হতাশ হওয়া থেকে বাঁচার ১০টি সহজ উপায়

Ways to Avoid Disappointment

বেশিরভাগ দুশ্চিন্তা, হতাশা আসে কোথাও হেরে যাওয়ার পর, আর আপনার ও যদি এরকম হয়ে থাকে তাহলে চিন্তিত হবেন না কেননা "হেরে যাওয়া মানুষ জয়ের দিকে একধাপ এগিয়ে যায় । সব ঝেড়ে ফেলে দিয়ে নতুন উদ্যমে,নতুন মনোবলে শুরু করুন আমার বিশ্বাস অবশ্যই আপনি জয়ী হবেন । মূলকথা হচ্ছে আপনাকে নিজেকে ব্যাস্ত করে ফেলতে হবে । দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না । এগুলোতো আছেই সেই সাথে নিজের হতাশা বা একাকীত্ব দূর করার জন্য ১০টি উপায় মেনে চলুন -

১. গান ভালোবাসলে গান শুনুন তার সাথে নিজেও গাওয়ার চেষ্টা করুন

২. আপনজনের সাথে সময় কাটান । কোথাও ঘুরতে যেতে পারেন । 

৩. ধ্যান বা শরীরচর্চামূলক কাজ করুন । Meditation করুন ।

আরো দেখুনঃ

৪. পছন্দের কাজে নিজেকে নিয়োজিত করুন ।

৫. প্রকৃতির কাছে যান ভালো লাগবে ।

৬. প্রার্থনা করুন ভালো লাগবে ।

৭. ধৈর্য ধারণ করুন । সব সময় হাস্যজ্জ্বোল থাকতে চেষ্টা করুন । 

৮. নিজের মনোযোগ যেখানে যাবে সেটার উপর ভিত্তি করে আপনার অনুভুতি তৈরি হবে ।  তাই হতাশ থাকা অবস্থায় খারাপ চিন্তা করবেন না । দুঃখের গান শোনা থেকে বিরত থাকুন । 

৯. যেটাকে নিয়ে এত দুশ্চিন্তা করছেন, এমনও হতে পারে এটা দুশ্চিন্তার বিষয়ইনা ! তাই আগে নিজেকে স্থীর করুন ।

১০. হতাশার চূড়ান্ত পর্যায়ে কোনো প্রকার সিদ্ধান্ত নিবেন না । মনে রাখবেন এই সময় আপনার নেওয়া সিদ্ধান্ত ৯৯% ভুল হবার সম্ভাবনা থাকবে । সমস্ত চিন্তাভাবনা বন্ধ করে নিজেকে শান্ত করুন । 

একটি মজার ব্যাপার কি জানেন, আমার মতে হতাশা, দুশ্চিন্তা,  টেনশন, এই শব্দগুলোর কোন অস্তিত্বই নাই  এগুলো এক প্রকার হ্যালুসিনেশন বা ইলিউশন  বলতে পারেন ।

তবে হ্যাঁ,  যারা খারাপ কাজ করেন তাদের জন্য এই শব্দগুলি অবশ্যই সক্রিয়ভাবে কাজ করে ।  তাই আপনার কোন খারাপ কাজের  দাঁড়া  যদি হতাশার সৃষ্টি হয়  তবে  এটা থেকে মুক্তি পাওয়ার কোন উপায় নেই  এটা  আপনার প্রাপ্য ছিল ।

কিন্তু  আপনি যদি কোন খারাপ কাজ না করে থাকেন তবে সে ক্ষেত্রে হতাশা, দুশ্চিন্তা,  টেনশন, এই শব্দগুলোর  একটাই অর্থ  আর সেটি হল হ্যালুসিনেশন বা ইলিউশন ।



Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال