Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

Controller General Defence Finance (CGDF) Exam Previous Question and Solution / মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর অধীন অডিটর ও জুনিয়র অডিটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান / Auditor + Junior Auditor Previous Question Solution

(CGDF)+Auditor+Junior+Auditor+Previous+Question+Solution
Controller General Defence Finance (CGDF) Exam - 2019

পরিক্ষা পদ্ধতিঃ সাধারনত দুটি ধাপে হয় তবে কতৃপক্ষের সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে । তবে এখান থেকে একটু বেসিক ধারনা নিতে পারেন -
১.  লিখিত (শুধু প্রিলি)
২. মৌখিক/ভাইভা
৩. কম্পিউটার অপারেটিংয়ের উপর এক্সট্রা একটা ব্যবহারিক পরীক্ষা
বিগত পরীক্ষাগুলোয় দেখা গেছে, অডিটর ও জুনিয়র অডিটর পদের লিখিত পরীক্ষা(MCQ) হয় ৭০ নম্বরের তবে এখন কিছু আপডেট করলেও করতে পারে । তবে খুব বেশি কিছু আপডেট হবে না হতে পারে MCQ এর পরিমান বাড়িয়ে দিতে পারে ।

কি কি বিষয়ের ওপর প্রশ্ন করা হয়ঃ
অডিটরঃ  বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন হয়ে থাকে। তবে মাঝেমধ্যে দৈনন্দিন বিজ্ঞান থেকেও প্রশ্ন আসে।
জুনিয়র অডিটরঃ  বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের পাশাপাশি কম্পিউটার থেকে প্রশ্ন করা হয় ।

প্রশ্নপত্র আপডেটঃ সময়ের সাথে তাল মিলিয়ে চলায় উভয় পোষ্টেই কম্পিউটার থেকে প্রশ্ন করতেই পারে তাই কম্পিউটার বিষয়ে প্রস্তুতি নিয়ে গেলে ভালো হবে ।

বাংলাঃ সাহিত্য ও ব্যাকরণ, বিখ্যাত সাহিত্যিক ও সাহিত্যকর্ম, চরিত্র, উক্তি, শুদ্ধ বানান, পদ, প্রবাদ প্রবচন, সন্ধিবিচ্ছেদ, বাক্য গঠন, সমাস, উপসর্গ, লেখকের ছদ্মনাম এগুলো ভালো করে পড়তে
হবে।
Books Suggestion:  অগ্রদূত বাংলা / প্রফেসর'স / জর্জ এমপিথ্রি প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য’ বইটি দেখতে পারেন পাশাপাশি অন্যান্য চাকরির বিগত বছরের প্রশ্ন পড়তে হবে । মনে রাখবেন আপনি যত বেশি পড়বেন তত অন্যদের থেকে এগিয়ে থাকবেন । তাই সাজেশন না নেওয়াই ভালো পারলে নিজেই  সাজেশন তৈরি করে নিন চেষ্টা করবেন যাতে নিজেকে বেশি বেশি আপডট রাখার জন্য ।
PDF Download: যাদের কাছে পর্যাপ্ত বই নেই তারা ডাউনলোড করে নিতে পারেন -
MP3 Bangla
File size: 16MB
PDF Quality: Good
Source: Google Drive
Download Now !

ইংরেজিঃ Fill in the gap, pair of words, Subject verb aggrement, Phrase and Idioms, Corrections, Sentence making, Similar and Opposite words.
Books Suggestion:   Professors English For Competitive Exam’বইটি পড়তে পারেন এছারাও বিগত সরকারি চাকরির প্রশ্নগুলো পড়তে হবে ।
PDF Download:  যাদের কাছে English For Competitive Exam’বইটি নাই তারা বইটির PDF Download করে নিন -
Professors English For Competitive Exam
Download Now !
 
MP3 English Review
File size: 125MB Quality: Good Source: Google Drive
Download Now!

