সাপে কামড়ালে বিন বাজিয়ে সেই সাপ দিয়ে বিষ তোলা কি সম্ভব ?What to do when bitten by a snake?

 

সাপ, বীনের আওয়াজ শুনতে পায় না।
লক্ষ্য করলে দেখা যাবে, যিনি বীন বাজান, তিনি বীন বাজাতে বাজাতে, দুলতে থাকেন। তার শরীরের দুলুনি দেখে, সাপ সেটা অনুকরণ করে, দুলতে থাকে।

সাপে কামড়ালে বিন বাজিয়ে সেই সাপ দিয়ে বিষ তোলা কি সম্ভব?
না, সম্ভব না।
যদি, সাপুরিয়াকে বলা হয়, স্থির থেকে বীন বাজানোর জন্য, তবে দেখা যাবে, সাপ কিনতু, দুলছে না।
১। সাপে কামড়ালে, সাথে সাথে হাসপাতালে যেতে হবে।
২। বিষাক্ত সাপের ক্ষেত্রে, সাপে কামড়েছে ব্যক্তিকে, এন্টিভেনম প্রয়োগ ছাড়া, কোনো বিকল্প নেই।
এই দুটি পদ্ধতি ভিন্ন, অন্য কোনো পদ্ধতির অনুসরণ, গভীর পরিতাপের বিষয় হয়ে উঠবে।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال