বিপদে পড়লে পাসওয়ার্ড লক করা ফোনটি আপনাকে আরও বড় বিপদে ফেলতে পারে

Password locked phone will put you in danger

আমরা সাধারণত সবসময় ঘরের মধ্যে  অবরুদ্ধ থাকতে পারিনা ।  কোন না কোন সময় আমাদের ঘরের বাইরে যেতেই হয় হোক সেটা কাজের তাগিদে অথবা বিশেষ প্রয়োজনে । আমরা যখন ঘর থেকে বের হয় তখন অবশ্যই মনে করে দুটি জিনিস সঙ্গে নিয়ে যায় ।  সেটা হল আমাদের ওয়ালেট  বা টাকা রাখার ব্যাগ  অন্যটি একটি হ্যান্ডসেট  এই দুটি জিনিস সবসময় আমাদের পকেট কিংবা সাথে থাকে যখন আমরা ঘর থেকে বের হই । 

আপনার মনে প্রশ্ন জাগতে পারে এর সাথে মোবাইল পাসওয়ার্ড এর সম্পর্ক কি ? হ্যাঁ সম্পর্ক আছে ।   আমাদের ওয়েবসাইটে  বিগত মোটিভেশনাল পোস্টগুলোতে পজিটিভ থিংকিং এর কথা বলা হয়েছে ।  তাই এই বিষয়টা পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করবেন ।  এই কথাটি আপনি  পজিটিভ ভাবে নিলে  আরো বেশি সতর্ক হবে উঠবেন এতে আপনারই ভাল হবে ।
যাই হোক  মূল কথায় ফিরে আসি, একটি ঘটনা  বলছি  মন দিয়ে পড়বেন তা না হলে ওপরের ওই টাইটেলটি আপনি কখনোই বুঝতে পারবেন না ।
কোন একদিন রাস্তায় একটি দুর্ঘটনা দেখতে পায়  দুর্ঘটনাটি এমন কোনো গুরুতর না হলেও  যিনি বাইক চালাচ্ছিলেন  তিনি একটি দুর্ঘটনায়   অজ্ঞান অবস্থায়  রাস্তার পাশে  পড়েছিলেন ।

এমতাবস্থায় কিছু মানুষ দুর্ঘটনাকবলিত  মানুষটির দিকে এগিয়ে গেল এবং  তার প্যান্টের পকেট থেকে  স্মার্টফোন  বের করল ।  স্মার্টফোনটি নেওয়ার উদ্দেশ্যে ছিল  পরিচিত কোন ব্যক্তি বর্গ কে ফোন করে তার সম্পর্কে জানানো ।  কিন্তু ব্যক্তিটি যখন স্মর্টফোন  এর  বাটন চাপ দিল  ফোন লক অবস্থায়  এবার নিজেই  বুঝে নিন । আপনার পাসওয়ার্ড লক করা ফোনটি আপনাকে আরও বড় বিপদে ফেলে দিল ।  কারণ ওই ব্যক্তির  পকেটে   কোন আইডি কার্ড ছিল না   তার পরিচিত  অন্য কাউকে  ডাকার জন্য একমাত্র অবলম্বন ছিল সেই স্মার্টফোনটি ।

ঘটনাটি শেয়ার করতাম না  কিন্তু শেয়ার করার একটাই কারণ  ঠকে শেখার   চেয়ে  দেখে শেখা অনেক ভালো  ।  সেজন্যই ঘটনাটি আপনাদের কাছে তুলে ধরা হলো  যদি করে এটি থেকে আপনিও কিছুটা হলেও সতর্ক হতে পারেন । এবং  এই ঘটনা থেকে  অবমুক্তির জন্য আরো একটি কাজ করা যেতে পারে ।  সেটি হলো আপনি যখন আপনার স্মার্টফোনটি  পাসওয়ার্ড লক অথবা প্যাটার্ন লক দিবেন  তখন আপনার স্মার্টফোনে  লক স্ক্রীন  ওনার ইনফো  নামে একটি অপশন আছে  অন্তত এই অপশনটি  চালু রাখুন এতে আপনার  বিপদের সঙ্গী স্মার্টফোনটি  আপনার অন্য একটি বিপদের কারণ হবে না ।

How to set lock screen owner info ?

Step: 01


Step: 02

 

Step: 03

Step: 04

  

Preview






 

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال