জীবন আপনাকে কী শিখিয়েছে ? - What has life taught you ?

জীবন আপনাকে কী শিখিয়েছে?
কারো প্রতি বেশি অতিরিক্ত নির্ভরশীল হওয়া ঠিক না।
কাউকে অন্ধভাবে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক না।
কারো পরিস্থিতি খারাপ ভেবে আপনি তার সাথে খারাপ ব্যবহার করবেন না।
আপনিও সেই খারাপ পরিস্থিতিতে পড়তে পারেন।
স্পষ্টতা না হয়ে, কারো উপর শখ করা এবং, অভিযোগ করা একদম ঠিক না।
কারো বিষয়ে ভালোমতো না জেনে মন্তব্য করা থেকে বিরত থাকুন।
কারোর উপর মিথ্যা অভিযোগ করবেন না এতে যদি নিজের ক্ষতি হয় তাও। আশেপাশের মানুষ না জানলেও , যে লোকের উপর মিথ্যা আরোপ করবেন সে ঠিকই আপনাকে অবিশ্বাস করব কেননা সে জানে আপনি মিথ্যা বলছেন।
এমন কাজ করবেন না যাতে পরিবেশ এবং সমাজ এবং দেশের ক্ষতি হয়।
আমি সব সময় এটাই নিশ্চিত করি, কেউ যেন অভিযোগ না করতে পারে আমাকে যে আমি পরিবেশ নষ্ট করেছি।
কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না।
কেউ ফোনে কথা বললে সেই কথায় আপনি কথা বলা শুরু করবেন না।
নিজের কোন ব্যক্তিগত বিষয় কারো সাথে শেয়ার করবেন না।
 


Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال