বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ০২

 

 ১. ‘ক্ষুদ্র শত্রু ভাবি লোক অবহেলা যারে, /বহুবিধ সংকটে সে ফেলাইতে পারে।’—কবিতার লাইন দুটি কার রচনা?
ক) লালন শাহ
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) কৃষ্ণচন্দ্র মজুমদার

২. ‘খোদা’ কোন ভাষার শব্দ?
ক) আরবি শব্দ
খ) ফারসি শব্দ
গ) ফরাসি শব্দ
ঘ) পাঞ্জাবি শব্দ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩১

৩. পিশাচ>পিচাশ—কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক) সমীভবন
খ) বিষমীভবন
গ) স্বরাগম
ঘ) ধ্বনি বিপর্যয়

৪. ‘লোকমুখে এই কথা শুনেছি।’ লোকমুখে শব্দটি কোন কারক?
ক) করণ কারক
খ) কর্ম কারক
গ) অপাদান কারক
ঘ) অধিকরণ কারক

৫. ‘বলাহক’ শব্দের যথার্থ প্রতিশব্দ কোনটি?
ক) রত্নাকর
খ) দ্বিরদ
গ) মৃগেন্দ্র
ঘ) জীমূত

৬. ‘বল বীর বল উন্নত মম শির’ বাক্যটি কী?
ক) ইচ্ছাসূচক
খ) আদেশসূচক
গ) প্রশ্নসূচক
ঘ) বিস্ময়সূচক
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২১

৭. ‘রাত্রিকালীন যুদ্ধকে’ এককথায় কী বলা হয়?
ক) ভুজঙ্গ
খ) নৈশরণ
গ) সৌপ্তিক
ঘ) জুগুপ্সা

৮. ‘ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।’—কে বলেছেন?
ক) মোতাহের হোসেন চৌধুরী
খ) প্রমথ চৌধুরী
গ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ) কাজী আবদুল ওদুদ

৯. কোন জোড়টি ‘ঊর্মি’ শব্দের সমার্থক?
ক) তরঙ্গ, তুঙ্গ
খ) ঢেউ, পৃথ্বীশ
গ) কল্লোল, মনোজ
ঘ) বীচি, হিল্লোল

১০. ‘কাঁড়ি কাঁড়ি টাকা।’—এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
ক) বিশেষ্য ও বিশেষণ
খ) বিশেষণ ও ক্রিয়া
গ) বিশেষ্য ও বিশেষ্য
ঘ) বিশেষণ ও বিশেষণ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৫

১১. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
ক) ছাপা+খানা
খ) জন+অক
গ) রাঁধ+উনি
ঘ) কাঁদ+না

১২. ‘চিকিৎসাশাস্ত্র’ কোন সমাস?
ক) কর্মধারয় সমাস
খ) বহুব্রীহি সমাস
গ) অব্যয়ীভাব সমাস
ঘ) তৎপুরুষ সমাস

১৩. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক) মনোকষ্ট
খ) মণকষ্ট
গ) মনঃকষ্ট
ঘ) মনকস্ট

১৪. ‘শিবরাত্রির সলতে’—বাগ্‌ধারাটির অর্থ কী?
ক) শিবরাত্রির আলো
খ) একমাত্র সঞ্চয়
গ) একমাত্র সন্তান
ঘ) শিবরাত্রির গুরুত্ব
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

১৫. ‘পয়জার’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক) পাদুকা
খ) উন্মাদ
গ) সুতার
ঘ) দাঁড়িপাল্লা

১৬. ‘এত অল্প টাকায় মাস চলবে না’ এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক) সংকুলান হওয়া
খ) প্রচলিত হওয়া
গ) অবলম্বন করা
ঘ) সময় দেওয়া

১৭. ‘মনীষা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) প্রজ্ঞা
খ) স্থিরতা
গ) মনস্বিতা
ঘ) নির্বোধ

১৮. ‘বিড়ালাক্ষী’ কোন সমাস?
ক) অব্যয়ীভাব সমাস
খ) বহুব্রীহি সমাস
গ) কর্মধারয় সমাস
ঘ) দ্বন্দ্ব সমাস
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

১৯. ‘রক্ষকই ভক্ষক’ বাক্যটি কোন জাতীয় বাক্য?
ক) জটিল বাক্য
খ) যৌগিক বাক্য
গ) মিশ্র বাক্য
ঘ) সরল বাক্য

২০. ‘ঝিলিমিলি’ গ্রন্থ কোন ধরনের রচনা?
ক) কাব্য
খ) নাটক
গ) উপন্যাস
ঘ) সংগীত
মডেল টেস্ট ৩২-এর উত্তর:

১. খ। ২. খ। ৩. ঘ। ৪. গ। ৫. ঘ। ৬. খ। ৭. গ। ৮. ক। ৯. ঘ। ১০. ক।
১১. ক। ১২. ক। ১৩. গ। ১৪. গ। ১৫. ক। ১৬. ক। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ঘ। ২০. খ।


১. ‘ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাব’ পঙ্‌ক্তির রচয়িতা কে?
ক) কাজী নজরুল ইসলাম
খ) কায়কোবাদ
গ) রফিক আজাদ
ঘ) শামসুর রাহমান

২. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’—কোন কবিতা থেকে পঙ্‌ক্তিটি চয়ন করা হয়েছে?
ক) আমার পণ
খ) বড় কে
গ) বাংলাদেশ
ঘ) আদর্শ ছেলে

৩. ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেন?
ক) নূরুন্নেছা খাতুন
খ) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী
গ) বেগম রোকেয়া
ঘ) আবুল ফজল
আরও পড়ুন
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হওয়ার স্বপ্ন যাঁদের

৪. ‘একাত্তরের যীশু’ গল্পটির রচয়িতা কে?
ক) শাহরিয়ার কবির
খ) সেলিম আল দীন
গ) মামুনুর রশীদ
ঘ) সৈয়দ শামসুল হক

৫. ‘রাজবন্দীর জবানবন্দী’ একটি—
ক) নাটক
খ) প্রবন্ধগ্রন্থ
গ) গল্প
ঘ) উপন্যাস

৬. কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
ক) ই, ঔ
খ) ঐ, ঔ
গ) ঐ, অ
ঘ) আ, ঔ

৭. শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি?
ক) গণনা, গণিকা, শোণিত
খ) গনণা, গণিকা, শোনিত
গ) গণনা, গনিকা, শোণিত
ঘ) গণণা, গণিকা, শোণিত

৮. অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ—
ক) অন্ব+এষণ
খ) অনু+এষণ
গ) অন্ব+এষন
ঘ) অনু+এষন
আরও পড়ুন
চাকরির জন্য ব্যাকরণের প্রস্তুতি নেবেন যেভাবে

৯. সর্বজন–এর বিশেষণ কী?
ক) বিশ্বজনীন
খ) বিশ্বজন
গ) সর্বজনীন
ঘ) ঐশ্বরিক

১০. সভয়ে লোকটি বলল, বাঘ এসেছে। এখানে ‘সভয়ে’ শব্দটি কোন বিশেষণের উদাহরণ?
ক) বিশেষ্যর বিশেষণ
খ) ক্রিয়া বিশেষণ
গ) বিশেষণের বিশেষণ
ঘ) নাম বিশেষণ  

১১.‘আ মরি বাংলা ভাষা’—এখানে ‘আ’ দ্বারা কী প্রকাশ হয়েছে?
ক) আনন্দ
খ) আশা
গ) আবেগ
ঘ) আনুগত্য

১২. পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) পর্তুগিজ
খ) ফারসি
গ) গুজরাটি
ঘ) উর্দু

১৩. কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে?
ক) আরবি
খ) ফারসি
গ) সংস্কৃত
ঘ) ইংরেজি  
আরও পড়ুন
সাহিত্যের প্রশ্নের উত্তর কীভাবে লিখবেন

১৪. গৌরব শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
ক) গৌর+অব
খ) গুর+অব
গ) গুরু+ঞ্চ
ঘ) গুর+ষ্ণ

১৫. ‘গোঁফ-খেজুরে’ কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) দ্বন্দ্ব
গ) কর্মধারয়
ঘ) বহুব্রীহি  

১৬. নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
ক) বৃহদার্থে
খ) সাদৃশ্য অর্থে
গ) ব্যঙ্গার্থে
ঘ) ক্ষুদ্রার্থে

১৭. ‘অহংকার পতনের মূল’—বাক্যে ‘অহংকার’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে শূন্য
খ) করণে শূন্য
গ) অপাদানে শূন্য
ঘ) আধিকরণে শূন্য

১৮. রাতুল শব্দের অর্থ কী?
ক) লাল
খ) সাদা
ঘ) কালো
ঘ) নীল
আরও পড়ুন
চাকরির পরীক্ষায় স্মারকলিপি লিখবেন কীভাবে

১৯. আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) নিষিদ্ধ
খ) উদ্যত
গ) হাজির
ঘ) অনাসক্ত

২০. মুখচোরা বাগধারাটির অর্থ কী?
ক) লাজুক
খ) ভিতু
গ) স্পষ্টভাষী
ঘ) বাচাল
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১–এর উত্তর

১. গ। ২. ঘ। ৩. খ। ৪. ক। ৫. খ। ৬. খ। ৭. ক। ৮. খ। ৯. গ। ১০. খ। ১১. ক। ১২. ক। ১৩. খ। ১৪. ঘ। ১৫. ঘ। ১৬. ঘ। ১৭. খ। ১৮. ক। ১৯. ক। ২০. ক।


১. মুসলমানপ্রধান না হয়েও কোন দেশটি ইসলামি সহযোগিতা সংস্থার সদস্য?
ক) নাইজেরিয়া
খ) লেবানন
গ) নাইজার
ঘ) উগান্ডা

২. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?
ক) লর্ড ব্যাডেন পাওয়েল
খ) লর্ড মুরিং
গ) লর্ড স্টিফেন
ঘ) লর্ড কার্জন

৩. ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক) ১ নভেম্বর ১৯৪৬
খ) ২ নভেম্বর ১৯৪৬
গ) ৩ নভেম্বর ১৯৪৬
ঘ) ৪ নভেম্বর ১৯৪৬
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

৪. সুইডেনের মুদ্রার নাম কী?
ক) পেসো
খ) ইউরো
গ) রুবল
ঘ) ক্রোনা

৫. হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর ওপর এবং কোথায় অবস্থিত?
ক) ব্রহ্মপুত্র, ময়মনসিংহ
খ) মেঘনা, ভৈরব বাজার
গ) পদ্মা, পাকশী
ঘ) কর্ণফুলী, চট্টগ্রাম

৬. কোন মোগল সম্রাট ‘জিজিয়া কর’ রহিত করেন?
ক) হুমায়ুন
খ) আকবর
গ) শাহজাহান
ঘ) আওরঙ্গজেব

৭. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন—
ক) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
খ) বিচারপতি এম এন হুদা
গ) বিচারপতি বি এ সিদ্দিকী
ঘ) বিচারপতি আব্দুস সাত্তার

৮. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়?
ক) বীরশ্রেষ্ঠ
খ) বীর বিক্রম
গ) বীর উত্তম
ঘ) বীর প্রতীক
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৩

৯. ‘সব কটি জানালা খুলে দাও না’ গানটির সুরকার কে ছিলেন?
ক) নজরুল ইসলাম বাবু
খ) আহমেদ ইমতিয়াজ বুলবুল
গ) সাবিনা ইয়াসমিন
ঘ) রুনা লায়লা

১০. কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
ক) ভিটামিন এ
খ) ভিটামিন সি
গ) ভিটামিন বি
ঘ) ভিটামিন ডি

১১. চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কে?
ক) অরবিন্দ কৃষ্ণ
খ) স্যাম অল্টম্যান
গ) ল্যারি পেজ
ঘ) সুন্দর পিচাই

১২. ভাড়াটে সেনাদল Wagner Group কোন দেশভিত্তিক?
ক) যুক্তরাষ্ট্র
খ) বেলারুশ
গ) ইউক্রেন
ঘ) রাশিয়া

১৩. বঙ্গবন্ধুকে ‘রাজনীতির নান্দনিক শিল্পী’ বলেছেন কে?
ক) মাওলানা ভাসানী
খ) তাজউদ্দীন আহমেদ
গ) শেখ হাসিনা
ঘ) শহীদ সোহরাওয়ার্দী
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২

১৪. পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতা কে?
ক) রামপাল
খ) ধর্মপাল
গ) চন্দ্রগুপ্ত
ঘ) আদিশূর

১৫. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়?
ক) ইরাক
খ) ইরান
গ) সৌদি আরব
ঘ) আলজেরিয়া

১৬. শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি?
ক) পাঠ্যপুস্তক
খ) ব্ল্যাক বোর্ড
গ) আধুনিক লিখনসামগ্রী
ঘ) চার্ট ও মডেল

১৭. এ দেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
ক) স্যাডলার কমিশন, ১৯৯৭
খ) সার্জেন্ট কমিশন, ১৯৪৪
গ) কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪
ঘ) শরীফ কমিশন, ১৯৭৪

১৮. বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
ক) যমুনা
খ) মেঘনা
গ) কর্ণফুলী
ঘ) পদ্মা
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

১৯. ‘বিশ্ব জীববৈচিত্র্য দিবস’ কত তারিখে পালন করা হয়?
ক) ২১ মে
খ) ২২ মে
গ) ২৩ মে
ঘ) ২৪ মে

২০. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত?
ক) ৮ বর্গকিলোমিটার
খ) ৯ বর্গকিলোমিটার
গ) ১০ বর্গকিলোমিটার
ঘ) ১১ বর্গকিলোমিটার
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৫–এর উত্তর

১. ঘ। ২. ক। ৩. ঘ। ৪. ঘ। ৫. গ। ৬. খ। ৭. ঘ। ৮. গ। ৯. খ। ১০. খ। ১১. খ। ১২. ঘ। ১৩. গ। ১৪. খ। ১৫. ঘ। ১৬. ক। ১৭. গ। ১৮. গ। ১৯. খ। ২০. ক।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال