বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ০৩

১. মুক্তিযুদ্ধে একমাত্র নারী কমান্ডারের নাম কী?
ক) আশালতা বৈদ্য
খ) সিতারা বেগম
গ) মিনু রায়
ঘ) তারামন বিবি

২. দেশে কত সালে e-TIN প্রবর্তন করা হয়?
ক) ২০০৯
খ) ২০১০
গ) ২০১২
ঘ) ২০১৩
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩০

৩. ‘শিন-বেত’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক) যুক্তরাষ্ট্র
খ) রাশিয়া
গ) ইসরায়েল
ঘ) চীন

৪. প্রথম বাংলাদেশি হিসেবে কে পেশাদার বক্সিং বেল্ট অর্জন করেন?
ক) অনুপ চাকমা
খ) সুরকৃষ্ণ চাকমা
গ) আল আমিন
ঘ) রোকসানা বেগম

৫. বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়?
ক) রোম
খ) শিকাগো
গ) প্যারিস
ঘ) ফ্রাঙ্কফুর্ট

৬. ‘হামাস’ শব্দের অর্থ কী?
ক) আল্লাহর দল
খ) উদ্যম
খ) স্বপ্ন
ঘ) স্বাধীনতা
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৩

৭. ‘ফ্রাইডে ফর ফিউচার’ সংগঠনটি কী নিয়ে কাজ করে?
ক) আইন
খ) সংস্কৃতি
গ) পরিবেশ
ঘ) মানবাধিকার

৮. ‘ফার্স’ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
ক) ইরাক
খ) ইরান
গ) কুয়েত
ঘ) কাতার

৯. বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশ কালাজ্বর নির্মূল করে?
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) মালদ্বীপ

১০. সায়মা ওয়াজেদ পুতুল কোন সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন?
ক) ইউনিসেফ
খ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ) ইউনেসকো
ঘ) আইএলও
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৬

১১. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু সম্পর্কে বলেন ‘লোকটি এবং তাঁর দল পাকিস্তানের শত্রু, এবার তাঁরা শাস্তি এড়াতে পারবে না’—এ দম্ভোক্তি করা ব্যক্তিটি কে?
ক) জেনারেল নিয়াজী
খ) জেনারেল টিক্কা খান
গ) জেনারেল ইয়াহিয়া খান
ঘ) জেনারেল হামিদ খান

১২. সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করা হয় কততম সংশোধনীতে?
ক) পঞ্চদশ
খ) চতুর্দশ
গ) ত্রয়োদশ
ঘ) দ্বাদশ

১৩. ‘ঘোড়া কূটনীতি’ কোন দুইটি দেশের মধ্যে আলোচিত?
ক) যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
খ) ফ্রান্স ও চীন
গ) ফ্রান্স ও ভারত
ঘ) পাকিস্তান ও চীন

১৪. হংকং কোন দেশের উপনিবেশ ছিল?
ক) রাশিয়া
খ) ফ্রান্স
গ) ইউএসএ
ঘ) ইউকে
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–৯

১৫. ‘ব্লু লাইন’ কোন দুটির মধ্যে সীমারেখা?
ক) ইসরায়েল-লেবানন
খ) ইসরায়েল-ফিলিস্তিন
গ) ইসরায়েল-সিরিয়া
ঘ) ইসরায়েল-জর্ডান

১৬. টাইম ম্যাগাজিন কোন দেশ থেকে প্রকাশিত হয়?
ক) স্পেন
খ) ইংল্যান্ড
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ফ্রান্স

১৭. বিশ্ব স্কাউট দিবস কবে পালিত হয়?
ক) ২২ ফেব্রুয়ারি
খ) ২৩ ফেব্রুয়ারি
গ) ২৪ ফেব্রুয়ারি
ঘ) ২৫ ফেব্রুয়ারি

১৮. ‘ওরা টোকাই কেন?’ গ্রন্থের লেখক কে?
ক) শেখ হাসিনা
খ) শেখ রেহেনা
গ) শেখ সেলিম
ঘ) শেখ ফজলে নূর তাপস
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

১৯. ‘মনপুরা-৭০’ কার আঁকা চিত্রকর্ম?
ক) কামরুল হাসান
খ) কাইয়ুম চৌধুরী
গ) রফিকুন নবী
ঘ) জয়নুল আবেদিন

২০. ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ গানটির গীতিকার কে?
ক) কাওসার আহমেদ চৌধুরী
খ) রথীন্দ্রনাথ রায়
গ) পথিক নবী
ঘ) খুরশিদ আলম
মডেল টেস্ট ৩১-এর উত্তর:

১. ক। ২. ঘ। ৩. গ। ৪. খ। ৫. ঘ। ৬. খ। ৭. গ। ৮. খ। ৯. ক। ১০. খ।
১১. গ। ১২. গ। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. খ। ১৭. ক। ১৮. ক। ১৯. ঘ। ২০. ক।



১. সংবিধানের কোন সংশোধনকে ‘সংবিধানের প্রথম বিকৃতি’ বলে আখ্যায়িত করা হয়?
ক) পঞ্চম সংশোধন
খ) চতুর্থ সংশোধন
গ) তৃতীয় সংশোধন
ঘ) দ্বিতীয় সংশোধন

২. দেশের কোনো এলাকাতেই ভোটার হননি, এমন ব্যক্তি সংসদ নির্বাচনে—
ক) সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
খ) কোনোক্রমেই প্রার্থী হতে পারবেন না
গ) আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
ঘ) নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৮

৩. কবে বাংলাদেশে শিশু অধিকার সনদ বাংলাদেশ বাস্তবায়নে অঙ্গীকার নেয়?
ক) ১৯৯০ সালের ৩ আগস্ট
খ) ১৯৯০ সালের ৩ জুলাই
গ) ১৯৯০ সালের ৩ মে
ঘ) ১৯৯০ সালের ৩ এপ্রিল

৪. ‘শেখ রাসেল দিবস’ কবে পালিত হয়?
ক) ১৫ অক্টোবর
খ) ১৬ অক্টোবর
গ) ১৭ অক্টোবর
ঘ) ১৮ অক্টোবর

৫. ‘এই জানোয়ারকে হত্যা করতে হবে’ কার আঁকা একটি পোস্টার?
ক) রফিকুন্নবী
খ) এস এম সুলতান
গ) কামরুল হাসান
ঘ) জয়নুল আবেদীন

৬. মণিপুরের রাজধানী নাম কী?
ক) শিলং
খ) ইটানগর
গ) ইম্ফল
ঘ) আইজল
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২০

৭. সুইডেনের মুদ্রার নাম কী?
ক) পাউন্ড
খ) ক্রোনা
গ) ডলার
ঘ) পেসো

৮. বিশ্বের রাজধানী বলা হয় কোন শহরকে?
ক) নিউইয়র্ক
খ) রোম
গ) লন্ডন
ঘ) জেনেভা

৯. ‘জেনেভা কনভেনশন’ কত সালে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৪৫ সালে
খ) ১৯৪৭ সালে
গ) ১৯৪৯ সালে
ঘ) ১৯৫৪ সালে

১০. ওআইসির কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৫

১১. আফ্রিকান কোন দেশে চীন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ক) তাঞ্জানিয়া
খ) জিবুতি
গ) উগান্ডা
ঘ) অ্যাঙ্গোলা

১২. মুক্তিযুদ্ধকালীন সরকারের সচিবালয় কোথায় অবস্থিত ছিল?
ক) বৈদ্যনাথতলা
খ) মেহেরপুর
গ) কলকাতা
ঘ) ঢাকা

১৩. ‘বাফা’ কী নিয়ে কাজ করে?
ক) সংস্কৃতি
খ) পরিবেশ
গ) ঔষধ
ঘ) আবাসন

১৪. ‘এই যে দুনিয়া কিসেরও লাগিয়া’ গানের মূল গায়ক কে?
ক) হাসন রাজা
খ) শাহ আবদুল করিম
গ) আবদুল আলীম
ঘ) আব্বাসউদ্দীন
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

১৫. কোনটি ভূমধ্যসাগরীয় দ্বীপ?
ক) জিব্রাল্টার
খ) তিউনিশিয়া
গ) মাল্টা
ঘ) আলবেনিয়া

১৬. অক্টোবর বিপ্লবে কে নেতৃত্ব দিয়েছিলেন?
ক) কার্ল মার্কস
খ) ফ্রেডরিক এঙ্গেলস
গ) ভি আই লেলিন
ঘ) মাও সে তুং

১৭. রোজ গার্ডেন বাংলাদেশের একটি—
ক) ঐতিহাসিক ভবন
খ) রাষ্ট্রীয় অতিথিশালা
গ) উদ্ভিদ উদ্যান
ঘ) আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র

১৮. ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি কে পরিচালনা করেন?
ক) শ্যাম বেনেগাল
খ) রবীন্দ্র ত্রিবেদী
গ) রাজকুমার হিরানী
ঘ) মৃণাল সেন
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৫

১৯. BTPT–এর পূর্ণরূপ কোনটি?
ক) Bangladesh Training for Primary Teachers
খ) Basic Training for Primary Teachers
গ) Basically Teachers for Primary Training
ঘ) Background Training for Primary Teachers .

২০. ডিপিই প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১৯৮১
খ) ১৯৮২
গ) ১৯৮৩
ঘ) ১৯৮৪
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৯-এর উত্তর

১. ক। ২. খ। ৩. ক। ৪. ঘ। ৫. গ। ৬. গ। ৭. খ। ৮. ক। ৯. গ। ১০. খ।
১১. খ। ১২. গ। ১৩. ক। ১৪. গ। ১৫. গ। ১৬. গ। ১৭. ক। ১৮. ক। ১৯. খ। ২০. ক।



১. The new national curriculum will enhance creativity among students and teachers....in his implementation.
ক) have a vital role
খ) has a vital role
গ) had a vital rolr
ঘ) having a vital role

২. Truth must prevail in the long run. Here ‘Truth’ is...
ক) Common noun
খ) Proper noun
গ) Abstract noun
ঘ) Collective noun
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৭

৩. It is very difficult to find a...in Sri Lanka at present.
ক) work
খ) career
গ) profession
ঘ) job

৪. Which one of the following is the plural form of ‘Hypothesis’?
ক) Hypothesises
খ) Hypotheses
গ) Hypothisis
ঘ) Hypothesus

৫. ‘Duchess’ is the feminine of...
ক) Earl
খ) Dutchman
গ) Duke
ঘ) Chess

৬. Do you enjoy teaching? The underline word is a...
ক) a noun
খ) a participate
গ) a gerund
ঘ) an adjective
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২০

৭. We are moved not by the fall of...great man but the elevation to heroism of what we had taken to be...little man.
ক) a, the
খ) the, the
গ) a, a
ঘ) none of above

৮. Which one is the correct sentence?
ক) He is a most perfect judge.
খ) He is the most perfect judge.
গ) He is a very perfect judge.
ঘ) He is a perfect judge.

৯. Fungi do not absorb sunlight but use animals and plants, ...living and dead, as their source of food.
ক) besides
খ) beside
গ) together
ঘ) both

১০. Which is the noun of the word ‘beautiful’?
ক) beauty
খ) beautify
গ) beauteous
ঘ) beautific
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩

১১. ...Pohela Boishakh, there is a festive mood all...the country.
ক) at, over
খ) in, across
গ) since, across
ঘ) on, over

১২. Safety measures of garments factories must fully comply...the rules of ILO.
ক) at
খ) on
গ) with
ঘ) in

১৩. Death does not distinguish...the rich and the poor.
ক) from
খ) by
গ) for
ঘ) between

১৪. The passive form of ‘I don’t like people telling me what to do’
ক) I don’t like being told what to do.
খ) I don’t like people being told what to do.
গ) I don’t like people are told what to do.
ঘ) People are not liked by me to telling me what to do.
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

১৫. The correct passive voice of ‘Karim told Rahim to give up smoking’ is...
ক) Rahim was told to give up smoking.
খ) Karim was told to give up smoking.
গ) Rahim is told to give up smoking.
ঘ) Karim requested Rahim to give up smoking.

১৬. He said, ‘Farewell, my friends’
ক) He said to his friends farewell.
খ) He told to her friends farewell.
গ) He bade farewell to his friends.
ঘ) He told addressing his friends.

১৭. The synonym of ‘eccentric’ is...
ক) Talkative
খ) Reticent
গ) Coherent
ঘ) Peculiar

১৮. The phrase ‘lock and load’ means...
ক) Think after locking door.
খ) Wait with patience.
গ) Get ready
ঘ) None of the above
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

১৯. Allah is omniscient. Here ‘omniscient’ is...
ক) one who knows everything
খ) one who has total power.
গ) one who is present everywhere.
ঘ) one who eats all types of food.

২০. Find the correctly spelt word.
ক) Asperison
খ) Voluptuous
গ) Equestrain
ঘ) Voguei
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৮-এর উত্তর

১. ক। ২. গ। ৩. ঘ। ৪. খ। ৫. গ। ৬. গ। ৭. গ। ৮. ঘ। ৯. ঘ। ১০. ক।
১১. ঘ। ১২. গ। ১৩. ঘ। ১৪. ক। ১৫. ক। ১৬. গ। ১৭. ঘ। ১৮. গ। ১৯. ক। ২০. খ।


১. কুজ্ঝটিকা শব্দের যুক্তবর্ণটি কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে?
ক) জ্+ঝ
খ) ঝ+ঝ
গ) ঝ+জ
ঘ) ঝ+ব

২. ‘র’কোন জাতীয় ধ্বনি?
ক) প্বার্শিক ধ্বনি
খ) তাড়নজাত ধ্বনি
গ) কম্পনজাত ধ্বনি
ঘ) স্পর্শ ধ্বনি
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৬

৩. ‘অনীক’ শব্দের অর্থ কী?
ক) সূর্য
খ) সমুদ্র
গ) যুদ্ধক্ষেত্র
ঘ) সৈনিক

৪. কোনটি সমার্থক নয়?
ক) বারিধি
খ) বারীশ
গ) সুধাকর
ঘ) রত্নাকর

৫. ‘অহ্ন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অপর
খ) রাত্রি
গ) সূর্য
ঘ) গতি

৬. ‘Subconscious’ শব্দটির বাংলা পরিভাষা শব্দ হলো—
ক) অর্ধচেতন
খ) অবচেতন
গ) চেতনা
ঘ) চেতনা প্রবাদ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৯

৭. ‘লাজওয়াব’ শব্দের ‘লা’কোন উপসর্গ?
ক) ফারসি
খ) হিন্দি
গ) ইংরেজি
ঘ) আরবি

৮. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক) ছোটগল্প
খ) নাটক
গ) কাব্য
ঘ) উপন্যাস

৯. ‘কাজলা দিদি’ কবিতাটি কে রচনা করেছেন?
ক) কাজী নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) মুহিব খান
ঘ) যতীন্দ্রমোহন বাগচী

১০. ‘ওমন কথা মুখে আনতে নেই’ এখানে ‘মুখ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) বাক্‌যন্ত্র
খ) তিরস্কার
গ) বদন
ঘ) অমঙ্গল
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪

১১. ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?
ক) আলাউদ্দিন আল আজাদ
খ) আবু রুশদ
গ) আবুল মনসুর আহমেদ
ঘ) আবুল ফজল

১২. ‘তিনি ব্যাকরণে পণ্ডিত’ এ বাক্যে ‘ব্যাকরণে’কোন কারকে কোন বিভক্তি?
ক) অধিকরণে সপ্তমী
খ) সম্প্রদানে সপ্তমী
গ) অপাদানে দ্বিতীয়া
ঘ) কর্মে সপ্তমী

১৩. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক) কাঁদো নদী কাঁদো
খ) নেকড়ে অরণ্য
গ) রাঙা প্রভাত
ঘ) প্রদোষে প্রাকৃতজন

১৪. ‘দুধে-ভাতে’ কোন সমাস?
ক) সমার্থক দ্বন্দ্ব
খ) বিপরীতার্থক দ্বন্দ্ব
গ) অলুক দ্বন্দ্ব
ঘ) একশেষ দ্বন্দ্ব
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–৯

১৫. ‘বাইরের জগৎ সম্পর্কে ধারণা নেই’ এমন ব্যক্তিকে এককথায় কী বলে?
ক) বর্বর
খ) ক্ষুদ্রমনা
গ) কূপমণ্ডূক
ঘ) মূর্খ

১৬. ‘ভেড়ার গোয়ালে আগুন লাগা’ প্রবাদটির অর্থ কী?
ক) আকস্মিক বিপদ
খ) অকার্যকর কোলাহল
গ) অসহায় অবস্থা
ঘ) অযথা আড়ম্বর

১৭. ‘পুস্তিকা’ কী অর্থে ব্যবহৃত হয়?
ক) বৃহদার্থে
খ) ক্ষুদ্রার্থে
গ) সাদৃশ্য অর্থে
ঘ) বৈসাদৃশ্য অর্থে

১৮. ‘ব্যাকরণ’–এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক) বি+আ+কৃ+অণ
খ) বি+আ+কৃ+অন
গ) বি+অ+কৃ+অন
ঘ) বি+অ+কৃ+অণ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

১৯. বিভক্তি শব্দ ও ধাতুকে কী বলে?
ক) শব্দ
খ) কারক
গ) পদ
ঘ) ক্রিয়াপদ

২০. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মরিচিকা
খ) মরীচীকা
গ) মরীচিকা
ঘ) মরিচীকা
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৭-এর উত্তর

১. ক। ২. গ। ৩. ঘ। ৪. গ। ৫. খ। ৬. খ। ৭. ঘ। ৮. গ। ৯. ঘ। ১০. ঘ।
১১. গ। ১২. ক। ১৩. খ। ১৪. গ। ১৫. গ। ১৬. খ। ১৭. খ। ১৮. খ। ১৯. গ। ২০. গ।



১. Which one is the noun of the word ‘brief’?
ক) Brevity
খ) Briefly
গ) Briefing
ঘ) Brief

২. The word ‘Paradigm’means—
ক) proof
খ) parallel
গ) advice
ঘ) example
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৪

৩. —15 August 1975, Bangabandhu was brutally killed.
ক) In
খ) At
গ) By
ঘ) On

৪. The Mayor of Dhaka has decided to go through with his plan of evicting the street hawker. Here ‘go through’ means—
ক) Review
খ) Change
গ) Implement
ঘ) Reject

৫. Never catch the Jatika. Make it passive.
ক) Let the Jatika never be caught.
খ) Let not the Jatika ever be caught.
গ) Never the Jatika be caught by you.
ঘ) The Jatika is caught by you.

৬. The submarine dipped to avoid ---by the enemy plane.
ক) being seen
খ) seen
গ) having seen
ঘ) seeing
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৮

৭. If I had much money, I -----------.
ক) will help the distressed people.
খ) would help the distressed people.
গ) would have helped the distressed people.
ঘ) would have been helped the distressed people.

৮. The South Pole is too cold for human beings to live in. It is a----
ক) simple sentence
খ) complex sentence
গ) compound sentence
ঘ) multiple sentence

৯. The highway patrol stopped our car and asked us where----
ক) were we are going
খ) are we going
গ) we are going
ঘ) we were going

১০. Which of the following sentences is correct one?
ক) Paper is made of wood.
খ) Paper is made by wood
গ) Paper is made from wood.
ঘ) Paper is made on wood.
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১২

১১. In spite of being a prolific writer, he never achieves high esteem from the critics. Here ‘prolific’ means -
ক) scholarly
খ) professional
গ) prosaic
ঘ) fertile

১২. Antonym of ‘DESOLATE’ is—
ক) Abandoned
খ) Disfigured
গ) Isolated
ঘ) Populous

১৩. The country is progressing by leaps and bounds. Here ‘by leaps and bounds’ means—
ক) aimlessly
খ) slowly
গ) rapidly
ঘ) steadily

১৪. Every cloud has a silver lining. This statement expresses—
ক) possibility
খ) hope
গ) sunshine
ঘ) amazement
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

১৫. A medicine or substance that controls the effects of a poison or disease is called a/an—
ক) anaesthesia
খ) panacea
গ) placebo
ঘ) antidote

১৬. Select the correct word.
ক) Blasphemy
খ) Blusphemy
গ) Blasphame
ঘ) Blasphamy

১৭. Which spelling is correct?
ক) surveilance
খ) survelience
গ) surveillance
ঘ) sarveillance

১৮. Which one is the synonym of ‘SAVAGE’?
ক) civilized
খ) wild
গ) popular
ঘ) precious
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

১৯. To look quickly through a book is an important study skill. Here the idiom ‘look quickly through’means—
ক) skim
খ) outline
গ) paraphrase
ঘ) summarize

২০. ‘Fast track’means—
ক) a direct path to achieve something.
খ) a stable path to achieve something.
গ) a steady path to achieve something.
ঘ) a quick path to achieve something.
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৫-এর উত্তর

১. ক। ২. ঘ। ৩. ঘ। ৪. ক। ৫. খ। ৬. ক। ৭. খ। ৮. ক। ৯. ঘ। ১০. গ।
১১. ঘ। ১২. ঘ। ১৩. গ। ১৪. খ। ১৫. ঘ। ১৬. ক। ১৭. গ। ১৮. খ। ১৯. ক। ২০. ঘ।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال