বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্ট - ১০

১. দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক) ব্রাজিল
খ) আর্জেন্টিনা
গ) চিলি
ঘ) ভেনেজুয়েলা

২. ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধি কে পেয়েছেন?
ক) মাদার তেরেসা
খ) মমতা বন্দ্যোপাধ্যায়
গ) শেখ হাসিনা
ঘ) ইন্দিরা গান্ধী
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২৩

৩. ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন’ কোন-জাতীয় সংস্থা?
ক) সরকারি সংস্থা
খ) বেসরকারি সংস্থা
গ) সাংবিধানিক সংস্থা
ঘ) অসাংবিধানিক সংস্থা

৪. স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল?
ক) জাতীয় স্মৃতিসৌধ
খ) লালবাগের কেল্লা
গ) সোনা মসজিদ
ঘ) শহীদ মিনার

৫. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিগুলোর মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়—
ক) বাফার রাষ্ট্র
খ) নিরপেক্ষ রাষ্ট্র
গ) স্থলবেষ্টিত রাষ্ট্র
ঘ) জিরো সাম রাষ্ট্র

৬. ‘খালিস্তান টাইগার ফোর্স’ কোন দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন?
ক) পাকিস্তান
খ) আফগানিস্তান
গ) ভারত
ঘ) মালদ্বীপ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৭

৭. ‘বিশ্ব সাদাছড়ি দিবস’ কবে পালন করা হয়?
ক) ১৪ অক্টোবর
খ) ১৫ অক্টোবর
গ) ১৬ অক্টোবর
ঘ) ১৭ অক্টোবর

৮. বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকের সর্বোচ্চ বয়স কত বছর?
ক) ৬৫ বছর
খ) ৬৭ বছর
গ) ৬৯ বছর
ঘ) ৬২ বছর

৯. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?
ক) জিব্রলটার
খ) বসফরাস
গ) বাবেল মান্দেব
ঘ) বেরিং

১০. দ্য গার্ডিয়ান পত্রিকা কোন শহর থেকে প্রকাশিত হয়?
ক) নিউইয়র্ক
খ) টোকিও
গ) লন্ডন
ঘ) আটলান্টা
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১১

১১. বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
ক) এ এন সাহা
খ) কামরুল হাসান
গ) জয়নুল আবেদিন
ঘ) মোস্তফা মনোয়ার

১২. বৈদ্যনাথতলাকে ‘মুজিবনগর’ নামকরণ করেন কে?
ক) তাজউদ্দীন আহমদ
খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) ক্যাপ্টেন মনসুর আলী
ঘ) আতাউল গণি ওসমানী

১৩. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বেলফোর ঘোষণা ১৯১৭-এর প্রতিপাদ্য ছিল—
ক) জাতিপুঞ্জ সৃষ্টি করা
খ) অটোমানদের জায়গা দখল করা
গ) ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন
ঘ) জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল অবলম্বন

১৪. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
ক) নিকট প্রাচ্য
খ) পূর্ব আফ্রিকা
গ) দক্ষিণ-পূর্ব এশিয়া
ঘ) পূর্ব ইউরোপ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৭

১৫. বাংলাদেশে কোন সালে বয়স্ক ভাতা চালু হয়?
ক) ১৯৯৫
খ) ১৯৯৬
গ) ১৯৯৭
ঘ) ১৯৯৮

১৬. নিচের কোন ব্যক্তি আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি নন?
ক) কর্নেল শওকত আলী
খ) সার্জেন্ট জহুরুল হক
গ) লেফটেন্যান্ট আব্দুর রউফ
ঘ) শফিউর রহমান

১৭. ‘রেইডার’ শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
ক) রাগবি
খ) ভলিবল
গ) বেসবল
ঘ) কাবাডি

১৮. কোন চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত হয়?
ক) আবার তোরা মানুষ হ
খ) চিত্রা নদীর পারে
গ) মাটির ময়না
ঘ) নদীর নাম মধুমতী
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট-১

১৯. ম্যাপলপাতার দেশ কোনটি?
ক) থাইল্যান্ড
খ) সুইজারল্যান্ড
গ) নরওয়ে
ঘ) কানাডা

২০. ব্রিকসের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক) ইয়েকাতেরিনবার্গ, রাশিয়া
খ) বেইজিং, চীন
গ) জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
ঘ) ব্রাসিলিয়া, ব্রাজিল
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৪-এর উত্তর

১. ঘ। ২. গ। ৩. গ। ৪. ঘ। ৫. ক। ৬. গ। ৭. খ। ৮. খ। ৯. গ। ১০. গ।

১১. খ। ১২. ক। ১৩. গ। ১৪. গ। ১৫. ঘ। ১৬. ঘ। ১৭. ঘ। ১৮. খ। ১৯. ঘ। ২০.ক।



১. ...amazing song haunted me for a long time.
ক) These
খ) Those
গ) Thus
ঘ) That

২. Singular of ‘Alumni’ is—
ক) Alumnus
খ) Alumny
গ) Alumnu
ঘ) Alumur
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২২

৩. Feminine gender of ‘Wizard’ is—
ক) Wizardess
খ) Witch
গ) Acrobat
ঘ) Female wizard

৪. A woman who has never been married—
ক) seamstress
খ) bachelor
গ) nurse
ঘ) spinster

৫. Choose the correct sentence.
ক) I presented her a flower.
খ) I presented a flower for her.
গ) She was presented a flower by me.
ঘ) I presented her with a flower.

৬. Muslin was a fabric ... by the famed weavers of Bangladesh.
ক) woven
খ) weave
গ) wove
ঘ) had woved
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৮

৭. The old man is tired of walking. Here ‘Walking’ is a/an—
ক) present participle
খ) adjective
গ) common noun
ঘ) gerund

৮. I found the worse condition. Here worse is—
ক) positive
খ)comparative
গ) assertive
ঘ) superlative

৯. Which one is the noun of the word ‘brief’?
ক) Brevity
খ) Short
গ) Briefly
ঘ) Briefing

১০. Her success was shattered by her later commentary. Here commentary is—
ক) Verb
খ) Adjective
গ) Noun
ঘ) Adverb
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৪

১১. Anjan ... prefers ... speak very little.
ক) doesn’t, to
খ) himself, to
গ) himself, for
ঘ) does, for

১২. The villagers are bereft ... modern facilities.
ক) of
খ) from
গ) at
ঘ) in

১৩. The opposition failed to ... the ruling party’s philosophy.
ক) fail in with
খ) fall down
গ) carry down
ঘ) fall flat on agree

১৪. The passive form of ‘Don't do it’ is—
ক) Let not it be done.
খ) Let it be done.
গ) Let it be done not.
ঘ) Let it not be done.
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১০

১৫. What is the antonym of ‘unco’?
ক) unusual
খ) natural
গ) clumsy
ঘ) boorish

১৬. Don't let the teacher catch you—
ক) cheat
খ) cheating
গ) cheats
ঘ) to cheat

১৭. I think all drivers ... seat belts.
ক) had better wear
খ) had better to wear
গ) should wear
ঘ) could better to wear.

১৮. When Sajib finally arrived at the concert, he suddenly realized that ... his ticket.
ক) left
খ) was left
গ) had left
ঘ) has left
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৬

১৯. ‘Amit has butterflies in his stomach’ means—
ক) Amit is confident
খ) Amit is nervous
গ) Amit is delighted
ঘ) Amit is sad

২০. Every time he lights a cigarette, I tell him it’s another—
ক) thorn in the flesh
খ) storm in a tea cup
গ) nail in his coffin
ঘ) spoke in his wheel
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২৩-এর উত্তর

১. ঘ। ২. ক। ৩. খ। ৪. ঘ। ৫. ঘ। ৬. ক। ৭. ঘ। ৮. খ। ৯. ক। ১০. গ।
১১. খ। ১২. ক। ১৩. ক। ১৪. ঘ। ১৫. খ। ১৬. খ। ১৭. ক। ১৮. গ। ১৯. খ। ২০. গ।


১. বাংলাদেশের হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন কে?
ক) ড. কামাল হোসেন
খ) বেগম রাজিয়া বানু
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ) আবু সায়ীদ চৌধুরী

২. বাংলাদেশের কোন মসজিদকে ‘ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান’ ঘোষণা করেছে?
ক) কুসুমা মসজিদ
খ) ষাট গম্বুজ মসজিদ
গ) আতিয়া জামে মসজিদ
ঘ) ছোট সোনা মসজিদ
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২১

৩. বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়?
ক) ২১ মার্চ, ২০১৮
খ) ২৩ মার্চ, ২০১৮
গ) ২৬ মার্চ, ২০১৮
ঘ) ২৮ মার্চ, ২০১৮

৪. বাংলাদেশের প্রধান আইন কর্মকতা কে?
ক) আইন সচিব
খ) অ্যাটর্নি জেনারেল
গ) প্রধান বিচারপতি
ঘ) আইনমন্ত্রী

৫. ‘সিয়াচেন হিমবাহ’ কোথায় অবস্থিত?
ক) কাঠমুন্ডু
খ) কাশ্মীর
গ) ভুটান
ঘ) হিমাচল

৬. প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন?
ক) ক্লাইভ লয়েড
খ) ভিভ রিচার্ডস
গ) অমরনাথ
ঘ) ডেভিড বুন
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৯

৭. স্মার্ট বাংলাদেশের স্তম্ভ কয়টি?
ক) ৭টি
খ) ৫টি
গ) ৪টি
ঘ) ৬টি

৮. যুক্তরাষ্ট্র কত সালে স্বাধীনতা লাভ করে?
ক) ১৭৭৬
খ) ১৮৭৬
গ) ১৮৭২
ঘ) ১৭৭২

৯. বিশ্ব মানবাধিকার দিবস কবে?
ক) ২৬ জুন
খ) ১ আগস্ট
গ) ১ মে
ঘ) ১০ ডিসেম্বর

১০. ‘দুর্ভিক্ষের চিত্রমালা’ কোন মন্বন্তরকে অবলম্বন করে আঁকা হয়েছে?
ক) ছিয়াত্তরের মন্বন্তর
খ) তেতাল্লিশের মন্বন্তর
গ) চুয়াত্তরের মন্বন্তর
ঘ) সত্তরের মন্বন্তর
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৭

১১. ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
ক) সুরশুভ
খ) কোটলাস
গ) পেট্রোগ্রাড
ঘ) ভলগাদা

১২. ফেসবুকের প্রতিষ্ঠাতার নাম কী?
ক) ইলন মাস্ক
খ) মার্ক জাকারবার্গ
গ) জ্যাক ডর্সি
ঘ) স্টিভ জবস

১৩. ‘আমি অগ্রসর হই মৃত্যুর পথে। আপনারা অগ্রসর হোন জীবনের পথে। কোন পথ মহত্তর? বিশ্বনিয়ন্তাই তার জবাব দেবেন।’—কে বলেছেন?
ক) প্লেটো
খ) এরিস্টটল
গ) সক্রেটিস
ঘ) পিথাগোরাস

১৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়?
ক) ভিয়েনা, অস্ট্রিয়া
খ) নিউইয়র্ক, যুক্তরাজ্য
গ) প্যারিস, ফ্রান্স
ঘ) লন্ডন, যুক্তরাজ্য
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৩

১৫. পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভায় প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী?
ক) এ কে ফজলুল হক
খ) চৌধুরী খালেকুজ্জামান
গ) মুহাম্মদ আলী
ঘ) ইস্কান্দার মীর্জা

১৬. মূল্য ও বাজার নিয়ন্ত্রণব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক) ইলতুৎমিশ
খ) বলবন
গ) আলাউদ্দিন খলজি
ঘ) মুহাম্মদ বিন তুঘলক

১৭. কোন শতাব্দীতে মুহাম্মদ বখতিয়ার খলজি বাংলাদেশে বা ভারতবর্ষে আসেন?
ক) একাদশ
খ) দ্বাদশ
গ) ত্রয়োদশ
ঘ) চর্তুদশ

১৮. চরমপত্র খ্যাত ব্যক্তির নাম কী?
ক) মাওলানা ভাসানী
খ) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
গ) শহীদ সোহরাওয়ার্দী
ঘ) এম আর আখতার মুকুল
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট–৯

১৯. দেশের প্রথম নারী মহানিয়ন্ত্রক কে?
ক) মাহমুদা হক চৌধুরী
খ) ফাহমিদা ইসলাম
গ) রাজিয়া বেগম
ঘ) ফারজানা ইসলাম

২০. অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিগণ ‘সর্বজনীন পেনশন স্কিম’–এর কোন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন?
ক) প্রবাস
খ) সুরক্ষা
গ) প্রগতি
ঘ) সমতা
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২২-এর উত্তর

১. গ। ২. খ। ৩. ক। ৪. খ। ৫. খ। ৬. ক। ৭. গ। ৮. ক। ৯. ঘ। ১০. খ
১১. গ। ১২. খ। ১৩. গ। ১৪. ঘ। ১৫. ক। ১৬. গ। ১৭. গ। ১৮. ঘ। ১৯. খ। ২০. খ।



১. দৃষ্টিপ্রতিবন্ধীদের বোঝানোর জন্য ভাষার নাম কী?
ক. ইশারা ভাষা
খ. ব্রেইল ভাষা
গ. ধ্রুপদি ভাষা
ঘ. পালি ভাষা

২. বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা কতটি?
ক. ৪৫টি
খ. ৪৮টি
গ. ৫০টি
ঘ. ৫৪টি
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ২০

৩. নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. চ
খ. ঠ
গ. দ
ঘ. ব

৪. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
ক. শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
খ. শিরশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
গ. শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
ঘ. শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

৫. ‘লাফ > ফাল’ কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
ক. অভিশ্রুতি
খ. বিষমীভবন
গ. ধ্বনি বিপর্যয়
ঘ. স্বরলোপ

৬. ‘একতারা’কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. ফারসি
গ. তুর্কি
ঘ. সংস্কৃত
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১৬

৭. ‘Gratuity’ শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক. পারিশ্রমিক
খ. পারিতোষিক
গ. আনুতোষিক
ঘ. মহার্ঘ

৮. ‘আমার পরিচয়’ কবিতাটি কার লেখা?
ক. সৈয়দ শামসুল হক
খ. নির্মলেন্দু গুণ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. রফিক আজাদ

৯. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?
ক. তিরোভাব-তিরোধান
খ. অনুজ-অগ্রজ
গ. ঐহিক-পারত্রিক
ঘ. উর্বর-ঊষর

১০. নিচের কোন শব্দে মন্দ অর্থে ‘অপ’ উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. অপমান
খ. অপচয়
গ. অপকর্ম
ঘ. অপকার
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ১২

১১. ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’ এটি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. মহাপৃথিবী
খ. রূপসী বাংলা
গ. সাতটি তারার তিমির
ঘ. বনলতা সেন

১২. সঠিক সন্ধিবিচ্ছেদ নয় কোনটি?
ক. নৌ + ইক = নাবিক
খ. বিপদ্ + জনক = বিপজ্জনক
গ. মনঃ + কষ্ট = মনঃকষ্ট
ঘ. দিগ্ + অন্ত = দিগন্ত

১৩. বাংলা স্বরবর্ণের ওপর চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
ক. হ্রস্বস্বর
খ. দীর্ঘস্বর
গ. ব্যঞ্জনা
ঘ. অনুনাসিকতা

১৪. ‘লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ কী?
ক. বাইরে পরিপাটি
খ. প্রচণ্ড উত্তেজনা
গ. অরাজকতা
ঘ. অলীক কল্পনা
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৮

১৫. ‘যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে’-এর এককথায় প্রকাশ কোনটি?
ক. অপরিণামদর্শী
খ. অবিমৃষ্যকারী
গ. সব্যসাচী
ঘ. অবিসংবাদিত

১৬. কাজী নজরুল ইসলাম ‘কান্ডারি হুঁশিয়ার’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. অগ্নিবীণা
খ. ফণিমনসা
গ. সর্বহারা
ঘ. ছায়ানট

১৭. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি সমাস
খ. উপপদ তৎপুরুষ সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. দ্বিগু সমাস

১৮. বাংলা সংখ্যা বর্ণ কতটি?
ক. ৭টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ১১টি
আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

১৯. ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. পর্বত
খ. মেঘ
গ. ঢেউ
ঘ. সাগর

২০. স্বরান্ত অক্ষরকে কী বলে?
ক. একাক্ষর
খ. মুক্তাক্ষর
গ. বদ্ধাক্ষর
ঘ. যুক্তাক্ষর
বিষয়ভিত্তিক মডেল টেস্ট-২১-এর উত্তর

১. খ। ২. গ। ৩. খ। ৪. ক। ৫. গ। ৬. খ। ৭. খ। ৮. ক। ৯. ক। ১০. গ।
১১. খ। ১২. ঘ। ১৩. ঘ। ১৪. ক। ১৫. খ। ১৬. গ। ১৭. খ। ১৮. গ। ১৯. গ। ২০. খ।
 

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال