ব্যাংক নিয়োগে বয়স ছাড় নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক - Age relaxed in bank recruitment
ব্যাংক নিয়োগে বয়স ছাড়
মহামারী করোনাভাইরাসের কারণে ব্যাংকে চাকরি প্রত্যাশীদের বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে ব্যাংকগুলোকে এই নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনাতে বলা হয়েছে, যে সব ব্যাংক কোভিড-১৯ পরিস্থিতির কারণে চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল ব্যাংককে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ, ২০২০ তারিখ নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হল।
এর ফলে ব্যাংকে চাকরি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ২১ মাসের ছাড় পেলেন। গত বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হয়েছে, তার এই ছাড়ের আওতায় আসবে। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো যেসব নিয়োগ বিজ্ঞপ্তি দেবে, তাতে যাদের বয়স ২৫ মার্চ ৩০ বছর হয়েছে, তারাও আবেদন করতে পারবে।
সরকারি চাকরির মতোই সাধারণভাবে ব্যাংকের চাকরিতে ঢোকার সর্বোচ্চ বয়স ৩০ বছর। গত বছর মহামারী শুরুর পর চাকরিতে নিয়োগ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হয়।
সূত্রঃ সময়নিউজ ডট টিভি
01-01-1992.i do apply?