করোনার বুস্টার ডোজের জন্য নিবন্ধন প্রক্রিয়া

Corona Booster Vaccine Registration Process

খুব সহজ ভাবে দেখিয়ে দিবো তাই মনোযোগ সহকারে দেখবেন । একবার বুঝে গেলেই খুব সহজেই  বুস্টার ডোজের নিবন্ধন কার্ড সংগ্রহ করে নিতে পারবেন । 

স্টেপঃ ০১ - প্রথমে https://surokkha.gov.bd এই সাইটে ভিজিট করুন ।

ভিজিট করার পর এই পেজটি পাবেন । এরপর টিকা কার্ড অপশনটিতে ক্লিক করলে দেখবেন -

এই পেজটি পাবেন, এখানে জাতীয় পরিচয়পত্র অপশনটিতে ক্লিক করুন । 

স্টেপঃ ০২ - এবার আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে "যাচাই করুণ" বাটনে ক্লিক করুন । নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে "ভ্যাকসিন কার্ড ডাউনলোড" বাটনে ক্লিক করলে বুস্টার ডোজের ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে ।

সম্পূর্ন হয়েছে , নতুন কার্ডে এই ধরনের ৩য় ডোজ সম্বলিত ঘর পাবেন । 



Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال