]
26. আদিখ্যেতা - ন্যাকামি
27. আস্ত কেউটে - অত্যন্ত বিপজ্জনক লোক [অগ্রনী ব্যাংক - ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
28. ইলশে গুঁড়ি - গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
29. ইয়ারবকসি - বন্ধুবান্ধব
30. ইল্লতে কাণ্ড - নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৭]
31. ইতুনিদকুঁড়ে - অলস: দীর্ঘসূত্রীতা
32. উলুখাগড়া - গুরুত্বহীন লোক।
33. উজানের কৈ - সহজলভ্য।
34. উপোসি ছারপোকা - অভাবগ্রস্থ লোক।
35. উপরোধের ঢেঁকি গেলা - অন্যায় আবদার করা
36. উদোমারা - বোকা।
37. উটকো লোক - অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬], [পিকেএসএফ - ২০১৫]
38. ঊনকোটি চোষট্টি - প্রায় সম্পূর্ণ।
39. ঊনপাঁজুরে - অপদার্থ।
40. ঊরুস্তম্ভ - ফোঁড়া জাতীয় রোগ [Probashi Kallyan Bank - 2015]
41. ঊর্মিমালী - সমুদ্র
42. এলেবেলে - নিকৃষ্ট।
43. এক ছাঁচে ঢালা - সাদৃশ্য।
44. একাদশ বৃহস্পতি - মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।
45. একা দোকা - নিঃসঙ্গ
46. ওষুধে ধরা - প্রার্থিত ফল পাওয়া।
47. ওষুধ করা - গুণ করা। [NGO,Public Jobs- 2015]
48. ওষুধ পড়া - সঠিক ব্যবস্থা নেওয়া।
49. কচ্ছপের কামড় - যা সহজে ছাড়ে না।
50. কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী। [পিকেএসএফ - ২০১৮]
51. কাক ভূষণ্ডি - সম্পূর্ণ ভেজা।
52. কাটনার কড়ি - উপার্জন সামান্য।
53. কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক। [মহিলা বিষয়ক অধিদপ্তরে - ২০১৬]
54. কিম্ভূতকিমার - অদ্ভুত ও কুৎসিত।
55. কাগুজে বাঘ - মিথ্যা জুজু।
56. কাঁঠালের আমসত্ত্ব - অলীক বস্তু।
57. কুমিরের সান্নিপাত - অসম্ভব ব্যাপার। [ Sonali Bank - 2016 ]
58. কূপমণ্ডুক - ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। [বন অধিদপ্তরের - ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
59. কেউ কেটা - সামান্য।
60. কেঁচো গণ্ডূষ - গোড়া থেকে শুরু।
61. কলির সন্ধ্যা - দৌরাত্ম্যের শুরু।
62. কূর্ম অবতার - অলস।
63. কুনো ব্যাঙ - সীমিত জ্ঞান
64. কুম্ভীরাশ্রু - লোক দেখানো কান্না/নকল সমবেদনা [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৫]
65. খামকাজ - ভুলকাজ। [Private Sector - 2017]
66. খাবি খাওয়া - ছটফট করা।
67. খুঁটে খাওয়া - ¯ সাবলম্ভি হওয়া।
68. গয়ংগচ্ছ - ঢিলেমি।
69. গোকুলের ষাঁড় - স্বেচ্ছাচারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৭]
70. গণ্ডগ্রাম - বড়গ্রাম।
71. গোঁয়ার গোবিন্দ - কাণ্ডজ্ঞানহীন মানুষ
72. গলগ্রহ - পরের বোঝা হয়ে থাকা [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৭]
73. ঘাড়ে গর্দানে - অত্যনত্ম মোটা। [জীবন বীমা কর্পোরেশন - ২০১৪]
74. ঘাড়ার কামড় - দৃঢ় পণ।
75. ঘটিরাম - অপদার্থ[পল্লী বিকাশ কেন্দ্র - ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
76. চক্ষুদান করা - চুরি করা।
77. চডুই পাখির প্রাণ - ক্ষীণজীবী লোক। [Modhumoti Bank - 2018]
78. চতুর্ভুজ হওয়া - উৎফুল্ল হওয়া।
79. চাঁদের হাট - ধনেজনে পরিপূর্ণ সংসার।
80. চাঁদ-কপালে - ভাগ্যবান।
81. চোখের চামড়া / পর্দা - চক্ষুলজ্জা।
82. চক্ষের পুতলি - আদরের ধন।
83. চর্বিত চর্বণ - পুনরাবৃত্তি।
84. ঢাকের বাঁয়া - অপ্রয়োজনীয়।
85. চোরাবালি - প্রচ্ছন্ন আকর্ষণ
86. ছামনি নাড়া - দৃষ্টি বিনিময়। [মহিলা বিষয়ক অধিদপ্তরে - ২০১৬]
87. ছাঁদনা তলা - বিবাহের মণ্ডপ।
88. ছক্কা-পাঞ্জা - ইতঃস্তত করা/ বড় বড় কথা বলা। [Private Sector - 2017]
89. ছাঁদাবাঁধা - পুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার সময় চাঁদর বা গামছায় খাবার বেঁধে নেয়া
90. জগদ্দল পাথর - গুরুভার।
91. জেলঘুঘু - যে ব্যক্তি বারবার জেল খাটে
92. ঝাঁকের কৈ - এক দলভুক্ত।
93. ঝাড়ে বংশে - সবশুদ্ধ।
94. টুপ ভুজঙ্গ - নেশায় বিভোর।
95. টেণ্ডাই মেণ্ডাই - আস্ফালন।
96. টেঁকে গোঁজা - আত্মসাৎ করা। [জনতা ব্যাংক - ২০১৮]
97. ঠাটঠমক - হাবভাব, চালচলন [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড - ২০১৭]
98. ডুমুরের ফুল - অদর্শনীয়। [NGO,Public Jobs- 2015]
99. ডামাডোল - গোলযোগ।
100. ডাকাবুকো - দুঃসাহসী
101. ঢেঁকির কুমির - অপদার্থ। [Standard Bank – 2018]
102. ঢেঁকি অবতার - নির্বোধ লোক। [Modhumoti Bank - 2018]
103. ঢেঁকির কচকচি - বিরক্তিকর কথা।
104. ঢাকের কাঠি - তোষামুদে।
105. ঢাকের বায়া - অপ্রয়োজনীয়। [Probashi Kallyan Bank - 2017]
106. ঢুলুঢুলু - তন্দ্রালুতা
107. তামার বিষ - অর্থের কুপ্রভাব। [BASIC Bank - 2015]
108. নবমীর পাঁঠা - প্রাণ ভয়ে ভীত ব্যক্তি।
109. তাসের ঘর - ক্ষণস্থায়ী।
110. তেল নুন লকড়ি - মৌলিক প্রয়োজন।
111. তীর্থের কাক - প্রতীক্ষারত।
112. তুর্কি নাচন - নাজেহাল অবস্থা। [মহিলা বিষয়ক অধিদপ্তরে - ২০১৬]
113. তুলসী বনের বাঘ - সুবেশে দুর্বৃত্ত।
114. ত্রাহি ত্রাহি - পরিত্রাণ কর বলে চিৎকার
115. তরবেতর - নানারকম
116. থাউকি বেলা - বিকালবেলা
117. দড়ি কলসি - আত্মহত্যার উপায়।
118. দোজবরে - দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়। [বন অধিদপ্তরের - ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
119. দড়বড়ে - তাড়াহুড়ো
120. দবকানো - ওপরে ভার চাপানো/উপর থেকে চাপ দেয়া [অগ্রনী ব্যাংক - ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
121. দশবাই চণ্ডী - অত্যনত্ম রাগী স্ত্রীলোক [BB Combined Exam– 2017]
122. দাঁদুড়ে - অত্যন্ত/দুর্দান্ত
123. দাতাকর্ণ - অত্যন্ত উদার ও দানশীল [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে - ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
124. দায়-দৈব - ছোট বড় সমস্যা
