Pubali Bank Junior Officer Exam Preparation
একটি কথা মনে রাখতে হবে প্রাইভেট ব্যাংকের পরীক্ষার মানেই প্রতিযোগিতা । তারা অনেকের মধ্যে থেকে বেঁছে সেরা মেধাকে প্রাধান্য দেয় । তাই অন্য সকল প্রাইভেট ব্যাংকের জুনিয়র অফিসার এর জন্য যেভাবে পরীক্ষা হয় এখানেও তার ব্যতিক্রম কিছু হবে না । সেজন্য জুনিয়র অফিসার ক্যাশ বিগত প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করে নিন তাহলে একটা ভালো ধারনা পেয়ে যাবেন । যদি অংকের কথা বলি সাধারনত ক্যাশ অফিসার / জুনিয়র অফিসার পরীক্ষা গুলোতে নিম্নলিখিত বিষয় গুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে । অনেকে বলছে পুবালী ব্যাংকের পরীক্ষা অন্য বারের মত এই বারও Social Science Faculty নিবে। তাই অবশ্যই এই বিষয়গুলো ভালো করে করে নিবেন । যারা পূর্বে অন্য ব্যাংকে এই পোষ্টগুলোতে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য বেশি ভালো হবে ।
Social Science Faculty এর বিগত বছরে MCQ Math বিশ্লেষণ করলে দেখা যায় যে, তারা প্রায় সকল অধ্যায় থেকে ১টি করে ম্যাথ দেয়।
নিচে অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়ের লিস্ট দেওয়া হলো।
Algebra *
Simplification ***
Age **
Average **
Unitary Method **
Number System ***
Simple Interest & Compound Interest ***
Ratio & Mixture
Time & Work *
Percentage **
Profit & Loss *
Partnership *
Speed & Distance *
Mensuration **
I.Q. ***
Clock
NOTE: Exam Aid Bank MCQ Math বইতে Social Science সকল বিগত বছরের ম্যাথের সমাধান দেওয়া আছে।
পূবালী
ব্যাংকের ফেবারিট এক্সাম টেকার সোস্যাল সায়েন্স ফ্যাকাল্টি। আবেদন করে
প্রস্তুতি নিতে থাকেন, মেগা সার্কুলারের জন্য চাই ভালো প্রস্তুতি। *** মনে
রাখবেন গত সার্কুলারে বিশাল প্যানেল তৈরী করে শূন্য পদ ফাঁকা হলে ফোন করে
জয়েনিং করায়ছিলো***
😊আশা করা যায় এবারও বড় সড় একটা প্যানেল হবে🙂
Exam Taker- Social Science 🙂
All Exam taken by social science -:
1. Investment Corporation Officer - 2011
2. Investment Corporation Senior Officer- 2011
3. Rupali Bank Officer - 2013
4. Rupali Bank Senior Officer - 2013
5. Probashi Kallyan Bank Executive Officer(Cash) - 2014
6. Probashi Kallyan Bank Senior Officer - 2014
7. Bangladesh Development Bank Officer-2014
8. Investment Corporation Senior Officer – 2014
9. Bangladesh Bank Assistant Director - 2014
10. Pubali Bank Junior Officer/Junior Officer(Cash)- 2014
11. Pubali Bank Officer/O - 2014
12. Pubali Bank Junior Officer - 2016
13. Pubali Bank Senior Officer - 2016
14. Pubali Bank TA Teller - 2017
15. Bangladesh Bank AD - 2016
16. Bangladesh Bank Officer(Cash)- 2016 17. Bangladesh Bank Officer(IT)– 2016
18. Janata Bank AEO - 2015
19. Janata Bank AEO(Teller) -2015
20. Janata Bank Executive Officer - 2017
21. Pubali Bank Junior Officer Cash - 2019
22. Pubali Bank TAO Cash - 2019
পূবালী ব্যাংকের সিলেবাস
বাংলা ব্যাকরন: (শিকর/অভিযাত্রী/অগ্রদূত)
১। বাংলা ভাষা ও লিপি
২। ধধনি ও বর্ণ
৩। শব্দ ও শব্দের শ্রেনী বিভাগ
৪। ধধনি পরিবর্তন
৫। বাংলা ব্যাকরন ও আলোচ্য বিষয়
বাংলা সাহিত্য: (শিকর/অভিযাত্রী/অগ্রদূত)
১। প্রাচীন যুগ
২। ছদ্মনাম ও উপাধি
৩। বিখ্যাত উক্তি
৪। বাংলা পত্র-পত্রিকা
৫। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ
ইংরেজী: (Master/Competitive exam book)
1. Correct Spelling
2. Noun
3. Verb
4. Analogy ( Test 1-8)
5. Synonym/Antonym