প্রাইমারি নিয়োগ প্রস্তুতি - যারা বেশি পড়তে পারেন নি তারা এই টপিকগুলো দ্রুত শেষ করে ফেলুন
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আর বেশি দেরি নেই । তাই যাদের কম পড়া হইছে বা যারা কাজের মধ্যে থেকে পড়াশোনা করেন তারা এই টপিকগুলো যত দ্রুত সম্ভব পড়ে ফেলুন । সাধারনত এগুলোর বাইরে প্রশ্ন হয় না তাই দেরি না করে এই সংক্ষিপ্ত টপিকগুলো পড়ুন ।
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার গণিত বিষয়ে একদম ব্যাসিক MCQ আসে যারা টিউশুনি করেন তারা সহজেই পারবেন । শুধু একটু চর্চা করতে থাকবেন । যারা টিউশুনি করেন না তাদের করতে হবে । মনে রাখবেন সারাদিন পড়ার দরকার নেই যা করবেন একটু বুঝে করবেন । একদম অবিকল কমন পাবার আশা করবেন না । নিয়ম শিখবেন তাহলে এমনিতেই পারবেন ।
Total - 108page
Captured - HD
এই টপিকস গুলো পড়লে সাধারণত প্রশ্ন মিস হবে না
আরো দেখুন:
প্রাইমারি শিক্ষক নিয়োগ বিগত বছরের প্রস্ন ও সমাধান
সবচেয়ে ভালো হবে যদি আপনি বি সি এস সিরিজের প্রিপারেশন নিতে পারেন, তাহলে খুব সহজে পিলিতে টিকে যাবেন।
Primary Teachers Exam - previous year question and solution 2021 to 2014 with special model test and short suggestion
Important MCQ
Part - 01
১। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়.?
-- ১ জানুয়ারি, ১৯৯২
২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে.?
-- ১৯৭৪ সালে।
৩। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়.?
-- ১৭ জন।
৪। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি.?
-- কুদরাত- এ - খুদা শিক্ষা কমিশন।
৫। প্রাথমিক শিক্ষার বয়সসীমা--
-- ৬ থেকে ১১ বছর।
৬। বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার কত.?
-- ৭১%
৭। প্রাথমিক স্কুলে ৬০% বা আরো অধিক হারে মহিলা শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি.?
-- মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল।
৮। বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা পড়ানো হয়.?
-- ৫৪৪ ঘন্টা।
৯। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে পাস হয়.?
-- ১৯৯০ সালে।
১০। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি.?
-- ছাত্র-ছাত্রীদের
ঝরে পড়া।
১১। প্রাথমিক স্থরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী থেকে.?
-- ৩য় শ্রেণী থেকে।
১২। সর্বশেষ প্রতিষ্টিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কোনটি...?
-- ময়মনসিংহ।
১৩। এইচ এস সি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে থেকে.?
-- ২০০৩ সালে।
১৪। এস এস সি পরীক্ষা কবে থেকে লেটার গ্রেডিং পদ্ধতিতে আনা হয়েছে.?
-- ২০০১ সালে।
১৫। বাংলাদেশ 'কারিগরি শিক্ষা বোর্ড' চালু হয় কবে.?
-- ১৯৫৪ সালে।
১৬। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয় কবে.?
-- ২০০২ সালে।
১৭। বর্তমান শিক্ষার কয়টি ধারা প্রচলিত আছে.?
-- ৩ টি।
১৮। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি.?
-- NAEM
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত.?
-- গাজীপুর।
২০। বর্তমানে বাংলাদেশে পি টি আই (PTI) মোট কয়টি.?
-- মোট ৫৮ টি। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ২টি বেসরকারি।
- ১.অনুপাত ও গড়
- ২.নৌকা ও স্রোতের অংক
- ৩.মিশ্রণের অংক
- ৪.কাজের অংক (ঐকিক নিয়ম )
- ৫.লাভ ক্ষতি
- ৬.শতকরা, সুদকষা
- ৭.মান নির্ণয় ও সেট (বীজগণিত)
- ৮.উৎপাদক (বীজগণিত)
- ৯.পিতা ও পুত্র
- ১০.সমান্তর ধারা ও গুণোত্তর ধারা
- ১১.চৌবাচ্চার অংক
- ১২.জ্যামিতিঃ রেখা, কোন, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, ট্রাপিজিয়াম ইত্যাদি করতে পারেন ।
প্রাইমারি নিয়োগ প্রস্তুতি ইংরেজিঃ
যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য বলছি -প্রাইমারিতে আসা বিগত সালের প্রশ্নগুলো দেখুন দেখবেন একদম ব্যাসিক ইংরেজিত MCQ দেওয়া হয় । তাই চিন্তার কোনো কারন নেই । সবার প্রথমে বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলুন । তারপর ঐ প্রশ্নে আপনার কি কি টপিকগুলোইয় সমস্যা আছে সেগুলো ভালো করে পড়ে ফেলুন । বিগত সালের প্রশ্নগুলো না থাকলে এখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিন -Primary Teachers - Full part
(91.00 MB)Total - 108page
Captured - HD
- i. SENTENCE
- ii. PARTS OF SPEECH (NOUN, ADJECTIVE, ADVERB, PREPOSITION, VERB)
- iii. Time And Tense
- iv. VOICE
- v. NARRATION
- vi. CORRECTION
- vii. SPELLING
- viii. NUMBER
- ix. GENDER
- x. SYNONYMS - ANTONYMS
- xi. PHRASE & IDIOMS
- xii. WORD MEANING
- xiii. CONDITIONALS
প্রাইমারি নিয়োগ প্রস্তুতি বাংলাঃ
অন্যান্য বিষয়ের চেয়ে বাংলা তুলনামূলক কঠিন । কারন বাংলা বিষয়ের টপিক বেশি আর এগুলো শেষ করতেও বেশি সময় লাগে তাই যথেষ্ট সময় হাতে নিয়ে বাংলা পড়তে হয় । সময় থাকতে বংলা বিষয়েটি ভালো করে পড়ে ফেলবেন । সাধারণত নিচের উল্লেখিত অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন হয় সেজন্য এই কয়টা অধ্যায় থেকে শতভাগ কমন পাবেন, এর বাইরে প্রশ্ন হবে না ।- ১. লিঙ্গ
- ২. কাল
- ৩. ভাষা
- ৪. উপসর্গ
- ৫. এককথায় প্রকাশ
- ৬. কারক ও বিভক্তি
- ৭. সমাস
- ৮. অনুসর্গ
- ৯. বানান শুদ্ধি
- ১০. সন্ধি বিচ্ছেদ
- ১১. সমার্থক শব্দ
- ১২. বিপরীত শব্দ
- ১৩. বাগধারা
- ১৪. ণত্ব ও ষত্ব বিধা
- ১৫. প্রকৃতি ও প্রত্যয়
এই টপিকস গুলো পড়লে সাধারণত প্রশ্ন মিস হবে না
আরো দেখুন:
প্রাইমারি শিক্ষক নিয়োগ বিগত বছরের প্রস্ন ও সমাধান
সবচেয়ে ভালো হবে যদি আপনি বি সি এস সিরিজের প্রিপারেশন নিতে পারেন, তাহলে খুব সহজে পিলিতে টিকে যাবেন।
Primary Teachers Exam - previous year question and solution 2021 to 2014 with special model test and short suggestion
click here!
সাধারণ জ্ঞানImportant MCQ
Part - 01
১। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়.?
-- ১ জানুয়ারি, ১৯৯২
২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে.?
-- ১৯৭৪ সালে।
৩। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়.?
-- ১৭ জন।
৪। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি.?
-- কুদরাত- এ - খুদা শিক্ষা কমিশন।
৫। প্রাথমিক শিক্ষার বয়সসীমা--
-- ৬ থেকে ১১ বছর।
৬। বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার কত.?
-- ৭১%
৭। প্রাথমিক স্কুলে ৬০% বা আরো অধিক হারে মহিলা শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি.?
-- মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল।
৮। বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা পড়ানো হয়.?
-- ৫৪৪ ঘন্টা।
৯। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে পাস হয়.?
-- ১৯৯০ সালে।
১০। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি.?
-- ছাত্র-ছাত্রীদের
ঝরে পড়া।
১১। প্রাথমিক স্থরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণী থেকে.?
-- ৩য় শ্রেণী থেকে।
১২। সর্বশেষ প্রতিষ্টিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কোনটি...?
-- ময়মনসিংহ।
১৩। এইচ এস সি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে থেকে.?
-- ২০০৩ সালে।
১৪। এস এস সি পরীক্ষা কবে থেকে লেটার গ্রেডিং পদ্ধতিতে আনা হয়েছে.?
-- ২০০১ সালে।
১৫। বাংলাদেশ 'কারিগরি শিক্ষা বোর্ড' চালু হয় কবে.?
-- ১৯৫৪ সালে।
১৬। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয় কবে.?
-- ২০০২ সালে।
১৭। বর্তমান শিক্ষার কয়টি ধারা প্রচলিত আছে.?
-- ৩ টি।
১৮। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি.?
-- NAEM
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত.?
-- গাজীপুর।
২০। বর্তমানে বাংলাদেশে পি টি আই (PTI) মোট কয়টি.?
-- মোট ৫৮ টি। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ২টি বেসরকারি।