ই-কমার্স সাইট তৈরি করবো কিভাবে এবং সর্বনিম্ন কত টাকায় একটি ই-কমার্স সাইট তৈরি করা যাবে !

The cost of creating an e-commerce site

নির্ভর করে হোস্টিং এবং সিএমএস এর উপর । আপনি যদি একেবারে কম দামি সেয়ার্ড হোস্টিং আর ফ্রি থিম দিয়ে ইকমার্স বানান তবে আপনার সর্বনিম্ন ৩০০০ টাকা খরচ হতে পারে । একটি ই-কমার্স সাইট দাঁড় করাতে কী কী প্রয়োজন অথবা ই কমার্স বিজনেস শুরু করতে সর্বনিম্ন কত টাকা প্রয়োজন ? এটি নতুন বিজনেস শুরু করতে যাওয়া প্রত্যেক উদ্যোক্তার আগ্রহের বিষয় ।

ই-কমার্স বিজনেসে প্রাথমিকভাবে যে ৬ টি খরচ আপনাকে করতে হবে -

  • ✅ ডোমেন নাম
  • ✅ হোস্টিং
  • ✅ ই-কমার্স ওয়েবসাইট থিম
  • ✅ অনলাইন পেমেন্ট সুবিধা
  • ✅ প্রোডাক্ট ফটোগ্রাফি
  • ✅ ডিজিটাল মার্কেটিং

এগুলো ই-কমার্স সাইটের মূল উপাদান তাই এগুলো লাগবেই । এছাড়াও আরো কিছু আছে যেগুলোর মাধ্যমে আপনি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবেন -

  • ✅ অ্যান্ড্রয়েড অ্যাপস
  • ✅ হোম ডেলিভারি বা  পণ্য ডেলিভারি অপশন
  • ✅ অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা

ইকমার্স বিজনেসের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসম্মত ই কমার্স ওয়েবসাইট।সহজে ব্যবহার যোগ্য লাইট ওয়েট ই-কমার্স ওয়েবসাইট কাস্টমার পছন্দ করে । সহজে নেভিগেশন করা যায় এমন ইকমার্স ওয়েবসাইট ই-কমার্স সেল বৃদ্ধি করতে কার্যকরী ভুমিকা রাখে । আপনার প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারদের সুস্পষ্ট ও বিস্তারিত তথ্য প্রদান, সহজে পছন্দসই প্রোডাক্টটি খুঁজে পেতে সহায়তা, অর্ডার প্রক্রিয়া সহজ হলে ই কমার্স ওয়েবসাইট থেকে বেচাকেনার পরিমাণ বেড়ে যায় ।

এবার খরচ সম্পর্কে জেনে নিন  যদিও  খরচ গুলি সময়ের সাথে কিছু কম বা বেশি হতে পারে । তবে একটা প্রাথমিক ধারণা নিতে পারেন এখান থেকে -
প্রয়োজনীয় উপাদান সম্ভাব্য খরচ
✅ ডোমেন নাম বাৎসরিক ৯০০ – ১,৪০০ টাকা
✅ হোস্টিং বাৎসরিক ৫,৫০০ – ১৫,০০০ টাকা
✅ ই-কমার্স ওয়েবসাইট থিম / ওয়েব ডেভলপমেন্ট ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা
✅ অনলাইন পেমেন্ট সুবিধা সর্বনিম্ন পেমেন্ট গেটওয়ে ১৫,০০০ টাকা
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি সর্বনিম্ন ১০০০ টাকা
✅ ডিজিটাল মার্কেটিং সর্বনিম্ন ৫,০০০ টাকা
✅ অ্যান্ড্রয়েড অ্যাপস সর্বনিম্ন ১৫,০০০ টাকা
✅ হোম ডেলিভারি বা পণ্য ডেলিভারি অপশন তৃতীয় পক্ষের সাথে চুক্তি অনুযায়ী
✅ অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা নিজের ইচ্ছা অনুযায়ী

উপরের যে সবগুলো অবদানের কথা উল্লেখ করা হয়েছে এগুলো একটি ই-কমার্স সাইট তৈরি করার জন্য মূল উপাদান হিসেবে কাজ করে এবং যেসকল খরচ সমূহ দেখানো হয়েছে এগুলো থেকে আপনি প্রাথমিক একটি ধারণা পাবেন । তবে আপনি নিজেও জানেন ভালোর কোন শেষ নেই আপনি যত বেশি সুন্দর ভাবে নিজের ব্যবসা গ্রাহকের নিকট উপস্থাপন করতে পারবেন বর্তমান কম্পিটিটিভ যুগে টিকে থাকার জন্য তত বেশি সক্ষম হবেন । তবে কেউ যদি মনে করে, সে খুব স্বল্প বিনিয়োগের মাধ্যমেও ই-কমার্স সাইট বানাতে পারবেন । এমনকি বিনামূল্যে একটি ই-কমার্স সাইট তৈরি করা যায় । তবে স্থায়ীভাবে আপনার যদি কোন কিছু করার ইচ্ছা থাকে সে ক্ষেত্রে আমি বলব কিছু অর্থ বিনিয়োগ করে প্রফেশনাল এবং মানসম্মত একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করাই ভালো ।

খুব কম খরচে প্রফেশনাল ই-কমার্স সাইট তৈরি করবো কিভাবে ?

খুব কম খরচে প্রফেশনাল ই-কমার্স সাইট তৈরি করা সম্ভব তবে এ ক্ষেত্রে আপনার নিজেকেই বেশ কিছু বিষয়ে দক্ষ  হতে হবে । উপরের তালিকা গুলো থেকে যে সকল উপাদান সমূহ দেখলেন এরমধ্যে অধিকাংশ কাজগুলো আপনাকে অন্য কাউকে দিয়ে করাতে হবে ।  যেমনঃ
✅ ই-কমার্স ওয়েবসাইট থিম / ওয়েব ডেভলপমেন্ট
✅ অনলাইন পেমেন্ট সুবিধা
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি
✅ ডিজিটাল মার্কেটিং
✅ অ্যান্ড্রয়েড অ্যাপস
✅ হোম ডেলিভারি বা পণ্য ডেলিভারি অপশন
✅ অ্যাফিলিয়েট মার্কেটিং সুবিধা
লক্ষ্য করে দেখুন ই-কমার্স সাইটের যতগুলো উপাদান ছিল এর মধ্যে অধিকাংশই যখন আপনি অন্যকে দিয়ে করাবেন তখন অবশ্যই সাইট তৈরির খরচ বেড়ে যাবে ।  তবে এর মধ্যে কিছু কিছু কাজ যদি আপনি নিজেই  পারেন তবে সেগুলো নিজে করলে সে ক্ষেত্রে খুব কম খরচে ই-কমার্স সাইট নির্মাণ করা সম্ভব ।
তবে একজন মানুষ সকল বিষয়ে দক্ষ হতে পারেনা । তাই এক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে  নিজের ই-কমার্স থিম নিজেই সেটাপ করে একটি বড় ধরনের খরচ বাঁচাতে পারবেন ।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال