Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

১৭ তম শিক্ষক নিবন্ধনি পরীক্ষার জন্য বাছাইকৃত সেরা ১০০টি বাংলা MCQ প্রশ্ন


০১. কোন বাক্যটি শুদ্ধ?
ক. হাসান আমার ভ্রাতুষ্পুত্র
খ. সায়াহ্ণে সবাই বাড়ি ফিরছে
গ. ঘটনাটি সবার জন্যই লজ্জাস্কর
ঘ. দারিদ্রতা কেউ চায় না
উত্তর: খ

০২.কোন বাক্যটি বাচ্যজনিত অশুদ্ধ?
ক. দশচক্রে ভগবান ভূত
খ. তার সৌজন্যতা ভুলবনা
গ. আমি গীতাঞ্জলি পড়েছি
ঘ. এ কথা প্রমাণ হয়েছি?
উত্তর: ঘ

০৩. নিচের কোন বাক্যটি শুদ্ধ ?
ক. ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
খ. এ কথা প্রমাণ হয়েছে।
গ. অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন ।
ঘ. আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
উত্তর: ঘ

০৪. ‘গুরু’ শব্দের স্ত্রী লিঙ্গ কী?
ক. গুরী
খ. গুরুমা
গ.গুরুনী
ঘ. গুর্বী
উত্তর: ঘ

০৫. ‘মরদ’ এর বিপরীত লিঙ্গ কোনটি?
ক. মর্দ
খ. জেনানা
গ. জেনানী
ঘ. মরদী
উত্তর: খ

০৬. ‘বঁধু’ হচ্ছে
ক. পুংলিঙ্গ
খ. স্ত্রী লিঙ্গ
গ. নিত্য স্ত্রীলিঙ্গ
ঘ. উভয়লিঙ্গ
উত্তর: ঘ

০৭. নিচের কোনটি নিত্য স্ত্রী বাচক নয়?
ক. সতীন
খ. এয়ো
গ. কুলটা
ঘ. স্ত্রৈণ
উত্তর: ঘ

০৮. নিচের কোনটি নিত্য পুরুষবাচক ?
ক. ঢাকী
খ. কবিরাজ
গ. পুরোহিত
ঘ. সবগুলোই
উত্তর: ঘ

০৯. ‘দিগন্ত’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) দিগ + অন্ত
খ) দিক্ + অন্ত
গ) দিক + অন্ত
ঘ) দিগ্ + অন্ত
সঠিক উত্তর: (খ)

১০. ‘পশু + অধম’ - এর শুদ্ধ সন্ধি কী?
ক) পশ্বধম
খ) পশ্বাধম
গ) পশুধম
ঘ) পশাধম
সঠিক উত্তর: (খ)



১১. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক) সন্ + চয়
খ) সম্ + চয়
গ) সঙ্ + চয়
ঘ) সং + চয়
সঠিক উত্তর: (খ)

১২. ‘অহরহ’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) অহঃ + রহ
খ) অহঃ + অহ
গ) অহঃ + অহঃ
ঘ) অহ + রহ
সঠিক উত্তর: (খ)

১৩. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) শীত + ঋত
খ) শীত + আর্ত
গ) শিত + ঋত
ঘ) শিত + অর্ত
সঠিক উত্তর: (ক)

১৪. সন্ধির প্রধান সুবিধা কী?
ক) পড়ার সুবিধা
খ) লেখার সুবিধা
গ) উচ্চারণের সুবিধা
ঘ) শোনার সুবিধা
সঠিক উত্তর: (গ)

১৫. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
ক) বাক্ + দান = বাকদান
খ) উৎ + ছেদ = উচ্ছেদ
গ) পর + পর = পরস্পর
ঘ) সম্ + সার = সংসার
সঠিক উত্তর: (গ)

১৬. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)

১৭. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে ? [প্রাইম ব্যাংক - ২০১৫]
ক) সাধারণ কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) উপমান কর্মধারয়
সঠিক উত্তর: (ঘ)

১৮. তৎপুরুষ সমাস কয় প্রকার? [অগ্রনী ব্যাংক লিমিটেড - ২০১৬, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১৩]
ক) আট
খ) নয়
গ) দশ
ঘ) এগার
সঠিক উত্তর: (খ)

১৯. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস? [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৭]
ক) দুধে-ভাতে
খ) কাগজ-পত্র
গ) ভাই-বোন
ঘ) জমা-খরচ
সঠিক উত্তর: (খ)

২০. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৪]
ক) ঘনশ্যাম
খ) স্নেহনীড়
গ) কুসুমকোমল
ঘ) করপল্লব
সঠিক উত্তর: (ঘ)



২১. ‘সামীপ্যে’ অর্থে কোথায় অব্যয়ীভাব সমাস হয়েছে ? [জনতা ব্যাংক লিমিটেডে - ২০১৭]
ক) উপকূল
খ) আগত
গ) গরমিল
ঘ) উপদ্বীপ
সঠিক উত্তর: (ক)

২২. সমপ্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী ?  [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৬]
ক) সরলবাক্য
খ) মিশ্রবাক্য
গ) ব্যাসবাক্য
ঘ) জটিলবাক্য
সঠিক উত্তর: (গ)

২৩. বহুব্রীহি কত প্রকার?
ক) ৮
খ) ৯
গ) ৬
ঘ) ৭
সঠিক উত্তর: (ক)

২৪. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী ? [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড - ২০১৭]
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) নিত্য সমাস
ঘ) নঞ্ তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)

২৫. কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে ?  [পরিবার পরিকল্পনা অধিদপ্তর - ২০১৬]
ক) দ্বন্ধ
খ) প্রাদি
গ) নিত্য
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (ঘ)

২৬. ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’ - এটি কোন সমাস? [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৬]
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) বহুব্রীহি
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (গ)

২৭. জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্ধ সমাস ?  [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৮]
ক) সমার্থক
খ) বিরোধার্থক
গ) বিপরীতার্থক
ঘ) মিলনার্থক
সঠিক উত্তর: (গ)

২৮. ‘জমা-খরচ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ? [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড - ২০১৭]
ক) জমার খরচ
খ) জমাকে খরচ
গ) জমা ও খরচ
ঘ) জমা হতে খরচ
সঠিক উত্তর: (গ)

২৯. ‘মহানবি’ শব্দটি কোন সমাস ?  [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৮]
ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) কর্মধারয়
সঠিক উত্তর: (ঘ)

৩০. ‘ছাগদুগ্ধ’ এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?   [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৬]
ক) ছাগের দুগ্ধ
খ) ছাগ ও দুগ্ধ
গ) ছাগী হতে দুগ্ধ
ঘ) ছাগীর দুগ্ধ
সঠিক উত্তর: (ঘ)

৩১. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?  [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড - ২০১৭]
ক) ফুলের ন্যায় কুমারী
খ) কুমারী ফুলের ন্যায়
গ) ফুলের ন্যায় সুন্দর কুমারী
ঘ) ফুলের কুমারী
সঠিক উত্তর: (ক)

৩২. ‘কমলাক্ষ’ - এর সঠিক ব্যাসবাক্য হলো-  [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে - ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
ক) কমল অক্ষির ন্যায়
খ) কমল অক্ষের ন্যায়
গ) কমলের ন্যায় অক্ষি যার
ঘ) কমলের ন্যায় অক্ষ যার
সঠিক উত্তর: (গ)

৩৩. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস? [যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের - ২০১৬] [জীবন বীমা কর্পোরেশনে - ২০১৪]
ক) দ্বিগু সমাস
খ) প্রাদি সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয় সমাস
সঠিক উত্তর: (ঘ)

৩৪. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি? [বন অধিদপ্তরের - ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
ক) গা-ঢাকা
খ) তালকানা
গ) মনগড়া
ঘ) দেশসেবা
সঠিক উত্তর: (গ)

৩৫. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে? [পল্লী বিকাশ কেন্দ্র - ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
ক) ও
খ) এ
গ) ই
ঘ) ন্যায়
সঠিক উত্তর: (ঘ)

৩৬. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস? [ভুমি মন্ত্রণালয়ে - ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তরে - ২০১৫]
ক) মিলনার্থে
খ) বিরোধার্থে
গ) বিপরীতার্থে
ঘ) সমার্থে
সঠিক উত্তর: (ঘ)

৩৭. সমাস সাধিত পদ কোনটি? [খাদ্য অধিদপ্তরের - ২০১৫]
ক) চাষী
খ) বোনাই
গ) মানব
ঘ) দম্পতি
সঠিক উত্তর: (ঘ)

৩৮. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬, সরকারি কর্মকমিশন সচিবালয় - ২০১৪]
ক) পঞ্চ ও নদ
খ) পঞ্চ নামক নদ
গ) পঞ্চ নদের সমাহার
ঘ) পঞ্চ নদীর সমাহার
সঠিক উত্তর: (ঘ)

৩৯. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? [রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৭]
ক) তৎপুরুষ
খ) দ্বন্ধ
গ) কর্মধারয়
ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর: (গ)



৪০. ‘মহারাজ’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [জীবন বীমা কর্পোরেশনে - ২০১৪]
ক) রাজা যে মহৎ
খ) মহান যে রাজা
গ) মহতের রাজা
ঘ) মহা যে রাজা
সঠিক উত্তর: (খ)

৪১. ‘চন্দ্রমুখ’ - শব্দের ব্যাসবাক্য কোনটি? [জীবন বীমা কর্পোরেশনে - ২০১৪]
ক) চন্দ্রের ন্যায় মুখ
খ) চন্দ্র রূপ মুখ
গ) মুখ চন্দ্রের ন্যায়
ঘ) মুখ ও চন্দ্র
সঠিক উত্তর: (গ)

৪২. ‘মন মাঝি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬], [পিকেএসএফ - ২০১৫]
ক) মন যে মাঝি
খ) মন মাঝির ন্যায়
গ) মনরূপ মাঝি
ঘ) মন ও মাঝি
সঠিক উত্তর: (গ)

৪৩. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১২]
ক) সমানাধিকরণ বহুব্রীহি
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) ব্যাতিহার বহুব্রীহি
ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
সঠিক উত্তর: (খ)

৪৪. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
ক) সিংহাসন
খ) মনমাঝি
গ) নরাধম
ঘ) অনল
সঠিক উত্তর: (গ)

৪৫. দিল্লীশ্বর কিসের উদাহরণ? [অগ্রনী ব্যাংক লিমিটেড - ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
ক) কর্মধারয়
খ) তৎপুরুষ
গ) অলুকদ্বন্ধ
ঘ) দ্বন্ধ
সঠিক উত্তর: (খ)

৪৬. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়? [রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৭]
ক) তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) উপমিত কর্মধারয়
ঘ) উপমান কর্মধারয়
সঠিক উত্তর: (খ)

৪৭. উপমান কর্মধারয় সমাস কাকে বলে?   [জনতা ব্যাংক লিমিটেডে - ২০১৭]
ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে
খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে
গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে
ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায়
সঠিক উত্তর: (ক)

৪৮. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ ?   [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৮]
ক) অলুক দ্বন্ধ
খ) দ্বিতীয়া তৎপুরুষ
গ) তৃতীয়া তৎপুরুষ
ঘ) চতুর্থী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)

৪৯. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ ?  [পরিবার পরিকল্পনা অধিদপ্তর - ২০১৬]
ক) আমৃত্যু
খ) দর্শনমাত্র
গ) জীবন্মৃত
ঘ) সফল
সঠিক উত্তর: (ক)

৫০. ‘সমাস’ শব্দের অর্থ কী ?  [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬, রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৭]
ক) বিশ্লেষণ
খ) সংক্ষেপণ
গ) সংযোজন
ঘ) সংশ্লেষণ
সঠিক উত্তর: (খ)

৫১. ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি? [মহিলা বিষয়ক অধিদপ্তরে - ২০১৬]
ক) আগাছা
খ) আজীবন
গ) আগমন
ঘ) আরক্তিম
সঠিক উত্তর: (ঘ)

৫২. ‘অন্তরীপ’ কোন বহুব্রীহি সমাসের সমস্ত পদ? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর - ২০১৬]
ক) প্রত্যয়ান্ত বহুব্রীহি
খ) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) সমানাধিকরণ বহুব্রীহি
সঠিক উত্তর: (খ)

৫৩. ‘উদ্বেল’ কী অর্থে অব্যয়ীভাব সমাস? [জীবন বীমা কর্পোরেশনে - ২০১৪]
ক) আবেগ অর্থে
খ) অতিক্রম অর্থে
গ) বীপ্সা অর্থে
ঘ) সামীপ্য অর্থে
সঠিক উত্তর: (খ)

৫৪. ব্যাসবাক্যের অপর নাম কী?
ক) পূর্ণ বাক্য
খ) বিগ্রহ বাক্য
গ) বিস্তৃত বাক্য
ঘ) নতুন বাক্য
সঠিক উত্তর: (খ)

৫৫. ‘বিদ্যাহীন’ শব্দটি কোন ধরনের সমাস হবে? [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৪]
ক) তৃতীয়া তৎপুরুষ
খ) পঞ্চমীতৎপুরুষ
গ) সমানাধিকরণ তৎপুরুষ
ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি
সঠিক উত্তর: (ক)



৫৬. কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ ? [পিকেএসএফ - ২০১৮]
ক) রাজপুত্র
খ) অভাব
গ) রান্নাঘর
ঘ) প্রাণপ্রিয়
সঠিক উত্তর: (খ)

৫৭. সত্য বলে যে = সত্যবাদী - এটি কোন সমাসের অন্তর্গত? [মহিলা বিষয়ক অধিদপ্তরে - ২০১৮]
ক) উপপদ তৎপুরুষ
খ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
গ) অলুক তৎপুরুষ
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (ক)

৫৮. নিচের কোনটি ‘বিপরীতার্থক দ্বন্ধ’? [অগ্রনী ব্যাংক লিমিটেড - ২০১৬]
ক) অহি-নকুল
খ) জমা-খরচ
গ) মাসি-পিসি
ঘ) হাট-বাজার
সঠিক উত্তর: (খ)

৫৯. উপকরণবাচক বিশেষ্য পদ পূর্বপদে বসে কোন তৎপুরুষ সমাস হয়? [ভূমি অফিস - ২০১৫]
ক) ৩য়া
খ) ২য়া
গ) ৪র্থী
ঘ) ৫মী
সঠিক উত্তর: (ক)

৬০. ‘রাজপথ’ - এর ব্যাসবাক্য কোনটি? [রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৬, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১৪]
ক) রাজার পথ
খ) রাজা নির্মিত পথ
গ) রাজাদের পথ
ঘ) পথের রাজা
সঠিক উত্তর: (ঘ)

৬১. ‘চিরকাল ব্যাপীয়া সুখী = চিরসুখী’ = এটি কোন সমাসের উদাহরণ? [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৫]
ক) মধ্যপদলোপী কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) দ্বিতীয়া তৎপুরুষ
ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর: (ক)

৬২. ‘বিরানব্বই’ কোন সমাসের উদাহরণ? [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৪]
ক) দ্বিগু
খ) সংখ্যাবাচক বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) নিত্য
সঠিক উত্তর: (ঘ)

৬৩. দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? [সরকারি কর্মকমিশন সচিবালয় - ২০১৬]
ক) সাতসমুদ্র
খ) প্রতিদিন
গ) নীলকন্ঠ
ঘ) মুখেভাত
সঠিক উত্তর: (ক)

৬৪. ‘তুষারশুভ্র’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি? [ভূমি অফিস - ২০১৬]
ক) তুষারের ন্যায় শুভ্র
খ) তুষার শুভ্রের ন্যায়
গ) তুষার ও শুভ্র
ঘ) শুভ্র যে তুষার
সঠিক উত্তর: (ক)

৬৫. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান ? [পিকেএসএফ - ২০১৭]
ক) পূর্বপদ
খ) পরপদ
গ) অন্যপদ
ঘ) উভয়পদ
সঠিক উত্তর: (খ)



৬৬. নিচের কোন সমস্ত পদটি দ্বিগু সমাস? [ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১২,২০১৫]
ক) তেপায়া
খ) চৌচালা
গ) তেমাথা
ঘ) চারহাতি
সঠিক উত্তর: (গ)

৬৭. দ্বন্ধ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বুঝাতে ব্যাসবাক্যে কয়টি অব্যয়পদ ব্যবহৃত হয়? [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৬]
ক) একটি
খ) দুটি
গ) তিনটি
ঘ) চারটি
সঠিক উত্তর: (গ)

৬৮. কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয়? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে - ২০১৮]
ক) বিষাদসিন্ধু
খ) ক্রোধানল
গ) মনমাঝি
ঘ) তুষারশুভ্র
সঠিক উত্তর: (ঘ)

৬৯. খাঁটি বাংলা উপপদ তৎপুরুষ কোনটি? [খাদ্য অধিদপ্তরের - ২০১৪]
ক) মাছিমারা
খ) সত্যবাদী
গ) পাদান
ঘ) নীরদ
সঠিক উত্তর: (ক)

৭০. ‘প্রতিদ্বন্ধী’ অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি? [রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৬]
ক) প্রতিবাদ
খ) প্রত্যুত্তর
গ) প্রতিচ্ছবি
ঘ) প্রতিদ্বন্ধী
সঠিক উত্তর: (খ)

৭১. উপপদ তৎপুরুষ সমাস কোনটি? [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে - ২০১৭]
ক) পকেটমার
খ) গৃহান্তর
গ) প্রভাত
ঘ) আরক্তিম
সঠিক উত্তর: (ক)

৭২. ‘বিষাদসিন্ধু’ সমস্তপদটির ব্যাসবাক্য কোনটি? [সরকারি কর্মকমিশন সচিবালয় - ২০১৪]
ক) বিষাদ যেন সিন্ধু
খ) বিষাদ রূপ সিন্ধু
গ) বিষাদ যেমন সিন্ধু
ঘ) বিষাদময় সিন্ধু
সঠিক উত্তর: (খ)

৭৩. উপমান কর্মধারয় সমাসের সমস্তপদ কোনটি? [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৪]
ক) পান্নাসবুজ
খ) বীরসিংহ
গ) কালস্রোত
ঘ) রক্তকমল
সঠিক উত্তর: (ক)

৭৪. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস কোনটি? [পিকেএসএফ - ২০১৫]
ক) একঘরে
খ) হাতে খড়ি
গ) গায়ে হলুদ
ঘ) মুখে ভাত
সঠিক উত্তর: (ক)

৭৫. ‘জায়া’ শব্দের স্থলে বহুব্রীহি সমাসে কোনটি ব্যবহৃত হয়? [ভূমি অফিস - ২০১৮]
ক) দম
খ) জানি
গ) যুবতী
ঘ) পত্নী
সঠিক উত্তর: (খ)

৭৬. ‘বালিকা বিদ্যালয়’ কোন সমাস?[কৃষি সম্প্রসারণ অধিদপ্তর - ২০১৪]
ক) সাধারণ কর্মধারয়
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) ব্যধিকরণ বহুব্রীহি
ঘ) চতুর্থী তৎপুরুষ
সঠিক উত্তর: (ঘ)

৭৭. সাধারণত চ্যুত, জাত, ভীত, গৃহীত অর্থে যে সমাস হয় তার নাম -    [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৮]
ক) খাঁটি বাংলা তৎপুরুষ
খ) চতুর্থী তৎপুরুষ
গ) তৃতীয়া তৎপুরুষ
ঘ) পঞ্চমী তৎপুরুষ
সঠিক উত্তর: (ঘ)

৭৮. ‘মাদক দ্বারা আসক্ত = মাদকাসক্ত’ - এটি কোন সমাস? [পিকেএসএফ - ২০১৫]
ক) তৎপুরুষ
খ) দ্বন্ধ
গ) অব্যয়ীবাব
ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর: (ক)

৭৯. “মহৎমন যার” - এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৬]
ক) মহামনা
খ) মহৎমনা
গ) মহানমনা
ঘ) মহৎমন
সঠিক উত্তর: (খ)



৮০. ‘যথাযোগ্য’ - শব্দটি কী অর্থে অব্যয়ীভাব সমাস হয়েছে? [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৬]
ক) অনিতক্রম্যতা
খ) বিরোধ
গ) সাদৃশ্য
ঘ) পশ্চাৎ
সঠিক উত্তর: (ক)

৮১. সমাস শব্দের অর্থ কী?
ক) মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ
খ) সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ
গ) সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা
ঘ) সংক্ষেপ, মিলন ও একপদীকরণ
সঠিক উত্তর: (ঘ)

৮২. কোনটি নিত্য সমাসের উদাহরণ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর - ২০১৬]
ক) উপনদী
খ) মনমাঝি
গ) নরপশু
ঘ) গ্রমান্তর
সঠিক উত্তর: (ঘ)

৮৩. দ্বিগু সমাসের উদাহরণ - [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬]
ক) তিন কালের সমাহার - ত্রিকাল
খ) দু’দিকে অপ যার = দ্বীপ
গ) একদিকে চোখ যার = একচোখা
ঘ) অক্ষির অগোচরে = পরোক্ষ
সঠিক উত্তর: (ক)

৮৪. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী? [পিকেএসএফ - ২০১৫, ভূমি অফিস - ২০১৫]
ক) সমস্যমান পদ
খ) ব্যাসবাক্য
গ) সমাসবাক্য
ঘ) নতুন বাক্য
সঠিক উত্তর: (ক)

৮৫. নিত্য সমাসের উদাহরণ কোনটি ?  [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৮]
ক) উপনদী
খ) মনমাঝি
গ) নরপশু
ঘ) গ্রামান্তর
সঠিক উত্তর: (ঘ)

৮৬. ‘দা-কুমড়া’ কোন দ্বন্ধ সমাসের উদাহরণ?
ক) বিপরীতার্থক দ্বন্ধ
খ) মিলনার্থক দ্বন্ধ
গ) বিরোধার্থক দ্বন্ধ
ঘ) সমার্থক দ্বন্ধ
সঠিক উত্তর: (গ)

৮৭. কোনটি প্রাদি সমাসের উদাহরণ? [স্বরাষ্ট্র মন্ত্রনালয় - ২০১৬, রপ্তানি উন্নয়ন ব্যুরো - ২০১৭]
ক) গৃহস্থ
খ) ছা-পোষা
গ) উপকূল
ঘ) প্রগতি
সঠিক উত্তর: (ঘ)

৮৮. কোনটি ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ? [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৬]
ক) কোলাকুলি
খ) ঊনপাঁজুরে
গ) হাতেখড়ি
ঘ) কথাসর্বস্ব
সঠিক উত্তর: (ঘ)



৮৯. ‘জনৈক’ কোন সমাসের উদাহরণ? [পরিবার পরিকল্পনা অধিদপ্তর - ২০১৭], [পিকেএসএফ - ২০১৫]
ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) অলুক দ্বন্ধ
ঘ) নঞ্ বহুব্রীহি
সঠিক উত্তর: (ক)

৯০. কুলার আকৃতিবিশিষ্ট কান যে রমণীর = কুলাকানী - কোন সমাস? [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - ২০১৫]
ক) মধ্যপদলোপী বহুব্রীহি
খ) দ্বন্ধ সমাস
গ) মধ্যপদলোপী কর্মধারয়
ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর: (ক)

৯১. ‘হাসাহাসি’ কোন সমাস ? [ভূমি অফিস - ২০১৫]
ক) ব্যতিহার বহুব্রীহি
খ) ব্যধিকরণ বহুব্রীহি
গ) নঞ্ বহুব্রীহি
ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
সঠিক উত্তর: (ক)

৯২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
ক) নিত্য সমাস
খ) অব্যয়ীভাব সমাস
গ) অলুক সমাস
ঘ) প্রাদি সমাস
সঠিক উত্তর: (ঘ)

৯৩. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস ?  [পরিবার পরিকল্পনা অধিদপ্তর - ২০১৭]
ক) শ্রমলব্ধ
খ) জলমগ্ন
গ) ছাত্রবৃন্দ
ঘ) ঋণমুক্ত
সঠিক উত্তর: (ক)

৯৪. ‘কাজলকালো’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?   [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৪]
ক) কাজলের ন্যায় কালো
খ) কাজল রূপ কালো
গ) কাজল ও কালো
ঘ) কালো যে কাজল
সঠিক উত্তর: (ক)

৯৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস ?  [জনতা ব্যাংক লিমিটেডে - ২০১৮]
ক) উপমান
খ) উপমিত
গ) রূপক
ঘ) মধ্যপদলোপী
সঠিক উত্তর: (ঘ)

৯৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে ? [ভূমি অফিস - ২০১৮]
ক) ৩
খ) ২
গ) ৪
ঘ) ৬
সঠিক উত্তর: (ক)

৯৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস ?  [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৭]
ক) সপ্তমী
খ) পঞ্চমী
গ) উপপদ
ঘ) তৃতীয়া
সঠিক উত্তর: (ক)

৯৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) ক্ষুদ্র
খ) অভাব
গ) সামীপ্য
ঘ) সাদৃশ্য
সঠিক উত্তর: (ক)

৯৯. ‘রূপক কর্মধারয়’ - এর সমস্তপদ কোনটি?
ক) মহাপুরুষ
খ) ঘনশ্যাম
গ) বিষাদসিন্ধু
ঘ) তুষারশুভ্র
সঠিক উত্তর: (গ)

১০০. খাতা-পত্র কোন অর্থে দ্বন্ধ সমাস ? [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৬]
ক) মিলনার্থক
খ) সমার্থক
গ) বিপরীতার্থক
ঘ) বিরোধার্থক
সঠিক উত্তর: (খ)

১০১. নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
ক) উপজেলা
খ) রাজপথ
গ) শতাব্দী
ঘ) চৌচালা
সঠিক উত্তর: (গ)

১০২. যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কোন সমাস বলে?
ক) দ্বন্ধ সমাস
খ) কর্মধারয় সমাস
গ) তৎপুরুষ সমাস
ঘ) বহুব্রীহি সমাস
সঠিক উত্তর: (খ)

১০৩. কোনটি নিত্য সমাসের সমস্তপদ?
ক) দেশান্তর
খ) সেতার
গ) বেতার
ঘ) সহোদর
সঠিক উত্তর: (ক)

১০৪. ‘জনৈক’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?   [জনতা ব্যাংক লিমিটেডে - ২০১৮]
ক) এক যে জন
খ) জন যে এক
গ) এক এবং জন
ঘ) এক জন পর্যন্ত
সঠিক উত্তর: (খ)



১০৫. ‘স্মৃতিসৌধ’ - কোন সমাসের সমস্তপদ ?  [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৪]
ক) কর্মধারয়
খ) দ্বন্ধ
গ) দ্বিগু
ঘ) নিত্য
সঠিক উত্তর: (ক)

১০৬. ‘গাছপাকা’ কোন সমাস ?  [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৬]
ক) ষষ্ঠী তৎপুরুষ
খ) সপ্তমী তৎপুরুষ
গ) চতুর্থী তৎপুরুষ
ঘ) পঞ্চমী তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)

১০৭. ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্ধ সমাসের উদাহরণ ?    [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৬]
ক) বিরোধার্থক
খ) বিপরীতার্থক
গ) সমার্থক
ঘ) মিলনার্থক
সঠিক উত্তর: (ক)

১০৮. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়? [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় - ২০১৬]
ক) পরিভ্রমণ
খ) প্রভাব
গ) অতিমানব
ঘ) উদ্বেল
সঠিক উত্তর: (ঘ)

১০৯. ‘বেসুর’ কোন সমাস? [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড - ২০১৭]
ক) অব্যয়ীভাব
খ) কর্মধারয়
গ) বহুব্রীহি
ঘ) তৎপুরু৯ষ
সঠিক উত্তর: (গ)

১১০. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয় ?  [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৬]
ক) অব্যয়ীভাব
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়
ঘ) দ্বিগু
সঠিক উত্তর: (খ)

১১১. ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি ? [ভূমি অফিস - ২০১৬]
ক) নির্ভাবনা
খ) উচ্ছৃঙ্খল
গ) অনুক্ষণ
ঘ) প্রতিপক্ষ
সঠিক উত্তর: (ক)

১১২. ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ ?  [পরিবার পরিকল্পনা অধিদপ্তর - ২০১৭]
ক) বহুব্রীহি
খ) প্রাদি
গ) অব্যয়ীভাব
ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর: (গ)

১১৩. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে ?    [বাংলাদেশ কৃষি ব্যাংক - ২০১৬]
ক) কারক
খ) ধাতু
গ) প্রকৃতি
ঘ) সন্ধি
সঠিক উত্তর: (ঘ)

১১৪. ব্যাপ্তি অর্থে কোন সমাস হয় ?  [জনতা ব্যাংক লিমিটেডে - ২০১৮]
ক) ২য়া তৎপুরুষ
খ) তৃতীয়া তৎপুরুষ
গ) ৫মী তৎপুরুষ
ঘ) ৬ষ্ঠী তৎপুরুষ
সঠিক উত্তর: (ক)

১১৫. ‘মেহেদীরাঙা’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?  [প্রতিরক্ষা মন্ত্রণালয় - ২০১৪]
ক) রাঙা যে মেহেদী
খ) মেহেদী যে রাঙা
গ) মেহেদী ও রাঙা
ঘ) মেহেদী রূপ রাঙা
সঠিক উত্তর: (ঘ)



১১৬. ‘পকেটমার’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ ?  [মাদকদ্রব্য অধিদপ্তর - ২০১৮]
ক) অলুক তৎপুরুষ
খ) উপপদ তৎপুরুষ
গ) সপ্তমী তৎপুরুষ
ঘ) তৃতীয়া তৎপুরুষ
সঠিক উত্তর: (খ)

You May Like:
Download Now!

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.