125. দেবদ্বিজ মানা - ধর্মে বিশ্বাস থাকা [পল্লী বিকাশ কেন্দ্র - ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
126. দোপড়া - এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে কিংবা
127. দক্ষযজ্ঞ ব্যাপার - বিরাট সমারোহ
128. ধর্মের কল - সত্য।
129. ধামাধরা - তোষামোদকারী।
130. ধোপে টেকা - পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। [Standard Bank – 2017]
131. ধোপার গাধা - পরের জন্য খাটা।
132. ধর্মের ষাঁড় - যথেচ্ছাচারী।
133. ধিনিকেষ্ট - দায়িত্বপালনহীন ব্যক্তি
134. ধোঁকার টাটি - প্রতারণার উপরের আবরণ ,[Modhumoti Bank - 2018]
135. ধোপার গাধা - ভারবাহী [পিকেএসএফ - ২০১৮]
136. ধড়িবাজ - ধূর্ত ও ফন্দিবাজ
137. ধোপার ভাঁড়ার - প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না
138. নয়-দুয়ারি - দ্বারে দ্বারে।
139. নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
140. নগদ নারায়ণ - নগদ অর্থ।
141. নিরানবক্ষইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি, টাকা জমানোর প্রবৃত্তি।
142. ননির পুতুল - সহজে কাতর, আদরে দুলাল। [যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের - ২০১৬] [জীবন বীমা কর্পোরেশনে - ২০১৪]
143. নন্দভৃঙ্গী - অত্যন্ত আদুরে, অকর্মণ্য
144. ননদী ভুলী - কুকর্মের সঙ্গী
145. নব কার্তিক - সুদর্শন কিছু অকর্মণ্য ব্যক্তি
146. ন্যালাখ্যাপা - পাগলাটে
147. নবমীর পাঁঠা - প্রাণভয়ে ভীত ব্যক্তি
148. পঞ্চত্ব প্রাপ্ত - মারা যাওয়া।
149. পায়াভারি - অহংকার। [Private Sector - 2017]
150. পটের বিবি - সুসজ্জিত।
151. পালের গোদা - দলপতি।
152. পগারপার - পালানো।
153. পাণ্ডববর্জিত - সভ্য লোকের বাসের অযোগ্য। [জনতা ব্যাংক - ২০১৫]
154. পত্রপাঠ - তৎক্ষণাৎ।
155. পয়মন্ত - সুলক্ষণযুক্ত
156. পালপাল - প্রচুর সংখ্যক [Standard Bank – 2017]
157. পিণিগেলা - অনিচ্ছায় বা ঘৃণায় কোনো রকমে খাওয়া
158. বচনবাগীশ - কথায় পটু। [Private Sector - 2017]
159. ফোঁস মনসা - ক্রোধী লোক।
160. ফুসমনত্মর - ফাঁকির মন্ত্র
161. ফোঁপরা - বাজে, অকেজো
162. বামনের গরু - যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে। [বন অধিদপ্তরের - ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
163. বিদুরের খুদ - শ্রদ্ধার সামান্য উপহার।
164. বিড়াল তপস্বী - ভণ্ড লোক।
165. ব্যাঙের আধুলি - সামান্য পুঁজি হলেও যা গর্বের। [পল্লী বিকাশ কেন্দ্র - ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
166. ব্যাঙের লাথি - নগণ্য লোকের দ্বারা অপমান। [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে - ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
167. ব্যাঙের সর্দি - অসম্ভব ব্যাপার। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১২]
168. বাস্তু ঘুঘু - প্রচ্ছন্ন শয়তান।
169. বচনাবাগীশ - কেবল কথায় পটু
170. বিষের পুটুঁলি - বিদ্বেষী
171. বারো ভূত - অনাত্মীয় লোকজন [ভূমি অফিস - ২০১৫] , [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৬]
172. বাপানত্ম করা - গালাগালি দেয়া
173. বারফট্টাই - বড়াই
174. বিশ বাও জল - ভীষণ বিপাক
175. ভেরেণ্ডা ভাজা - অকাজে সময় নষ্ট করা/ বেকার জীবন যাপন করা।
176. ভীষ্মের প্রতিজ্ঞা - অনড় সংকল্প।
177. ভূষণ্ডির কাক - বিচক্ষন ব্যক্তি/দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
178. ভানুমতীর খেল - অবিশ্বাস্য ব্যাপার।
179. ভূঁই ফোড় - নতুন আগমন।
180. ভুঁইফোঁড় - অর্বাচীন।
181. মণিহারা ফণী - প্রিয়জনের জন্য অস্থির লোক। [ভুমি মন্ত্রণালয় - ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর - ২০১৫]
182. ম্যাও ধরা - দায়িত্ব নেওয়া।
183. যশুরে কই - যে ব্যক্তির মাথাটা মোটা কিন্তু শরীর শীর্ণ
184. রাশভারি - গম্ভীর প্রকৃতির। [BB Combined Exam– 2017]
185. রামগরুড়ের ছানা - গোমড়ামুখো লোক। [NGO,Public Jobs- 2015]
186. রাবণের চিতা - চির অশান্তি।
187. রায়বাগিণী - উগ্রচণ্ডা নারী, দজ্জাল স্ত্রীলোক
188.লম্বাদেয়া - পালানো।
189. লেজে খেলা - ছলনা করা/চাতুরি দ্বারা কষ্ট দেয়া।
190. লোহার কার্তিক - কালো কুৎসিত লোক
191. শর্বরীর প্রতীক্ষা - দীর্ঘকাল ধরে প্রতীক্ষা।
192. শিবরাত্রির সলতে - একমাত্র বংশধর/সন্তান। [BASIC Bank - 2014]
193. শুয়োরের গোঁ - ভয়ানক।
194. শরতের শিশির-ক্ষণস্থায়ী (যদি না থাকে তবে
হবে-সুসময়ের বন্ধু)
195. শাঁখের করাত - উভয় সংকট।
196. শিকে ছেঁড়া - হঠাৎ সৌভাগ্যের উদয় হওয়া
197. সাতকাহন - প্রচুর পরিমাণ।
198. সরফরাজি করা - প্রভাব খাটানোর চেষ্টা/ অযোগ্য ব্যক্তির চালাকি।
199. স্বখাত সলিলে - স্বীয় কর্মে ফল ভোগ/ঘোর বিপদে নিপতিত।
200. সাতকাণ্ড রামায়ণ - মস্তবড় ব্যাপার
201. সোঁতের শেওলা - নিরাশ্রয় ও সহায় সম্বলহীন লোক [খাদ্য অধিদপ্তর - ২০১৫]
202. ষাঁড়ের গোবর - অপদার্থ লোক/অযোগ্য। [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৬]
203. ষত্ব ণত্ব জ্ঞান - কাণ্ডজ্ঞান।
204. ষণ্ডামার্কা - গুণ্ডা বা বাজে ধরনের লোক।
205. হ্রস্বদীর্ঘ জ্ঞান - কাণ্ড জ্ঞান, সাধারণ জ্ঞান।
206. হাত ধরা - অনুরোধ করা।
207. হাড় হদ্দ - নাড়ী নক্ষত্র।
208. হাড়ির হাল - দুর্দশার একশেষ। [ভুমি মন্ত্রণালয় - ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর - ২০১৫]
209. হাত পাকান - দক্ষতা
210. হাড় জুড়ানো - শান্তি পাওয়া
211. হাঁড়ির হাল - মলিন
212. রসাতলে গমন- অধঃপাতে যাওয়া। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১২]
213. পৃষ্ঠপ্রদর্শন- পালানো।
214. ঊনপঞ্চাশের বায়ু- পাগলামী
215. একচোঁখা- পক্ষাপাতিত্বপূর্ণ
216. কাষ্ঠহাসি- কপট হাসি
217. ওঁৎপাতা- সুযোগের প্রতীক্ষায় থাকা
218. এক গোয়ালের গরু- একই স্বভাবের লোক [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১৪]
219. কুলকাঠের অঙ্গার- তীব্র জ্বালা
220. ক. অংশ- বর্ণপরিচয়হীন
221. কেতাদুরস্ত - চৌকস
222. খয়ের খাঁ- তোষামোদকারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৭]
223. খাদানাকে তিলক- অশোভন সাজসজ্জা
224. খাটো করা- মর্যাদা না দেওয়া [Private Sector - 2017]
225. গোঁফখেজুরে-অলস [Probashi Kallyan Bank - 2018]
226. গৌড়চন্দ্রিকা- ভূমিকা
227. গঙ্গাজলে গঙ্গাপূজা- তুষ্ঠি সাধন [BB Combined Exam– 2017]
228. টাইটম্বর- ভরপুর
229. ঠোঁটকাটা- স্পষ্টভাষী
230. ঠুটো জগন্নাথ- অকর্মন্য ব্যক্তি
231. ঠান্ডা লড়াই- দুরভিসন্ধি করা
232. তাল পাতার সোপাই-কঙ্কালসার দেহ [যুব ও ক্রীড়া মন্ত্রণালয় - ২০১৬] [জীবন বীমা কর্পোরেশন - ২০১৪]
233. তুবড়ি ছোটা- বেশি কথা বলা [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৭]
234. ধর্মপুত্র যুধিষ্ঠির- ধার্মিক
235. বাপের ঠাকুর- শ্রদ্ধেয় ব্যক্তি [ভূমি অফিস - ২০১৫]
236. বাঘের মাসি- নির্ভীক
237. ভানুমতির খেলা- কেরামতি [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬], [পিকেএসএফ - ২০১৫]
238. ঘোড়ার রোগ - বাতিক [NGO,Public Jobs- 2015]
239. ঘরপোড়া গরু- বেদনাদায়ক অভিজ্ঞতা [পরিবার পরিকল্পনা অধিদপ্তর - ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
240. চোরাবালি- প্রচ্ছন্ন আকর্ষণ
241. চোখের বালি- অপ্রিয়
242. ছুচোর কেত্তন- কলহ [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১২]
243. ঢি ঢি পড়া- কলঙ্ক
244. টিমে তেতলা- মন্থর গতি
245. ফোড়ন দেওয়া- খোঁচা দেওয়া।
অনেকেই অনুরোধ করেছেন RS Aggarwal sir এর Objective General English বইটির PDF অধ্যায় ভিত্তিক ভাবে দেবার জন্য, তাদের জন্য আমাদের বিশেষ সংযোজন,  RS Aggarwal sir এর  Objective General English বইটি ২০ টি ভিন্ন ভিন্ন অধ্যায় পৃথক ভাবে ডাউনলোড করে নিন,, Download Now!         
More Available Books- 
Professor's Key To Private Bank Job full book in 3 part. We share high quality of pdf with compressed file size. Part - 1 is about 58.00MB and page length 202 pages . Direct Download link of Google Drive. professor's key to private bank job pdf download professor's key to private bank job pdf free download professor's key to govt. bank job pdf professor's key to bank job pdf 2017 key to bank job book pdf download private bank recruitment guide pdf private bank job solution pdf private bank job book

More Search Result From This Site:
Related Posts

2 comments

  1. Helpful post
  2. Khub sohojei important jinish gulu ak sathe ghuchano vabe peye jacchi. dhonnobaad apnader, jara learnvaly niye kaj korche
Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.