১। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ
ক. নারীর মূল্য খ. রায়তের কথা গ. তেল নুন লাকড়ী ঘ. বীরবলের হালখাতা
উত্তর : ঘ
২। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
ক. কাব্য খ. নাটক গ. ছোটগল্প ঘ. উপন্যাস
উত্তর : গ
৩। ফোর্ড উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন ?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার খ. চণ্ডীচরণ মুন্সী গ. রামরাম বসু ঘ.গোলকনাথ শর্মা
উত্তর : ক
৪। ’ইয়ংবেঙ্গল’ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ?
ক. উইলিয়াম কেরি খ. ডিরোজিও গ. প্যারীচাঁদ মিত্র ঘ. মধুসূদন দত্ত
উত্তর : খ
৫। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. কথোপকথন খ. ইতিহাসমালা গ. রাজা প্রতাপাদিত্য চরিত ঘ. হিতোমপদেশ
উত্তর : গ
৬। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব’ বলা হয়
ক. রবীন্দ্র যুগের কবিদের খ. চল্লিশের দশকের কবিদের গ. পঞ্চাশের কবিদের ঘ. ত্রিশ দশকের কবিদের
উত্তর ;ঘ
৭। বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে?
ক. কাহ্নপা খ. লুইপা গ. সরহ পা ঘ. শবর পা
উত্তর :খ
৮। কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. পদাবলী খ. রামায়ণ গ. মহাভারত ঘ. চর্যাপদ
উত্তর : ঘ
৯। চর্যাপদের ভাষা যে বাংলা - এটি প্রথম কে প্রমাণ করেন ?
ক. হরপ্রসাদ শাস্ত্রী খ. সুকুমার সেন গ. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
১০। হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কী ?
ক. চর্যাপদাবলি খ. চর্যাগীতিকা গ. চর্যাচর্যবিনিশ্চয় ঘ. হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
উত্তর : ঘ
১১। ১৯১৬ সালে চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় ?
ক. বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ খ. বাংলা একাডেমি গ. এশিয়াটিক সোসাইটি ঘ. শ্রীরামপুর মিশন
ঙ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তর : ঙ
১২। চর্যাপদে কয়টি প্রবাদ বাক্য পাওয়া যায় ?
ক. ৪টি খ. ৫টি গ. ৬টি ঘ. ৭টি
উত্তর :গ
১৩। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ?
ক. পাল খ. সেন গ. গুপ্ত ঘ. তুর্কী
উত্তর : ঘ
১৪। খনার বচন কী সংক্রান্ত ?
ক. কৃষি খ. ব্যবসা গ. শিল্প ঘ. রাজনীতি
উত্তর : ক
১৫। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. চর্যাপদ খ. শ্রীকৃষ্ণকীর্তন গ. ইউসুফ - জোলেখা ঘ. পদ্মাবতী
উত্তর : খ
১৬। চর্যাপদের ভাষায় কতটি ভাষা পাওয়া যায় ?
ক. ১টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৬টি
উত্তর : গ
১৭ । ‘মনসামঙ্গল’ কাব্যের আদি কবি কে?
ক. কৃত্তিবাস খ. মালাধর বসু গ. মানিক দত্ত ঘ. কানাহরি দত্ত
উত্তর : ঘ
১৮ । ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান /শ্রেষ্ঠ কবি কে?
ক. কানা হরিদত্ত খ. শাহ মুহম্ম সগীর গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর : গ
১৯। ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র ?
ক. চণ্ডীমঙ্গল খ. শ্রীকৃষ্ণকীর্তন গ. মনসামঙ্গল ঘ. ভারতচন্দ্র
উত্তর: ক
২০। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
ক. বিজয়গুপ্ত খ. ভারতচন্দ্র রায়গুণাকর গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. কানাহরি দত্ত
উত্তর : খ
২১। বাংলা সাহিত্যে প্রথম নারী কবি কে?
ক. চন্দ্রকলাবতী খ. চন্দ্রাবতী গ. পদ্মাবতী ঘ. কামিনী রায়
উত্তর : খ
২২। মধ্যুযুগের বাংলা সাহিত্য মুসলমান কবিগণের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি?
ক. লোক সাহিত্য খ. পুঁথি সাহিত্য গ. বাংলা গীতিকা ঘ. রোমান্টিক প্রণয়োপখ্যান
উত্তর: ঘ
২৩। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে ?
ক. দৌলত কাজী খ. দৌলত উজির বাহরাম খান গ. মুহম্মদ কবির ঘ. শাহ মুহম্মদ সগীর
উত্তর : ঘ
২৪। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
ক. দৌলত কাজী খ. সৈয়দ সুলতান গ. আলাওল ঘ. নাসির মাহমুদ
উত্তর : গ
২৫। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি
ক. কোরেশী মাগন ঠাকুর খ. দৌলত কাজী গ. আলাওল ঘ. মরদন
উত্তর : খ
২৬। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে ?
ক. গোবিন্দদাস খ. জ্ঞানদাস গ. চণ্ডীদাস ঘ. বিদ্যাপতি
উত্তর : গ
২৭। বিদ্যাপতি কোন ভাষায় পদাবলী রচনা করেন ?
ক. ফারসি খ. ব্রজবুলি গ. মারাঠা ঘ. হিন্দি
উত্তর : খ
২৮। আধুনিক কবিদের মধ্যে কে পদাবলী লিখেছেন ?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর : ঘ
২৯ । পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক. সৈয়দ সুলতান খ. ফকির গরীবুল্লাহ গ. হায়াত মামুদ ঘ. শেখ ফয়জুল্লাহ
উত্তর : খ
৩০। ‘সোনাভান’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা খ. মীর মোহম্মদ সফী গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ ঘ. আলাওল
উত্তর : গ
৩১। ‘জঙ্গনামা’ কাব্যের বিষয়বস্তু কী ?
ক. শোক-তাপ খ. রোমান্স গ. প্রেম-ভালোবাসা ঘ. যুদ্ধ-বিগ্রহ
উত্তর : ঘ
৩২। ড. দীনেশচন্দ্র সেন কর্তৃক সম্পাদিত ‘মৈমনসিংহ গীতিকা’ য় কতটি গীতিকা রয়েছে?
ক. ২৩টি খ.১০টি গ. ২৫টি ঘ. ৩০টি
উত্তর : খ
৩৩। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোড়ে’ এ উক্তিটি কার ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. প্রমথ চৌধুরী গ. বঙ্গিমচন্দ্র ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ঘ
৩৪ । সুরেশ, মহিম, অচলা কোন উপন্যাসের চরিত্র ?
ক. কৃষ্ণকান্তের উইল খ. গৃহদাহ গ. বিষবৃক্ষ ঘ. যোগাযোগ
উত্তর : খ
৩৫।সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কোন কাব্যটি বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয় ?
ক. স্পেন বিজয় মহাকাব্য খ. রায়নন্দিনী গ. অনল প্রবাহ ঘ. কোনোটিই নয়
উত্তর : গ
৩৬। প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কার কোন গ্রন্থ গুরুত্বসহ উল্লেখ করা হয় ?
ক. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস’
খ. আহমদ শরীফের ‘বাঙালী ও বাঙালা সাহিত্য’
গ. অতুল সুরের ‘বাঙালির নৃতাত্বিক ইতিহাস’
ঘ. দীনেশচন্দ্র সেনের বৃহৎবঙ্গ
উত্তর : ক
৩৭। বাংলা সাহিত্যে ‘স্বভাব কবি’ হিসেবে পরিচিত কে ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত খ. ঈশ্বরী পাটনী গ. চণ্ডীদাস ঘ. গোবিন্দচন্দ্র দাস
উত্তর : ঘ
৩৮ । ‘নদের চাঁদ’ কোন পালাগানের চরিত্র ?
ক. মলুয়া খ. মহুয়া গ. দেওয়ানা মদিনা ঘ. কাজল রেখা
উত্তর :খ
৩৯ । ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থের লেখক কে?
ক. আবদুল হাই খ. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন গ. আবু জাফর শামসুদ্দীন ঘ. জাফর ইকবাল
উত্তর : খ
৪০। ‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটি কে রচনা করেন ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ. জহির রায়হান ঘ. আবু জাফর শামসুদ্দীন
উত্তর : ঘ
৪১। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসটির রচয়িতা ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায় খ. সুকান্ত ভট্টাচার্য গ. হুমায়ুন আহমেদ ঘ. আলাউদ্দিন আল আজাদ
উত্তর : ঘ
৪২ ।ব্যঙ্গ -রসাত্মক ‘ফুড কনফারেন্স’ রচনাটি কার লেখা ?
ক. সৈয়দ মুজতবা খ. আবুল কালাম শামসুদ্দীন গ. আবুল মনসুর আহমদ ঘ. মাহবুবুল আলাম
উত্তর: গ
৪৩। বাঙালি ও বাঙালা সাহিত্য’ গ্রন্থের রচয়িত কে ?
ক. মুহম্মদ শহীদুল্লাহ খ. মুহম্মদ আব্দুল হাই গ. সৈয়দ আলী আহসান ঘ. আহমদ শরীফ
উত্তর : ঘ
৪৪। কবি আহসান হাবীবের কবিতার বৈশিষ্ট্য কী ?
ক. প্রকৃতি প্রেম খ. গভীর জীবনবোধ ও আত্মমগ্নতা গ. আত্মমগ্নতা ও প্রকৃতি প্রেম ঘ. বস্তুনিষ্ঠতা ও বাস্তবজীবনবোধ
উত্তর : ঘ
৪৫। আধুনিক যুগের প্রথম কবি কে ?
ক. ভারতচন্দ্র রায়গুণাকর খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. আলাওল ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : ঘ
৪৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগেরর মৌলিক রচনা কোনটি?
ক. প্রভাবতী সম্ভাষণ খ. জীবন চরিত গ. বেতাল পঞ্চবিংশতি ঘ. সীতার বনবাস
উত্তর : ক
৪৭। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কী ?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় গ. ঈশ্বর শর্মা ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : খ
৪৮ ।বীরসিংহ গ্রামে কে জন্মগ্রহণ করেন ?
ক. প্রমথ চৌধুরী খ.ঈশ্বরচন্দ্র গুপ্ত গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর : গ
৪৯। কাজী নজরুল ইসলাম কত সালে একুশে পদক লাভ করেন ?
ক. ১৯৭২ খ. ১৯৭৪ গ. ১৯৭৬ ঘ. ১৯৮০
উত্তর : গ
৫০। কাজী নজরুল ইসলাম কতবার কারাবরণ করেন ?
ক. ২ বার খ. ৩ বার গ. ৪ বার গ. ৫ বার
উত্তর :২বার
৫১ । ‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. উপন্যাস গ. প্রহসন ঘ. কাব্য
উত্তর : খ
৫২। মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য
ক. এয়াকুব আলী চৌধুরী খ. কাজী আব্দুল ওদুদ গ. শেখ ফজলুল করিম ঘ. কাজী আনোয়ারুল কাদির
উত্তর : খ
৫৩। ‘আমি বিজয় দেখেছি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. বদরুদ্দীন ওমর খ. এম. আর. আখতার মুকুল গ. মাসুদ ভাট্টি ঘ. মেজর রফিকুল ইসলাম
উত্তর : খ
৫৩। কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র নির্মাণ করা হয় ?
ক. যুক্তরাজ্য খ. কানাডা গ. যুক্তরাষ্ট্র ঘ. ভারত
উত্তর : খ
৫৪। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় ১৩২৬ বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী ?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী খ. মুক্তি গ. পদ্মগোখরা ঘ. বিদ্রোহী
উত্তর : খ
৫৫। ‘ধুমকেতু’ কোন কবির ছদ্মনাম?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. কাজী নজরুল ইসলাম ঘ. আব্দুল কাদির
উত্তর : গ
৫৬। ’ঝিঙ্গেফুল’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ ?
ক. নাটক খ. কাব্য গ. উপন্যাস ঘ. প্রবন্ধ
উত্তর ;খ
৫৭। ১৯৬০ সালে কাজী নজরুল ইসলামকে ভারত সরকার কোন পুরস্কার দেন?
ক. পদ্মশ্রী খ. পদ্মভূষণ গ. পদ্মবিভূষণ ঘ. কোনটিই নয়
উত্তর : খ
৫৮। বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য কোনটি?
ক. মেঘনাদবধ খ. রামায়ণ গ. মহাভারত ঘ. মহাশ্মশান
উত্তর : ঘ
৫৯। কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. মহাশ্মশান খ. অশ্রুমালা গ. অমিয়ধারা ঘ. বিরহ বিলাপ
উত্তর : ঘ
৬০।জসীম উদদীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে?
ক. সোজন বাদিয়ার ঘাট খ. বালুচর গ. রাখালী ঘ. নকশী কাঁথার মাঠ
উত্তর : ঘ
৬১। জসীম উদ্দীনের আসমানী চরিত্রটির বাড়ি কোথায় ?
ক. গোপালগঞ্জ খ, ফরিদপুর গ. রাজবাড়ি ঘ. মাদারী পুর
উত্তর : খ
৬২। জসীম উদ্দীনে তাঁর বন্ধুকে কোন গাঁয়ে নিমন্ত্রণ করেছিলেন ?
ক. পল্লী গাঁয়ে খ. কাজল গাঁয়ে গ.শ্যামল গাঁয়ে ঘ. সবুজ গাঁয়ে
উত্তর : খ
৬৩। জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমি কী ?
ক. ‘৭১ সালের মুক্তিযুদ্ধ খ. একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন গ. বৃটিশ বিরোধী আন্দোলন ঘ. কোনটিই নয়
উত্তর : খ
৬৪। জহির রায়হানের কোন চলচ্চিত্রে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি চিত্রায়িত হয় ?
ক. সঙ্গম খ. হাজার বছর ধরে গ. শেষ বিকালের মেয়ে ঘ. জীবন থেকে নেয়া
উত্তর : ঘ
৬৫। ত্রিশের দশকের তথাকথিত গণবিচ্ছিন্ন কোন কবি একজন বেশ জনপ্রিয় ?
ক. বুদ্ধদেব বসু খ. জীবনানন্দ দাশ গ. বিষ্ণু দে ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর : খ
৬৬। নবীন, মাধব , রাইচরণ , তোরাপ কোন নাটকের চরিত্র ?
ক. জমিদার দর্পন খ. কৃষ্ণকুমারী গ. নীলদর্পণ ঘ. সাজাহান
উত্তর : গ
৬৭। ‘বেলা অবেলা কালবেলা’ কার লেখা ?
ক. আল মাহমুদ খ. রফিক আজাদ গ. সুনীল গঙ্গোপাধ্যায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর :ঘ
৬৮। আমাদের দেশে হবে সেই ছেলে কবে , কথায় না বড় কাজে বড় হবে - উক্তিটি কার ?
ক. কুসুমকুমারী দাশ খ. কামিনী রায় গ. মদনমোহন তর্কালঙ্কার ঘ. কৃষ্ণচন্দ্র মজুমদার
উত্তর : ক
৬৯। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কোনটি?
ক. বীরাঙ্গনা খ. বাঁধনহারা গ. নিমন্ত্রণ ঘ. কুহেলিকা
উত্তর : খ
৭০ । কবি জীবনানন্দ দাশের উপর যে বিদেশী গবেষক গবেষণা করেন ?
ক. ই. বি ইয়েটস খ. ক্লিনটন বি. সিলি গ. টেড হিউস ঘ. চশার
উত্তর : খ
৭১। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্ব বিশ্লেষণ মূলক উপন্যাস কোনটি ?
ক. ইন্দিরা খ. কপাল কুণ্ডুলা গ. যুগলাঙ্গুরীয় ঘ. রজনী
উত্তর : ঘ
৭২। ‘ললিতা তথা মানস’ বঙ্কিমচন্দ্রের কোন ধরনের গ্রন্থ ?
ক. উপন্যাস খ. প্রবন্ধ গ. নাটক ঘ. কাব্য
উত্তর : ঘ
৭৩। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন ?
ক. লাহিনী পাড়া খ. কাঁঠালপাড়া গ. দেবানন্দপুর ঘ. পাড়াতলী
উত্তর : খ
৭৪। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘দিবারাত্রির কাব্য’ কোন ধরনের গ্রন্থ ?
ক. কাব্য খ. প্রবন্ধ গ. উপন্যাস ঘ. নাটক
উত্তর : ঘ
৭৫।‘বঙ্গভাষা’ কবিতাটি কার লেখা ?
ক. আব্দুল হাকিম খ. রামনিধি গুপ্ত গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. কায়কোবাদ
উত্তর : গ
৭৬। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ‘মেঘনাদবধ’ এর সর্গ কতটি ?
ক. ১২ খ. ৯টি গ. ১১টি ঘ. ১০টি
উত্তর : খ
৭৭। মীর মশাররফ হোসেনের ‘বিষাদ সিন্ধ’ র পর্ব কতটি ?
ক. ১৩ খ. ২টি গ. ৪টি ঘ. ৩টি
উত্তর : ঘ
৭৮। কোন রচনার দায়ে মীর মশাররফ হোসেন মামলায় জড়িয়ে পড়েন ?
ক. জমিদার দর্পণ খ. বসন্তকুমারী গ. বিষাদ-সিন্ধু ঘ. গো জীবন
উত্তর : ঘ
৭৯।মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থ যৌনাকাঙক্ষার সঙ্গে উদর পূর্তির সমস্যা ভিত্তিক ?
ক. জননী খ. পদ্মা নদীর মাঝি গ. শহরতলী ঘ পুতুল নাচের ইতিকথা
উত্তর : খ
৮০। ’আব্বুকে মনে পড়ে’ মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাসটির লেখক কে?
ক. হুমায়ুন আজাদ খ. হুমায়ুন আহমেদ গ. মুহম্মদ জাফর ইকবাল ঘ. শওকত ওসমান
উত্তর : ক
৮১। চলিত গদ্যরীতি চালুকরণে কোন পত্রিকা অবদান রাখে ?
ক. শিখা খ. সবুজপত্র গ. কল্লোল ঘ. ধুমকেতু
উত্তর : খ
৮২। ‘কবিতা’ পত্রিকাটির সম্পাদক কে ?
ক. কাজী নজরুল ইসলাম খ. সঞ্জয় ভট্টাচার্য গ. বুদ্ধদেব বসু ঘ. দীনেশ চন্দ্র সেন
উত্তর : গ
৮৩। শিখা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. দীনেশ চন্দ্র সেন খ. আবুল হোসেন গ. প্রেমেন্দ্র মিত্র ঘ. কাজী আব্দুল ওয়াদুদ
উত্তর : খ
৮৪। তত্ত্ববোধিনী পত্রিকাটি কবে ১ম প্রকাশিত হয় ?
ক. ১৯৪৩ খ. ১৮৩৪ গ. ১৮৪৩ ঘ. ১৯৩৪
উত্তর : গ
৮৫। ’মোসলেম ভারত’ পত্রিকাটির সম্পাদক কে?
ক. মোজাম্মেল হক খ. আবুল হোসেন গ. সিকান্দার আবু জাফর ঘ. বুদ্ধদেব বসু
উত্তর : ক
৮৬। আয়েশা, বিমলা , তিলোত্তমা চরিত্রত্রয় কোন উপন্যাসের ?
ক. বিষবৃক্ষ খ. কৃষ্ণকান্তের উইল গ. গৃহদাহ ঘ.দুর্গেশ নন্দিনী
উত্তর : ঘ
৮৭। ’ধীরে বহে মেঘনা’ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. চাষী নজরুল ইসলাম খ. সুভাষ দত্ত গ. খান আতাউর রহমান ঘ. আলমগীর কবীর
উত্তর : ঘ
৮৮। জীবনটুলি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে ?
ক. তানভীর মোকাম্মেল খ. মোরশেদুল ইসলাম গ. হুমায়ুন আহমেদ ঘ. নাসির উদ্দীন ইউসুফ
উত্তর : ক
৮৯। ‘চার ইয়ারী কথা ও ফরমায়েসী গল্প’ গন্থদ্বয়ের রচয়িতা কে?
ক. বেগম রোকেয়া খ. প্রমথ চৌধুরী গ. কামিনী রায় ঘ. জীবনানন্দ দাশ
উত্তর : খ
৯০। নীললোহিত কার ছদ্মনাম ?
ক. প্রমথ চৌধুরী খ. বঙ্কিমচন্দ্র গ. রাজশেখর বসু ঘ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তর :ক
৯১। ‘বাংলার মাঠি , বাংলার জল’ কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. জীবনানন্দ দাশ গ. শামসুর রাহমান ঘ. নির্মলেন্দু গুণ
উত্তর : ঘ (নোট > সনেট > রবী)
৯২। ‘বিশ শতকের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আনিস চৌধুরী খ. রাবেয়া খাতুন গ. রিজিয়া খান ঘ. নীলিমা ইব্রাহিম
উত্তর ঘ
৯৩। নিচের কে মহাকাব্য রচনা করেন নি ?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় খ. কায়কোবাদ গ. মধুসূদন দত্ত ঘ. নবীনচন্দ্র সেন ঙ. কোনোটিই নয় ।
উত্তর : ঙ (নোট : নবীনচন্দ্র সেন ডাইরেক্ট মহাকাব্য না লিখলেও তাঁর ত্রয়ী উপন্যাস গুলো মহাকাব্য হিসেবে ধরা হয়)
৯৪। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থকে রচনা করেন ?
ক. সুকুমার সেন খ. দীনেশচন্দ্র সেন গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. অসিত কুমার
উত্তর ;খ
৯৫। বাংলা সাহিত্যের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি ?
ক. সাজাহান খ. অশোক গ. সরোজিনী ঘ. কৃষ্ণকুমারী
উত্তর : ক
৯৬। নীলদর্পণ নাটকটি কোন শহর থেকে প্রকাশিত হয় ?
ক. পাবনা খ. রংপুর গ. কোলকাতা ঘ. ঢাকা
উত্তর : ঘ
৯৭। ডাকহরকরা গল্পটির রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. কাজী নজরুল ইসলাম ঘ. তারাশঙ্কর
উত্তর : ঘ
৯৮। সংস্কৃতির কথা গ্রন্থটির রচয়িতার নাম কী ?
ক. মোতাহের হোসেন চৌধুরী খ. সুফিয়া কামাল গ. আবুল ফজল ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
উত্তর : ক
৯৯। ‘আমরা হিন্দু মুসলমান যেমন সত্য ; তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ - উক্তিটি কার ?
ক. রবীন্দ্র নাথ ঠাকুর খ. কাজী নজরুল ইসলাম গ. মওলানা আকরম খাঁ ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর :ঘ
১০০। মুহম্মদ আব্দুল হাই কার সহযোগিতায় ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ রচনা করেন ?
ক. সৈয়দ আলী আহসান খ. জিল্লুর রহমান সিদ্দিকী গ. ড. রফিকুল ইসলাম ঘ. ড. আহমদ শরীফ
উত্তর : ক
১০১। পারিবারিকসূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের অনুসারী ছিলেন ?
ক. হিন্দু ধর্ম খ. ব্রাহ্ম ধর্ম গ. সনাতন ধর্ম ঘ. বৈষ্ণব ধর্ম
উত্তর : খ
১০২। রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন ?
ক. ১৯১৩ খ. ১৯১৫ গ. ১৯১০ ঘ. ১৯১৯
উত্তর : ঘ
১০৩। বাংলা গীতিকবিতার পূর্ণবিকাশ ঘটে কার হাত ধরে ?
ক. বিহারীলাল চক্রবর্তী খ. কাজী নজরুল ইসলাম গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. রজনীকান্ত সেন
উত্তর : গ
১০৪। রবীন্দ্রনাথের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে?
ক. ক্ষণিকা খ. বলাকা গ. মানসী ঘ.পূরবী
উত্তর : খ
১০৫। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা ‘১৪০০ সাল’ এর রচয়িতা কে ?
ক. কাজী নজরুল ইসলমা খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. জীবনানন্দ দাশ ঘ. গোলাম মোস্তফা
উত্তর : খ
১০৬। কোনটি কাব্যগ্রন্থ ?
ক. শেষ প্রশ্ন খ.শেষ লেখা গ. শেষের কবিতা ঘ শেষের পরিচয়
উত্তর : খ
১০৭। রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য হলো
ক. ইতিহাস খ. বৃটিশ ভারতের রাজনীতি গ. প্রেম -ভালোবাসা ঘ. জমিদার -প্রজার কাহিনী
উত্তর ;খ
১০৮। ‘মহেন্দ্র ও বিনোদিনী’ নিচের কোন উপন্যাসের চরিত্র ?
ক. মৃণালিনী খ. চোখের বালি গ. পল্লী সমাজ ঘ. মানসী
উত্তর : খ
১০৯। রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন করেন ?
ক. প্রেস অর্ডিন্যান্স খ. নীল চাষ গ. নীল কমিশন ঘ. রাইফেল ব্যবহার
উত্তর ক
১১০। নিচের কোনটি শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক. জাহান্নাম হতে বিদায় খ. দুই সৈনিক গ. জলাঙ্গী ঘ. সবগুলোই
উত্তর: ঘ
১১১। ‘আপন ঘরে বোঝাই সোনা , পরে করে লেনাদেনা’ - চরণ দুটির রচয়িতা কে ?
ক. প্রমথ চৌধুরী খ. হাসন রাজ গ. নির্মলেন্দু গুণ ঘ. লালন শাহ
উত্তর : ঘ
১১২। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি ?
ক. বড়দিদি খ. বিন্দুর ছেলে গ. রামের সুমতি ঘ বৈকুণ্ঠের উইল
উত্তর : ক
১১৩। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে ?
ক. শ্রীকান্ত খ. ইন্দ্রনাথ গ. কেষ্ট ঘ. অপু
উত্তর : খ
১১৪। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?
ক. নিমতা গ্রাম খ. দেবানন্দ পুর খ. গোধিয়া গ্রাম ঘ. করিমগঞ্জ
উত্তর : খ
১১৫। শরৎচন্দ্রের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে ?
ক. গৃহদাহ খ. শ্রীকান্ত গ. পল্লী সমাজ ঘ. শেষপ্রশ্ন
উত্তর : ক
১১৬। ‘আমলার মামলা’ নাটকটি লিখেছেন কে ?
ক. সৈয়দ ওয়ালীওয়াল্লাহ খ. শওকত ওসমান গ. মুনীর চৌধুরী ঘ সেলিম আল দীন
উত্তর খ
১১৭। কতসালে শরৎচন্দ্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয় ?
ক. ১৯৩২ খ. ১৯৩৬ গ. ১৯৪০ ঘ. ১৯৪৪
উত্তর : খ
১১৮ । ‘তোমাকে অভিবাদ প্রিয়তমা’ কাব্যগ্রন্থের কবি কে?
ক. নির্মলেন্দু গুণ খ. আল মাহমুদ গ. আসাদ চৌধুরী ঘ. শহীদ কাদরী
উত্তর : ঘ
১১৯। ‘ষোড়শী’ শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা ?
ক. উপন্যাস খ. গল্প সংকলন গ. প্রবন্ধ ঘ. নাটক
উত্তর : ঘ
১২০ । শরৎচন্দ্র সৃষ্ট ‘অভয়া’ চরিত্রটি কোন উপন্যাসের ?
ক. গৃহদাহ খ. শ্রীকান্ত গ. শেষ প্রশ্ন ঘ. শেষের পরিচয়
উত্তর : খ
১২১। ‘সারেং বউ’ উপন্যাসটির রচয়িতা কে?
ক. আহসান হাবীব খ. আনিস চৌধুরী গ. শহীদুল্লাহ কায়সার ঘ. জহির রায়হান
উত্তর : গ
১২২। ‘এলাটিং বেলাটিং ও ধান ভানলে কুড়ো দেব’ শিশুতোষ গ্রন্থের রচয়িতা কে ?
ক. শামসুর রাহমান খ. আল মাহমুদ গ. রোকনুজ্জামান ঘ. জাফর ইকবাল
উত্তর : ক
১২৩। ‘অক্টোপাস’ উপন্যাসটির লেখক ?
ক. শরৎ খ. শামসুর রাহমান গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. আহসান হাবীব
উত্তর : খ
১২৪। শামসুর রাহমানের আত্মজীবনী কোনটি?
ক. বিধ্বস্ত নীলিমা খ. কালের ধূলোয় লেখা গ. নিজ বাসভূমে ঘ. বন্দী শিবির থেকে
উত্তর : খ
১২৫। ‘আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বণ্টন’- কোন কবি বলেছেন?
ক. সুকান্ত খ. সমর সেন গ. জসীমউদ্দিন ঘ. আল মাহমুদ
উত্তর : খ
১২৬। ‘ছাড়পত্র’ কাব্যগ্রন্থটি কার লেখা ?
ক. সুকান্ত ভট্টাচার্য খ. সত্যেন্দ্রনাথ দত্ত গ.জীবনানন্দ দাশ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর ;ক
১২৭। ‘জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে’- এ আকাঙক্ষা কোন কবির ?
ক. সুফিয়া কামাল খ. জীবনানন্দ দাশ খ. শামসুর রাহমান ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা
উত্তর : ক
১২৮। ‘হাঙ্গর নদী গ্রেনেড’ েএর লেখক কে?
ক. রাবেয়া খাতুন খ. সেলিনা হোসেন গ. রিজিয়া বেগম ঘ. হুমায়ুন আহমেদ
উত্তর : খ
১২৯। ‘কিত্তনখোলা’ নাটকটির রচয়িতা কে?
ক. জিয়া হায়দার খ. সেলিম আল দীন গ. দীনবন্ধু মিত্র ঘ. ইব্রাহিম খলিল
উত্তর খ1
১৩০। বাংলাদেশে চেতনার প্রবাহরীতির উপন্যাস কে লিখেছেন ?
ক. জহির রায়হান খ. সৈয়দ ওয়ালীউল্লাহ গ. শওকত ওসমান ঘ. কায়েস আহমদ
উত্তর : খ
১৩১। নিচের কোনটি নাটক নয় ?
ক. চাঁদের অমাবস্যা খ. বহ্নিপীর গ. তরঙ্গভঙ্গ ঘ. সুড়ঙ্গ
উত্তর ক
১৩২। ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
ক. সৈয়দ শামসুল হক খ. আখতারুজ্জামান ইলিয়াস গ. হুমায়ুন আজাদ ঘ. শামসুর রাহমান
উত্তর : গ
১৩৩। বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
ক. বেগম রোকেয়া খ. মহাশ্বেতা দেবী গ. স্বর্ণকুমারী দেবী ঘ. রিজিয়া রহমান
উত্তর : গ
১৩৪। বাংলাদেশের বর্তমানে সাহিত্যাঙ্গণে সব্যসাচী লেখক কাকে বলা হয় ?
ক. হুমায়ুন আহমেদ খ. আলাউদ্দিন আল আজাদ গ. আল মাহমুদ ঘ. সৈয়দ শামসুল হক
উত্তর : ঘ
১৩৫। নিচের কোনটি সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস ?
ক. সীমানা ছাড়িয়ে খ. নিষিদ্ধ লোবান গ. নীল দংশন ঘ . সবগুলোই
১৩৬। সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইটিতে কোন শহরের কাহিনী প্রাধান্য পেয়েছে?
ক. দিল্লী খ. লাহোর গ. তেহরান ঘ. কাবুল
উত্তর : ঘ
১৩৭। কোন গ্রন্থটি লেখক হাসান আজিজুল হক রচিত ?
ক. আগুন পাখি খ. বরফগলা নদী গ. কাঁদো নদী কাঁদো ঘ. খোয়াবনামা
উত্তর : ক
১৩৮। ‘মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলনের দলিলপত্র’ কে সম্পাদনা করেন ?
ক. হাসান আজিজুল হক খ. আবুল হাসান গ. আহসান হাবীব ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তর : ঘ
১৩৯। প্রহসন বলতে কী বুঝায় ?
ক. কমেডি খ. হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক গ. অস্বাভাবিক ঘ. সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক
উত্তর :ঘ
১৪০। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী ?
ক. আজাদ খ. বঙ্গদর্শন গ. বেঙ্গল গেজেট ঘ. সমাচার দর্পণ
উত্তর : ঘ
১৪১। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?
ক. বঙ্গদর্শন খ. বেঙ্গল গেজেট গ. সমাচার দর্পণ ঘ. দিকদর্শন
উত্তর : ঘ
১৪২। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি ?
ক. ভদ্রার্জুন খ. নীলদর্পণ গ. শর্মিষ্ঠা ঘ. কবর
উত্তর : ক
১৪৩। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?
ক. দিগদর্শন খ. সমাচার দর্পণ গ. সংবাদ প্রভাকর ঘ. তত্ত্ববোধিনী
উত্তর : গ
১৪৪। নিচের কে কল্লোল যুগের কবি ছিলেন ?
ক. কাজী নজরুল ইসলাম খ. প্রেমেন্দ্র মিত্র গ. বুদ্ধদেব বসু ঘ. সবগুলোই
উত্তর : ঘ
১৪৫। ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্ররুপে প্রকাশিত পত্রিকাটির নাম কী ?
ক. সবুজপত্র খ. কল্লোল গ. অভিযান ঘ. শিখা
উত্তর : ঘ
১৪৬। বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?
ক. আল মাহমুদ খ. হেলাল হাফিজ গ. শহীদ কাদরী ঘ. নির্মলেন্দু গুণ
উত্তর :ঘ
১৪৭। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে ?
ক. ১৯৫০ খ. ১৯৫২ গ. ১৯৫৪ ঘ. ১৯৫৬
উত্তর : খ
১৪৭। বাংলা একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৫২ খ. ১৯৫৩ গ. ১৯৫৫ ঘ. ১৯৭১
উত্তর :গ
১৪৮ । বাংলা একাডেমি থেকে প্রকাশিত ‘উত্তরাধিকার’ পত্রিকা কী ধরনের ?
ক. মাসিক খ. ষাণ্মাসিক গ. পাক্ষিক ঘ. বার্ষিক
উত্তর : ক
১৪৯। ‘মধুর চেয়েও আছে মধুর , সে আমার এই দেশের মাটি , আমার দেশের পথের ধুলা , খাঁটি সোনার চেয়েও খাঁটি।’ পঙক্তিটি কার ?
ক. সুফিয়া কামাল খ. মাইকেল মধুসূদন দত্ত গ. জীবনানন্দ দাশ ঘ. সতেন্দ্রনাথ দত্ত
উত্তর : ঘ
১৫০ । অসমাপ্ত আত্মজীবনীর সর্বশেষ অনুবাদ করা হয় কোন ভাষায় ?
ক. হিন্দি খ. স্প্যানিশ গ. আরবি ঘ. অসমিয়া
উত্তর ;ঘ
