জীবনে সফল হবার জন্য কী কী উপদেশ মেনে চলা উচিত ? What should be followed to succeed in life?

 সময়ের যথাযথ ব্যবহার করতে হবে।

নিজের আগ্রহ এবং ইচ্ছা শক্তিকে অনুসরণ করতে হবে।

লক্ষ্যের পথে অবিচল থাকতে হবে।

সময়ের কাজ সময়ের মধ্যে করুন। কালকের জন্য রেখে দিবেন না।

সফল হওয়ার সাথে সুস্থ থাকা জরুরী। কাজেই নিজের যত্ন নিন।

মানুষকে মাঝে মাঝে 'না' বলুন।

যেই বিষয়টি আপনার পছন্দ সেটিকে প্রাধান্য দিতে হবে।

মরণ কামড় দিয়ে লক্ষ্যের পেছনে লেগে থাকতে হবে।

বন্ধু-বান্ধবের সংখ্যা কমিয়ে ফেলতে হবে।

নিজের উপর অঢেল বিশ্বাস, আস্থা এবং আত্মবিশ্বাস রাখতে হবে।

নেতিবাচক লোকদের সান্নিধ্য পরিহার করতে হবে।

অন্যের কথায় নিজের জীবন পরিবর্তন করা যাবে না।

লোকে কি বলবে, এই টাইপের লজ্জা পাওয়া যাবে না।

নিজের চরকায় প্রচুর পরিমাণে পানি ঢালতে হবে।

কে আপনাকে নিয়ে কি ভাবছে, এসবকে কেয়ার করা যাবেনা।

নিজের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করুন।

কারো সাথে প্রতিযোগিতা না করে নিজের সাথে প্রতিযোগিতা করুন।

জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন।

মাঝে মাঝে বিনোদন এবং শিল্পচর্চা করুন।

নিজেকে সর্বদা যেকোনো পরিস্থিতির জন্য তৈরি রাখুন।

সর্বদা সৎ এবং সত্য পথে চলুন।

প্রচুর পরিমাণে পড়াশোনার অভ্যাস করুন।

নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال