যেকোনো চাকরির পরীক্ষার জন্য ২০০টি বাংলা কমন উপযোগী এমসিকিউ

 

১। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ
ক. নারীর মূল্য খ. রায়তের কথা গ. তেল নুন লাকড়ী ঘ. বীরবলের হালখাতা
উত্তর : ঘ
২। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য খ. নাটক গ. ছোটগল্প ঘ. উপন্যাস
উত্তর : গ
৩। ফোর্ড উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন ?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ. চণ্ডীচরণ মুন্সী গ. রামরাম বসু ঘ.গোলকনাথ শর্মা
উত্তর : ক
৪। ’ইয়ংবেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ?
ক. উইলিয়াম কেরি খ. ডিরোজিও গ. প্যারীচাঁদ মিত্র ঘ. মধুসূদন দত্ত
উত্তর : খ
৫। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন খ. ইতিহাসমালা গ. রাজা প্রতাপাদিত্য চরিত ঘ. হিতোমপদেশ
উত্তর : গ
৬। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব’ বলা হয়
ক. রবীন্দ্র যুগের কবিদের খ. চল্লিশের দশকের কবিদের গ. পঞ্চাশের কবিদের ঘ. ত্রিশ দশকের কবিদের
উত্তর ;ঘ
৭। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা খ. লুইপা গ. সরহ পা ঘ. শবর পা
উত্তর :খ
৮। কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. পদাবলী খ. রামায়ণ গ. মহাভারত ঘ. চর্যাপদ
উত্তর : ঘ
৯। চর্যাপদের ভাষা যে বাংলা - এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. সুকুমার সেন গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
১০। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?
ক. চর্যাপদাবলি খ. চর্যাগীতিকা গ. চর্যাচর্যবিনিশ্চয় ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তর : ঘ
১১। ১৯১৬ সালে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ?
ক. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ খ. বাংলা একাডেমি গ. এশিয়াটিক সোসাইটি ঘ. শ্রীরামপুর মিশন
ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তর : ঙ
১২। চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
উত্তর :গ
১৩। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল খ. সেন গ. গুপ্ত ঘ. তুর্কী
উত্তর : ঘ
১৪। খনার বচন কী সংক্রান্ত ?
ক. কৃষি খ. ব্যবসা গ. শিল্প ঘ. রাজনীতি
উত্তর : ক
১৫। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন গ. ইউসুফ - জোলেখা ঘ. পদ্মাবতী
উত্তর : খ
১৬। চর্যাপদের ভাষায় কতটি ভাষা পাওয়া যায় ?
ক. ১টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর : গ
১৭ । ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস খ. মালাধর বসু গ. মানিক দত্ত ঘ. কানাহরি দত্ত
উত্তর : ঘ
১৮ । ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান /শ্রেষ্ঠ কবি কে?
ক. কানা হরিদত্ত খ. শাহ মুহম্ম সগীর গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর : গ
১৯। ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র ?
ক. চণ্ডীমঙ্গল খ. শ্রীকৃষ্ণকীর্তন গ. মনসামঙ্গল ঘ. ভারতচন্দ্র
উত্তর: ক
২০। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. বিজয়গুপ্ত খ. ভারতচন্দ্র রায়গুণাকর গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. কানাহরি দত্ত
উত্তর : খ
২১। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী খ. চন্দ্রাবতী গ. পদ্মাবতী ঘ. কামিনী রায়
উত্তর : খ
২২। মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. লোক সাহিত্য খ. পুঁথি সাহিত্য গ. বাংলা গীতিকা ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান
উত্তর: ঘ
২৩। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে ?
ক. দৌলত কাজী খ. দৌলত উজির বাহরাম খান গ. মুহম্মদ কবির ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তর : ঘ
২৪। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. দৌলত কাজী খ. সৈয়দ সুলতান গ. আলাওল ঘ. নাসির মাহমুদ
উত্তর : গ
২৫। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি
ক. কোরেশী মাগন ঠাকুর খ. দৌলত কাজী গ. আলাওল ঘ. মরদন
উত্তর : খ
২৬। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস খ. জ্ঞানদাস গ. চণ্ডীদাস ঘ. বিদ্যাপতি
উত্তর : গ
২৭। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেন ?
ক. ফারসি খ. ব্রজবুলি গ. মারাঠা ঘ. হিন্দি
উত্তর : খ
২৮। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : ঘ
২৯ । পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ সুলতান খ. ফকির গরীবুল্লাহ গ. হায়াত মামুদ ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তর : খ
৩০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা খ. মীর মোহম্মদ সফী গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ ঘ. আলাওল
উত্তর : গ
৩১। ‘জঙ্গনামা’ কাব্যের বিষয়বস্তু কী ?
ক. শোক-তাপ খ. রোমান্স গ. প্রেম-ভালোবাসা ঘ. যুদ্ধ-বিগ্রহ
উত্তর : ঘ
৩২। ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?
ক. ২৩টি খ.১০টি গ. ২৫টি ঘ. ৩০টি
উত্তর : খ
৩৩। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী গ. বঙ্গিমচন্দ্র ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
৩৪ । সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল খ. গৃহদাহ গ. বিষবৃক্ষ ঘ. যোগাযোগ
উত্তর : খ
৩৫।সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কোন কাব্যটি বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয় ?
ক. স্পেন বিজয় মহাকাব্য খ. রায়নন্দিনী গ. অনল প্রবাহ ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
৩৬। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?
ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’
গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’
ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ
উত্তর : ক
৩৭। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. ঈশ্বরী পাটনী গ. চণ্ডীদাস ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তর : ঘ
৩৮ । ‘নদের চাঁদ’ কোন পালাগানের চরিত্র ?
ক. মলুয়া খ. মহুয়া গ. দেওয়ানা মদিনা ঘ. কাজল রেখা
উত্তর :খ
৩৯ । ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থের লেখক কে?
ক. আবদুল হাই খ. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন গ. আবু জাফর শামসুদ্দীন ঘ. জাফর ইকবাল
উত্তর : খ
৪০। ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেন ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ. জহির রায়হান ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তর : ঘ
৪১। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. সুকান্ত ভট্টাচার্য গ. হুমায়ুন আহমেদ ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তর : ঘ
৪২ ।ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?
ক. সৈয়দ মুজতবা খ. আবুল কালাম শামসুদ্দীন গ. আবুল মনসুর আহমদ ঘ. মাহবুবুল আলাম
উত্তর: গ
৪৩। বাঙালি ও বাঙালা সাহিত্য’ গ্রন্থের রচয়িত কে ?
ক. মুহম্মদ শহীদুল্লাহ খ. মুহম্মদ আব্দুল হাই গ. সৈয়দ আলী আহসান ঘ. আহমদ শরীফ
উত্তর : ঘ
৪৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. প্রকৃতি প্রেম খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
উত্তর : ঘ
৪৫। আধুনিক যুগের প্রথম কবি কে ?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. আলাওল ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : ঘ
৪৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগেরর মৌলিক রচনা কোনটি?
ক. প্রভাবতী সম্ভাষণ খ. জীবন চরিত গ. বেতাল পঞ্চবিংশতি ঘ. সীতার বনবাস
উত্তর : ক
৪৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ. ঈশ্বর শর্মা ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : খ
৪৮ ।বীরসিংহ গ্রামে কে জন্মগ্রহণ করেন ?
ক. প্রমথ চৌধুরী খ.ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : গ
৪৯। কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক লাভ করেন ?
ক. ১৯৭২ খ. ১৯৭৪ গ. ১৯৭৬ ঘ. ১৯৮০
উত্তর : গ
৫০। কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?
ক. ২ বার খ. ৩ বার গ. ৪ বার গ. ৫ বার
উত্তর :২বার
৫১ । ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. উপন্যাস গ. প্রহসন ঘ. কাব্য
উত্তর : খ
৫২। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য
ক. এয়াকুব আলী চৌধুরী খ. কাজী আব্দুল ওদুদ গ. শেখ ফজলুল করিম ঘ. কাজী আনোয়ারুল কাদির
উত্তর : খ
৫৩। ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. বদরুদ্দীন ওমর খ. এম. আর. আখতার মুকুল গ. মাসুদ ভাট্টি ঘ. মেজর রফিকুল ইসলাম
উত্তর : খ
৫৩। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করা হয় ?
ক. যুক্তরাজ্য খ. কানাডা গ. যুক্তরাষ্ট্র ঘ. ভারত
উত্তর : খ
৫৪। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী ?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী খ. মুক্তি গ. পদ্মগোখরা ঘ. বিদ্রোহী
উত্তর : খ
৫৫। ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. কাজী নজরুল ইসলাম ঘ. আব্দুল কাদির
উত্তর : গ
৫৬। ’ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. কাব্য গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
উত্তর ;খ
৫৭। ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন পুরস্কার দেন?
ক. পদ্মশ্রী খ. পদ্মভূষণ গ. পদ্মবিভূষণ ঘ. কোনটিই নয়
উত্তর : খ
৫৮। বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদবধ খ. রামায়ণ গ. মহাভারত ঘ. মহাশ্মশান
উত্তর : ঘ
৫৯। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মহাশ্মশান খ. অশ্রুমালা গ. অমিয়ধারা ঘ. বিরহ বিলাপ
উত্তর : ঘ
৬০।জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. সোজন বাদিয়ার ঘাট খ. বালুচর গ. রাখালী ঘ. নকশী কাঁথার মাঠ
উত্তর : ঘ
৬১। জসীম উদ্দীনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায় ?
ক. গোপালগঞ্জ খ, ফরিদপুর গ. রাজবাড়ি ঘ. মাদারী পুর
উত্তর : খ
৬২। জসীম উদ্দীনে তাঁর বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন ?
ক. পল্লী গাঁয়ে খ. কাজল গাঁয়ে গ.শ্যামল গাঁয়ে ঘ. সবুজ গাঁয়ে
উত্তর : খ
৬৩। জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি কী ?
ক. ‘৭১ সালের মুক্তিযুদ্ধ খ. একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন গ. বৃটিশ বিরোধী আন্দোলন ঘ. কোনটিই নয়
উত্তর : খ
৬৪। জহির রায়হানের কোন চলচ্চিত্রে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি চিত্রায়িত হয় ?
ক. সঙ্গম খ. হাজার বছর ধরে গ. শেষ বিকালের মেয়ে ঘ. জীবন থেকে নেয়া
উত্তর : ঘ
৬৫। ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?
ক. বুদ্ধদেব বসু খ. জীবনানন্দ দাশ গ. বিষ্ণু দে ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর : খ
৬৬। নবীন, মাধব , রাইচরণ , তোরাপ কোন নাটকের চরিত্র ?
ক. জমিদার দর্পন খ. কৃষ্ণকুমারী গ. নীলদর্পণ ঘ. সাজাহান
উত্তর : গ
৬৭। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ খ. রফিক আজাদ গ. সুনীল গঙ্গোপাধ্যায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর :ঘ
৬৮। আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় কাজে বড় হবে - উক্তিটি কার ?
ক. কুসুমকুমারী দাশ খ. কামিনী রায় গ. মদনমোহন তর্কালঙ্কার ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর : ক
৬৯। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?
ক. বীরাঙ্গনা খ. বাঁধনহারা গ. নিমন্ত্রণ ঘ. কুহেলিকা
উত্তর : খ
৭০ । কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশী গবেষক গবেষণা করেন ?
ক. ই. বি ইয়েটস খ. ক্লিনটন বি. সিলি গ. টেড হিউস ঘ. চশার
উত্তর : খ
৭১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস কোনটি ?
ক. ইন্দিরা খ. কপাল কুণ্ডুলা গ. যুগলাঙ্গুরীয় ঘ. রজনী
উত্তর : ঘ
৭২। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. উপন্যাস খ. প্রবন্ধ গ. নাটক ঘ. কাব্য
উত্তর : ঘ
৭৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
ক. লাহিনী পাড়া খ. কাঁঠালপাড়া গ. দেবানন্দপুর ঘ. পাড়াতলী
উত্তর : খ
৭৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. নাটক
উত্তর : ঘ
৭৫।‘বঙ্গভাষা’ কবিতাটি কার লেখা ?
ক. আব্দুল হাকিম খ. রামনিধি গুপ্ত গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. কায়কোবাদ
উত্তর : গ
৭৬। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর সর্গ কতটি ?
ক. ১২ খ. ৯টি গ. ১১টি ঘ. ১০টি
উত্তর : খ
৭৭। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ’ র পর্ব কতটি ?
ক. ১৩ খ. ২টি গ. ৪টি ঘ. ৩টি
উত্তর : ঘ
৭৮। কোন রচনার দায়ে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন ?
ক. জমিদার দর্পণ খ. বসন্তকুমারী গ. বিষাদ-সিন্ধু ঘ. গো জীবন
উত্তর : ঘ
৭৯।মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ যৌনাকাঙক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক ?
ক. জননী খ. পদ্মা নদীর মাঝি গ. শহরতলী ঘ পুতুল নাচের ইতিকথা
উত্তর : খ
৮০। ’আব্বুকে মনে পড়ে’ মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাসটির লেখক কে?
ক. হুমায়ুন আজাদ খ. হুমায়ুন আহমেদ গ. মুহম্মদ জাফর ইকবাল ঘ. শওকত ওসমান
উত্তর : ক
৮১। চলিত গদ্যরীতি চালুকরণে কোন পত্রিকা অবদান রাখে ?
ক. শিখা খ. সবুজপত্র গ. কল্লোল ঘ. ধুমকেতু
উত্তর : খ
৮২। ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?
ক. কাজী নজরুল ইসলাম খ. সঞ্জয় ভট্টাচার্য গ. বুদ্ধদেব বসু ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তর : গ
৮৩। শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. দীনেশ চন্দ্র সেন খ. আবুল হোসেন গ. প্রেমেন্দ্র মিত্র ঘ. কাজী আব্দুল ওয়াদুদ
উত্তর : খ
৮৪। তত্ত্ববোধিনী পত্রিকাটি কবে ১ম প্রকাশিত হয় ?
ক. ১৯৪৩ খ. ১৮৩৪ গ. ১৮৪৩ ঘ. ১৯৩৪
উত্তর : গ
৮৫। ’মোসলেম ভারত’ পত্রিকাটির সম্পাদক কে?
ক. মোজাম্মেল হক খ. আবুল হোসেন গ. সিকান্দার আবু জাফর ঘ. বুদ্ধদেব বসু
উত্তর : ক
৮৬। আয়েশা, বিমলা , তিলোত্তমা চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. বিষবৃক্ষ খ. কৃষ্ণকান্তের উইল গ. গৃহদাহ ঘ.দুর্গেশ নন্দিনী
উত্তর : ঘ
৮৭। ’ধীরে বহে মেঘনা’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. চাষী নজরুল ইসলাম খ. সুভাষ দত্ত গ. খান আতাউর রহমান ঘ. আলমগীর কবীর
উত্তর : ঘ
৮৮। জীবনটুলি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. তানভীর মোকাম্মেল খ. মোরশেদুল ইসলাম গ. হুমায়ুন আহমেদ ঘ. নাসির উদ্দীন ইউসুফ
উত্তর : ক
৮৯। ‘চার ইয়ারী কথা ও ফরমায়েসী গল্প’ গন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. বেগম রোকেয়া খ. প্রমথ চৌধুরী গ. কামিনী রায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর : খ
৯০। নীললোহিত কার ছদ্মনাম ?
ক. প্রমথ চৌধুরী খ. বঙ্কিমচন্দ্র গ. রাজশেখর বসু ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তর :ক
৯১। ‘বাংলার মাঠি , বাংলার জল’ কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. শামসুর রাহমান ঘ. নির্মলেন্দু গুণ
উত্তর : ঘ (নোট > সনেট > রবী)
৯২। ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আনিস চৌধুরী খ. রাবেয়া খাতুন গ. রিজিয়া খান ঘ. নীলিমা ইব্রাহিম
উত্তর ঘ
৯৩। নিচের কে মহাকাব্য রচনা করেন নি ?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় খ. কায়কোবাদ গ. মধুসূদন দত্ত ঘ. নবীনচন্দ্র সেন ঙ. কোনোটিই নয় ।
উত্তর : ঙ (নোট : নবীনচন্দ্র সেন ডাইরেক্ট মহাকাব্য না লিখলেও তাঁর ত্রয়ী উপন্যাস গুলো মহাকাব্য হিসেবে ধরা হয়)
৯৪। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থকে রচনা করেন ?
ক. সুকুমার সেন খ. দীনেশচন্দ্র সেন গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. অসিত কুমার
উত্তর ;খ
৯৫। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি ?
ক. সাজাহান খ. অশোক গ. সরোজিনী ঘ. কৃষ্ণকুমারী
উত্তর : ক
৯৬। নীলদর্পণ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয় ?
ক. পাবনা খ. রংপুর গ. কোলকাতা ঘ. ঢাকা
উত্তর : ঘ
৯৭। ডাকহরকরা গল্পটির রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. তারাশঙ্কর
উত্তর : ঘ
৯৮। সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতার নাম কী ?
ক. মোতাহের হোসেন চৌধুরী খ. সুফিয়া কামাল গ. আবুল ফজল ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তর : ক
৯৯। ‘আমরা হিন্দু মুসলমান যেমন সত্য ; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ - উক্তিটি কার ?
ক. রবীন্দ্র নাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. মওলানা আকরম খাঁ ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর :ঘ
১০০। মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ?
ক. সৈয়দ আলী আহসান খ. জিল্লুর রহমান সিদ্দিকী গ. ড. রফিকুল ইসলাম ঘ. ড. আহমদ শরীফ
উত্তর : ক
১০১। পারিবারিকসূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের অনুসারী ছিলেন ?
ক. হিন্দু ধর্ম খ. ব্রাহ্ম ধর্ম গ. সনাতন ধর্ম ঘ. বৈষ্ণব ধর্ম
উত্তর : খ
১০২। রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন ?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১০ ঘ. ১৯১৯
উত্তর : ঘ
১০৩। বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে কার হাত ধরে ?
ক. বিহারীলাল চক্রবর্তী খ. কাজী নজরুল ইসলাম গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. রজনীকান্ত সেন
উত্তর : গ
১০৪। রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
ক. ক্ষণিকা খ. বলাকা গ. মানসী ঘ.পূরবী
উত্তর : খ
১০৫। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা ‘১৪০০ সাল’ এর রচয়িতা কে ?
ক. কাজী নজরুল ইসলমা খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. জীবনানন্দ দাশ ঘ. গোলাম মোস্তফা
উত্তর : খ
১০৬। কোনটি কাব্যগ্রন্থ ?
ক. শেষ প্রশ্ন খ.শেষ লেখা গ. শেষের কবিতা ঘ শেষের পরিচয়
উত্তর : খ
১০৭। রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো
ক. ইতিহাস খ. বৃটিশ ভারতের রাজনীতি গ. প্রেম -ভালোবাসা ঘ. জমিদার -প্রজার কাহিনী
উত্তর ;খ
১০৮। ‘মহেন্দ্র ও বিনোদিনী’ নিচের কোন উপন্যাসের চরিত্র ?
ক. মৃণালিনী খ. চোখের বালি গ. পল্লী সমাজ ঘ. মানসী
উত্তর : খ
১০৯। রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেন ?
ক. প্রেস অর্ডিন্যান্স খ. নীল চাষ গ. নীল কমিশন ঘ. রাইফেল ব্যবহার
উত্তর ক
১১০। নিচের কোনটি শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. জাহান্নাম হতে বিদায় খ. দুই সৈনিক গ. জলাঙ্গী ঘ. সবগুলোই
উত্তর: ঘ
১১১। ‘আপন ঘরে বোঝাই সোনা , পরে করে লেনাদেনা’ - চরণ দুটির রচয়িতা কে ?
ক. প্রমথ চৌধুরী খ. হাসন রাজ গ. নির্মলেন্দু গুণ ঘ. লালন শাহ
উত্তর : ঘ
১১২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি ?
ক. বড়দিদি খ. বিন্দুর ছেলে গ. রামের সুমতি ঘ বৈকুণ্ঠের উইল
উত্তর : ক
১১৩। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে ?
ক. শ্রীকান্ত খ. ইন্দ্রনাথ গ. কেষ্ট ঘ. অপু
উত্তর : খ
১১৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?
ক. নিমতা গ্রাম খ. দেবানন্দ পুর খ. গোধিয়া গ্রাম ঘ. করিমগঞ্জ
উত্তর : খ
১১৫। শরৎচন্দ্রের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে ?
ক. গৃহদাহ খ. শ্রীকান্ত গ. পল্লী সমাজ ঘ. শেষপ্রশ্ন
উত্তর : ক
১১৬। ‘আমলার মামলা’ নাটকটি লিখেছেন কে ?
ক. সৈয়দ ওয়ালীওয়াল্লাহ খ. শওকত ওসমান গ. মুনীর চৌধুরী ঘ সেলিম আল দীন
উত্তর খ
১১৭। কতসালে শরৎচন্দ্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয় ?
ক. ১৯৩২ খ. ১৯৩৬ গ. ১৯৪০ ঘ. ১৯৪৪
উত্তর : খ
১১৮ । ‘তোমাকে অভিবাদ প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে?
ক. নির্মলেন্দু গুণ খ. আল মাহমুদ গ. আসাদ চৌধুরী ঘ. শহীদ কাদরী
উত্তর : ঘ
১১৯। ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা ?
ক. উপন্যাস খ. গল্প সংকলন গ. প্রবন্ধ ঘ. নাটক
উত্তর : ঘ
১২০ । শরৎচন্দ্র সৃষ্ট ‘অভয়া’ চরিত্রটি কোন উপন্যাসের ?
ক. গৃহদাহ খ. শ্রীকান্ত গ. শেষ প্রশ্ন ঘ. শেষের পরিচয়
উত্তর : খ
১২১। ‘সারেং বউ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব খ. আনিস চৌধুরী গ. শহীদুল্লাহ কায়সার ঘ. জহির রায়হান
উত্তর : গ
১২২। ‘এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব’ শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে ?
ক. শামসুর রাহমান খ. আল মাহমুদ গ. রোকনুজ্জামান ঘ. জাফর ইকবাল
উত্তর : ক
১২৩। ‘অক্টোপাস’ উপন্যাসটির লেখক ?
ক. শরৎ খ. শামসুর রাহমান গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. আহসান হাবীব
উত্তর : খ
১২৪। শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
ক. বিধ্বস্ত নীলিমা খ. কালের ধূলোয় লেখা গ. নিজ বাসভূমে ঘ. বন্দী শিবির থেকে
উত্তর : খ
১২৫। ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন’- কোন কবি বলেছেন?
ক. সুকান্ত খ. সমর সেন গ. জসীমউদ্দিন ঘ. আল মাহমুদ
উত্তর : খ
১২৬। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা ?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. সত্যেন্দ্রনাথ দত্ত গ.জীবনানন্দ দাশ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর ;ক
১২৭। ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- এ আকাঙক্ষা কোন কবির ?
ক. সুফিয়া কামাল খ. জীবনানন্দ দাশ খ. শামসুর রাহমান ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা
উত্তর : ক
১২৮। ‘হাঙ্গর নদী গ্রেনেড’ েএর লেখক কে?
ক. রাবেয়া খাতুন খ. সেলিনা হোসেন গ. রিজিয়া বেগম ঘ. হুমায়ুন আহমেদ
উত্তর : খ
১২৯। ‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে?
ক. জিয়া হায়দার খ. সেলিম আল দীন গ. দীনবন্ধু মিত্র ঘ. ইব্রাহিম খলিল
উত্তর খ1
১৩০। বাংলাদেশে চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন ?
ক. জহির রায়হান খ. সৈয়দ ওয়ালীউল্লাহ গ. শওকত ওসমান ঘ. কায়েস আহমদ
উত্তর : খ
১৩১। নিচের কোনটি নাটক নয় ?
ক. চাঁদের অমাবস্যা খ. বহ্নিপীর গ. তরঙ্গভঙ্গ ঘ. সুড়ঙ্গ
উত্তর ক
১৩২। ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক খ. আখতারুজ্জামান ইলিয়াস গ. হুমায়ুন আজাদ ঘ. শামসুর রাহমান
উত্তর : গ
১৩৩। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
ক. বেগম রোকেয়া খ. মহাশ্বেতা দেবী গ. স্বর্ণকুমারী দেবী ঘ. রিজিয়া রহমান
উত্তর : গ
১৩৪। বাংলাদেশের বর্তমানে সাহিত্যাঙ্গণে সব্যসাচী লেখক কাকে বলা হয় ?
ক. হুমায়ুন আহমেদ খ. আলাউদ্দিন আল আজাদ গ. আল মাহমুদ ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর : ঘ
১৩৫। নিচের কোনটি সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস ?
ক. সীমানা ছাড়িয়ে খ. নিষিদ্ধ লোবান গ. নীল দংশন ঘ . সবগুলোই
১৩৬। সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
ক. দিল্লী খ. লাহোর গ. তেহরান ঘ. কাবুল
উত্তর : ঘ
১৩৭। কোন গ্রন্থটি লেখক হাসান আজিজুল হক রচিত ?
ক. আগুন পাখি খ. বরফগলা নদী গ. কাঁদো নদী কাঁদো ঘ. খোয়াবনামা
উত্তর : ক
১৩৮। ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র’ কে সম্পাদনা করেন ?
ক. হাসান আজিজুল হক খ. আবুল হাসান গ. আহসান হাবীব ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তর : ঘ
১৩৯। প্রহসন বলতে কী বুঝায় ?
ক. কমেডি খ. হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক গ. অস্বাভাবিক ঘ. সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক
উত্তর :ঘ
১৪০। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী ?
ক. আজাদ খ. বঙ্গদর্শন গ. বেঙ্গল গেজেট ঘ. সমাচার দর্পণ
উত্তর : ঘ
১৪১। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?
ক. বঙ্গদর্শন খ. বেঙ্গল গেজেট গ. সমাচার দর্পণ ঘ. দিকদর্শন
উত্তর : ঘ
১৪২। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?
ক. ভদ্রার্জুন খ. নীলদর্পণ গ. শর্মিষ্ঠা ঘ. কবর
উত্তর : ক
১৪৩। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?
ক. দিগদর্শন খ. সমাচার দর্পণ গ. সংবাদ প্রভাকর ঘ. তত্ত্ববোধিনী
উত্তর : গ
১৪৪। নিচের কে কল্লোল যুগের কবি ছিলেন ?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রেমেন্দ্র মিত্র গ. বুদ্ধদেব বসু ঘ. সবগুলোই
উত্তর : ঘ
১৪৫। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম কী ?
ক. সবুজপত্র খ. কল্লোল গ. অভিযান ঘ. শিখা
উত্তর : ঘ
১৪৬। বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
ক. আল মাহমুদ খ. হেলাল হাফিজ গ. শহীদ কাদরী ঘ. নির্মলেন্দু গুণ
উত্তর :ঘ
১৪৭। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ১৯৫০ খ. ১৯৫২ গ. ১৯৫৪ ঘ. ১৯৫৬
উত্তর : খ
১৪৭। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৫২ খ. ১৯৫৩ গ. ১৯৫৫ ঘ. ১৯৭১
উত্তর :গ
১৪৮ । বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘উত্তরাধিকার’ পত্রিকা কী ধরনের ?
ক. মাসিক খ. ষাণ্মাসিক গ. পাক্ষিক ঘ. বার্ষিক
উত্তর : ক
১৪৯। ‘মধুর চেয়েও আছে মধুর , সে আমার এই দেশের মাটি , আমার দেশের পথের ধুলা , খাঁটি সোনার চেয়েও খাঁটি।’ পঙক্তিটি কার ?
ক. সুফিয়া কামাল খ. মাইকেল মধুসূদন দত্ত গ. জীবনানন্দ দাশ ঘ. সতেন্দ্রনাথ দত্ত
উত্তর : ঘ
১৫০ । অসমাপ্ত আত্মজীবনীর সর্বশেষ অনুবাদ করা হয় কোন ভাষায় ?
ক. হিন্দি খ. স্প্যানিশ গ. আরবি ঘ. অসমিয়া
উত্তর ;ঘ

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال