নিজেকে নিয়ন্ত্রণের উপায় - What is the way to control myself ?



কান কথায় কান দিবেন না।
সর্বদা রুটিনমাফিক চলুন।
সামাজিক কালাকানুন সম্পর্কে জ্ঞান রাখুন।
কোন কিছু করার পূর্বে এর সুবিধা ও অসুবিধাগুলো বিবেচনায় আনুন।
নিজেকে উৎপাদনশীল কাজে ব্যস্ত রাখুন।
হুজুগেপনা পরিহার করুন।
ঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করুন।
নিজের প্রতি শ্রদ্ধাশীল হোন।
আবেগে গা ভাসাবেন না।
চেষ্টা করুন কথা কম বলতে।
পরিস্থিতি অবজার্ভ করার চেষ্টা করুন।
যেকোনো ধরনের এডিকশন থেকে দূরে থাকুন।
ইতিবাচক লোকদের সাথে চলুন।
নিজের মধ্যে রাগ থাকলে তা পরিহার করুন।
নিজের মধ্যে সহনশীল এবং ধৈর্যের মনোভাব গড়ে তুলুন।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال