বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ০৭

১. Kazi Nazrul Islam is considered ___ Percy Bysshe Shelley of Bangladesh.
 ক. some
 খ. a
 গ. any
 ঘ. the

২. What is the masculine form of ‘Bee’?
 ক. Hart
 খ. Drone
 গ. Stag
 ঘ. Colt

৩. The synonym of ‘Ludicrous’--
 ক. Moral
 খ. Lavish
 গ. Garrulous
 ঘ. Ridiculous

৪. What kind of noun is ‘Army’?
ক. Proper
খ. Common
গ. Collective
ঘ. Abstract

৫. Choose the correct spelling.
ক. Colleague
খ. Cholleague
গ. Culleague
ঘ. Calleague

৬. Ripa is ____ MBA student.
ক. an
খ. a
গ. the
ঘ. none

৭. He is superior ___ me.
ক. than
খ. to
গ. with
ঘ. of

৮. Sixty thousand dollars ___ a large amount of money.
ক. quite
খ. are
গ. count
ঘ. is

৯. What kind of noun is ‘Salt’?
ক. Proper
খ. Common
গ. Collective
ঘ. Material

১০. Which of the following is not an adjective?
ক. Humble
খ. Humor
গ. Honest
ঘ. Humid

১১. She is ____ IBA, Dhaka University.
ক. in
খ. at
গ. on
ঘ. by

১২. The walls of our house have painted ____ green.
ক. by
খ. with
গ. in
ঘ. no preposition

১৩. He abstains ____ liquor.
ক. in
খ. for
গ. at
ঘ. from

১৪. Choose the correct sentence.
ক. Vegetable is good for health.
খ. Information is necessary to invent a new device.
গ. My doctor provided me an advice to keep fit.
ঘ. There is a traffic in Dhaka today.

১৫. Macbeth’s desire __ power brought about his downfall.
ক. in
খ. for
গ. with
ঘ. as

১৬. Loudly knocking at the gate, he went off. Here, the underlined word is a/an--
ক. Verbal noun
খ. Infinitive
গ. Participle
ঘ. Gerund

১৭. ‘Each other’ is a -
ক. Personal Pronoun
খ. Reflexive Pronoun
গ. Reciprocal Pronoun
ঘ. Relative Pronoun
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩

১৮. We should obey our teachers. Here ‘should’ is a/an -
ক. Intransitive Verb
খ. Main Verb
গ. Transitive Verb
ঘ. Modal/Auxiliary Verb

১৯. ‘Palmy days’ means -
ক. Long days
খ. Remarkable day
গ. Days of prosperity and glory
ঘ. Days of sorrow and grief

২০. He__ division of property.
ক. fell over
খ. fell back
গ. fell down
ঘ. fell out

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৫-এর উত্তর
১. ঘ; ২. খ; ৩. ঘ; ৪. গ; ৫. ক; ৬. ক; ৭. খ; ৮. ঘ; ৯. ঘ; ১০. খ; ১১. ক; ১২. ঘ; ১৩. ঘ; ১৪. খ; ১৫. খ; ১৬. গ; ১৭. গ; ১৮. ঘ; ১৯. গ ও ২০. ঘ।


 ১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং প্রকল্প’ চালু হয় কত সালে?
 ক. ২০০৯
 খ. ২০১০
 গ. ২০১১
 ঘ. ২০১২
 ২. বাংলাদেশের নিবন্ধিত ১৭তম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য কোনটি?
 ক. ক্ষীরশাপাতি আম
 খ. কাঁচাগোল্লা
 গ. জামদানি
 ঘ. মসলিন
 ৩. বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বর্তমানে কতটি?
 ক. ৪১
 খ. ৪২
 গ. ৪৩
 ঘ. ৪৪
 ৪. বিশ্বের প্রথম দেশ হিসেবে জাতীয় পরিচয়পত্রের ‘ফেস ভেরিফিকেশন’ চালু করে কোন দেশ?
 ক. সিঙ্গাপুর
 খ. যুক্তরাষ্ট্র
 গ. সুইজারল্যান্ড
 ঘ. কানাডা
 ৫. ২০২৫ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘COP-30’ অনুষ্ঠিত হবে কোন দেশে?
 ক. মিশর
 খ. জার্মানি
 গ. ব্রাজিল
 ঘ. আর্জেন্টিনা
 ৬. জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২৩ অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানকারী কর্তৃপক্ষ কোনটি?
 ক. সুরক্ষা সেবা বিভাগ
 খ. বাংলাদেশ নির্বাচন কমিশন
 গ. ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর
 ঘ. জন্ম ও মৃত্যুনিবন্ধন কর্তৃপক্ষ

৭. ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’ কবে পালিত হয়?
ক. ১ জানুয়ারি
খ. ১৮ মার্চ
গ. ২১ জুলাই
ঘ. ৯ জুন
৮. ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির পরিমাণ কত?
ক. ২,৩৬,০০০ কোটি টাকা
খ. ২,৬৬,০০০ কোটি টাকা
গ. ২,৬১,০০০ কোটি টাকা
ঘ. ২,৬৩,০০০ কোটি টাকা
৯. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুযায়ী প্রতি হাজারে স্থুল মৃত্যুহার কতজন?
ক. ৫.৯ জন
খ. ৫.২০ জন
গ. ৫.৭ জন
ঘ. ৫.৬ জন
১০. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি কে?
ক. ইমরে হোল্লাই
খ. পিটার থমসন
গ. ডেনিস ফ্রান্সিস
ঘ. স্যাম কুটেসা
১১. সম্প্রতি এমসিসির আজীবন সদস্যপদ পান কোন বাংলাদেশি?
ক. মাশরাফি বিন মুর্তজা
খ. সাকিব আল হাসান
গ. তামিম ইকবাল
ঘ. মুশফিকুর রহিম

১২. ২০২৩ সালে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. চীন
খ. দক্ষিণ আফ্রিকা
গ. ভারত
ঘ. ব্রাজিল
১৩. ৭৬তম কান চলচ্চিত্র উৎসব-২০২৩-এ সেরা চলচ্চিত্র (স্বর্ণপাম) জয়ী চলচ্চিত্রের নাম কী?
ক. অ্যাবাউট ড্রাই গ্রাসেস
খ. দ্য জোন অব ইন্টারেস্ট
গ. পারফেক্ট ডেজ
ঘ. অ্যানাটমি অব আ ফল
১৪. ২০২৩ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ভিলনিয়াস, লিথুয়ানিয়া
খ. টোকিও, জাপান
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. আঙ্কারা, তুর্কিয়ে
১৫. জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব কোনটি?
ক. বীরউত্তম
খ. বীরবিক্রম
গ. বীরপ্রতীক
ঘ. বীরশ্রেষ্ঠ
১৬. মেট্রোরেল লাইন-৬-এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল রেলপথের দৈর্ঘ্য কত কিলোমিটার?
ক. ২২.১৬ কিমি
খ. ২৬.১১ কিমি
গ. ২১.২৬ কিমি
ঘ. ২১.৬২ কিমি
১৭. বাংলাদেশের প্রথম নারী কম্পিউটার প্রোগ্রামার কে?
ক. শাহেদা মোস্তাফিজ
খ. রাবাব ফাতিমা
গ. সাহেদা খাতুন
ঘ. রওনক মোস্তাফিজ
১৮. নিউজউইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করে কত সালে?
ক. ৫ এপ্রিল ১৯৭১
খ. ৭ এপ্রিল ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ২ জুলাই ১৯৭১
১৯. ‘কোয়াডরিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ (কোয়াড)’ প্রথম গঠিত হয় কত সালে?
ক. ২০০৭
খ. ২০০৮
গ. ২০০৯
ঘ. ২০১০
২০. ‘কাউয়াদীঘি হাওর’ বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. মৌলভীবাজার
ঘ. বান্দরবান

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৪-এর উত্তর
১. খ। ২. খ। ৩. ঘ। ৪. ক। ৫. গ। ৬. ক। ৭. ঘ। ৮. ঘ। ৯. গ। ১০. গ।
১১. ক। ১২. খ ।  ১৩. ঘ। ১৪. ক।  ১৫. ক। ১৬. গ। ১৭. ক।  ১৮. ক।  ১৯. ক।  ২০. গ।



১. ‘সাজিরা’ শব্দটিতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সঙ্গে
খ) উৎকৃষ্ট
গ) উত্তম
ঘ) অভাব

২. ‘ষ্ণ’—যুক্তবর্ণটির স্বরূপ কী?
ক) ষ্+ঞ
খ) ষ্+ণ
গ) ষ্+ন
ঘ) ক+ষ

৩. ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন।’ ‘পাঠশালা’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) করণে শূন্য
খ) অধিকরণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) কর্মে শূন্য
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১২

৪. ‘বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকড়াইয়া পড়িয়া থাকে’ উক্তিটি কোন রচনার অংশবিশেষ?
ক) দুরন্ত পথিক
খ) আঠারো বছর বয়স
গ) চলে মুসাফির
ঘ) যৌবনের গান

৫. নিচের কোন সমার্থক শব্দগুলো ভিন্নতর?
ক) করী, করন
খ) কর, পানি
গ) সারঙ্গ, কুরঙ্গ
ঘ) ভুজক, ভুজঙ্গম

৬. ‘সমভিব্যাহার’ শব্দটিতে কয়টি উপসর্গ আছে?
ক) তিনটি
খ) চারটি
গ) পাঁচটি
ঘ) দুটি

৭. ‘বামেতর’ শব্দটির অর্থ কী?
ক) ইতর
খ) বাম চোখ
গ) ডান
ঘ) বাম দিক
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

৮. ‘অহ্ন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অপর
খ) রাত্রি
গ) সূর্য
ঘ) গতি

৯. ‘Transliteration’–এর বাংলা পরিভাষা কোনটি?
ক) প্রতিবর্ণীকরণ
খ) বর্ণীকরণ
গ) অনুবাদকরণ
ঘ) বর্ণান্তর

১০. ‘He has no political axe to grind’–এর সঠিক অনুবাদ কোনটি?
ক) তাঁর কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই।
খ) তাঁর কোনো রাজনৈতিক আদর্শ নেই।
গ) তাঁর জোরালো রাজনৈতিক মতামত নেই।
ঘ) তাঁর কোনো জোরালো রাজনৈতিক নীতি নেই।

১১. ‘মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’ বাক্যে ‘মরি মরি’ কোন ধরনের অব্যয়?
ক) পদান্বয়ী
খ) অনন্বয়ী
গ) অনুকার
ঘ) সমন্বয়ী
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৮

১২. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়—
ক) কুম্ভিলকবৃত্তি
খ) জলৌকাবৃত্তি
গ) বেতসবৃত্তি
ঘ) পতঙ্গবৃত্তি

১৩. ‘হরণ করার ইচ্ছা’ এককথায় কী বলে?
ক) জিঘাংসা
খ) জিহীর্ষা
গ) জিগমিষা
ঘ) জিগীষা

১৪. ‘সবুজ’ কোন ভাষার শব্দ?
ক) দেশি
খ) সংস্কৃত
গ) পর্তুগিজ
ঘ) ফারসি
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

১৫. ‘দ্বৈপায়ন’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) দ্বীপ+অয়ন
খ) দ্বিপ+অনট
গ) দ্বিপ+আয়ন
ঘ) দ্বীপ+আনট

১৬. জীবনানন্দ দাসের প্রকাশিত প্রথম কবিতা কোনটি?
ক) ঝরাপালক
খ) মহাপৃথিবী
গ) দেশবন্ধুর প্রয়াণে
ঘ) বর্ষা আবাহন

১৭. ‘আত্মঘাতী বাঙালি’ কার রচিত গ্রন্থ?
ক) অশোক মিত্র
খ) অতুল সুর
গ) নীরদচন্দ্র চৌধুরী
ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

১৮. নিচের কোনটি ব্যতিক্রম?
ক) গীতাঞ্জলি
খ) গীতালি
গ) গীতিগুচ্ছ
ঘ) গীতবিতান

১৯. নিচের কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ নয়?
ক) বিড়ালতপস্বী
খ) নরসিংহ
গ) বীরসিংহ
ঘ) পুরুষসিংহ

২০. ‘মানুষ’ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম কোন নামটি উল্লেখ করেননি?
ক) চেঙ্গিস
খ) গজনি মামুদ
গ) কালাপাহাড়
ঘ) লেলিন
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১৩-এর উত্তর

১. খ। ২. খ। ৩. গ। ৪. ঘ। ৫. খ। ৬. খ। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. ক।
১১. খ। ১২. ক। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. ঘ। ১৭. গ। ১৮. গ। ১৯. ক। ২০. ঘ।
 

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال