সম্পূর্ণ কালো ত্বক ফর্সা করার কি কোনো ব্যবস্থা আছে ?

Is there any way to whiten completely black skin ?

ফর্সাকে কেন সুন্দর মনে করেন বলুনতো! ফর্সা সৌন্দর্য্য নয়। সুন্দর যেটি পরিপাটি করে সাজানো। যেথায় স্বচ্ছতা রয়েছে সেইটেই সুন্দর। কালো শ্যামলা যে বর্ণেরই হোকনা কেন সেটি আগে স্বচ্ছ এবং পরিপাটিরূপে রাখাটাই তো আসল সুন্দর!

ত্বক পরিষ্কার করার কয়েকটি ঘরোয়া উপায় বলে দিই যেগুলো আমি সময় পেলেই করি। আশা করি উপকৃত হবেন।

  • ১) ঘুমানোর আগে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ঘুমোতে যাওয়া উচিত। এতে ঘুম বেশ্ ভালো হয় আর পরদিন সকালটা হয় প্রানবন্ত। ত্বক সুন্দরের জন্য ঘুম এবং পর্যাপ্ত পানি পান করা জরুরী।
  • ২) টমেটো পেস্ট করে কফি পাউডার আর টুথপেষ্ট মিক্সড করে ১৫ মিনিট রেখে ধূয়ে নিলে ত্বক হতে সকল ময়লা উঠে গিয়ে ফ্রেশ লাগে ত্বক।
  • ৩)যাঁরা বাহিরে বেশিই ছুটোছুটি করেন আর হালকা লোম আছে তাঁদের জন্য ব্ল্যাক মাস্কটি বেশ কাজে দেয়।
  • ৪) গ্রীনটির প্যাকেট হতে একটি গ্রীনটি ছিড়ে নিয়ে সাথে মধু, গুড়ো দুধ আর কফি পাউডার মিক্সড করে দিয়ে মুখে গলায় ১৭ মিনিট রেখে হালকা ম্যাসাজ করে নিয়ে ধূয়ে ফেললে ত্বকের মরা চামড়া চলে যায় আর ফ্রেশ লাগে।
  • ৫) সপ্তাহে দুই হতে তিনদিন লেবু আর মধু মিশিয়ে ১০ মিনিট রেখে ধূয়ে নিতে পারেন। এটি কাজের এবং ভীষণ সহজ। আমি একটু সময় পেলেই এই প্যাক দিই।

আমি আবারও বলছি এসবের চেয়ে পর্যাপ্ত ঘুম এবং পানি পানের কোনো বিকল্প নেই

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال