বাংলায় ব্লগিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব ?

Monthly income by blogging in Bengali

আসলে ব্লগিং ইনকাম নিয়ে অনেকেই জানতে আগ্রহী । সত্যি কথা বলতে আপনি বাংলা ব্লগ থেকে অনেকেই ভাল পরিমানে ইনকাম জেনারেট করছে কিন্তু তা আপনাকে কেউ ই বলবে না । এমন অনেকেই আছে যারা মাসে সাধারনত মাসে ৪০০ ডলার থেকে ২০০০ ডলার পর্যন্ত আয় করছে শুধুমাত্র বাংলা ব্লগিং করে । সহজে বিশ্বাস হবে না, কিন্তু সত্যি ।  তবে আপনার পরিচিত অনেকেই থাকতে পারে যারা বাংলা ব্লগিং করেই আয় করছে কিন্তু সে কখনোই আপনাকে বলবে না ।

একটা কথা না বললেই নয় যারা অনলাইনে কাজ করে মাসে ১ বা ২ লক্ষ আয় করছে তারা কিন্তু এটা একদিনে শুরু করেই এটা সম্বভ করেনি । এই ধরনের প্যাসিভ ইনকাম করার জন্য দীর্ঘ্য দিনের পরিশ্রম থাকতে হবে । তবে এখানে পরিশ্রম বলতে মাথায় করে বোঝা টানার মত কোনো ব্যাপার নেই । এখানে পরিশ্রম বলতে ধোর্য বোঝানো হয়েছে । 

আপনি ব্লগিং কে পেশা হিসেবে নিতে পারবেন কিনা সেটা আগে বিবেচনা করে দেখেন। যদি নিতে পারেন তাহলে সংগ্রাম ‍শুরু করে দেন এখনই। প্রথমে সফলতা আসবেনা। এক সময় দেখবেন খুব ভালো আয় হচ্ছে। সবাই সমান ভাবে আয় করতে পারেনা যে কোন সেক্টর থেকেই। ব্লগিং থেকে অনেক আয় করা সম্ভব। যদি কারো ডেডিকেশন থাকে সেই ভাবে। তবে আপনি ধৈর্য ধরে কাজ করে যেতে পারবেন কিনা সেটা দেখার বিষয় আছে। ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যায় পরিশ্রমীরা ।

বাংলাদেশের অনেক ব্লগার আছে যারা মাসে লাখ টাকা পর্যন্ত আয় করে। তাদের এই জায়গায় আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনি যদি পরিশ্রমী ও ধৈর্য ধরতে পারেন তাহলে আপনিও অনেক আয় করতে পারবেন ব্লগিং থেকে।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال