Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

৯ম-১০ম শ্রেনীর বাংলা ব্যাকরণ বই হতে গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী MCQ - যা BCS সহ সকল সরকারি চাকরির পরীক্ষাই ১০০% কমন উপযোগী প্রশ্ন

important-mcq-from-class-9-10-bangla-grammar-book
[ খাইরুল এ্যাডভান্স ম্যাথ বইটির Part - 03 ডাউনলোডের জন্য প্রস্তুত এই পোস্টের একদম শেষে গিয়ে সরাসরি গুগোল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিন ! ]
 
১. ‘জঙ্গম’-এর শব্দার্থ কোনটি ?
ক. প্রচণ্ড যুদ্ধ
খ. গতিশীল
গ. নিবিড় বন
ঘ. সম্মিলন
উত্তরঃ খ

২. ‘অদিতি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
ক. পৃথী
খ. নীর
গ. ক্ষিতি
ঘ. অবনী
উত্তরঃ খ

৩. জ্ঞান শব্দের সমার্থক শব্দ—
ক. পাণ্ডিত্য
খ. জ্ঞানী
গ. বোঝা
ঘ. জানা
উত্তরঃ ক

৪. সংহার এর সমার্থক শব্দ—
ক. পুরাতন
খ. নতুন
গ. ধ্বংস
ঘ. সৃষ্টি
উত্তরঃ গ

৫. 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ—
ক. উতকর্ষতা
খ. অপকর্ষ
গ. উৎকর্ষ
ঘ. অপকর্ষ
উত্তরঃ গ

৬. 'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
 ক. একাগ্রতায়
খ. সমান ব্যবহারে
গ. সম ভাবনায়
ঘ. একযোগে
উত্তরঃ ঘ

৭. কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়--
ক. পাবক খ. বহ্নি
গ. হুতাশন
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ ঘ

৮. কোনটি কন্যার সমার্থক নয়?
ক. আত্মজা
খ. স্বজা
গ. সুতা
ঘ. অংশু
উত্তরঃ ঘ

৯. 'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
ক. সুধাংশু
খ. আদিত্য
গ. ভাস্কর
ঘ. মার্তন্ড
উত্তরঃ ক

১০. নিচের শব্দগুলোর মধ্যে কোনটি অমিল?
ক. অগ্নি
খ. অনল
গ. বেগম
ঘ. পাবক
উত্তরঃ গ

১১. নিচের কোনটি 'বিষ' শব্দের সমার্থক শব্দ নয়?
ক. কালকূট
খ. ময়ূখ
গ. গরল
ঘ. জহর
উত্তরঃ খ

১২. 'কলাপী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কবুতর
খ. কাক
গ. কোকিল
ঘ. ময়ূর উত্তরঃ ঘ

১৩. কোনটি নিশা'র সমার্থক শব্দ নয়?
ক. অরাতি
খ. বিভাবরী
গ. শর্বরী
ঘ. যামিনী
উত্তরঃ ক

১৪. 'বিবর' শব্দটির অর্থ কী?
 ক. পুকুর খ. গর্ত
গ. ছোট
ঘ. বিরাট
উত্তরঃ খ

১৫. 'দফতরি' শব্দের অর্থ--
ক. বাঁধাইকর
খ. অফিসের রীতিনীতি
গ. অফিসের প্রহরী
ঘ. ভ্রাম্যমাণ লাইব্রেরী
উত্তরঃ ক
https://learninghomebd.blogspot.com/2018/11/blog-post.html
১৬. 'ভূয়িষ্ঠ' শব্দের অর্থ--
 ক. প্রচুর খ. ভূয়া
গ. ভূমিলগ্ন
ঘ. ভূমিজাত
উত্তরঃ ক

১৭. 'উচ্ছগ্যু' শব্দের অর্থ--
ক. উৎসর্গ
খ. উচ্ছৃঙ্খল
গ. উৎসব
ঘ. উচ্ছন্ন
উত্তরঃ ক

১৮. 'কোষ্ঠী' কী?
ক. ব্যাধি
খ. কোঠা
গ. জন্মপত্রিকা
ঘ. বংশলতিকা
উত্তরঃ গ

১৯. মাধবী অর্থ--
ক. মধুময়
খ. বাসন্তী ফুল
গ. মধুমালতী
ঘ. মধুকর
উত্তরঃ খ

২০. 'কোকনদ' -এর সমার্থ শব্দ--
ক. পদ্ম
খ. শাপলা
গ. টগর
ঘ. গোলাপ
 উত্তরঃ ক



২১. 'অপাঙ্গ' শব্দের অর্থ--
ক. দৃষ্টিকোণ
খ. ভিন্নাঙ্গ
গ. ঘ. প্রতি অঙ্গ
উত্তরঃ ক

২২. 'গৃহ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. ঘর
 খ. ভবন
গ. অলয়
ঘ. নিবাস
উত্তরঃ গ

২৩. 'শশাঙ্ক' শব্দের সঠিক অর্থ কি?
ক. চাঁদ
খ. সূর্য
গ. সমুদ্র
ঘ. খরগোস
উত্তরঃ ক

২৪. কোন শব্দটি 'চক্ষু' এর সমার্থক নয়?
ক. লোচন
 খ. আঁখি
গ. নিবিড়
ঘ. নেত্র
উত্তরঃ গ

২৫. 'কৌমুদী' শব্দটির অর্থ কি?
ক. বারি
খ. তনয়
গ. দীপ্তি
ঘ. জ্যোৎস্না
উত্তরঃ ঘ

২৬. 'ভ্রমর' এর প্রতিশব্দ কোনটি?
ক. অভ্র
খ. মধুপ
গ. নাগ
ঘ. দৈব
উত্তরঃ খ

২৭. 'কুলিশ' এর প্রতিশব্দ কোনটি?
ক. নাগ
খ. স্রোতস্বিনী
গ. তট
ঘ. বজ্র
উত্তরঃ ঘ

২৮. নিচের কোনটি চন্দ্রের প্রতিশব্দ?
ক. তারাপতি
খ. ইন্দু
গ. শশাঙ্ক
 ঘ. উপরের সবকটি
উত্তরঃ ঘ

২৯. 'কুন্তল' শব্দটির অর্থ কি?
ক. চুল
খ. কর্কশ
গ. ধেনু
ঘ. চূড়া
উত্তরঃ ক
click here
৩০. 'তীর' এর প্রতিশব্দ কি?
ক. থই
খ. তুহিন
গ. তট
ঘ. তটিনী
উত্তরঃ গ

৩১. 'করী' এর প্রতিশব্দ কোনটি?
ক. ঐক্য
খ. ঐরাবত
গ. ন্যায্যতা
ঘ. আড়
উত্তরঃ খ

৩২. 'অভিরাম'-এর সমার্থক শব্দ কোনটি?
ক. অভিরুচি
খ. সাদৃশ্য
গ. রমণীয়
ঘ. অভিভূত
উত্তরঃ গ

৩৩. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
ক. অর্ণব
খ. পারাবার
গ. স্রোতস্বিনী
ঘ. সাগর
উত্তরঃ গ

৩৪. কোনটি 'ভানু' এর প্রতিশব্দ নয়?
ক. প্রভাকর
খ. শশী
গ. সূর্য
ঘ. রবি
উত্তরঃ খ

৩৫. 'উদ্যত' এর সমার্থক শব্দ কোনটি?
ক. বলিষ্ঠ
খ. সংকল্পবদ্ধ
গ. দুর্বিনীত
ঘ. অবিনীত
 উত্তরঃ ক

৩৬. 'উপাধান' এর সমার্থক শব্দ কোনটি?
ক. পরিচ্ছদ
খ. পোশাক
গ. দূত
ঘ. বালিশ
উত্তরঃ ঘ

৩৭. নিচের কোন দুটি সমার্থক
ক. অহিনকুল -দাকুমড়া
খ. অগ্নিশর্মা -অগ্নিপরীক্ষা
গ. তাসের ঘর - তামার বিষ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

৩৮. সমুদ্র
ক. অভ্র
খ. বারি
গ. অর্ণব
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

৩৯. পুত্র
ক. পতি
খ. তনু
গ. তনয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

৪০. কোনটি সূর্যের সমার্থ শব্দ?
ক. দিনেশ
খ. অবনী
গ. কলানিধি
ঘ. বিভাবসু
উত্তরঃ ঘ



৪১. ‘খড়গ’ এর সমার্থক শব্দ নয়-
ক. অসি
খ. চাকু
গ. কৃপাণ
ঘ. তরবারি
উত্তরঃ খ

৪২. ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. মেদিনী
খ. প্রসূন
গ. অবনী
ঘ. ধরণী
উত্তরঃ খ

৪৩. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অনিল
খ. জলধর
গ. পাথার
ঘ. মাতঙ্গ
উত্তরঃ গ

৪৪. কোনটি ‘মেঘ’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. জলদ
খ. বারিদ
গ. জীমূত
ঘ. অন্তরীক্ষ
উত্তরঃ ঘ

৪৫. ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ফুলশর
খ. রঙ্গনা
গ. অলি
ঘ. অহি উত্তরঃ খ

৪৬. কোনটি ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. অনল
খ. ফুলশ্বর
গ. পাবক
ঘ. হুতাশন
উত্তরঃ খ

৪৭. কোন শব্দটি ‘কুহক’-এর সমার্থক নয়?
ক. মায়া
খ. ভেল্কি
গ. বিরাগ
ঘ. ছলনা
উত্তরঃ গ

৪৮. ব্রাত্য শব্দের সমার্থক-
ক. পতিত
খ. বতায়
গ. ব্যুহ ঘ. ব্রত
উত্তরঃ ক

৪৯. কোনটি সমার্থক শব্দ নয়?
ক. সন্দেশ
খ. সংবাদ
গ. বার্তা
ঘ. গুজব
উত্তরঃ ঘ

৫০. ‘পাণিগ্রহণ’ কথাটি যা গ্রহণ থেকে এসেছে-
ক. মালা
খ. ফুল
গ. বীণা
ঘ. হাত
উত্তরঃ ঘ

৫১. 'কপাল ও কপোল' শব্দ যুগলের অর্থ কি কি ?
ক. ললাট ও গাল
খ. ললাট ও ঠোঁট
গ. গাল ও শিশুর ঠোঁট
ঘ. কাপালিক ও কপালকুন্ডলা
উত্তরঃ ক

৫২. 'অসার' শব্দের অর্থ কি ?
ক. মাস বিশেষ
খ. জলাধার
গ. প্রবল বৃষ্টিপাত
ঘ. অন্তঃসার শুন্য
উত্তরঃ গ
click here
৫৩.চাস' শব্দের অর্থ কি ?
ক. ক্রিয়াপদ
খ. চেয়ে থাকা
গ. কৃষিকাজ
ঘ. নীলকন্ঠি পাখি
উত্তরঃ ঘ

৫৪. 'করী' শব্দের অর্থ কি ?
ক. কল্পিত প্রাণী
খ. ক্রিয়াপদ
গ. চতুর ব্যক্তি
ঘ. হাতি
উত্তরঃ ঘ

৫৫. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কলাপী
খ. নীরধি
গ. বিটপী
ঘ. অবনী
উত্তরঃ গ

৫৬. কোনটি 'বাতাস' শব্দের সমার্থক নয়?
ক. পাবক
খ. মারুত
গ. পবন
ঘ. অনিল
উত্তরঃ ক

৫৭. 'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারীদ
খ. পাথার
গ. অটবী
ঘ. সলিল
উত্তরঃ ক

৫৮. 'সোম' শব্দের অর্থ কী?
ক. কান্তি
খ. বিধু
গ. শৈল
ঘ. মিত্র
উত্তরঃ খ

৫৯. 'আনন্দ' এর সমার্থক শব্দ নয়--
ক. হর্ষ
খ. পুলক
গ. সুখ
ঘ. বিষাদ
উত্তরঃ ঘ

৬০. নিকুঞ্জ
ক. খেলার মাঠ
খ. পাখির ভাষা
গ. খড়ের ঘর
ঘ. বাগান
উত্তরঃ ঘ



৬১. কপর্দহীন
ক. বোকা
খ. নিঃস্ব
গ. সহায়হীন
ঘ. মলিন
উত্তরঃ খ

৬২. লোহিত
ক. মিষ্টি
খ. হলুদ রং
গ. লাল রং
ঘ. লবণাক্ত
উত্তরঃ গ

৬৩. যামিনী
ক. ফুল
খ. রাত্রি
গ. পানি
ঘ. কুয়াশা
উত্তরঃ খ

৬৪. ‘কুজ্ঝটিকা’ শব্দের অর্থ হল-
ক. কুয়াশা
খ. অনুকার
গ. প্রভাকর
ঘ. শৈল
উত্তরঃ ক

৬৫. ‘দাখিলা’ শব্দের অর্থ-
ক. মাদ্রাসার পরীক্ষা
খ. দখলদার
গ. খাজনার রশিদ
ঘ. অন্যের জমি দখল
উত্তরঃ গ

৬৬. নেত্র-
ক. চোখ
খ. চন্দ্র
গ. সূর্য
ঘ. ক্ষেত্র
উত্তরঃ ক

৬৭. চন্দ্রিকা-
ক. চাঁদ
খ. সূর্য
গ. জ্যোৎস্না
ঘ. কিশলয়
উত্তরঃ গ

৬৮. 'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
ক. শশী
খ. পত্রগ
গ. অরুণ
ঘ. বহ্ণি
উত্তরঃ ক
https://rapid-grammar.blogspot.com/2019/01/focus-writings-techniq-for-bank-and-bcs.html
৬৯. 'খগ' শব্দটির অর্থ কী?
ক. ঘোড়া
খ. বাঘ
গ. মানুষ
ঘ. পাখি
উত্তরঃ ঘ

৭০. 'খাদির' শব্দটির অর্থ কী?
ক. খয়ের
খ. আমলকি
গ. জর্দাপাতা
ঘ. কোনটিই না
উত্তরঃ ক

৭১. 'কোরক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কৃতকর্ম
খ. কুঁড়ি
গ. কড়ি
ঘ. কুহক
উত্তরঃ খ

৭২. 'কোকিল' এর সমার্থক শব্দ কোনটি?
উঃ নিজে করুন ।

৭৩. কোনটি 'কোকিল' শব্দের প্রতিশব্দ নয়?
ক. বসন্তদূত
খ. পরভৃৎ
গ. পরভৃত
ঘ. পিক
উত্তরঃ খ

৭৪. 'অম্বর'- এর প্রতিশব্দ কোনটি?
ক. পৃথিবী
খ. জল
গ. সমুদ্র
ঘ. আকাশ
 উত্তরঃ ঘ

৭৫. 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. দিবস
খ. সকাল
গ. সন্ধ্যা
ঘ. রাত্রি
উত্তরঃ ঘ

৭৬. 'অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কুটুম
খ. দীপ্তি
গ. দৃষ্টি
ঘ. উজ্জ্বল
উত্তরঃ খ

৭৭. কোনটি 'ইতি' এর প্রতিশব্দ ?
ক. দফা
খ. রফা
গ. নগ
ঘ. শৈল
উত্তরঃ খ

৭৮. 'দুহিতা' কোন শব্দের প্রতিশব্দ ?
ক. কন্যা
খ. ছেলে
গ. পিতা
ঘ. মাতা
উত্তরঃ ক

৭৯. নিচের কোনটি 'বন' এর প্রতিশব্দ নয় ?
ক. অটবী
খ. কান্তার
গ. বিপিন
ঘ. ভূজগ
উত্তরঃ ঘ

৮০. 'অংশু' কিসের প্রতিশব্দ ?
ক. উম্বল
খ. কিরণ
গ. কাজল
ঘ. সূর্য
উত্তরঃ খ



৮১. 'সর্বংসহা' কিসের প্রতিশব্দ ?
ক. চাঁদ
খ. সূর্য
গ. পৃথিবী
ঘ. পর্বত
উত্তরঃ গ

৮২. 'কুল' এর প্রতিশব্দ -
ক. যুথ
খ. পুলিন
গ. তট
ঘ. পিক
উত্তরঃ ক

৮৩. নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ নয় ?
ক. অলক
খ. বাসা
গ. চিকুর
ঘ. কুন্তল
উত্তরঃ খ

৮৪. 'পাখি' এর প্রতিশব্দ কোনটি ?
ক. বিহগ
খ. কুবনায়
গ. পরভুৎ
ঘ. বায়স
 উত্তরঃ ক

৮৫.পরভৃত' এর প্রতিশব্দ কোনটি ?
ক. কাক
খ. দোয়েল
গ. মুরগী
ঘ. কোকিল
উত্তরঃ ঘ

৮৬. 'সন্দেশ' এর প্রতিশব্দ কি ?
ক. মিষ্টি
খ. খবর
গ. দোকান
ঘ. সকাল
উত্তরঃ খ

৮৭. নিচের কোনটি 'গরু' এর প্রতিশব্দ নয় ?
ক. গাভী
খ. পায়স্বিনী
গ. পিক
ঘ. ধেনু
উত্তরঃ গ

৮৮. লোচন এর প্রতিশব্দ কোনটি ?
ক. চোখ
খ. কান
গ. পানি
ঘ. কাচ
উত্তরঃ ক

৮৯. নিচের কোনটি 'চন্দ্র' এর প্রতিশব্দ নয় ?
ক. হিমাংশু
খ. ইন্দু
গ. ঊর্মি
ঘ. বিধু
উত্তরঃ গ

৯০. উর্মি এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঢেউ
খ. চঞ্চল
গ. চন্দ্র
ঘ. উগ্র
উত্তরঃ ক

৯১. 'জল' এর প্রতিশব্দ কোনটি ?
ক. তরঙ্গ
খ. বীচি
গ. নিধি
ঘ. অম্বু
উত্তরঃ ঘ

৯২. 'আপন' এর প্রতিশব্দ কোনটি ?
ক. ঘর
খ. দোকান
গ. চেয়ার
ঘ. টেবিল
উত্তরঃ খ

৯৩. নিচের কোনটি 'পদ্ম' এর প্রতিশব্দ নয় ?
ক. মুহী
খ. পংকজ
গ. সরোজ
ঘ. সরোবর
উত্তরঃ ক
https://rapid-grammar.blogspot.com/p/blog-page_23.html
৯৪. 'আকর' নিচের কোনটির প্রতিশব্দ ?
ক. নদী
খ. সমুদ্র
গ. সূর্য
ঘ. চন্দ্র
উত্তরঃ খ

৯৫. নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ নয় ?
ক. অর্নব
খ. সবিতা
গ. অংশুমালী
ঘ. আদিত্য
উত্তরঃ ক

৯৬. 'এসপার ওসপার' শব্দটির অর্থ কি ?
ক. এদিক অথবা ওদিক
খ. চূড়ান্ত মীমাংসা
গ. এপারে অথবা ঐ পারে
ঘ. এ রকম অথবা ঐ রকম
উত্তরঃ খ

৯৭. 'মিলন' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. জীবন
খ. মরণ
গ. বিচ্ছেদ
ঘ. বিরহ
উত্তরঃ ঘ

৯৮. 'ভূত' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
ক. ভবিষ্যৎ
খ. পেত্নী
গ. ভোতা
ঘ. ভীতু
উত্তরঃ ক

৯৯. সমার্থক শব্দগুচ্ছ কোনটি ?
ক. দীঘিনা, নদী, প্রণালী
 খ. শৈবলিনী, তরঙ্গনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নির্জরিণী, সিন্ধু
উত্তরঃ খ

১০০. 'ইঙ্গিত' অর্থটি কোন শব্দের ?
ক. আবাস
খ. আভাশ
গ. আভাষ
ঘ. আভাস
উত্তরঃ ঘ



১০১. 'বাদ্যযন্ত্র' অর্থটি কোন শব্দের ?
ক. বিনা
খ. বিণা
গ. বীণা
ঘ. বীনা
উত্তরঃ গ

১০২. 'আসার' শব্দের অর্থ কোনটি শুদ্ধ ?
ক. বৃষ্টি
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

১০৩. 'দালান বা অট্টালিকা' অর্থ কোনটি?
ক. প্রসাদ
খ. আগমন
গ. মাসবিশেষ
 ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

১০৪. 'ঘোটক' শব্দটির অর্থ কি ?
ক. ঘটক
খ. ঘোড়া
গ. উপদেশ
ঘ. গতি
উত্তরঃ খ

১০৫. 'পবন' অর্থ কি ?
ক. বাতাস
খ. পানি
গ. আকাশ
ঘ. সাপ
উত্তরঃ ক

১০৬. ' নদী' এর সমার্থক শব্দ হচ্ছে -
ক. পর্বত
খ. তটিনী
গ. মেদিনী
ঘ. বসন্ত
উত্তরঃ খ

১০৭. ‘শ্বশ্রু’ -এর শব্দার্থ কি?
ক. দাড়িগোঁফ
খ. শাশুড়ী
গ. শত্রু
ঘ. অশ্রু
উত্তরঃ খ

১০৮. ‘বকনা’ শব্দের অর্থ-
ক. গাভী
খ. বাছুর
গ. গাই-বাছুর
ঘ. ষাঁড়-বাছুর
উত্তরঃ গ
https://rapid-grammar.blogspot.com/2018/11/Group-Verbs.html
১০৯. সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
ক. দীর্ঘিকা, নদী, প্রণালী
খ. শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
গ. গাঙ, তটিনী, অর্ণব
ঘ. স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু
উত্তরঃ খ

১১০. ‘বামেতর’ শব্দটির অর্থ-
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক
উত্তরঃ খ

১১১. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ
উত্তরঃ ক

১১২. ‘বিরাগী’ শব্দের অর্থ-
ক. উদাসীন
খ. প্রতিকুল
গ. রাগহীন
ঘ. বিশেষভাবে রুষ্ট
উত্তরঃ ক

১১৩. ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি ?
ক. নিষ্ঠা
খ. সদাচার
গ. সততা
ঘ. সংযম
উত্তরঃ খ

১১৪. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
ক. বহুধান
খ. বহু গম
গ. বহু পাট
ঘ. বহু চাল
উত্তরঃ ক

১১৫. ‘আভরণ’ শব্দের অর্থ কি?
ক. অলংকার
খ. আচ্ছাদন
গ. রমনীয়
ঘ. অনবরত
উত্তরঃ ক

১১৬. ‘উপরোধ’ শব্দের অর্থ কি ?
ক. প্রতিরোধ
খ. উপস্থাপন
গ. অনুরোধ
ঘ. উপযোগ
উত্তরঃ গ

১১৭. ‘পনস’ কোন ফলের নাম?
ক. কাঁঠাল
খ. আমড়া
গ. তাল
ঘ. আখরোট
উত্তরঃ ক

১১৮. ‘ইনকিলাব’ শব্দের অর্থ কী?
ক. বিপ্লব
খ. চিরজীবী
গ. সন্ত্রাস
ঘ. আন্দোলন
উত্তরঃ ক

১১৯. ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক. সংযুক্ত
খ. আঁটবাঁধা
গ. অন্তর্ভূক্ত
ঘ. দুই বা তার অধিকের মিলন
উত্তরঃ ক



১২১. 'পর্বত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
ক. তামর
খ. মেদিনীধর
গ. মহীধর
ঘ. শৈল
উত্তরঃ ক

১২২. 'কোকিল' এর প্রতিশব্দ কি?
ক. বিভা
খ. কলকণ্ঠ
গ. কুণ্ডল
ঘ. করী
উত্তরঃ খ

১২৩. 'আকাশ' শব্দটির প্রতিশব্দ কোনগুলো?
ক. ধরিত্রী, মহী, মেদেনী
খ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
গ. অণর, পাবক, বহ্নি
ঘ. অলক, কন্ডল, চিকুর
উত্তরঃ খ

১২৪. 'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি?
ক. রাত্রি
খ. দুপুর
গ. সন্ধ্যা
ঘ. সকাল
উত্তরঃ গ

১২৫. অংশু--
ক. প্রভা
খ. লোহিত
গ. লজ্জা
ঘ. চন্দ্র
উত্তরঃ ক

১২৬. অধমর্ণ--
ক. ঋণী
খ. বিনয়ী
গ. আধমরা
ঘ. মরা
উত্তরঃ ক

১২৭. পুণ্ড্র--
ক. জরা
খ. বৃদ্ধ
গ. ইক্ষু
ঘ. প্রাচীন
উত্তরঃ গ

১২৮. অনীক শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. রূপকল্প
খ. নিরাবয়ব
গ. সৈন্যদল
ঘ. কাল্পনিক
উত্তরঃ গ

১২৯. 'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হল----
ক. হরিণ শিকার
খ. চিত্রা হরিণ
গ. চন্দ্র ঘ. হরিণ শিশু
উত্তরঃ গ

১৩০. নীর ও নীড় -শব্দ যুগলের অর্থ কোনটি?
ক. পানি ও আবাস
খ. পানি ও পাখির বাসা
গ. আবাস ও পানি
ঘ. পাখির বাসা ও আবাস
উত্তরঃ খ

১৩১. 'দারুণ' শব্দটির আদি শব্দ--
ক. বাক্যহীন
খ. অত্যন্ত
গ. দমন
ঘ. দারু নির্মিত
উত্তরঃ খ

১৩২. 'প্রবীণ' শব্দের ব্যবঝারিক অর্থ কী?
ক. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
খ. বৃদ্ধ ব্যক্তি
গ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
ঘ. অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
উত্তরঃ গ

১৩৩. 'খড়গ' -এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. তরবারি
খ. কৃপাণ
গ. ভল্ল
ঘ. অসি
উত্তরঃ গ

১৩৪. অছি--
ক. মনোনয়ন
খ. অভিভাবক
গ. নিরাপত্তা
ঘ. মশা
উত্তরঃ খ

১৩৫. কিরীট--
ক. মুকুট
খ. পতঙ্গ
গ. বৃক্ষ
ঘ. সাপ
উত্তরঃ ক

১৩৬. সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?
ক. অনেক
খ. ভাত
গ. কথা
ঘ. মাছের আঁশ
উত্তরঃ ঘ

১৩৭. 'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ঋষি
খ. নক্ষত্র
গ. ঋক্ষ
ঘ. সোজা
উত্তরঃ ঘ

১৩৮. 'কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ভ্রম
খ. মায়া
গ. কুহেলী ঘ. ক, খ, গ সবগুলোই
উত্তরঃ খ

১৩৯. 'মঙ্গা' শব্দের অর্থ কি?
ক. অভাব
খ. মঙ্গল
গ. মারামারি
ঘ. দুর্মূল্য
উত্তরঃ ঘ



১৪০. 'শুক্তি' শব্দটির অর্থ--
ক. সুতোর কাজ
খ. স্বচ্ছ
গ. ঝিনুক
ঘ. মাছ
উত্তরঃ গ

১৪১. কোনটি প্রতিশব্দ নয় 'নরেন্দ্র'
ক. নৃপ
খ. কিরণমালী
গ. ভূপাল
ঘ. রাজা
উত্তরঃ খ

১৪২. কোনটি প্রতিশব্দ নয় 'নিকেতন'
ক. বাটী
খ. নিবিড়
গ. আগার
ঘ. গৃহ
উত্তরঃ খ

১৪৩. কোনটি প্রতিশব্দ নয় 'কামিনী'
ক. আত্মজ
খ. নারী
গ. সীমন্তিনী
ঘ. ভামিনী
উত্তরঃ ক

১৪৪. কোনটি প্রতিশব্দ নয় 'লক্ষ্য'
ক. জটিল পথ
খ. অভীষ্ট
গ. মনজিল
ঘ. গন্তব্য
উত্তরঃ ক

১৪৫. কোনটি প্রতিশব্দ নয় 'হস্তী'
ক. দ্বীপ
খ. বিহঙ্গ
গ. মাতঙ্গ
ঘ. কুঞ্জর
উত্তরঃ খ

১৪৬. 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়--
ক. শৈবালিনী
খ. প্রবাহিনী
গ. ভামিনী
ঘ. তটিনী
উত্তরঃ গ

১৪৭. কোনটি প্রতিশব্দ নয় 'নারী'
ক. আত্মজ
খ. ভামিনী
গ. কামিনী
ঘ. সামন্তিনী
উত্তরঃ ক

১৪৮. কোনটি প্রতিশব্দ নয় 'হত'
ক. নষ্ট
খ. পয়োধি
গ. মৃত
ঘ. নাপিত
উত্তরঃ খ

১৪৯. 'অশ্ব' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. বিভা
খ. তুরঙ্গ
গ. ঘোটক
ঘ. ঘোড়া
উত্তরঃ ক

১৫০. 'উচ্ছ্বাস' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
ক. বিকাশ
খ. স্ফীতি
গ. উদ্ভাসিত
ঘ. স্ফুরণ
উত্তরঃ গ

১৫১. 'বাতাস' শব্দের সমার্থক শব্দ নয়---
ক. বায়ু
খ. পবন
গ. প্রসূন
ঘ. অনিল
উত্তরঃ গ

১৫২. 'গৃহ' এর সমার্থক শব্দ নয়-----
ক. ভবন
খ. ঘরোয়া
গ. ঘর
ঘ. নিবাস
উত্তরঃ খ

১৫৩. 'রাত্রি'-এর সমার্থক শব্দ নয়---
ক. বারিদ
খ. যামিনী
গ. রজনী
ঘ. শর্বরী
উত্তরঃ ক

১৫৪. 'মনোরম'- এর সমার্থক শব্দ কোনটি?
ক. রমণীয়
খ. অকল্পনীয়
গ. উদ্ধত
ঘ. কঠিন
উত্তরঃ ক

১৫৫. কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয়?
ক. পয়োধি
খ. সবিতা
গ. পাথার
ঘ. অর্ণব
উত্তরঃ খ

১৫৬. 'পেলব' শব্দের সমার্থক বা প্রতিশব্দ কোনটি?
ক. নন্দন
খ. মৃদু
গ. কুসুম
ঘ. সফল
উত্তরঃ গ

১৫৭. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ---
ক. বধু খ. সীধু
গ. বিধু
ঘ. নিধু
উত্তরঃ গ

১৫৮. নিচের কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক নয়?
ক. অর্ণব
খ. জলধি
গ. প্রবাহিণী
ঘ. রত্নাকর
উত্তরঃ গ

১৫৯. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক নয়?
ক. উর্বী
খ. মহীধর
 গ. বসুধা
ঘ. মহী
উত্তরঃ ক

১৬০. 'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারি
খ. বলাহক
গ. অলি
ঘ. বাত
উত্তরঃ ঘ



১৬১. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. নিশাপতি
খ. চাঁদিনী
গ. কৌমুদী
ঘ. চন্দ্রিকা
উত্তরঃ ক

১৬২. 'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সফেদ
খ. মহেন্দ্র
গ. জমিদার
ঘ. নরেন্দ্র
উত্তরঃ ঘ

১৬৩. কোনটি প্রতিশব্দ নয়?
ক. নলিনী
খ. উৎপল
গ. শতদল
ঘ. কৌমুদী
উত্তরঃ ক

১৬৪. কোনটি প্রতিশব্দ নয়?
 ক. দিনেশ
খ. অরুন
গ. বিজলি
ঘ. মিহির
উত্তরঃ গ

১৬৫. কোনটি প্রতিশব্দ নয়?
ক. অনিল
 খ. সুর
গ. অর্ক
ঘ. তপন
উত্তরঃ ক

১৬৬. কোনটি প্রতিশব্দ নয়?
ক. তোয় খ. নিকেতন
গ. আগার
ঘ. ধাম
উত্তরঃ ক

১৬৭. কোনটি প্রতিশব্দ নয়?
ক. কান্তা
খ. সুত
গ. রামা
ঘ. বামা
উত্তরঃ খ

১৬৮. 'বসুমতী' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. ধরিত্রী
খ. গিরি
গ. নগ
ঘ. ফুল
উত্তরঃ ক


১৬৯. ‘মৃগেন্দ’ -এর প্রতিশব্দ-
ক. মৃগ
খ. মৃগী
গ. সিংহ
ঘ. মৃগয়া
উত্তরঃ গ

১৭০. ‘পুষ্প’ -এর সমার্থক শব্দ নয়-
ক. ফুল
খ. অবনী
গ. কুসুম
ঘ. প্রসুন
উত্তরঃ খ

১৭১. ‘সূর্য’ -এর সমার্থক শব্দ নয়-
ক. সুধাকর
খ. রবি
গ. দিবাকর
ঘ. প্রভাকর
উত্তরঃ ক

১৭২. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক নয়-
ক. বিটপী
খ. মহীরুহ
গ. বিপিন
ঘ. পাদপ
উত্তরঃ গ

১৭৩. ‘মন’ -কোনটি প্রতিশব্দ নয়?
ক. চিত্ত
খ. অন্তর
গ. দিল
ঘ. শাহ
উত্তরঃ ঘ

১৭৪. ‘অশ্রু' শব্দের প্রতিশব্দ-
ক. নীর
খ. সরিৎ
গ. লোর
ঘ. বিধূ
উত্তরঃ গ

১৭৫. সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ

১৭৬. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. অদ্রি
খ. অশ্ম
গ. ক্ষিতি
ঘ. অংশু
উত্তরঃ ক

১৭৭. সমার্থক শব্দ নয় কোন শব্দটি
ক. জলাশয়
খ. দীঘি
গ. পুকুর
ঘ. ঢেউ
উত্তরঃ ঘ

১৭৮. ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
ক. তুরাগ
খ. ভুজ
গ. আগার
ঘ. নগ
উত্তরঃ ঘ

১৭৯. ‘পর্বত’ এর সমার্থক শব্দ-
ক. মরুৎ
খ. শীর্ষদেশ
গ. গজানন
ঘ. ক্ষিতিধর
উত্তরঃ ঘ

১৮০. ‘আকাশ’ এর সমার্থক শব্দ নয়-
ক. গগন
খ. অন্তরীক্ষ
গ. অন্বর
ঘ. ভুবন
উত্তরঃ ঘ



১৮১. ‘যশ বা খ্যাতি’ অর্থটি কোন শব্দের?
ক. কৃতী
খ. কির্তি
গ. কৃর্তি
ঘ. কীর্তি
উত্তরঃ ঘ

১৮২. ‘প্রথিত’ শব্দের অর্থ হচ্ছে-
ক. প্রথা অনুসারে
খ. বিখ্যাত
গ. যা পুতে রাখা হচ্ছে
ঘ. যা প্রার্থনা
উত্তরঃ খ

১৮৩. ‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
ক. ননদিনী
খ. নারী
গ. তনয়া
ঘ. সুন্দরী
উত্তরঃ গ

১৮৪. ‘অনিল’ শব্দের অর্থ কি?
ক. বাতাস
খ. যা নলি নয়
গ. কোকিল
ঘ. কারো নাম
উত্তরঃ ক

১৮৫. কোন শব্দটির অর্থ ‘বায়ু’?
ক. বরিদ
খ. ব্যোম
গ. সমীরণ
ঘ. তরু
উত্তরঃ গ

১৮৬. ‘বসুমতি’ শব্দটির একার্থক কোনটি?
ক. পত্রিকা
খ. পার্থিব
গ. সুমতি
ঘ. মেদিনী
উত্তরঃ খ

১৮৭. ‘ক্ষিতিতল’ শব্দের অর্থ কি?
ক. কেঁচো
খ. লাঙ্গল
গ. ভূতল
ঘ. নভোতল
উত্তরঃ গ

১৮৮. কোনটি সমার্থক শব্দ নয়?
ক. আলয়
খ. বিপণী
গ. আবাস
ঘ. নিকেতন
উত্তরঃ খ

১৮৯. কোনটি সমার্থক শব্দ নয়?
ক. পাবক
খ. পবন
গ. বহ্নি
ঘ. অনল
 উত্তরঃ খ

১৯০. সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন।
ক. হাসি-খুশি
খ. আকাশ-পাতাল
গ. কালি-কলম
ঘ. দিন-দিন
উত্তরঃ ক



১৯১. 'বাইশা' কি?
ক. মনসামঙ্গল কাব্যের একজন কবি
খ. চণ্ডীমঙ্গল কাব্যের একজন কবি
গ. মনসামঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
ঘ. চণ্ডীমঙ্গল কাব্যের বাইশ জন ছোট-বড় কবি
উত্তরঃ গ

১৯২. 'অনেক প্রাচীন ইতিহাস, প্রাচীন স্মৃতির চূর্ণ অংশ এই সকল ছড়ার মধ্যে বিক্ষিপ্ত হইয়া আসে।' রবীন্দ্রনাথ তাঁর এ উক্তিতে ছড়া বলতে কি বুঝিয়েছেন?
ক. প্রাচীন সাহিত্য
খ. চর্যাপদের পঙতি
গ. লোকসাহিত্যের ছড়া
ঘ. পুরাণ আশ্রিত পঙতি
উত্তরঃ গ

১৯৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
ক. চণ্ডীদাস
খ. বড়ু– চণ্ডীদাস
গ. দ্বিজ চণ্ডীদাস
ঘ. দীন চণ্ডীদাস
উত্তরঃ খ

১৯৪. ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালবাসা
উত্তরঃ ক

১৯৫. ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?
ক. চন্ডীদাস
খ. মানিক দত্ত
গ. ময়ূর ভট্ট
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ

১৯৬. 'উড়কি ধানের মুড়কি দেব বিন্নি ধানের খই,
গাছ পাকা কলা দিব হাঁড়ি ভরা দই।' এটি একটি-
ক. ছড়া
খ. প্রবাদ
গ. ধাধা
ঘ. লোকগীতি
উত্তরঃ ক

১৯৬. ভীম সেনের 'গোর্খবিজয়' কাব্যটি সম্পাদনা করেন কে?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
গ. ড. পঞ্চানন মণ্ডল
ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তরঃ গ

১৯৭. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক. বাল্মীকি
খ. কাশীরাম দাস
গ. কৃত্তিবাস
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ

১৯৭. ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
ক. রত্নসেন ও পদ্মাবতী
খ. মরদান ও পদ্মাবতী
গ. সাধন ও পদ্মাবতী
ঘ. অসীম ও পদ্মাবতী
উত্তরঃ ক

১৯৮. কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক. মনঝন
খ. সাধন
গ. সাবিরিদ খান
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ

১৯৯. নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?
ক. রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
খ. জমিদার নাদের চাঁদ ও সুন্দরী কন্যা মহুয়ার কাহিনী
গ. দস্যু কেনারাম ও রাজকুমারী কঙ্কাবতীর কাহিনী
ঘ. সুন্দরী কমলা ও দেওয়ান ভাবনার কাহিনী
উত্তরঃ ক

২০০. ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
ক. মৈথিলী ও বাংলা
খ. মৈথিলী ও হিন্দি
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ ক

২০১.  বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ

২০২. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ

২০৩. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক

২০৪.  'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ

২০৫.। মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

.২০৬.  'টপ্পা' কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক

২০৬. ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ

২০৭. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ

২০৮.  পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক
click here !

বিখ্যাত আবিষ্কার ও তার আবিষ্কারক ও উদ্ভাবক 
(Famous inventions and its inventor)
The easiest way to remember the prime numbers 
( মৌলিক সংখ্যা মনে রাখার সহজ উপায় ) 
Click Here ! 

Common Books Writter Name For Competitive Exam Or Government Jobs Exam 
| BCS || Primary || NTRCA || Government Bank || Other Jobs Exam 
Click Here ! 

৯ম-১০ম শ্রেনীর বিজ্ঞান বই হতে গুরুত্বপূর্ণ ও কমন উপযোগী  
Click Here ! 

Together Bangla || ICT || General Knowledge 

100+ Most Common MCQ With confused MCQ in Bangla 

Click Here !

Khairul's Advanced Math Full PDF Book is ready to download

Part - 03
File size: 72.02 MB
File Type: PDF
Quality: High
Total Pages: 101
Download Now !

Copyright Issue: We are not the actual writer or publisher of this book. We highly follow Copyright rules and regulations. So we don't have the ability to change anything inside the boy. We only share PDF for those who have financial problems. We obey and follow the copyright laws when we post something related educational activities. Coyright statement sets out the copyright position of our website. This website and its content is copyright of careerbd24 - © All rights reserved.
 
Download info: you may copy or download for your personal and non-commercial use only you may copy the content to individual third parties for their personal use, but only if you acknowledge the website as the source of the material. You may not, except with our express written permission, distribute or commercially exploit the content. Nor may you transmit it or store it in any other website or other form of electronic retrieval system.
 
Post Feedback/ Report This Post : If you think this post is wrong or against any law just give us your valuable response through Contact us We will Delete this post within 24 hours. But you have to prove that you are the real owner. Report Now.....
 
Did you miss Part - 01, 02 ?
Click Here !
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.