কেউ মিথ্যা কথা বললে সেটা বোঝার কোনো উপায় আছে কি ?

Is there any way to understand a lie ?

মিথ্যা কথা ধরার কোনো উপায় আছে কি নেই এটা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল হয় । তবে সত্যি এটাই যে মিথ্যা বলে সে বলবেই এটা এক প্রকার অভ্যাস বলতে পারেন ।  আপনি কাউকে অপবাদ দিলেন, তাকে মিথ্যুক বললেন । সে কিছুই বলল না। কারণ সে হয়তো এটা ভাবছে- “ আমি যেটি করিনি সেটা নিয়ে কথা বলার কি আছে । তাই সঠিক তথ্য প্রমাণ ছাড়া কাউকেই মিথ্যুক বলা বা মিথ্যাবাদী হিসাবে চিহিৃত করা মোটেও উচিত নয় । তবে যে বা যারা মিথ্যা কথা বলে তারা নিজেরাই এক কঠোর শাস্তিতে ভুগে মরেন । সেটা হলো অন্যরা তার কথা নয় বরং সে নিজেই অন্যদের কথা বিশ্বাস করেন না । কারন সে অন্যদেরকেউ মিথ্যাবাদী বলে মনে করতে থাকেন । কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে বোঝা যেতে পারে কথাটি মিথ্যা বলছে কিনা -

১. মিথ্যা কথা চোখে চোখ রেখে বলা মুশকিল । চোখের দিকে তাকিয়ে কম কথা বলবে । অন্যের দোষ বের করে নিজের দোষ ঢাকবে

২. মিথ্যা কথা বলার সময় গলার স্বর এ পরিবর্তন করে, স্বাভাবিক এর থেকে উচু - নিচু থাকে,যেখানে থামার কথা না সেখানে থামবে না,আবার যেখানে থামার কথা সেখানে থামবে না,

৩. অনেকটা বেশি কথা বলবে এবং সে সর্বদা নিজেকে প্রমান করতে চাইবে

  • আরো দেখুনঃ

৪. একই শব্দ বারবার বলতে পারে বা তোতলাতে পারে, স্বাভাবিক সময়ের থেকে বেশি দ্রুত নিঃশ্বাস নিতে পারে ।

৫. যদি আপনি বুঝতেই পারছেন এটা মিথ্যা কথা তবে আরো একটু কনফার্ম হবার জন্য একটি প্রশ্ন করুন, যেমন "আজ কি বার বা কয় তারিখ" দেখবেন এই সহজ উত্তর গুলোও উল্টো পাল্টা আসবে ।

৭. সন্দেহ হলে কথাটা আবার বলতে বলবেন দেখবেন প্রয়োজনের চেয়ে বেশি তথ্য দিতে পারে, টপিক চেঞ্জ করার চেষ্টা করবে ।

তবে প্রথমে যেটা বললাম যদি মিথ্যা বলা কারো অভ্যাসে পরিনত হয়ে থাকে তাহলে তার মিথ্যা ধরার সহজ কোন উপায় নেই । যদি কেউ বলে আছে, তাহলে সেটা তার নিজস্ব জ্ঞান ও প্রজ্ঞার উপর নির্ভর করে ।


Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال