Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

জনতা ব্যাংক ভাইভা এক্সপেরিয়েন্স

বোর্ড নাম্বার 2

পোষ্টঃ এইও ভাইভা
নামঃ মোঃ *********
প্রথমে নাম জিজ্ঞাসা, তারপর কোথায় পড়াশোনা কোথা থেকে আসছেন?
প্রশ্নঃ
১. জিডিপিতে কৃষির অবদান কত?
২. জিডিপিতে কৃষির অবদান কমার কারণ কি?
৩. কৃষি ছাড়া জিডিপিতে কোন কোন খাতের অবদান আছে?
৪. কত পার্সেন্ট লোক কৃষিতে নিয়োজিত?
৫.প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কতভাগ নিয়োজিত?
৬. শিল্পখাতে কৃষির অবদান কি?
৭. ব্যাংকে সাধারণত কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস করা লোকজনকে প্রিফার করি কিন্তু কৃষিবিদ হিসাবে আপনাকে কেন নিব?
৮ এগ্রোনোমি কি? কি কি ফসল নিয়ে আলোচনা করে?
৯. 1971 সালে দেশে খাদ্য সংকট ছিল কিন্তু বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির পরেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কারণ কি?
৯.সয়াবিন আমাদের কি কি কাজে লাগে?
১০. বাংলাদেশের তেল উৎপাদনের কোন কারখানা আছে কি?
১১. বাংলাদেশ কি কি কৃষি পণ্য আমদানি করে?
১২. সবচেয়ে বেশি আমদানি করে কোন পণ্য?
১৩.তেল জাতীয় ফসল উৎপাদন হ্রাসের কারণ কি?
১৪. কৃষকের কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা হয়?
১৫. কোন পদের জন্য ভাইভা দিতে আসছেন?
১৬. জনতা ব্যাংকের কাজ কি?
১৭ এ ই ও এর কাজ কি?
১৮.বর্তমানে আপনি কি করেন?
১৯. আজ সব সরকারি অফিস খোলা কিন্তু কোর্ট বন্ধ কেন?
২০. এটর্নি জেনারেলের নাম কি?
আরও কিছু ব্যক্তিগত প্রশ্ন করছেন।


Viva : Janata Bank officer Cash
Candidate: Juel Rana
বোর্ড- ৩ (সফিউল অালম স্যার)
15 out of 15
বিষয়ঃ ফিন্যান্স। (১৩ মিনিট may be)
চেয়ারম্যান স্যার
১. নাম, জেলা, থানা?
২. জেলা বিখ্যাত কেন?
৩. মুজিবনগর সরকার কোথায় গঠন করা হয়?
৪. মুজিবনগর সরকার কবে শপথ গ্রহন করে এবং পূর্ব নাম কি?
৫. মুজিবনগরের অাগে অাপনার জেলা কেন বিখ্যাত ছিল?
এক্সটার্নাল ১
৬. ব্যবস্থাপনার সাথে অার্থ সামাজিকের সম্পর্ক কি?
উত্তর দিলাম কিন্তু বুঝলাম স্যারের মনের মত হয়নি
চেয়ারম্যান  স্যার
৭. Marginal cost কি?
৮. marginal cost কিভাবে নির্ণয় করা হয়?
৯. Beta এর কাজ কি?
অামার উত্তরের সাথে স্যার একটু বললো এটা এমন হলে অার ও ভাল, বললাম জি স্যার
এক্সটার্নাল ২
১০. অাপনার University সম্পকে বলেন?
১১. ICB, BSEC, ICAB full menanig?
এক্সটার্নাল ৩
১২. Money market কি?
১৩. Capital market কি?
১৪. money market এর instrument gulo ki?

------------------------

ভাইভা প্রশ্ন ও উত্তরঃ
#জনতা ব্যাংক প্রথম পছন্দ কেনঃ
১. এটি একটি বাণিজ্যিক ব্যাংক
২. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক।
৩. শাখা বেশি তাই নিজ জেলায় পোস্টিং হবার সুযোগ রয়েছে।
৪. জনতা ব্যাংক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত লন্ডনস্থ The Banker Awards এবং ২০০৪ ও ২০০৫ সালে Asian Banking Award অর্জনে করে। ২০০৫ সালে জনতা ব্যাংক লিমিটেড International Trade Fair Award ট্রফি লাভ করে। নিউইয়ার্কভিত্তিক অর্থনৈতিক ম্যাগাজিন গ্লোবাল ফিন্যান্স’ (Global Finance) ২০০৬,২০০৭,২০০৮ এবং ২০০৯ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক হিসেবে জনতা ব্যাংক লিমিটেড কে নির্বাচিত করে।
৫. সামগ্রিক পারফরম্যান্স মূল্যায়নের ওপর বিজনেস এশিয়া জনতা ব্যাংক লিমিটেড কে " Business Asia Most Respected Company Awards-2012 " প্রদান করে।
৬.এর বিদেশে ৪ টা ব্রাঞ্চ এবং ৮ টি এটিএম বুথ রয়েছে!
৭.এর হাউজ লোনের সিলিং ১ কোটি করে দিছে!
৮। ট্রেজারি ডিপোজিট ছাড়া ডিপোজিট কালেকশনে বাংলাদেশের ১ নম্বর।
#জনতা ব্যাংকের শাখাঃ ৯১৩ টি
#জনতা ব্যাংকের চেয়ারম্যানঃ ড জামাল উদ্দীন আহমেদ
#প্রতিষ্ঠাঃ স্বাধীনতার আগে ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও তার অঙ্গ-প্রতিষ্ঠান নিয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড নিয়ে গঠিত হয়েছিল। ১৯৭২ সালের প্রেসিডেনশিয়াল অর্ডার নং ২৬-এর আওতায় জাতীয়করণ করা হয়।

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.