সৌরজগৎ থেকে চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি বেশি দেওয়া হয় উত্তরসহ দেখে নিন

Galaxy Related MCQ For JOB Exam

সূর্য একটি নক্ষত্র
পৃথিবী একটি গ্রহ
চাঁদ একটি উপগ্রহ
সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র
গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা – ছায়াপথ
সৌর জগতে ৮ টি গ্রহ রয়েছে

যে প্রশ্নগুলো চাকরির পরীক্ষায় খুব বেশি দেওয়া হয় -

✓ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ– বৃহস্পতি
✓ সবচেয়ে ছোট গ্রহ– বুধ
✓ সূর্যের নিকটতম গ্রহ– বুধ (Mercury)
✓ পৃথিবীর নিকটতম গ্রহ– শুক্র
✓ কোন গ্রহের উপগ্রহ বেশি - বৃহস্পতি
✓ হ্যালির ধূমকেতু দেখা যায় - ৭৬ বছর পর পর
✓ পৃথিবী থেকে সূর্যের দুরত্ব–১৪ কোটি ৮৮ লক্ষ কি.মি. (প্রায়)
✓ বুধ বা Mercury সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকতম গ্রহ
 

সৌরজগতের সাথে পরিচয় হয়ে নেওয়া যাক

সূর্য মাঝারি আকারের একটি নক্ষত্র । তারপরও এটি পৃথিবীর তুলনায় লক্ষ লক্ষ গুণ বড় । সূর্য পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত । তাই পৃথিবী থেকে আমরা সূর্যকে এত ছোট দেখি । সূর্যকে কেন্দ্র করে ঘুরছে আটটি গ্রহ। গ্রহসমুহ সাধারণত গোলাকাকৃতির । গ্রহগুলোতে বিভিন্ন গ্যাসীয় পদার্থ রয়েছে । কিন্তুগ্রহগুলো নিজেরা শক্তি উৎপাদন করে না । তাই কোন গ্রহ নিজে আলো বা তাপ নিঃসরণ করে না । পৃথিবীথেকে সূর্যের অন্যান্য গ্রহকে উজ্জ্বল দেখালেও এগুলো আসলে সূর্যের আলোতে আলোকিত । 
গ্রহগুলোর সংক্ষিপ্ত পরিচয়
🌑 বুধঃ 
বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। এতে কোন বায়ু মন্ডল নেই। এটি ৮৮ দিনে সূর্য কে একবার প্রদক্ষিণ করে আসে।

🌑 শুক্রঃ 
পৃথিবী থেকে সন্ধায় পশ্চিম আকাশে সন্ধাতারা এবং ভোরবেলায় শুকতারা রূপে যে তারাটি দেখা যায় সেটি কোন নক্ষত্র নয়। এটি আসলে সূর্যের একটি গ্রহ যার নাম শুক্র। সূর্যের আলো এ গ্রহের উপরে পড়ে। তাই আমরা একে আলোকিত দেখি। এটি ৫৯ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে।

🌑 পৃথিবীঃ 
তোমরা হয়তো জান যে, কেবল পৃথিবীতেই জীবনেরজন্য উপযোগী উপকরণ ও পরিবেশ রয়েছে। পৃথিবী সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে তৃতীয় গ্রহ।

🌑 মঙ্গলঃ 
মঙ্গলকে কখনও কখনও লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠ লাল রঙের। এর পৃষ্ঠ ধুলিময় এবং এর খুবই পাতলা বায়ুমন্ডল রয়েছে। মঙ্গলের মাটির নিচে পানি থাকার সম্ভাবনা আছে বলে বিজ্ঞানীরা এখন মনে করেন।

🌑 বৃহস্পতিঃ 
 বৃহস্পতি সূর্যের সবচেয়ে বড় গ্রহ। এটিতে শুধু গ্যাসই রয়েছে, কোন কঠিন পৃষ্ঠ নেই।

🌑 শনিঃ 
শনি গ্রহটিও কেবল গ্যাস দিয়ে তৈরি। এটিকে ঘিরে কতগুলো রিং বা আংটা রয়েছে।

🌑 ইউরেনাসঃ 
ইউরেনাস গ্যাস ও বরফ দিয়ে গঠিত।

🌑 নেপচুনঃ 
নেপচুনও অনেকটা ইউরেনাসের মতো একটি গ্রহ।
আগে 🌑 পুটো নামক একটি জ্যোতিস্ককে গ্রহ বলা হতো। কি ন্তু২০০৯ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্তনেন যে, এটি একটি ক্ষুদ্র অসম্পূর্ণ গ্রহ।
Sourojogot photo

💢 সৌরজগতের সবচেয়ে উজ্জল ও উত্তপ্ত গ্রহ হল – শুক্র
💢 একমাত্র কোন গ্রহ পূর্ব হতে পশ্চিমে পাক খায় – শুক্র গ্রহ
💢 শনির ভূত্বক – বরফে ঢাকা
💢 পৃথিবী বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ – ৩৬০ ডিগ্রী
💢 নিরক্ষরেখার অপর নাম – বিষুবরেখা
💢 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে– ৮.৩২মিনিট/ ৮.১৯মিনিট ( মাধ্যমিক ভূগোল)
💢 দিবা–রাত্রি সংঘটিত হয়– আহ্নিক গতির জন্য
💢 পৃথিবী নিজ অক্ষে আবর্তনের দিক– পশ্চিম হতে পূর্ব
💢 প্রতিপাদ স্থান দুটির সময়ের পার্থক্য– ১২ ঘন্টা
💢 জোয়ার–ভাটার তেজ কটাল হয়– অমাবস্যায়
💢 পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যর চেয়ে –প্রায় দ্বিগুণ৷(কারণ চাঁদ পৃথিবীর কাছে)
💢 পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
💢 পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
💢 পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ
💢 সূর্যের নিকটতম নক্ষত্র - প্রক্সিমা সেন্টারাই
💢 সূর্যের নিকটতম গ্রহ কোনটি ? - বুধ
💢 পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? – শুক্র
💢 সবচেয়ে বেশী উপগ্রহ আছে কোন গ্রহের ? – বৃহস্পতি
💢 শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহের নাম কি ? – টাইটান
💢 পৃথিবীকে প্রথম প্রদক্ষিণ করেন কোন মহাকাশচারী? – ইউরি গ্যাগারিন
💢 বৃহস্পতির আয়তন পৃথিবীর প্রায় ১৩০০ গুণ
💢 বিগ ব্যাং থিউরির জনক বেলজিয়ামের জোত্যিবিদ জর্জ লেইমাইটার গ্যাসো। এবং ব্যাখাকারী বিজ্ঞানী স্টিফেন হকিংস।
💢 পৃথিবীর ৭১% পানি ও ২৯% মাটি।.
💢 সৌরজগতের উপগ্রহ নেই – বুধ ও শুক্র
💢 পৃথিবীর জমজ” নামে পরিচিতঃ শুক্র
💢 সৌরজগত আবিষ্কার করেনঃ নিকোলাস কোপারনিকাস।
💢 মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ আছে ।
💢 বুধ ও শুক্র গ্রহ কে ভোরের আকাশে শুকতারা আর সন্ধ্যার আক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url