যে স্মার্ট মাস্ক এর মাধ্যমে করোনা শনাক্ত করা যাবে - বিস্তারিত দেখুন

গবেষকরা এবার বিশেষ ধরনের বায়োসেন্সর প্রযুক্তি তৈরি করেছেন, যা নিঃশ্বাসে কভিড-১৯ ভাইরাস আছে কিনা শনাক্ত করতে পারবে।

বায়োসেন্সর প্রযুক্তি মাত্র ৯০ মিনিটের মধ্যেই করোনা শনাক্তে সক্ষম। বায়োসেন্সর কেএন৯৫ মাস্কের সঙ্গে যুক্ত থাকবে। এতে মাস্ক পরিহিত ব্যক্তির যদি করোনা পজিটিভ হয়ে থাকে, তবে তা ধরা পড়বে।

যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ওয়েস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা যৌথভাবে প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন।

অবশ্য এজন্য গবেষকরা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা নিয়েছেন। প্রযুক্তিটি নিয়ে ন্যাচার বায়োলজিক্যাল জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.

Previous Next

نموذج الاتصال