Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

‎IFIC Bank TSO Exam - Computer Test Details and Question Pattern

IFIC-Bank-TSO-previous-Computer-Test-Quetion
Full Guideline Of  ‎IFIC Bank TSO (Transaction Service Officer) Written Test
চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হবে তা অনেকাংশে এইচ আর এর ওপর নির্ভর করে, বিগত পরীক্ষার অভিজ্ঞতা থেকে কিছু প্রাথমিক ধারণা নিতে পারেন -
নিয়োগ প্রক্রিয়াঃ এখানে সর্বমোট ৫ টা পরিক্ষা হবে।
১. এমসিকিউ Test (click Here)
২. ইনিসিয়াল ভাইভা (click Here)
৩. লিখিত (click Here)
৪. কম্পিউটার টেস্ট
৫. ফাইনাল ভাইভা (click Here)

Total Marks : 50
Part 1 : MS Word........... 20
Part 2 : MS Excel............15
Part 3 : Power Point.......15

Part-01: MS Word:
একটি Instruction দেওয়া হবে -
সে অনুযায়ী কিছু লেখা Type করতে হবে ।  প্রশ্নের Instruction অনুযায়ী অবশ্যই মার্জিন সেট করে নিবেন (Top, Bottom, Left And Right) , এটা না করলে এলোমেলো হয়ে যেতে পারে ।
যেমন : কিছু শব্দ Bold করতে হতে পারে,
কিছু বাক্য Underline করতে হতে পারে,
কিছু শব্দ বা বাক্য টেবিলের মধ্যে বসাতে হতে পারে
কিছু শব্দ বা বাক্যের আগে টিক চিহ্ন বসাতে হতে পারে
ছোট বৃত্ত ইত্যাদি নকশা বানানো লাগতে পারে
Bullets অপশন থেকে বসাতে হতে পারে
প্রশ্নে উল্লেখিত নকশা অনুযায়ী হুবহু টাইপ করে দিতে হবে । যারা কম্পউটার নিয়মিত ব্যবহার করেন তারা খুব সহজেই পারবেন । অন্যরা বাসাই এগুলো প্রাকটিস করে যাবেন ।

Part-02: MS Excel:
এখানে আপনাকে  বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে,
মূলত এটি একটি Math করা লাগতে পারে  নম্বর - ৭ বা ৮
এরপর Math এর Information অনুযায়ী Graph / Chart / Pie Chart আঁকতে হতে পারে নম্বর - ৭ বা ৮
উধাহরনঃ
শ্রমিকদের মাসিক বা বার্ষিক বেতনের বিভিন্ন হিসাবের যোগ, বিয়োগ, গড়
পরিক্ষার্থিদের মোট নাম্বারের যোগফল, গড় নাম্বার
একটি শহরের বিভিন্ন ক্যাটাগরির জনসংখ্যার বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে
5 জন ক্রিকেটারের 5 ইনিংসের মোট রান, গড় রান বের কর।

Part-০3: Power Point:
Instruction অনুযায়ী ৩টি slide করতে হবে, প্রতিটি ৫ নম্বর করে
স্লাইড গুলোতে chart/pie chart বসাতে হতে পারে
বিঃদ্রঃ প্রতি Group এ ৩০ জনের মতো করে পরীক্ষা নেয় একটি  Group এর সাথে অন্য একটি Group এর প্রশ্নের হুবহু মিল থাকে না । তাই এগুলো আপনার প্রাথমিক ধারনার জন্য । পরীক্ষায় এগুলোর সাথে হুবহু মিল পাবেন না ।
ভালো Marks পেতে হলে MS Word, Excel, Power Point এর Basic খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে এতে কোনো সন্দেহ নেই ।
2021 Update
Real Experience By Examinee: 1
নিরাপদ ভাবে কাজ করতে জেনে রাখা দরকারঃ-

১। প্রথমে আপনি পিসি চালু করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন । এবার মাইক্রোসফট অফিসের একেবারে উপরের বা দিকে Office Button -এ ক্লিক করুন ।
২। এবার Word Option ওপেন হবে । সেখানে একেবারে নিচের দিকে word option থাকবে ।
৩। এবার বা দিকের টুল বারে Save -এ ক্লিক করুন ।
৪। সেখানে আপনি “AutoRecover File Location” ট্যাব পাবেন । সাধারনভাবে ধরুন সেখানে লেখা আছে C:\Users\Alice\AppData\Roaming\Microsoft\Word\
৫। এবার C:\Users\Alice\AppData\Roaming\Microsoft\Word\ এটি কপি করুন এবং Windows key ও “R” একসাথে চেপে dialog box টি run করুন এবং কপি করা লেখাটি পেস্ট করে দিন এবং ok ক্লিক করুন ।
৬। এবার ফাইল গুলি খুলে যাবে । সেখানে আপনার সেভ না করা ফাইল থাকবে । এবার Double-click করে Word file টি the directory to recover your unsaved file থেকে ওপেন করে পুনরায় সেভ করুন ।
এছাড়াও অন্যভাবে করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি চালু করে অপশনগুলো থেকে ফাইল ট্যাবে যেতে হবে। সেখান থেকে ম্যানেজ ডকুমেন্টস ক্লিক করতে হবে। এরপর ড্রপ-ডাউন থেকে ‘Recover Unsaved Documents’ এ গেলে সেভ করা হয়নি এমন ডকুমেন্টের তালিকা দেখা যাবে। সেখান থেকে ফাইলটি নির্বাচন করে চালু করলে ফিরে পাবেন আপনার ফাইল।
যতই রিস্টার্ট হোক। ফাইল খুঁজে পাবেন। ধন্যবাদ

Real Experience By Examinee: 2
যেহেতু এই এক্সামে ভিন্ন ভিন্ন ৩ টা ফাইল করে সেগুলো সেইভ করে আসতে হবে। প্রতিটি কাজ সম্পূর্ন হবার পরে একবার করে সেইভ করে নিন। এটা না করলে কোন ভাবে পিসি অফ হয়ে গেল বা হ্যাং করলো, রিস্টার্ট করতে হবে। সেইভ না থাকলে আপনাকে আবার শুরু থেকে করতে হবে।
কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট (CPT) নিয়ে আরও কিছু কথা, যারা সামনে CPT দিবেন তাদের কাজে আসবে৷
√ একটা রুমে ২০/২৫ টা কম্পিউটার ডেস্ক থাকবে যেগুলো একটা সার্ভার কম্পিউটার এর সাথে যুক্ত থাকবে। এই ডেস্ক গুলোতেই আপনার কাজ করতে হবে।
√ সার্ভার কম্পিউটারে দায়িত্বরত ব্যক্তিটি বসবেন এবং সবাইকে নজরদারি করবেন।
√ এক্সাম শুরু করতে আপনার ডেস্কটপে জাস্ট লগ-ইন এ ক্লিক করুন, আর কিছুই এডিট করতে যাবেন না, ইউজার নাম এডিট করলেও পারেন তবে কিছুতেই টাচ না করলেই বেটার। লগ-ইন এ ক্লিক করলেই ডেস্কটপ ওপেন হবে ও কাজ করা শুরু করবেন।
√ আমাদেরকে ১.৫ মিনিটে ডেস্কটপে নিজের নামে ফোল্ডার এবং অল প্রোগ্রামে গিয়ে সেই ফোল্ডার এর ভিতরে ওয়ার্ড/এক্সেল/পিপি এর তিনটি ফাইল খুলতে বলেছিলেন। এক্ষেত্রে অল প্রোগ্রামে গিয়েই খুলবেন,মাউসের রাইট ক্লিক ব্যাবহার করে নয়, নয়তো কাজ করার সময় ঝামেলায় পড়তে হয়।
√ যে ট্যাক্সট টা থাকবে ওয়ার্ডে কাজ করার জন্যে সেটা অলরেডি ডেস্কটপে ওয়ার্ড কন্ট্যান্ট নামে থাকবে, অথবা যিনি দায়িত্বে থাকবেন জিজ্ঞেস করলে ওনিই বলে দিবেন, আপনি জাস্ট কপি করে নিজের ফাইলে পেস্ট করে কাজ করবেন, টাইপ করে মরতে যাবেন না।
√ বেচে থাকতে যেমন নিয়মিত প্রশ্বাস-নিঃশ্বাস প্রয়োজন সেখানেও টিকে থাকতে নিয়মিত কাজ করেই সেইভ করা প্রয়োজন, কারণ সার্ভারে কাজ করবেন, ফলে বারবার পিসি অফ হয়ে যাবে। আমি হাতের পিঠে বড় করে Ctrl+S লিখে রেখেছিলাম যাতে বার বার মনে পড়ে সেইভ করার কথা 😄।
√ তারাহুরো করবেন না, যা কাজ থাকবে তা করতে ৩০ মিনিট ও লাগেনা যদি আপনি জানেন, না জানলে ৩০ বছরেও সম্ভব না। খুব স্বাভাবিক গুলোই থাকে তাই ব্যাসিক জ্ঞান ছাড়া সমস্যায় পড়বেন।
√ প্রশ্নে সিরিয়ালে যেভবে কাজ সাজানো থাকবে সেভাবেই করবেন।
√ যিনি দায়িত্বে থাকবেন তিনি অনেক হ্যাল্পফুল হবেন, তাই সমস্যা হলে উনার সাহায্য নিন। নিজে নিজে কিছুই করবেন না।
 
Real Experience By Examinee: 3
আজকের কম্পিউটার টেস্টে যা এসেছেঃ
(যতটুকু মনে আছে)
প্রথমেই একটি ফোল্ডার ওপেন করতে হবে নিজের নাম ও ট্র্যাকিং আইডি দিয়ে। এর ভিতরে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট এর জন্য ৩টি পেজ নিজ নাম এবং ট্র্যাকিং আইডি দিয়ে খুলতে হবে।
(সময় পাবেন ৯০ সেকেন্ড)
ওয়ার্ডঃ
ডেক্সটপ থেকে একটি লেখা কপি করে ওয়ার্ডে কাজ করবেন যা আগেই একটা লিখা থাকে।  আজকে এসেছে বীরশ্রেষ্ঠদের নিয়ে।
১. সেখানে প্রশ্ন অনুযায়ী সিপাহি, ল্যান্স নায়ক এভাবে লিখে তা আন্ডারলাইন করতে হবে এবং বুলেট ব্যবহার করতে হবে।
২.পুরো লিখাটিকে নির্দিষ্ট  ফন্টে লিখতে হবে। (Foton না কি যেন একটা ফন্ট ভুলে গেছি) 🥴
৩. লাইন স্পেসিং, গাটার, মার্জিন ঠিকঠাক করতে হয়েছে।
এক্সেলঃ
৫জন ছাত্রের ৩ বিষয়ের নাম্বার দেয়া ছিলো তার গড়, মোট নাম্বার বের করতে হবে।  (এখানে আপনাকে লিখতে হবে তাই সময় বুঝে লিখুন)
পাওয়ারপয়েন্টঃ
১. একটি স্লাইডে টাইটেল History of Computer লিখে সাবটাইটেলে আপনার নাম লিখতে হবে।
২. ৩-৫ টি বিষয়ের কিছু তথ্য দেয়া থাকবে তা নিয়ে টেবিল
৩. চার্ট টাইপ কিছু করতে হবে ৩য় স্লাইডে। (এখানে ৩ নাম্বার আমি দিতে পারিনি এবং পুরোপুরি মনেও নেই)
একটা গুরুত্বপূর্ণ বিষয়- আমরা যেভাবে সহজেই ব্যাক করতে পারি অফিসে কাজ করতে গেলে সেখানে তা পারা যায় না। তাই ভুল হলে ম্যানুয়াল ওয়েতে ঠিক করতে হবে।  তাই কপি পেস্টের সময় একটু সাবধান হবেন নাহলে সময় নষ্ট হবে। (আমার কম্পিউটারে এ সমস্যা ছিলো তাই বলে দিলাম। অন্যদের নাও থাকতে পারে)।
কম্পিউটার বন্ধ হবে একটা নির্দিষ্ট সময় পর তাই চেষ্টা করুন হাত চালু করতে। টেবিলের উপরে কিবোর্ড থাকায় আমার সমস্যা হয়েছে এটাও খেয়াল রাখতে পারেন। কারণ অনেকেই একটু নিচুতে কাজ করে অভ্যস্ত!
পুরো কাজে সময় ৩০ মিনিট যদিও ৩-৪ মিনিট কম পাবেন সাইন এবং টেনশনে) 
 
Real Experience By Examinee: 4
আজ বিকাল ৪ টায় হয়ে যাওয়া কম্পিউটার টেস্টে যা ছিলো। যতোটুকু মনে আছে দিলাম
প্রথমে ডেক্সটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিজের নাম+ট্র‍্যাকিং আইডি দিয়ে রিনেম করতে হয়েছে। উদাহরণঃ Karim_1234 এরপর সেই ফোল্ডারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এর আলাদা করে ডকুমেন্টস ফাইল তৈরি করতে হয়েছে।
ওয়ার্ডঃ
ডেক্সটপে থাকা একটা 'Word Contents' নামে থাকা ফাইলের ডকুমেন্টস কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করা
*পেইজ মার্জিন ঠিক করা, Top,Bottom, Left, Right, Gutter.
* পুরো ডকুমেন্টস এর স্পেলিং কারেকশন
* ডকুমেন্টস এর শেষ ৭ লাইন পুরো অংশ ইটালিক করে প্রথম অংশ বোল্ড করা
*ডকুমেন্টস এর হেডিং বোল্ড করে কালার করা, এলাইনমেন্ট করে মিডলে আনা
পুরো ওয়ার্ড ফাইলটি নিজের নাম ও ট্র‍্যাকিং আইডি দিয়ে রিনেম করে সেইভ করা।
এক্সেলঃ
প্রশ্নে দেওয়া একটা টেবিলে ৫ জনের বিভিন্ন বিষয়ের নম্বর দেওয়া ছিলো। সেটা এক্সেলে টেবিল আকারে টাইপ করা।
*হেডিং গুলো বোল্ড করা, এলাইনমেন্ট করে মিডলে আনা
*টোটাল মার্কস যোগ করা
*পুরো যে কাজটা হলো সেটা প্রশ্নে উল্লেখিত বার চার্ট আকারে নিচে দেখানো
কাজ শেষে পুরো এক্সেল ফাইলটি নিজের নাম ও ট্র‍্যাকিং আইডি দিয়ে সেইভ করা।
পাওয়ারপয়েন্টঃ
*তিনটা স্লাইড তৈরি করতে হবে
*প্রতিটা স্লাইডের টাইটেল একই থাকবে ৬৬ ফন্টে
*প্রথম স্লাইডে সাবটাইটেল নিজের নাম
*দ্বিতীয় স্লাইডে সাবটাইটেল অংশে প্রশ্নে দেওয়া টেবিলে ৫ টা পণ্যের নাম ও মূল্য যেভাবে দেওয়া আছে সেভাবে লিখা
* তৃতীয় স্লাইডের সাবটাইটেলে আগের স্লাইডে করা টেবিলের ডাটা নিয়ে পাই চার্ট তৈরি করা।
পুরো পাওয়ারপয়েন্ট ফাইলটি নিজের নাম ও ট্র‍্যাকিং আইডি দিয়ে সেইভ করা।
*ঠান্ডা মাথায় পুরো কাজটি করবেন। কর্তৃপক্ষ কিছুক্ষণ পরপর পিসি অফ করতে পারে। তাই সবসময় সেইভ করতে থাকবেন।
প্রতিবার ভিন্ন টপিক থাকলেও কিছুটা সামঞ্জস্য পাবেন তাই শেয়ার করা৷ আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।

কম্পিউটার টেস্টঃ মানে "control+s" বা একটু পর পর কাজ সেভ করা
#Computer_test: (50 marks, 30 minutes)
**MS Word: Copy-paste a passage from text document to Word (  save in desktop ), spelling and grammatical mistakes correction, custom spacing, margin, page size set-up, alignment set-up, font set-up , UPPER CASE , lower case , header, footer, page number, bold, italic, underline,
**MS Excel: Make table, sum, average, column chart ,  ( for safe journey learn some simple formula like sum, average, ranking, max value , min value )
**MS PowerPoint: Title slide, font set-up, create table, pie chart
কোনো কাজ করেই সেভ করবেন , কারণ যেকোনো সময় কম্পিউটার রিস্টার্ট নিবে । তবে যা বুঝলাম ১৫ থেকে ২০ মিনিটের রেঞ্জে বেশি রিস্টার্ট নেয় , তবে আগে পরেও হতে পারে ।
অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট থেকে আসে, তবে লাস্ট টাইম শুধু অফিস+এক্সেল দিছে । প্রাকটিস অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ৩ টাই কইরেন ।
মার্চের ২ তারিখের কম্পিউটার টেস্টের প্রশ্নের প্যাটার্নঃ
ওয়ার্ডঃ
১। একটা প্যাসেজ কপি পেস্ট
২। কিছু ভুল ছিল প্যাসেজে, সেগুলা কারেকশন করতে হইছে
৩। পেইজ মার্জিন, Gutter কাস্টমাইজেশন
৪। ফন্ট , ফন্ট সাইজ কাস্টমাইজেশন , কিছু ওয়ার্ড Bold করা , Underline করা , প্যাসেজের টাইটেল সব UPPERCASE করা
৫। লাইন স্পেসিং, Header এ নিজের নাম, Footer এ পেইজ নাম্বার
৬। প্যাসেজের লাস্ট ৭ লাইন বুলেট স্টাইল
৭। একটা টেবিল করতে হইছে, প্রশ্নে যেমন দেয়া ছিল
এক্সেলঃ
১। মার্ক শিট দেয়া ছিল , সেগুলার টোটাল বের করতে বলছে
২। টোটাল বের করতে হবে SUM ফর্মুলা দিয়ে
৩। স্টুডেন্ট নেম, আইডি নাম্বার আর টোটাল মার্ক্স দিয়ে কলাম চার্ট ( Column Chart ) করতে বলছে ,প্রশ্নে যেমন দেয়া ছিল তেমন করে ।

Real Experience By Examinee: 5

Computer test experience (18-01-2021)

Word
1) custom margin, gutter, landscape page setup
2) Heading er font color change kora, underline kora, middle allignment kora, uppercase kora
3) content bold kora, italic kora, table insert kora
4) bullet use kora
5) spelling check kora
Excel
""""""""""
1) student der result er sum ber kora
2) table er heading middle allignment kora and bold kora
3)bar chart insert kora
Power""""""""""""""
1st slide
**********
1) Title er font 66 kora
2) Subtitle e nijer nam
2nd slide
***********
1) Table insert kora
3rd slide
***********
1) Table er data die p
Total Marks : 50
Part 1 : MS Word........... 20
Part 2 : MS Excel............15
Part 3 : Power Point.......15
Part-01: MS Word:
একটি instruction দেওয়া হবে -
সে অনুযায়ী কিছু লেখা type করতে হবে ।  প্রশ্নের instruction অনুযায়ী অবশ্যই মার্জিন সেট করে নিবেন (top, bottom, left and right) , এটা না করলে এলোমেলো হয়ে যেতে পারে ।
যেমন : কিছু শব্দ bold করতে হতে পারে,
কিছু বাক্য underline করতে হতে পারে,
কিছু শব্দ বা বাক্য টেবিলের মধ্যে বসাতে হতে পারে
কিছু শব্দ বা বাক্যের আগে টিক চিহ্ন বসাতে হতে পারে
ছোট বৃত্ত ইত্যাদি নকশা বানানো লাগতে পারে
Bullets অপশন থেকে বসাতে হতে পারে
প্রশ্নে উল্লেখিত নকশা অনুযায়ী হুবহু টাইপ করে দিতে হবে । যারা কম্পউটার নিয়মিত ব্যবহার করেন তারা খুব সহজেই পারবেন । অন্যরা বাসাই এগুলো প্রাকটিস করে যাবেন ।
Part-02: MS Excel:
এখানে আপনাকে  বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে,
মূলত এটি একটি math করা লাগতে পারে  নম্বর - ৭ বা ৮
এরপর math এর information অনুযায়ী graph/ chart/pie chart আঁকতে হতে পারে নম্বর - ৭ বা ৮
উধাহরনঃ
শ্রমিকদের মাসিক বা বার্ষিক বেতনের বিভিন্ন হিসাবের যোগ, বিয়োগ, গড়
পরিক্ষার্থিদের মোট নাম্বারের যোগফল, গড় নাম্বার
একটি শহরের বিভিন্ন ক্যাটাগরির জনসংখ্যার বিভিন্ন হিসাবের যোগফল, গড় বের করতে হতে পারে
5 জন ক্রিকেটারের 5 ইনিংসের মোট রান, গড় রান বের কর।
Part-০3: Power Point:
Instruction অনুযায়ী ৩টি slide করতে হবে, প্রতিটি ৫ নম্বর করে
স্লাইড গুলোতে chart/pie chart বসাতে হতে পারে
বিঃদ্রঃ প্রতি Group এ ৩০ জনের মতো করে পরীক্ষা নেয় একটি  Group এর সাথে অন্য একটি Group এর প্রশ্নের হুবহু মিল থাকে না । তাই এগুলো আপনার প্রাথমিক ধারনার জন্য । পরীক্ষায় এগুলোর সাথে হুবহু মিল পাবেন না ।
ভালো Marks পেতে হলে MS Word, Excel, Power Point এর Basic খুঁটিনাটি সম্পর্কে জানতে হবে এতে কোনো সন্দেহ নেই । 
 

Real Experience By Examinee: 6

আজকের কম্পিউটার টেস্টে যা এসেছেঃ
(যতটুকু মনে আছে)
প্রথমেই একটি ফোল্ডার ওপেন করতে হবে নিজের নাম ও ট্র্যাকিং আইডি দিয়ে। এর ভিতরে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট এর জন্য ৩টি পেজ নিজ নাম এবং ট্র্যাকিং আইডি দিয়ে খুলতে হবে।
(সময় পাবেন ৯০ সেকেন্ড)
ওয়ার্ডঃ
ডেক্সটপ থেকে একটি লেখা কপি করে ওয়ার্ডে কাজ করবেন যা আগেই একটা লিখা থাকে।  আজকে এসেছে বীরশ্রেষ্ঠদের নিয়ে।
১. সেখানে প্রশ্ন অনুযায়ী সিপাহি, ল্যান্স নায়ক এভাবে লিখে তা আন্ডারলাইন করতে হবে এবং বুলেট ব্যবহার করতে হবে।
২.পুরো লিখাটিকে নির্দিষ্ট  ফন্টে লিখতে হবে। (Foton না কি যেন একটা ফন্ট ভুলে গেছি)
৩. লাইন স্পেসিং, গাটার, মার্জিন ঠিকঠাক করতে হয়েছে।
এক্সেলঃ
৫জন ছাত্রের ৩ বিষয়ের নাম্বার দেয়া ছিলো তার গড়, মোট নাম্বার বের করতে হবে।  (এখানে আপনাকে লিখতে হবে তাই সময় বুঝে লিখুন)
পাওয়ারপয়েন্টঃ
১. একটি স্লাইডে টাইটেল History of Computer লিখে সাবটাইটেলে আপনার নাম লিখতে হবে।
২. ৩-৫ টি বিষয়ের কিছু তথ্য দেয়া থাকবে তা নিয়ে টেবিল
৩. চার্ট টাইপ কিছু করতে হবে ৩য় স্লাইডে। (এখানে ৩ নাম্বার আমি দিতে পারিনি এবং পুরোপুরি মনেও নেই)
একটা গুরুত্বপূর্ণ বিষয়- আমরা যেভাবে সহজেই ব্যাক করতে পারি অফিসে কাজ করতে গেলে সেখানে তা পারা যায় না। তাই ভুল হলে ম্যানুয়াল ওয়েতে ঠিক করতে হবে।  তাই কপি পেস্টের সময় একটু সাবধান হবেন নাহলে সময় নষ্ট হবে। (আমার কম্পিউটারে এ সমস্যা ছিলো তাই বলে দিলাম। অন্যদের নাও থাকতে পারে)।
কম্পিউটার বন্ধ হবে একটা নির্দিষ্ট সময় পর তাই চেষ্টা করুন হাত চালু করতে। টেবিলের উপরে কিবোর্ড থাকায় আমার সমস্যা হয়েছে এটাও খেয়াল রাখতে পারেন। কারণ অনেকেই একটু নিচুতে কাজ করে অভ্যস্ত!
পুরো কাজে সময় ৩০ মিনিট যদিও ৩-৪ মিনিট কম পাবেন সাইন এবং টেনশনে)  
 

Real Experience By Examinee: 7

আজ বিকাল ৪ টায় হয়ে যাওয়া কম্পিউটার টেস্টে যা ছিলো। যতোটুকু মনে আছে দিলাম
প্রথমে ডেক্সটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিজের নাম+ট্র‍্যাকিং আইডি দিয়ে রিনেম করতে হয়েছে। উদাহরণঃ Karim_1234 এরপর সেই ফোল্ডারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এর আলাদা করে ডকুমেন্টস ফাইল তৈরি করতে হয়েছে।
ওয়ার্ডঃ
ডেক্সটপে থাকা একটা 'Word Contents' নামে থাকা ফাইলের ডকুমেন্টস কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করা
*পেইজ মার্জিন ঠিক করা, Top,Bottom, Left, Right, Gutter.
* পুরো ডকুমেন্টস এর স্পেলিং কারেকশন
* ডকুমেন্টস এর শেষ ৭ লাইন পুরো অংশ ইটালিক করে প্রথম অংশ বোল্ড করা
*ডকুমেন্টস এর হেডিং বোল্ড করে কালার করা, এলাইনমেন্ট করে মিডলে আনা
পুরো ওয়ার্ড ফাইলটি নিজের নাম ও ট্র‍্যাকিং আইডি দিয়ে রিনেম করে সেইভ করা।
এক্সেলঃ
প্রশ্নে দেওয়া একটা টেবিলে ৫ জনের বিভিন্ন বিষয়ের নম্বর দেওয়া ছিলো। সেটা এক্সেলে টেবিল আকারে টাইপ করা।
*হেডিং গুলো বোল্ড করা, এলাইনমেন্ট করে মিডলে আনা
*টোটাল মার্কস যোগ করা
*পুরো যে কাজটা হলো সেটা প্রশ্নে উল্লেখিত বার চার্ট আকারে নিচে দেখানো
কাজ শেষে পুরো এক্সেল ফাইলটি নিজের নাম ও ট্র‍্যাকিং আইডি দিয়ে সেইভ করা।
পাওয়ারপয়েন্টঃ
*তিনটা স্লাইড তৈরি করতে হবে
*প্রতিটা স্লাইডের টাইটেল একই থাকবে ৬৬ ফন্টে
*প্রথম স্লাইডে সাবটাইটেল নিজের নাম
*দ্বিতীয় স্লাইডে সাবটাইটেল অংশে প্রশ্নে দেওয়া টেবিলে ৫ টা পণ্যের নাম ও মূল্য যেভাবে দেওয়া আছে সেভাবে লিখা
* তৃতীয় স্লাইডের সাবটাইটেলে আগের স্লাইডে করা টেবিলের ডাটা নিয়ে পাই চার্ট তৈরি করা।
পুরো পাওয়ারপয়েন্ট ফাইলটি নিজের নাম ও ট্র‍্যাকিং আইডি দিয়ে সেইভ করা।
*ঠান্ডা মাথায় পুরো কাজটি করবেন। কর্তৃপক্ষ কিছুক্ষণ পরপর পিসি অফ করতে পারে। তাই সবসময় সেইভ করতে থাকবেন।
প্রতিবার ভিন্ন টপিক থাকলেও কিছুটা সামঞ্জস্য পাবেন তাই শেয়ার করা৷ আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।
 
2021 Update

Real Experience By Examinee: 8

যেহেতু এই এক্সামে ভিন্ন ভিন্ন ৩ টা ফাইল করে সেগুলো সেইভ করে আসতে হবে। প্রতিটি কাজ সম্পূর্ন হবার পরে একবার করে সেইভ করে নিন। এটা না করলে কোন ভাবে পিসি অফ হয়ে গেল বা হ্যাং করলো, রিস্টার্ট করতে হবে। সেইভ না থাকলে আপনাকে আবার শুরু থেকে করতে হবে।
কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট (CPT) নিয়ে আরও কিছু কথা, যারা সামনে CPT দিবেন তাদের কাজে আসবে৷
‌একটা রুমে ২০/২৫ টা কম্পিউটার ডেস্ক থাকবে যেগুলো একটা সার্ভার কম্পিউটার এর সাথে যুক্ত থাকবে। এই ডেস্ক গুলোতেই আপনার কাজ করতে হবে।
‌সার্ভার কম্পিউটারে দায়িত্বরত ব্যক্তিটি বসবেন এবং সবাইকে নজরদারি করবেন।
‌এক্সাম শুরু করতে আপনার ডেস্কটপে জাস্ট লগ-ইন এ ক্লিক করুন, আর কিছুই এডিট করতে যাবেন না, ইউজার নাম এডিট করলেও পারেন তবে কিছুতেই টাচ না করলেই বেটার। লগ-ইন এ ক্লিক করলেই ডেস্কটপ ওপেন হবে ও কাজ করা শুরু করবেন।
‌আমাদেরকে ১.৫ মিনিটে ডেস্কটপে নিজের নামে ফোল্ডার এবং অল প্রোগ্রামে গিয়ে সেই ফোল্ডার এর ভিতরে ওয়ার্ড/এক্সেল/পিপি এর তিনটি ফাইল খুলতে বলেছিলেন। এক্ষেত্রে অল প্রোগ্রামে গিয়েই খুলবেন,মাউসের রাইট ক্লিক ব্যাবহার করে নয়, নয়তো কাজ করার সময় ঝামেলায় পড়তে হয়।
‌যে ট্যাক্সট টা থাকবে ওয়ার্ডে কাজ করার জন্যে সেটা অলরেডি ডেস্কটপে ওয়ার্ড কন্ট্যান্ট নামে থাকবে, অথবা যিনি দায়িত্বে থাকবেন জিজ্ঞেস করলে ওনিই বলে দিবেন, আপনি জাস্ট কপি করে নিজের ফাইলে পেস্ট করে কাজ করবেন, টাইপ করে মরতে যাবেন না।
‌বেচে থাকতে যেমন নিয়মিত প্রশ্বাস-নিঃশ্বাস প্রয়োজন সেখানেও টিকে থাকতে নিয়মিত কাজ করেই সেইভ করা প্রয়োজন, কারণ সার্ভারে কাজ করবেন, ফলে বারবার পিসি অফ হয়ে যাবে। আমি হাতের পিঠে বড় করে Ctrl+S লিখে রেখেছিলাম যাতে বার বার মনে পড়ে সেইভ করার কথা ।
‌তারাহুরো করবেন না, যা কাজ থাকবে তা করতে ৩০ মিনিট ও লাগেনা যদি আপনি জানেন, না জানলে ৩০ বছরেও সম্ভব না। খুব স্বাভাবিক গুলোই থাকে তাই ব্যাসিক জ্ঞান ছাড়া সমস্যায় পড়বেন।
‌প্রশ্নে সিরিয়ালে যেভবে কাজ সাজানো থাকবে সেভাবেই করবেন।
‌যিনি দায়িত্বে থাকবেন তিনি অনেক হ্যাল্পফুল হবেন, তাই সমস্যা হলে উনার সাহায্য নিন। নিজে নিজে কিছুই করবেন না।

You May Like:
Preparation Room Download/View Link
1.ICT Related 90+ Competitive Exams MCQ ( 100% common possibility question and answer ) See More..
Computer Shortcut Key ( 100+ Shortcut Key Of Computer Keyboard ) See More..
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বাছাইকৃত মোট -৪০০ টি MCQ See More..
ICT বিষয়ক MCQ Related Questions ( Most Important ২০০+ ) See More..
Computer and ICT Related 400 MCQ Test | কম্পিউটার সম্পর্কিত মোট ৪০০ টি MCQ উপযোগী প্রশ্ন See More..
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.