হেলিকপ্টার ভাড়া নিতে কত টাকা লাগে ! How much does it cost to rent a helicopter ?

Rent A Helicopter: ক্রয় ক্ষমতা অনেকের সাধ্যের মধ্যে না থাকায় হেলিকপ্টার ভাড়া করে কাজ চালানোর দিকে ঝুঁকে অনেকেই । এটাও খারাপ কিছু নয় হতে পারে এটি আপনার কিছু ঘন্টা বা কিছু সময়ের জন্য লাগবে সে ক্ষেত্রে আপনি বারা করে নিয়েও আপনার প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারেন । তবে বিলাসবহুল এই জিনিসটির ভাড়াও অনেকের নাগালের বাইরে । তবে অনেকেই আছেন যারা বিভিন্ন কাজে এবং তাদের নিজস্ব প্রয়োজনে ভাড়া করে নিয়ে আসেন । 

বর্তমানে বাংলাদেশের  বেশকিছু কোম্পানি রয়েছে যারা আপনার প্রয়োজন মত সঠিক সময়ে প্রাইভেট হেলিকপ্টার  ভাড়া দিয়ে থাকে ।  আপনি চাইলে এখান থেকে ভাড়া নিতে পারবেন ।
 

সাউথ এশিয়ান এয়ারলাইন্স: সাধারণ কাজের জন্য কোম্পানীটি প্রতি ঘণ্টায় হেলিকপ্টার ভাড়া নেয় ৫৫ হাজার টাকা। তবে বাণিজ্যিক কাজের জন্য ভাড়া ৩০ শতাংশ হারে বেশি। ভাড়ার সঙ্গে যোগ হয় ১৫ শতাংশ ভ্যাট। ভূমিতে অপেক্ষমাণ চার্জ প্রতি ঘণ্টার জন্য পাঁচ হাজার টাকা। জ্বালানি খরচ, ইনস্যুরেন্সসহ বাকি সব কিছু কোম্পানিই বহন করে থাকে। যোগাযোগ: সাউথ এশিয়ান এয়ারলাইন্স লিমিটেড, টাওয়ার হেমলেট, ১৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। ফোন নম্বর ০২-৯৮৮০৪৯৬। ওয়েবসাইটঃ southasian-airlines.com

স্কয়ার এয়ার লিমিটেড: ছয়জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন বেল-৪০৭ হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। চারজন যাত্রী বহনে সক্ষম রবিনসন আর-৬৬-র ভাড়া প্রতি ঘণ্টায় ৭৫ হাজার টাকা। ভূমিতে অপেক্ষমাণ চার্জ প্রতিঘণ্টায় ছয় হাজার টাকা। সেই সঙ্গে প্রতি ফ্লাইটে ইনস্যুরেন্স খরচ হিসেবে গুনতে হবে দুই হাজার টাকা। যোগাযোগ: স্কয়ার এয়ার লিমিটেড স্কয়ার সেন্টার, ৪৮ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন নম্বর: ০১৭১৩১৮৫৩৫২ । ওয়েবসাইটঃ www.squareair.com.bd

সিকদার গ্রুপ: এই কোম্পানীর সাত সিটের প্রতিটি হেলিকপ্টারের ক্ষেত্রে ভাড়া ঘণ্টায় এক লাখ ১৫ হাজার টাকা। তিন সিটের ক্ষেত্রে ভাড়া ঘণ্টায় ৭২ হাজার টাকা। সঙ্গে ভ্যাট ১৫ শতাংশ যুক্ত হবে। প্রতি ঘণ্টায় ভূমিতে অপেক্ষমাণ চার্জ হিসেবে দিতে হবে সাত হাজার টাকা। যোগাযোগের ঠিকানা: সিকদার গ্রুপ রাজ ভবন, দ্বিতীয় তলা, ২৯ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা। ফোন নম্বর ৯৫৫০২৭১। ওয়েবসাইটঃ

ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড: প্রতি ঘণ্টার জন্য গুনতে হবে এক লাখ টাকা। ৬ আসনের ইসি ১৩০বি-৪ হেলিকপ্টার ভাড়া পাবেন ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড থেকে। ভূমিতে অপেক্ষার জন্য প্রতি ঘণ্টায় দিতে হবে ৫ হাজার টাকা এবং মোট ভাড়ার উপর ১৫ শতাংশ ভ্যাট।
যোগাযোগের ঠিকানা-ইমপ্রেস অ্যাভিয়েশন লিমিটেড, ৪০ শহীদ তাজউদ্দীন সরণি, তেজগাঁও, ঢাকা। ফোন: ০১৭২৯২৫৪৯৯৬ । ওয়েবসাইটঃ

এসব কোম্পানির বাইরেও কিছু কোম্পানি বাণিজ্যিক হেলিকপ্টার ভাড়া দিচ্ছে সেগুলো হলো-
পিএইচপি গ্রুপ, বাংলা ইন্টারন্যাশনাল, বিআরবি কেব্ল্, মেঘনা গ্রুপ, ইয়াং ইয়াং (আরিয়ান) গ্রুপ, এমএস বাংলাদেশ প্রভৃতি।
তবে হেলিকপ্টার ভাড়া নিতে হলে কিছু নিয়ম মানতেই হবে আর এসব নিয়ম সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে একই।
বুকিং দেওয়ার সময় হেলিকপ্টার চার্জের ৫০ ভাগ পরিশোধ করতে হয়। বাকি টাকা দিয়ে দিতে হবে হেলিকপ্টার উড্ডয়নের আগে। হেলিকপ্টার উড্ডয়নের ৪৮ ঘণ্টা আগে কোথায় কেন যাচ্ছেন তা সিভিল এভিয়েশনকে জানাতে হয়। কারণ হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই। এ কারণে কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করলে টাওয়ারকে প্রস্তুত রাখতে হয়, যাতে সহজে যোগাযোগ স্থাপন করা যায়। এক্ষেত্রে অবশ্য কারো জরুরি হলে ৫, ১০, ১৫ মিনিট এমনকি এক ঘণ্টার মধ্যেও সিভিল এভিয়েশান অমুমতি দিয়ে থাকে।

সময় ও যুগের সাথে তাল মিলিয়ে ভাড়া কিছুটা কম বেশি হতে পারে তবে ধরে নিতে পারেন একটি প্রাইভেট হেলিকপ্টার ভাড়া করতে হতে হলে ঠিক এই ধরনের একটি খরচ আপনাকে গুনতে হবে ।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال