সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি সমূহ কি কি ?

What are the risks of using social media ?

 

বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন ।  আমরা প্রত্যেকেই সকলেই কমবেশি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে পড়েছি । বিভিন্ন দেশ এবং অবকাঠামো অনুযায়ী সোশ্যাল মিডিয়ার ভিন্ন ভিন্ন ব্যবহার হয়ে থাকে ।  তবে কিছুটা সতর্ক না হয় সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে কিছু  প্রকার ঝুঁকি থেকে যায় ।
যেমনঃ  এশিয়া মহাদেশগুলোর অধিকাংশ ব্যবহারকারীর  মধ্যে রয়েছে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক । এবং প্রতিনিয়ত এটির  ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ।  যেহেতু এ  ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিজের কিছু ব্যক্তিগত তথ্য দিতে হয় সে ক্ষেত্রে এটি  ব্যবহারের  ক্ষেত্রে কিছুটা হলেও ঝুঁকি থেকেই যায় ।
তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার পূর্বে নিজে থেকেই বেশ কিছু সর্তকতা অবলম্বন করা উচিত যাতে করে সোশ্যাল মিডিয়া  ব্যবহারে  নিজের ব্যক্তিগত ঝুঁকি কিছুটা হলেও কম করা যায় ।

আপনি হয়তো মনে করতে পারেন আপনার তথ্যগুলো শুধুমাত্র আপনার বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ।  কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শুরু করেন তখন ধীরে ধীরে আপনার বন্ধুর সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পায় এবং এর মধ্যে বেশ কিছু ফেক আইডির প্রোফাইল সংযুক্ত ফ্রেন্ড আপনার লিস্টে চলে আসতে পারে সেদিকে নজর রাখুন ।
সাধারণত অপরিচিত কোন ব্যক্তিবর্গ কে নিজের প্রোফাইলে অন্তর্ভুক্ত না করাই বুদ্ধিমানের কাজ সম্ভব হলে কিছু দিন অন্তর অন্তর নিজের সোশল মেডিয়া প্লাটফর্মে  নিজের প্রোফাইল অ্যাক্টিভিটি গুলো যাচাই বাছাই করুন ।

নিজের ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে শেয়ার করা থেকে বিরত থাকুন ।  কারণ অধিকাংশ ক্ষেত্রেই নিজের ব্যক্তিগত তথ্য থেকে প্রোফাইলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ।  শুধু ফেসবুক নয়  যেকোনো সোশল মেডিয়া প্লাটফর্মস যুক্ত হওয়ার পূর্বে সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করুন ।

ব্যক্তিগত কোন ছবি  বা কোন প্রকার ভিডিও কন্টাক্ট সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন না । পরিচিত নয় এমন কেউ আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে আপনাকে মেসেজ দিলে সেটা রিপ্লাই করা থেকে বিরত থাকুন ।  সেই সাথে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন সময় ওয়েবসাইটের লিংক সম্বলিত অনেক রকমের মেসেজ পেয়ে থাকে এ ধরনের কোনো মেসেজ পেলে কোন প্রকার লিঙ্কে ক্লিক করে সরাসরি ঢুকতে যাবেন না ।  এমন অনেক ঘটনাই  পূর্বে ঘটেছে  হ্যাকারদের লিংকে ক্লিক করে  গোপনীয় তথ্য  হাত বদল  করেছে অনেকেই  । 

Relavent Read:


মনে রাখবেন  সতর্কতার সাথে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করলে আপনি এখান থেকে অনেক রকম সুবিধা পেতে পারেন কিন্তু আপনার এতটুকু  অসতর্কতা  এখানে আপনার জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে ।









Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال