ছেলেদের কোন দিকটি একজন নারীকে বেশি আকৃষ্ট করে ?

Which aspect of boys attracts a woman more ?

Author: শ্রেয়সী
ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমার ভাল লাগে তা হচ্ছে তার ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব কথাটা এক শব্দে বললেও এর ভেতরেই অনেক কিছু ঢুকে যায়। তা এতটুকু লিখে ছেড়ে দিলে ভাববেন ফাঁকি দিচ্ছি, তাই আরো একটু বলেই ফেলি।

  • প্রথমেই একজনকে দেখে আমি যেটা খেয়াল করি সেটা হল কথাবার্তা। যদি মানুষটি সবার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলে, সবার মতামতকে গুরুত্ব দিয়ে চলে আর তার কথায় কোনো অহংকার ফুটে না ওঠে তাহলে আমার প্রাথমিক ভাবে তাকে ভাল লাগবে।
  • মানুষটি সৎ এবং বুদ্ধিমান হওয়া চাই। তার যেন কথার ঠিক থাকে, বিচারবুদ্ধি থাকে, কোনটা ভাল কোনটা খারাপ সেটা যেন সে নিরপেক্ষভাবে বিচার করতে পারে, মনে সংকীর্ণতা না থাকে। এতটুকু হলে আর কথাই নেই।
  • যে ছেলেটা তার নিজের মা বাবার সাথে আমার মা বাবাকেও শ্রদ্ধা করে চলবে, আর আমায় বিশ্বাস করবে।

তা ছাড়াও ছোট ছোট কিছু ব্যাপার ভাল লাগে যেগুলো নিতান্তই ব্যক্তিগত পছন্দও, যেমন

  • ছেলেটি গোছানো স্বভাবের হলে ভাল লাগবে।
  • দয়ালু হলে ভাল হয়।

সিনেমায় যেমন দেখায়, যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বা ভয়ংকর গতিতে বাইক চালিয়ে মেয়েদের পেছনে লেগে নায়ক প্রায়ই নায়িকার মন জয় করে নেয়, এটা বাস্তব নয়। সব মেয়েরা ভদ্র ও মেয়েদের (বা সকলের) প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিকে পছন্দ করে।

এইটুকু থাক । তালিকা আর বাড়াতে চাই না । আরো দুটো কথা

  • সব মেয়েরাই টাকার পাহাড়ে উঠে বসতে চায় না, ছেলেদের এ টি এম মেশিন মনে করে না।
  • সব মেয়েরাই ছেলের বাবা মাকে অশ্রদ্ধা করে না বা কষ্ট দিতে চায় না।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال