সাধারণত ব্লগে ২৫টি থেকে ৩০টি পোস্ট থাকলে অ্যাডসেন্স এর জন্য আবেদন করা যায় । তবে ব্লগপোস্টে পর্যাপ্ত ভিউ বা ব্লগে নিয়মিত ভিজিটর না থাকলে অ্যাডসেন্স এর অনুমোদন পেতে একটু সময় লাগতে পারে । অ্যাডসেন্স এর আবেদন করার পূর্বে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখবেন -
আপনার ব্লগ সাইটের টপ মেনুতে অবশ্যই কিছু পেজ সংযুক্ত থাকতে হবে ।
যেমনঃ
About usContact us
Disclaimer
Privacy and policy
অ্যাডসেন্স এর নিয়ম অনুযায়ী এই পেজ গুলো থাকা জরুরি । অ্যাডসেন্স আবেদন করার পূর্বে অবশ্যই এই পেজ গুলো সংযুক্ত করতে হবে ।
অ্যাডসেন্সে আবেদন করার পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনার ব্লগ সাইটে কোন কপিরাইট ইমেজ, ভিডিও বা আর্টিকেল আছে কিনা , থাকলে ডিলিট করে দিন তারপর এডসেন্স এর জন্য আবেদন করুন। অ্যাডসেন্স অনুমোদন পাবার পরে ব্যবহার করলেও তেমন একটা সমস্যা হবে না ।
যদি আপনার ব্লগ সাইট আপনি সততা ও নিষ্ঠার সাথে তৈরি করে থাকেন তবে মনে রাখবেন আজ অথবা কাল আপনি অবশ্যই অ্যাডসেন্সের অনুমোদন পাবেন ।
অনেকে একটি বিষয়ে জানতে চান ব্লগার সাইটে কি ধরনের থিম ব্যবহার করলে অ্যাডসেন্স এর জন্য বেশি ভালো হয় ?
এক্ষেত্রে কোন নির্দিষ্ট নিয়ম নেই আপনি ফ্রী থিম ব্যবহার করতে পারেন অথবা ব্লগারে দেওয়া থিম ব্যবহার করতে পারেন , তবে লক্ষ করে দেখবেন আপনার থিমটি যেন রেস্পন্সিভ হয় , রেস্পন্সিভ এর অর্থ আপনার ব্লগার থিম কম্পিউটার এবং মোবাইল ভার্শন দুটোতেই ভালোভাবে ব্যবহার করা যায় ।
একটা কথা অবশ্যই জানা জরুরি, অনলাইন কাজে কন্টেন্ট গুলোই রাজা(কিং) হয় এর অর্থ আপনার ব্লগ বা ওয়েবসাইট যতোই সুন্দর হোক না কেনো তাতে যায় আসে না '' আপনার কন্টেন্ট ভালো মানের না হলে আপনি অ্যাডসেন্স এর অনুমোদন পাবেন না ।
থিম ডাউনলোড করার সময় দেখে নিন ওটি রেস্পন্সিভ কিনা ।
সংক্ষেপে কিছু বিষয় মনে রাখুন এগুলো ঠিক থাকলে আপনি যেকোনো সময় অ্যাডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন -
১. ব্লগারে সর্বনিম্ন ২৫ থেকে ৩০ টি পোস্ট থাকতে হবে ।
২. ব্লগারে ব্যবহার করা সকল ফটো বা ছবি অথবা ভিডিও কনটেন্ট এগুলো সব আপনার নিজের তৈরি হতে হবে ।
৩. ব্লগার টপ মেনুতে
About us
Contact usDisclaimer
Privacy and policy এই পেজ গুলো অবশ্যই থাকতে হবে।
৪. আপনার ব্লগটি অবশ্যই ৪ থেকে ৬ মাস পুরাতন হতে হবে । অর্থাৎ ব্লক তৈরি করার ঠিক ছয় মাস পর এডসেন্স এর জন্য আবেদন করলে ভালো হয় । সেটা না করলে ব্লগটি অ্যাডসেন্স রিভিউ এ চলে যাবে ।
৫. ব্লগারের সেটিং গুলো সম্পূর্ণভাবে সাজিয়ে নিন , সেটিং এ গুগোল এনালাইটিক্স (Analytics) কোড সংযুক্ত করুন ।
৬. বর্তমানে সাবডোমেইন ব্যবহার করলে এডসেন্স এর জন্য অনুমতি পাওয়া খুব কঠিন তাই একটি ডোমেইন নেম কিনে সংযুক্ত করে নিন । মনে রাখবেন কেনা ডোমেইন নেম যুক্ত ব্লগ খুব দ্রুত অ্যাডসেন্স এর জন্য অনুমতি পাবে । 