সাধারণ জ্ঞানঃ জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলি পড়তে হবে ।
Books Suggestion:   প্রফেসর'স/ জর্জ এমপিথ্রি প্রিলিমিনারি সিরিজের বইগুলো পড়া যেতে পারে  তবে বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বেশি ভালো করে পড়বেন । এর পাশপাশি Monthly Current Affairs পড়তে হবে ।
PDF Download: যাদের কাছে পর্যাপ্ত বই নেই তারা ডাউনলোড করে নিতে পারেন -
MP3 International Affairs
File size: 34MB
PDF Quality: Good
Source: Google Drive
Download Now !

গণিতঃ সুদ-আসল, লসাগু-গসাগু, শতকরা, বয়স সংক্রান্ত, সংখ্যা, স্থানাঙ্ক, মান নির্ণয়, ত্রিভুজ, কোণ ও বেসিক জ্যামিতি সংক্রান্ত প্রশ্ন ভালো করে করতে হবে ।
Books Suggestion:   ষষ্ঠ থেকে নবম শ্রেণির গণিত বইগুলো থেকে অংক করুন , বিগত সরকারি চাকরির পরীক্ষার অংক করুন , প্রফেসর'স প্রকাশনীর জব সলিউশন পড়তে পারেন।
PDF Download: যাদের কাছে পর্যাপ্ত বই নেই তারা ডাউনলোড করে নিতে পারেন -
Khairuls Basic Math
PDF Quality: Good
Source: Google Drive
Download Now !

কম্পিউটারঃ বিগত চাকরির পরীক্ষায়  কম্পিউটার থেকে যে সকল প্রশ্ন এসেছে ওগুলো ভালো করে পড়তে হবে ।
Books Suggestion:   ইজি কম্পিউটার’ বইটি পড়তে পারেন ।
PDF Download: যাদের কাছে পর্যাপ্ত বই নেই তারা ডাউনলোড করে নিতে পারেন -
George Easy Computer
File size:79MB
PDF Quality: Good
Source: Google Drive
Download Now !




Controller General Defence Finance (CGDF) Exam - 2017










লিখিত পরিক্ষায় পাশ করতে পারলে ভাইবা পরীক্ষার জন্য ডাকা হবে , লিখিত পরিক্ষায় পাশ কারার অর্থ এই নয় যে আপনার চাকরি হয়ে যাবে চাকরি পেতে হলে অবশ্যই ভাইবা পরীক্ষা ভালো করে দিতে হবে ।
অনেকেই বলে ভাইবাতে গেলে টাকা লাগে বা ভাইবাতে বাদ দিয়ে দেয় এই ধরনের কথায় মন দিবেন না , ভাইবা বলতে অনেকেই মনে করে খুব কঠিন আর এটা ভেবেই তাদের কনফিডেন্স লেভেল ডাউন করে ফেলে । আপনি এখন যতটুকু জানেন তাতেই ভাইবা দেওয়া সম্ভভ , আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইবতে যেই প্রশ্নগুলো করা হয় সেগুলো আপনার বাসাই বসে আপনার কাছে শুনতে চাইলে আপনি না পড়েই ৯৯% উত্তর করতে পারবেন ।
কিন্তু স্থান পরিবর্তন এর কারনে ভাইবা বোর্ডে আপনার উত্তর ৫% সঠিক দিতে গেলেই আপনার অবস্থা সঙ্গিন হয়ে যায় ।

এর কারনঃ আগেই বলেছি , স্থান পরিবর্তন যার জন্য একটা ভয় কাজ করে , চাকরিটা যদি না হয় । হলে হবে না হলে না হবে , প্রশ্ন না পারলে আপনাকে তো মারা হবে না , যে বা যারা এই ধরনের চিন্তাভাবনা করে ভাইবা দিতে বসে কেবল্মাত্র তারাই ১০০% প্রশ্নের উত্তর করতে পারে ।

খুব কঠিন হলেও কি জানতে চাইবে ?
আপনি কোন বিষয়ে লেখা পড়া করেছেন ?
এটা তো কমন প্রশ্ন যেকোনো ভাইবা পরীক্ষার জন্য 
আপনার বিষয়ের উপর পরীক্ষক আপনাকে প্রশ্ন করবেই এটা কমন 
ধরুন আপনি হিসাববিজ্ঞান বিষয়ে অনার্স করেছেন ,
পূর্বের একজনের ভাইবা অভিজ্ঞতা দেখুনঃ
Accounting কি? কাকে বলে ?
Pre Audit কি? Post Audit কি ?
Auditor কাকে বলে ?
Audit ও Auditor এর মধ্যে পার্থক্য কি ?
Direct cost or Indirect cost এর মধ্যে পার্থক্য কি? Process Costing কি ?
ইত্যাদি বিষয়গুলো জানতে চাইতে পারে ।

প্রথমে আপনার পরিচয় জানতে চাইবে এতে কোনো সন্দেহ নেই , এগুলো কি আপনার পড়ে যাওয়ার মতো কোনো প্রশ্ন -
আপনার নাম,
ঠিকানা(জেলা, থানা বা গ্রাম),
আপনার বাবার নাম,
মায়ের নাম,
তাদের পেশা,
আপনার বর্তমান পেশা ও আপনি বর্তমানে কি করছেন?
মহাপরিচালকের নাম কি

গনিত থেকে কিছু প্রশ্ন করতে পারে  -
পূর্বের একজনের ভাইবা অভিজ্ঞতা দেখুনঃ
বীজগনিত সহজ কোন সূত্র জিজ্ঞেস করতে পারে।
পাটিগণিত হতে সহজ অংক জিজ্ঞেস করতে পারে,
শতকরা হার,
ট্রেনের গতি,
সময় সংক্রান্ত যেমনঃ সুদের পরিমান (বেসিক)
মানসিক দক্ষতা,
বানরের বাঁশ বেয়ে উঠা বহুল প্রচলিত অংকগুলো মুখে জিজ্ঞেস করতে পারে

বাংলাদেশের ইতিহাসঃ
প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা গুরুত্বপূর্ন পদে যারা আছেন তাদের নাম
বর্তমানে দেশের মন্ত্রিসভা, 
মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দিন তারিখ ও ব্যক্তির নাম

বাংলা হতে ইংরেজী অনুবাদ
অথবা ইংরেজী হতে বাংলা অনুবাদ
এগুলোর ক্ষেত্রে হুট করে উত্তর দিবেন না, কিছুটা সময় নিয়ে ভেবে উত্তর দিতে হবে

লিখিত পরীক্ষায় যে সকল প্রশ্ন আপনি উত্তর দিতে পারেন নি, বা যে উত্তর গুলো সঠিক দিয়েছিলেন সেখান থেকেও আপনাকে প্রশ্ন করতে পারে।

এই পেশায় করনীয় কাজ থেকে জানতে চাইতে পারেঃ
নিরীক্ষা করা, বিল, ভাউচার নিরীক্ষা করাই মূল কাজ।
এর বাইরে আইন ও নিয়ম-কানুন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহন /প্রদান/ প্রস্তাব উত্থাপন করা অডিটরের কাজ

জুনিয়র অডিটর পদে সবাইকে কম্পিউটারে টাইপিং পরীক্ষা দিতে হবে। টাইপিং বাংলা এবং ইংরেজী ২ টাই দিতে হবে! সময় নির্দিষ্ট করা থাকবে। উক্ত সময়ের মধ্যেই টাইপ শেষ করতে হবে। টাইপের পাশাপাশি আপনাদের ভাইভা পরীক্ষাও দিতে হবে।
Related Posts

1 comment

  1. Thanks a lot
Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.