Govt. Jobs Writen Exams Mark distribution | সরকারি চাকরির লিখিত পরীক্ষার মানবণ্টন

সরকারি চাকরির লিখিত পরীক্ষার মানবণ্টন সাধারণত কেমন হয়ে থাকে

Mark distribution of Govt. Jobs Writen Exam



সরকারি চাকিরর লিখিত পরিক্ষাই বেশ কিছু বিষয়ের ওপর প্রস্ন করা হয়  ।  যেমনঃ বাংলা, ইংরেজি, অংক, সাধারণ জ্ঞান ( বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি ) । খুব বেশি কঠিন প্রস্ন হবে না তবে চাকরির পরিক্ষা বলে কথা ,যেখানে অনেকেই অংশগ্রহন করে তাই ধরে নিতে পারেন মিডিয়াম বা একটু কঠিন প্রস্ন হতে পারে সাধারনত সরকারি চাকিরর লিখিত পরিক্ষাই যে বিষয়গুলো আসে -
বাংলাঃ
সাধারনত যেখানেই পরিক্ষা দিবেন , বাংলা থেকে অবশ্যয় প্রশ্ন করা হবেই । সেটা (বি সি এস) থেকে শুরু করে  চাকিরর পরিক্ষা পর্যন্ত  ।  এই বিষয়ের ওপর সাধারনত ৫০ নম্বর থাকবে । যার মধ্যে থাকতে পারে - রচনা -১৫, পত্র - ১০, সারমর্ম - ৫ , অনুবাদ - ৫ ( ইংরেজি থেকে বাংলা ) এবং বাংলা ব্যকরন - ১৫  ।

ইংরেজিঃ
ইংরেজি একটা কমন বিষয় ,সকল পরীক্ষাতে ইংরেজি বিষয়ের ওপর প্রশ্ন থাকবেই । তাই পরিক্ষা দেবার পুর্বে ইংরেজি বিষয়ের ওপর বেশি প্রাধান্য দিতে হবে । এই বিষয়ের ওপর সাধারনত ৫০ নম্বর থাকবে । যার মধ্যে থাকতে পারে -  Passage থেকে প্রশ্নত্তর - ১০, Essay- ১৫, Letter - ১০, Grammar Part - ১৫ ।

অংকঃ
 পাটিগনিতঃ  এ অংশ থেকে মোট ৩০ নম্বর থাকতে পারে । যার মধ্যে সকল অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন করা হবে ।
 মোট ৬ টি অংক থাকতে পারে প্রতিটি ৫ করে । ৫ x ৬ = ৩০ নম্বর । পাটিগণিতের জন্য
অনুপাত - সমানুপাত
অর্থের সময় মূল্য
অ্যায়- ব্যয়
ঐকিক নিয়ম
ক্রয় - বিক্রয়
গ.সা.গু
গড় এর সহজ সমাধান
ট্রেন (সহজ সমাধান)
দশমিক ভগ্নাংশ
নৌকা এবং স্রোত
পাইপ - জলাধার সংক্রান্ত
বয়স গণনা
ভগ্নাংশ
ল.সা.গু
লাভ এবং ক্ষতি
শতকরা হার
সংখ্যা
সময় ও কাজ
সময় দূরত্ব এবং গতি
  এই অধ্যায় গুলো বেশি ভালো করে করবেন । সাধারনত এই সকল অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন করা হয়  ।

 বিজগনিতঃ  এ অংশ থেকে মোট ২০ নম্বর থাকতে পারে । যার মধ্যে সকল অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন করা হবে ।
মোট ৪ টি অংক থাকতে পারে প্রতিটি ৫ করে । ৪ x ৫ = ২০ নম্বর । বীজগণিতের জন্য
উৎপাদক বিশ্লেষণ
ফাংশন
বর্গমূল
বীজগণিতিয় রাশি ও মান নির্নয়
সমস্যা সমাধান
সমান্তর ধারা ও গুণোত্তর ধারা
সমাবেশ
সমীকরণ
সম্পর্ক
সম্ভাবনা
সূচক
সেট
  এই অধ্যায় গুলো বেশি ভালো করে করবেন । সাধারনত এই সকল অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন করা হয়  ।

   জ্যামিতিঃ  এ অংশ থেকে মোট ১০ নম্বর থাকতে পারে । যার মধ্যে সকল অধ্যায় থেকে কিছু কিছু প্রশ্ন করা হবে ।
মোট ২ টি জ্যামিতি থাকতে পারে প্রতিটি ৫ করে । ২ x ৫ = ১০ নম্বর । জ্যামিতির জন্য ৮ম, ৯ম-১০ম শ্রেণির বোর্ড বই করতে পারেন ।


 সাধারণ জ্ঞানঃ
   ১. বাংলাদেশঃ  মান - ১৫ । ৩টি প্রশ্ন থাকতে পারে প্রতিটি ৫ নম্বর করে মোট = ৩ x ৫ = ১৫ । রচনা মূলক বা সংক্ষিপ্ত উভয়ই থাকতে পারে তাই দু'ধরনের প্রশ্নই পড়তে হবে ।  তবে সাধারণ জ্ঞানের প্রশ্নে সংক্ষিপ্ত আকারে দেবার সম্ভাবনা বেশি  ।  এক্ষেত্রে বাছাই করে লেখার সুযোগ দিতে পারে ।

   ২.আন্তর্জাতিকঃ মান - ১৫ । ৩টি প্রশ্ন থাকতে পারে প্রতিটি ৫ নম্বর করে মোট = ৩ x ৫ = ১৫ । রচনা মূলক বা সংক্ষিপ্ত উভয়ই থাকতে পারে তাই দু'ধরনের প্রশ্নই পড়তে হবে ।  তবে সাধারণ জ্ঞানের প্রশ্নে সংক্ষিপ্ত আকারে দেবার সম্ভাবনা বেশি  ।   এক্ষেত্রে বাছাই করে লেখার সুযোগ দিতে পারে ।

   ৩. বিজ্ঞান ও প্রযুক্তিঃ মান - ১০ । ৫ টি প্রশ্ন থাকতে পারে প্রতিটি ২ নম্বর করে মোট = ৫ x ২ = ১০ । রচনা মূলক বা সংক্ষিপ্ত উভয়ই থাকতে পারে তাই দু'ধরনের প্রশ্নই পড়তে হবে ।  তবে সাধারণ জ্ঞানের প্রশ্নে সংক্ষিপ্ত আকারে দেবার সম্ভাবনা বেশি  ।   এক্ষেত্রে বাছাই করে লেখার সুযোগ দিতে পারে ।


বিঃদ্রঃ  চাকরির ধরন ও ক্ষেত্র অনুযায়ী প্রশ্নের মানবন্টন বদলাতে পারে ।  ওপরের উল্লেখিত বিষয় বস্তু থেকে আপনি শুধু প্রথমিক একটা ধারনা নিবেন ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url