বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ০৯

১. The Bay of Bengal is __ the south of Bangladesh.
ক. at
খ. to
গ. in
ঘ. on

২. None but __ brave deserves ___ fair.
ক. the, a
খ. a, the
গ. the, the
ঘ. the, an
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৯

৩. A person who knows many languages is a—
ক. Linguist
খ. Linguistic
গ. Polygon
ঘ. Polyglot

৪. The epic focuses __ heroic deeds associated with war.
ক. along
খ. to
গ. on
ঘ. at

৫. When I was a kid I used to ___sports with my friends.
ক. play  
খ. playing
গ. played
ঘ. have played

৬. The Titanic – during its first voyage.
ক. drowned
খ. wreck
গ. sank
ঘ. lost
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩

৭. ‘Cowards die many times before their death.’ this quotation from Shakespeare’s—
ক. Macbeth
খ. Julius Caesar
গ. Hamlet
ঘ. Othello  

৮. What is the antonym of the word ‘Commemorate’?
ক. Cooperate
খ. Cognizance
গ. Unrecognized
ঘ. Ignore

৯. ‘The man kicked the bucket’ means that he—
ক. was very angry
খ. excited
গ. died
ঘ. destroyed the bucket

১০. Do it yourself. What kind of pronoun ‘yourself’ is—
ক. demonstrative
খ. relative
গ. distributive
ঘ. reflexive
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–৯

১১. Lots of people are allergic__ Prawn.
ক. from
খ. with
গ. in
ঘ. to

১২. Select the correctly spelled word.
ক. Cesation
খ. Cessation
গ. Cesassion
ঘ. Ceasation

১৩. What is the adjective of the word ‘Blood’?
ক. Blood
খ. Bloody
গ. Bloodshed
ঘ. Bleeding

১৪. The word ‘Paralyse’ is—
ক. verb
খ. noun
গ. adjective
ঘ. pronoun
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৫

১৫. There is no mother but loves her children. The sentence is—
ক. simple
খ. complex
গ. compound
ঘ. complex-compound

১৬. Giving is better than receiving. Here the ‘receiving’ is a/an—
ক. common noun
খ. adjective
গ. gerund
ঘ. present participle

১৭. He worked for an hour. (Make it passive)
ক. An hour was worked for by him.
খ. He was in the work an hour.
গ. An hour was passed by him in the work.
ঘ. An hour was spent by him in working.

১৮. A ‘Decade’ is the same as-
ক. twelve years
খ. ten years
গ. twenty years
ঘ. thirty years
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

১৯. Choose the correct sentence.
ক. One and a half hour is a long time.    
খ. One and  half hour is a long time.  
গ. One and a half hours is a long time.
ঘ. One and half hours is a long time.

২০. Identify the appropriate prefix to get opposite meaning of the word ‘sufficient’ ___
ক. im
খ. non
গ. und
ঘ. in
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২০-এর উত্তর

১. খ। ২. গ। ৩. ঘ। ৪. গ। ৫. ক। ৬. গ। ৭. খ । ৮. ঘ । ৯. গ । ১০. ঘ।
১১. ঘ। ১২. খ । ১৩. খ। ১৪. ক। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. গ। ২০. ঘ।


১. কত সালে সরকার ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম চালু করে?
ক. ২০১০
খ. ২০১১
গ. ২০১২
ঘ. ২০১৩

২. শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হয়?
ক. বছরে একবার
খ. বছরে দুইবার
গ. বছরে তিনবার
ঘ. এর কোনোটিই নয়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৮

৩. স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি নয় কোনটি?
ক. স্মার্ট সিটিজেন
খ. স্মার্ট ইকোনমি
গ. স্মার্ট গভর্নমেন্ট
ঘ. স্মার্ট ফোন

৪. বর্তমানে সারা দেশে কতটি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে?
ক. ১৪,১০০টি
খ. ১৪,০০০টি
গ. ১৪,২০০টি
ঘ. ১৪,০৫০টি

৫. বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা চিহ্ন আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি

৬. জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে?
ক. ২৫ মে
খ. ২৫ আগস্ট
গ. ২৫ মার্চ
ঘ. ২৫ সেপ্টেম্বর
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪

৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ ‘সংসদ সদস্যদের আসন শূন্য হওয়া’ সম্পর্কিত?
ক. ৬৮
খ. ৬৭ (১)
গ. ৬৯
ঘ. ৭২

৮. কোন ভাইরাসের কারণে ডেঙ্গু জ্বর হয়?
ক. নিপা ভাইরাস
খ. ইবোলা ভাইরাস
গ. চিকুনগুনিয়া ভাইরাস
ঘ. ফ্ল্যাভি ভাইরাস

৯. কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে’র দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ৩ দশমিক ৭৩
খ. ৩ দশমিক ৩২
গ. ৩ দশমিক ৫০
ঘ. ৩ দশমিক ৭৫

১০. ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ কবে পালিত হয়?
ক. ৬ সেপ্টেম্বর
খ. ৬ আগস্ট
গ. ৬ অক্টোবর
ঘ. ৯ অক্টোবর
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

১১. ‘চমন-স্পিন বোল্ডাক’ সীমান্তবর্তী স্থানটি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
ক. ভারত ও পাকিস্তান
খ. আফগানিস্তান ও পাকিস্তান
গ. চীন ও পাকিস্তান
ঘ. ভারত ও চীন

১২. বাংলাদেশের উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত ‘বরেন্দ্রভূমি’ অঞ্চলটির আয়তন কত বর্গ কিলোমিটার?
ক. ৮,৩২০
খ. ৯,৩২০
গ. ৭,৩২০
ঘ. ৫,৩২০

১৩. ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সঙ্গে সংশ্লিষ্ট?
ক. ভিয়েতনাম
খ. উত্তর কোরিয়া
গ. চীন
ঘ. রাশিয়া

১৪. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
ক. ২০২৪
খ. ২০২৫
গ. ২০২৬
ঘ. ২০৩০
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

১৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা ঘোষণা’ করা হয়েছে?
ক. ২১
খ. ২৫
গ. ২৭
ঘ. ২৮

১৬. বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার সময়সীমা কত?
ক. ২০২১-৩১
খ. ২০২৩-৩৩
গ. ২০২১-৪১
ঘ. ২০২৪-৩৪

১৭. বাংলাদেশ ‘দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হয় কবে?
ক.  ২০১২
খ. ২০২২
গ. ২০২০
ঘ. ২০২১

১৮. ‘আলুটিলা পাহাড়’ কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. ময়মনসিংহ
গ. বান্দরবান
ঘ. খাগড়াছড়ি
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

১৯. বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় হয় কত সালে?
ক. ২০১৪
খ. ২০১৫
গ. ২০১৬
ঘ. ২০১৮

২০. আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. মাইক্রোসফ্ট
খ. ওয়ালটন
গ. অ্যাপল
ঘ. আইবিএম
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৯-এর উত্তর

১. ক। ২. খ। ৩. ঘ। ৪. গ। ৫. গ। ৬. গ। ৭. খ। ৮. ঘ। ৯. খ। ১০. গ।
১১. খ। ১২. খ । ১৩. গ। ১৪. গ। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. ঘ। ১৯. খ। ২০. গ।


১. দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কবে চালু হয়েছে?
ক. ১ জানুয়ারি ১৯৯৩
খ. ১ ফেব্রুয়ারি ১৯৯২
গ. ১ সেপ্টেম্বর ১৯৯৫
ঘ. ১ নভেম্বর ১৯৯৭

২. ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ২০.৭১ কিমি
খ. ১৯.৭৩ কিমি
গ. ১৯.৪০ কিমি
ঘ. ১৮.৩৯ কিমি
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৬

৩. দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
ক. অপরাজিতা
খ. লিসা
গ. সোফিয়া
ঘ. ফেদা

৪. ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সাধারণ পরিষদের সভায় বঙ্গবন্ধু বাংলায় ভাষণ প্রদান করেন?
ক. ২৭ তম
খ. ২৯ তম
গ. ৩০ তম
ঘ. ৩১ তম

৫. নাগোরনো-কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
ক. উজবেকিস্তান-আর্মেনিয়া
খ. আর্মেনিয়া-কাজাকিস্তান
গ. উজবেকিস্তান-তাজিকিস্তান
ঘ. আর্মেনিয়া-আজারবাইজান

৬. কে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন?
ক. তাজউদ্দীন আহমদ
খ. এ এইচ এম কামারুজ্জামান
গ. এম. মনসুর আলী
ঘ. অধ্যাপক ইউসুফ আলী
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪

৭. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ‘শিরোমণি ট্যাংক যুদ্ধ বা ব্যাটল অব শিরোমণি’ কোথায় সংঘটিত হয়?
ক. ঢাকা
খ. যশোর
গ. রাজশাহী
ঘ. খুলনা

৮. কম্পিউটার শিল্পে ‘Dot Matrix’ বলতে কী বোঝায়?
ক. স্ক্যানার
খ. মডেম
গ. প্রিন্টার
ঘ. স্পিকার

৯. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী কে হন?
ক. শেরেবাংলা এ কে ফজলুল হক
খ. শেখ মুজিবুর রহমান
গ. মাওলানা ভাসানী
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী

১০. জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক ইসলামোফোবিয়া প্রতিরোধ দিবস’ কবে?
ক. ১১ এপ্রিল
খ. ২৩ জুন
গ. ১৪ সেপ্টেম্বর
ঘ. ১৫ মার্চ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

১১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮ক অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কী?
ক. জনস্বাস্থ্য ও নৈতিকতা
খ. পরিবেশ সংরক্ষণ
গ. পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
ঘ. জীববৈচিত্র্য উন্নয়ন

১২. ‘Soft Power’ গ্রন্থটির লেখক কে?
ক. মিখাইল গর্ভাচেভ
খ. জোসেফ এস নাই
গ. সান জু
ঘ. রোনাল্ড রিগ্যান

১৩. বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ‘ন্যাটো’ প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৪৯
খ. ১৯২৯
গ. ১৯১৯
ঘ. ১৯৯৪

১৪. ‘গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব’ বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বর্ণিত আছে কোন অনুচ্ছেদে?
ক. ১১
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

১৫. সম্প্রতি কোন দ্বীপসংলগ্ন ১,৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে ‘মেরিন প্রটেক্টেড এরিয়া’ হিসেবে ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয়?
ক. মনপুরা দ্বীপ
খ. সেন্ট মার্টিন দ্বীপ
গ. হাতিয়া দ্বীপ
ঘ. ছেঁড়া দ্বীপ

১৬. ‘ওরা টোকাই কেন’ গ্রন্থটি কার?
ক. হাবিবুর রহমান
খ. খন্দকার মাহবুব উদ্দীন
গ. শেখ হাসিনা
ঘ. আখতার খালিদ

১৭. ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’র সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন, ব্রিটেন
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. রোম, ইতালি

১৮. বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য?
ক. ৩২তম
খ. ৩৪তম
গ. ১৩৬তম
ঘ. ১১৩তম
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

১৯. ‘নর্ড স্ট্রিম-২’ কী সম্পর্কিত পাইপলাইন প্রকল্প?
ক. পানি
খ. গ্যাস
গ. তেল
ঘ. বর্জ্য

২০. নিচের কোনটি চতুর্থ শিল্পবিপ্লবের অংশ?
ক. শিল্পোৎপাদনে স্টিম ইঞ্জিনের ব্যবহার
খ. আইওটি সেন্সরের ব্যবহার
গ. ইলেকট্রিসিটি–চালিত মেট্রোরেল ব্যবস্থা চালুকরণ
ঘ. ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৮–এর উত্তর

১. ক। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. ঘ। ৬. গ। ৭. ঘ। ৮. গ। ৯. ক। ১০. ঘ।
১১. গ। ১২. খ। ১৩. ক। ১৪. ঘ। ১৫. খ। ১৬. গ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. খ। ২০. খ।

 ১. কোন বানানটি শুদ্ধ?
 ক. অনুনাসিক
 খ. অণুনাসিক
 গ. অনুনাষিক
 ঘ. অণুনাষিক

২. ‘পুষ্প’-এর সমার্থক শব্দ নয় কোনটি?
 ক. কুসুম
 খ. প্রসূন
 গ. মঞ্জরি
 ঘ. পল্লবী

৩. ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
 ক. অপদার্থ
 খ. অর্থের কুপ্রভাব
 গ. ভীষণ শত্রুতা
 ঘ. দুর্লভ বস্তু
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪

৪. ‘চন্দ্রমুখ’ কোন সমাসের উদাহরণ?
 ক. উপমান
 খ. উপমেয়
 গ. উপমিত
 ঘ. প্রাদি

৫. ‘উপচয়’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
 ক. সঞ্চয়
 খ. অনাচার
 গ. অপচয়
 ঘ. উপাচার

৬. ছাত্রটির মাথা ভালো। বাক্যটিতে ‘মাথা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. বংশ
খ. ব্যবহার
গ. স্বাস্থ্য
ঘ. মেধা

৭. কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়। এর উদাহরণ কোনটি?
ক. মুদ্রণ
খ. মিশ্রণ
গ. নগণ্য
ঘ. মসৃণ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১২

৮. তদ্ভব শব্দের উদাহরণ নয় কোনটি?
ক. চাঁদ
খ. হাত
গ. বংশী
ঘ. কামার

৯. ‘সর্বনাশ’ বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
ক. ভরাডুবি
খ. বালির বাঁধ
গ. পুকুর চুরি
ঘ. মগের মুল্লুক
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

১০. সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পবি + ইত্র = পবিত্র
খ. প্রতি + উষ = প্রত্যুষ
গ. বি + আহার = ব্যতিহার
ঘ. শশ + অঙ্ক = শশাঙ্ক

১১. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ক. ঐহিক-পারত্রিক
খ. রসিকতা-পরিহাস
গ. হৃদ্যতা-কপটতা
ঘ. ক্ষয়িষ্ণু-বর্ধিষ্ণু

১২. ধ্বনিবিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক. রাখিয়া > রাইখ্যা
খ. কন্যা > কইন্যা
গ. কুৎসিত > কুচ্ছিত
ঘ. পিশাচ > পিচাশ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৮

১৩. Patronage-এর বাংলা পরিভাষা কোনটি?
ক. ধারাবাহিক
খ. পৃষ্ঠপোষকতা
গ. কপর্দকহীন
ঘ. খণ্ডকালীন

১৪. ‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়’ পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. সমরেশ বসু
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

১৫. ‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা’ গানটির গীতিকার কে?
ক. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ. শহীদুল্লা কায়সার
ঘ. অতুল প্রসাদ সেন

১৬. মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস ‘বাতাসে বারুদ রক্তে উল্লাস’-এর রচয়িতা কে?
ক. রাবেয়া খাতুন
খ. শিরীন মজিদ  
গ. সেলিনা হোসেন
ঘ. জুবাইদা গুলশান আরা

১৭. ভাষা আন্দোলনের কবিতা ‘আমাকে কী মাল্য দেবে দাও’-এর কবি কে?
ক. নির্মলেন্দু গুণ
খ. আবদুল মান্নান সৈয়দ  
গ. আসাদ চৌধুরী
ঘ. সানাউল হক
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

১৮. ‘কোনো কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারী,/প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয়-লক্ষ্মী নারী।’ উদ্ধৃতাংশটি কার?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ঘ. নির্মলেন্দু গুণ

১৯. ‘নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’ উদ্ধৃতাংশটি কার?
ক.  রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুফিয়া কামাল
গ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ঘ. কামিনী রায়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

২০. মধুসূদন দত্ত সর্বপ্রথম তাঁর কোন কাব্যগ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন?  
ক. চর্তুদশপদী কবিতাবলী
খ. তিলোত্তমাসম্ভব কাব্য
গ. মেঘনাদবধ কাব্য
ঘ. ব্রজাঙ্গনা কাব্য
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৬-এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. খ। ৪. গ। ৫. গ। ৬. ঘ। ৭. গ। ৮. গ। ৯. ক। ১০. ঘ।
১১. খ। ১২. ঘ । ১৩. খ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. ঘ। ১৭. ক। ১৮. খ। ১৯. ক। ২০. খ।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال