Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

VIVA Exam Questions of Primary Teachers Exam

VIVA Exam Questions of Primary Teachers Exam, Real viva Experience of Primary Teachers Exam, Primary Teachers Exam VIVA
VIVA Exam Questions of Primary Teachers Exam. We only publish some direct experiences posted by candidates on facebook. For your convenience we have given some of real viva experiences together.


Candidates - 1

বিষয়ঃ গণিত
তারিখঃ ১৪/১০/১৯(কুমিল্লা জেলা)
আমি-ঃ আসতে পারি স্যার?
পরীক্ষক-১ঃ আসুন, বসুন।
আমিঃ- ধন্যবাদ স্যার।
পরীক্ষক-১ঃ কেমন আছেন(হাসি দিয়ে)?
আমিঃ- উত্তর দিলাম এবং বললাম আপনি কেমন আছেন?
পরীক্ষক-১ঃ উত্তর দিলেন।
প্রধান পরীক্ষক(ডিসি)-ঃ কোথায় পড়াশোনা করেছেন?
আমিঃ- বললাম।
প্রধান পরীক্ষক-ঃ কোন বিষয়ে পড়াশোনা করেছেন?
আমিঃ- বললাম।
প্রধান পরীক্ষক-ঃ খুব ভালো subject.
পরীক্ষক-১ঃ আপনি তো Calculousপড়েছেন? বলুন Theory of logarithm কী?
আমিঃ- Theory of logarithms হল logarithms এর বিভিন্ন সূত্রাবলী
পরীক্ষক-১ঃ- calculus এর জনক কে?
আমিঃ- হসডর্ফ তৌকীর,আইজ্যাক নিউটন ও গটফ্রেড লিবনিজ
পরীক্ষক-২ঃ- কুমিল্লা কত নং সেক্টরের অধীন ছিল?
আমিঃ- ৩
পরীক্ষক-১ঃ- সেক্টর কমান্ডারের নাম বলুন?
আমিঃ- মেজর কে এম শফিউল্লাহ এবং মেজর এ.এন.এম. নূরুজ্জামান
পরীক্ষক-২ঃ- প্রথমে কে ছিলেন?
আমিঃ- মেজর কে এম শফিউল্লাহ
প্রধান পরীক্ষক(ডিসি)-ঃ আপনার উপজেলার ২ জন মুক্তিযোদ্ধার নাম বলুন?
আমিঃ- বললাম।
পরীক্ষক-২ঃ He runs very fast. এখান থেকে Parts of speech identification করুন।
আমিঃ- বললাম।
প্রধান পরীক্ষক-ঃ বাবা কি করেন? কয় ভাই-বোন?
আমিঃ- বললাম।
পরীক্ষক-১ঃ আপনি আসুন।
আমিঃ- সালাম দিয়ে বের হয়ে আসলাম।
মোঃ হাবীবুর রহমান। সদর দক্ষিণ, কুমিল্লা।


Candidates - 2

প্রাথমিক সহকারি শিক্ষক ভাইবা অভিজ্ঞতাঃ
১। নাম, পড়াশোনা ( মার্কেটিং)
২। মার্কেটিং এর মূল উদ্দেশ্য কী?
৩। শপিং ও মার্কেটিং এর পার্থক্য কী?
৪। সময় বিন্দু কী? ( পারি নি)
৫। মুক্তিযুদ্ধের গান কবিতা পারি কী না?
৬। বানান শুদ্ধ লেখাঃ আবৃত্তি।
৭। বিজ্ঞাপন কি? এর উদ্দেশ্য কি?
৮। মুক্তিযুদ্ধের সংগঠক কে?
৯। মুক্তিযুদ্ধ দেখেছি কী না?
১০। মুক্তিযুদ্ধ সম্পর্কে কিভাবে জেনেছি কিভাবে?
১১। অলিম্পিক কোথায় হবে?
১২। পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোথায়, কতসালে কততম?
১৩। সাম্প্রতিক বাংলাদেশের কোন খেলোয়াড় মারা গেছে? তিনি কোন খেলার সাথে সংযুক্ত ছিলেন? ( পারিনি)
১৪। ৭ মার্চের ভাষণ বলেন।( ১-১.৫ মিনিটের মত বলেছি)
১৫। ৭ মার্চের ভাষণের সময় বঙ্গবন্ধুর পিছনে কে ছিলেন? ( পারিনি)
১৬। আমরা কাদের থেকে স্বাধীনতা পেয়েছি?
১৭। স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য কী?
১৮। আমাদের স্বাধীনতার যুদ্ধ কী শেষ হয়েছে?
১৯। আপনার Interest কী?
২০। মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাগুলো গুলো বল।
২১। এখন কী করছেন? ( ননএমপিও কলেজের লেকচারার)।
২২। কলেজ থেকে কত পান? ( পাই না কিছুই)।


Candidates - 3

প্রাইমারী ভাইবা অভিজ্ঞতা দিনাজপুর জেলা
সাবজেক্ট : রাষ্ট্রবিজ্ঞান অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ। সালাম দিয়ে শুরু
জেলা প্রশাসক স্যার : এই ছেলে কোন কলেজ, কোন সাবজেক্ট? জেলা প্রশাসক স্যার : ভূ - রাজনীতি কী? অন্য সদস্য : বাফার স্ট্রেট কাকে বলে? উদাহরন দাও। আরেক সদস্য : ক্ষুদ্র রাষ্ট্র কাকে বলে উদারহন দাও? জেলা প্রসাশক স্যারঃছয় দফার প্রথম দফা কি? সময় ৪ হতে ৫ মিনিট।
ভূ - রাজনীতি কাকে বলে? সেটা ভালো বলতে পারিনি। উপরওয়ালায় জানে কি হবে?


Candidates - 4



প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা :
আসতে পারি স্যার?
আসুন।
আমি চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালাম।
বসুন, বসুন ।
আপনি কি করছেন বর্তমানে?
স্যার অনার্স চতুর্থ বর্ষে আছি।
কোন সাবজেক্ট?
বাংলা।
আচ্ছা বলুন তো বডু চণ্ডীদাস কে?
বললাম।
প্রাচীন যুগের কবির নাম বলুন।
বললাম।
কবিদের নামের শেষে পা যুক্ত করা হত কেন?
বললাম।
বলুন তো কুক্কুরীপার নাম কুক্কুরীপা হল কেন? বললাম।
আচ্ছা এই অংকটা করুন।
করলাম।
এখন আপনাকে একটা ভাবসম্প্রসারণ করতে হবে মনোযোগ দিয়ে শুনুন।
পিককুল বহে চ্যুতরসে.....
স্যার আরেকবার।
স্যার আবার বললেন।
আমি আগা মাথা কিছুই বুঝি নি।
আচ্ছা বলুন পিককুল মানে কি?
বললাম।
চু্ত্য কি?
বললাম।
চূতরস কি?
পারি নি।
সন্ধি জিজ্ঞেস করল দুটো।
একটা পারলাম।
আরেকটা খুব আনকমন ছিল। কোথাও কোনোদিন দেখি নি।
আচ্ছা নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন।
বললাম।
বাংলা বড় কঠিন জায়গা বুঝলে? (ডিসি স্যার)
জ্বী স্যার।
কোথায় থাকেন?
কুমিল্লা।
জানেন তো কুমিল্লা আর নোয়াখালীর মানুষ একে অপরকে দেখতে পারে না।
জ্বী স্যার। জানি।
আচ্ছা একটা গান করুন।
ধনধান্য পুষ্প ভরা......
ওনাকে গানে কেউ আটকাতে পারবে না। (ডিসি স্যার)
রিটেনে কত পেতে পারেন?
বললাম।
আচ্ছা কুমিল্লার কোথায় থাকেন?
ডাক্তারপাডা।
কার সাথে থাকেন?
ফ্যামিলির সবাই থাকি স্যার।
আচ্ছা, ঠিক আছে আসুন।
আসি স্যার। আসসালামুআলাইকুম।
বুঝলাম যে বাংলা আমাকে ডিটেলস জানতে হবে।


Candidates - 5



প্রাথমিক সহকারী শিক্ষক ভাইবা অভিজ্ঞতা - ২০১৯
বিষয়ঃ নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স
তারিখঃ ১৪/১০/২০১৯ (বরগুনা জেলা)
আমিঃ
আসতে পারি?
আসসালামু আলাইকুম
পরীক্ষক- ১ঃ আসুন।
বসুন।।
আমিঃ
ধন্যবাদ।
ডিসি স্যারঃ
পড়াশোনা কোথায় করেছেন?
আমিঃ
বললাম
ডিসি স্যারঃ সাবজেক্ট?
আমিঃ
বললাম
ডিসি স্যারঃ
বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে ১৯৭২ সালে মুক্তি পেয়ে কোন দুটি দেশ ভ্রমণ করেন?
আমিঃ
প্রথমে ব্রিটেন।পরে ভারত।
পরীক্ষক ১ঃ
ডিমে কোন ভিটামিন নাই?
আমিঃ
ভিটামিন সি
ডিসি স্যারঃ
প্রতিবছর এক জন মানুষের কতটি ডিম খাওয়া প্রয়োজন?
আমিঃ বললাম ১০৩ টি (সর্বশেষ তথ্যানুসারে)
ডিসি স্যারঃ
বাংলাদেশ কি সে চাহিদা পূরণ করতে পেরেছে?
আমিঃ
জ্বী।প্রায়। (১০৪)
পরীক্ষাক -১ঃ
বাংলাদেশ আগে এই চাহিদা পূরণ করতে পারতো না।এখন কেনো পারছে?
আমিঃ
বললাম
ডিসি স্যারঃ
একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক কত কিলোক্যালরি খাবার গ্রহণ করা উচিৎ?
বললাম
ডিসি স্যারঃ শিশুদের?
আমিঃ
বললাম
পরীক্ষক ১ঃ
দুধে কোন ভিটামিন নাই?
আমিঃ বললাম। ভিটামিন সি
পরীক্ষকঃ তাহলে সরকার যে মিড ডে মিল চালু করতেছে। সেখানে দুধ, ডিম দিবে তাহলে ভিটামিন সি এর অভাব কিভাবে পূরণ হবে?
ডিসি স্যারঃ
এক টুকরো লেবু দিতে পারে।
আমিঃ আরও যোগ করলাম
পরীক্ষক ১ঃ ভিটামিন সি আমরা কোথা হতে পাই?
আমিঃ
ফলমূল।
পরীক্ষক ২ঃ
হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে?
আমিঃ গণতন্ত্রের মানসপুত্র। বাংলার শেষ মুখ্যমন্ত্রী।
পরীক্ষক ২ঃ
তিনি কি করতেন?
আমিঃ ল ইয়ার।
ডিসি স্যারঃ ওকে দিয়া গান গাওয়ান
পরীক্ষক ০১ঃ
রাইম কি?
আমিঃ ছড়া
পরীক্ষক ১ঃ
একটি ছড়া বলুন
আমিঃ আম পাতা জোড়া জোড়া..
পরীক্ষক ১ঃ
ছড়ায় কি অর্থ থাকতে হয়?
আমিঃ বললাম
পরীক্ষক ১ঃ
অর্থ নাই এমন একটি ছড়া বলুন?
আমিঃ বললাম (হাট্টিমাটিম টিম তারা মাঠ পারে ডিম..)
ডিসি স্যারঃ
ওকে ০৫ দিয়ে দেন!
পরীক্ষক ১ঃ
কাগজপত্র সব বুঝে নেন।
আমিঃ
জ্বী স্যার।
আসসালামু আলাইকুম।।

Candidates - 6



প্রাইমারী ভাইভা অভিজ্ঞতাঃ
মোঃ জিয়াউল হক
জেলাঃ ময়মনসিংহ
(হুবহু তুলে ধরার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন।)

★★অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিলাম।

★১ম পরীক্ষকঃ বয়স কত বাকী আছে?
# প্রায় ২৬ বছর চলছে স্যার।
★অনেএএএএক আছে। অনেএএএক আছে
★১ম পরীক্ষকঃ ডেইলি স্টার পত্রিকার হেড লাইন রিডিং পড়ে অনুবাদ করতে বললেন।
# করলাম। (১ম পরীক্ষক বলেন চেয়ারম্যান কে স্যার, পারছে অনুবাদ।)

★চেয়ারম্যানঃ মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে?
# আমি চিন্তা করছি...
★চেয়ারম্যান স্যারঃ কোন সাবজেক্ট??
# ব্যাবস্থাপনা
★চেয়ারম্যানঃ ওহ! তাইলে তো আমাদের জন্য কঠিন হয়ে গেল! (বোর্ডে ৩ জনের কেউই কমার্সের ছিলেন না)
★চেয়ারম্যানঃ পড়াশোনা কোথায়?
# বললাম।

★১ম পরীক্ষকঃ তো স্বাধীনতার ইতিহাস নিয়ে বলতে পারবেনা?
# জ্বি স্যার। ১৯৪৭ সাল থেকে শুরু করলাম।
★১ম পরীক্ষকঃ থামিয়ে দিয়ে... সংক্ষেপে সন ধরে বল।
#১৯৫২... ১৯৫৪ বললাম।

★চেয়ারম্যানঃ আচ্ছা যুক্তফ্রন্টে কোন কোন দল ছিল?
# ন্যাপ, কৃষক প্রজা পার্টি।(কনফিউশন নিয়েই বললাম, ভুল উত্তর ছিল)
★চেয়ারম্যানঃ ভাষা আন্দোলনের পিছনে একজনের বিরোধিতা মূখ্য ছিল। যিনি বলেছিলেন, উর্দুই হবে...
# মোহাম্মদআলী জিন্নাহ
★চেয়ারম্যানঃ কি বলেছিলেন?
# Urdu, and Urdu shall be the state language of pakistan.
★চেয়ারম্যানঃ কোথায় বলেছিলেন?
# কার্জন হল, ঢাবি।
★চেয়ারম্যানঃ এর আগে আর কোথায় বলেছিলেন?
# মনে আসছিল না (স্যার বলে দিলেন রেসকোর্স ময়দান)

★৩য় পরীক্ষকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে কবে থেকে?
#১৯৫৩ বলে ফেলছিলাম (হ্যাজিটেশনে)
★৩য় পরীক্ষকঃ (আবার)... আন্তর্জাতিক মাতৃভাষা দিবস?
#২০০০ সাল থেকে পালিত হচ্ছে স্যার।
★২য় পরীক্ষকঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষনা করে কে?
# UNESCO, 1999 সালে।
★২য় পরীক্ষকঃ UNESCO এর পূর্ণরূপ বলেন?
# United Nattions Educational..... (মনে আসছিলনা আর)
★ ২য় পরীক্ষকঃ গান, কবিতা, নৃত্য কোনটা করবেন?
# করলাম।

ঠিক আছে আসুন।
ধন্যবাদ স্যার, আসসালামুআলাইকুম।

মোট ১৫/১৬ টার মতো প্রশ্ন জিজ্ঞসা করেছে। ২/৩ টার সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় নি।

ধন্যবাদ সবাইকে।
মোঃ জিয়াউল হক


Candidates - 7

প্রাইমারী ভাইভা অভিজ্ঞতা
প্রথমে দরজা ধাক্কা দেওয়ার পর দাড়িয়ে ভিতরে যাওয়ার অনুমতি নিলাম।
স্যারেরা অনুমতি দেওয়ায় একটু ভিতরে ঢুকে সালাম করলাম।
ডিসি স্যার ছিলেন না। তাই একটু সাহস বেশি হলো।
চেয়্যারের কাছে দাড়াতেই স্যার বসার অনুমতি দিলেন। আমি পুরো শিওর হওয়ার জন্য অনুমতি নিয়ে বসলাম।
প্রথম পরীক্ষকঃ তুমি কোন বিষয় পড়াশোনা করেছো?
আমিঃ দর্শন।
পরীক্ষক-১ঃ বলো তো আমাদের আশেপাশে একজন দার্শনিক আছেন, তার নাম কি?
আমিঃ আরজ আলী মাতবর
ডিপিও স্যারঃ কি নাম?
আমি ঃ আরজ আলী মাতবর।
পরীক্ষক ১ঃ আরজ আলী মাতবর প্রথম জীবনে কি করতেন?
আমিঃ কৃষি কাজ করতেন। পরে আমিনী পেশায় নিজেকে নিযুক্ত করেন।
পরীক্ষক ১ঃ না, উনি শ্রমিক ছিলাম।
আমি ঃ স্যার সরি, আরজ আলী মাতবর কৃষি কাজই করতেন।
পরীক্ষক ১ঃ তুমি কি ইন্টারনেট থেকে এগুলো পড়ছো?
আমি ঃ না স্যার? প্রফেসর জসীম উদ্দিনের সম্পাদনায় "আরজ আলী রচনা সমগ্র ১ ও ২ থেকে আমি পড়েছি।
পরীক্ষক ১ঃ আরজ আলী কোন ধরনের দার্শনিক ছিলেন?
আমিঃ স্যার উনি বাংলাদেশে বস্তুবাদী দর্শনের প্রবক্তা।
পরীক্ষক ১ঃ কি বলছো তুমি? আমি বলছি উনি নাস্তিক দার্শনিক নাকি আস্তিক দার্শনিক ছিলেন?
আমিঃ প্রচলিত মত অনুসারে আরজ আলী মাতবর নাস্তিক ছিলেন বলে মনে হয়। কিন্তু উনি কোথাও বলেন নি উনি নাস্তিক ছিলেন। উনি বলেছেন প্রচলিত কুসংস্কারবাদী ধর্মের বিরুদ্ধে তার অবস্থান কিন্তু প্রকৃত ধর্মের বিরুদ্ধে নয়।
পরীক্ষক ১ঃ কি বলছো তুমি? তুমি উনার বাড়ি গিয়েছো?
আমি ঃ না স্যার। আমি যাই নি। আমি বই থেকে জেনেছি।

Candidates - 8



প্রাইমারী ভাইভা
জেলা:চট্টগ্রাম
প্রার্থী :সালাম দিয়ে ভেতরে প্রবেশ।
পরীক্ষক :বসেন।introduce yourself
প্রার্থী :গড়গড় করে বলে দিল।
পরীক্ষক :আপনি তাহলে বাংলা বিভাগে পড়ালেখা করেছেন।বাংলা ভাষার উৎপত্তি সংক্ষেপে বলুন
প্রার্থী:বলে ফেলল।
পরীক্ষক:কবর কবিতার কয়েকটি লাইন বলুন
প্রার্থী:এইখানে তোর দাদির কবর-------
পরীক্ষক:এটা কোন গ্রন্থ থেকে নেয়া
প্রার্থী:প্রথম কাব্যগ্রন্থ রাখালী।
পরীক্ষক:প্রকাশকাল কত?
প্রার্থী:মনে পড়ছে না।(১৯২৭)
পরীক্ষক:আমাদের বর্তমান রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে কততম রাষ্ট্রপতি।তিনি কোন জেলার
প্রার্থী:২১ তম(১৭)
পরীক্ষক:হয়নাই। কোন জেলা
প্রার্থী:কিশোরগঞ্জ
পরীক্ষক: পোড়ামাটি নীতি কি
প্রার্থী:সরি স্যার
পরীক্ষক:সৃজনশীল প্রশ্ন পদ্ধতির জনক কে
প্রার্থী:বেন্জামিন স্যামুয়েল ব্লুম।
পরীক্ষক:তার তও্বটি কি
প্রার্থী:সরি স্যার
পরীক্ষক:ঠিক আছে আপনি আসেন।
প্রার্থী:ধন্যবাদ।সাল­াম দিয়ে বাইরে চলে এলো।

Candidates - 9



প্রাইমারী ভাইবা অভিজ্ঞতা দিনাজপুর জেলা
সাবজেক্ট : রাষ্ট্রবিজ্ঞান অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ। সালাম দিয়ে শুরু
জেলা প্রশাসক স্যার : এই ছেলে কোন কলেজ, কোন সাবজেক্ট? জেলা প্রশাসক স্যার : ভূ - রাজনীতি কী? অন্য সদস্য : বাফার স্ট্রেট কাকে বলে? উদাহরন দাও। আরেক সদস্য : ক্ষুদ্র রাষ্ট্র কাকে বলে উদারহন দাও? জেলা প্রসাশক স্যারঃছয় দফার প্রথম দফা কি? সময় ৪ হতে ৫ মিনিট।
ভূ - রাজনীতির কাকে বলে? সেটা ভালো বলতে পারিনি। উপরওয়ালায় জানে কি হবে?

প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা ২০১৯
১০ অক্টোবর___
জেলা: শরীয়তপুর
,
ভাইভা বোর্ডে তিনজন সদস্য ছিল
শুধু প্রশ্নগুলো লিখে দিলাম
১ম পরীক্ষক:
১. কোন বিষয়ে পড়াশুনা করছেন?
# ব্যবস্থাপনা
২. কোথায় পড়াশুনা করছেন?
# চাঁদপুর সরকারি কলেজ
৩.আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স পাস করেছি এটার ইংরেজি বলেন
# I have passed my honours degree from chandpur govt college in Management.
৪.কয়েকজন ভাষা শহীদের নাম বলেন
# সালাম, বরকত, শফিক, জব্বার, রফিক।
৬.হ্যামলেট কার লেখা
# শেক্সপিয়র
৭.আমি গনিতে ভালো এর ইংরেজি বলেন
# I am good at mathematics.
৮.বেগম রোকেয়া কে ছিলেন? তার দুটি গ্রন্থের নাম বলেন
# নারী জাগরণের অগ্রদূত। গ্রন্থ- মতিচুর ও অবরোধবাসিনী
৯.৬৯এর গণঅভ্যুত্থানের শহীদের নাম বলেন
# আসাদ
১০.পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এর ইংরেজি বলেন
# The earth moves around the sun.
১১.পেয়াজের দাম ৮০ টাকা কেজি হলে ৩০০ গ্রামের দাম কত?
# ২৪ টাকা

২য় পরীক্ষক:
১২. বঙ্গবন্ধু কত তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পায়?
# ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯।
১৩.বঙ্গবন্ধু কত তারিখে বাংলাদেশে ফিরে আসেন
# ১০ জানুয়ারি, ১৯৭২

৩য় পরীক্ষক:
১৪.সমকোনী ত্রিভুজ কাকে বলে?
# যে ত্রিভুজের একটি কোন ৯০ ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে।
১৫.আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ?
# ২১শে ফেব্রুয়ারি
১৬.বঙ্গবন্ধুর মায়ের নাম কি ছিল?
# সায়েরা খাতুন




Candidates - 10


  ভাইবা অভিজ্ঞতা প্রাইমারি-২০১৯(উত্তর সহ)
বিষয়ঃ গণিত
তারিখঃ ১৪/১০/১৯(কুমিল্লা জেলা)
আমি-ঃ আসতে পারি স্যার?
পরীক্ষক-১ঃ আসুন।
আমিঃ- সালাম দিলাম।
পরীক্ষক-১ঃ সালামের জবাব দিলেন এবং বসতে বললেন।
আমিঃ- ধন্যবাদ স্যার।
পরীক্ষক-১ঃ কেমন আছেন(হাসি দিয়ে)?
আমিঃ- আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন?
পরীক্ষক-১ঃ ভালো আছি ।
প্রধান পরীক্ষক(ডিসি)-ঃ কোথায় পড়াশোনা করেছেন?
আমিঃ- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
প্রধান পরীক্ষক-ঃ কোন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন?
আমিঃ- Mathematics এ মাস্টার্স।
প্রধান পরীক্ষক-ঃ খুব ভালো subject.
প্রধান পরীক্ষক(ডিসি)-ঃ Theory of logarithm কী?
আমিঃ- এটা পারি না স্যার। সঠিক উত্তর হবে-
Definition of Logarithms: Be a positive real number non-zero and different to 1, and A another positive and non-zero number. It is called the logarithm of the number A in the base a, the exponent x to the base must be raised to obtain that number.
পরীক্ষক-১ঃ আচ্ছা ঠিক আছে। আপনি ত calculus পড়েছেন, বলুন calculus এর জনক কে?
আমিঃ- নিউটন।
পরীক্ষক-২ঃ- কুমিল্লা কত নং সেক্টরের অধীন ছিল?
আমিঃ- ২নং।
পরীক্ষক-১ঃ- সেক্টর কমান্ডারের নাম বলুন?
আমিঃ- মেজর খালেদ মোশাররফ ও মেজর এটিএম হায়দার।
পরীক্ষক-২ঃ- প্রথমে কে ছিলেন?
আমিঃ- মেজর খালেদ মোশাররফ।
প্রধান পরীক্ষক(ডিসি)-ঃ আপনার উপজেলার ২ জন মুক্তিযোদ্ধার নাম বলুন?
আমিঃ- ১. বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, ২. বীর মুক্তিযোদ্ধা শাহজাহান
পরীক্ষক-২ঃ He runs very fast এ লাইনটি লিখুন এবং এখান থেকে Parts of speech identification করুন।
আমিঃ- He(pronoun), runs(verb), very(adverb), fast(adjective). উত্তর সঠিক হয়েছে বলে স্বীকার করলেন।
প্রধান পরীক্ষক-ঃ বাবা কি করেন? কয় ভাই-বোন? তারা সবাই কী করেন?
আমিঃ- আমি সবিস্তারে বললাম।
পরীক্ষক-১ঃ আপনি আসুন।
আমিঃ- সালাম দিয়ে বের হয়ে আসলাম।
মোঃ হাবীবুর রহমান। সদর দক্ষিণ, কুমিল্লা।

Candidates - 11

প্রাইমারি_ভাইভা_অভিজ্ঞতা_২৩
জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া

তাঃ১৬/১০/১৯
সময়=রাত ৭ঃ৩০ মি.
বোর্ডে অবস্থানঃ১৫-১৬ মিনিট
প্রাথমিক সহকারি শিক্ষক
Me:স্যার,ভিতরে আসতে পারি?
DC:আসুন, আপনার নাম বলেন?

ME:সামনে গিয়ে দাঁড়িয়ে, রবীন্দ্র চন্দ্র ঋষি।
DC:বসুন ঋষি সাহেব।

1Exm:বলুল তো ঋষি শব্দের ধর্মীয় অর্থ কি?
ME:শাস্ত্রজ্ঞ তপস্বী।

2Exm:আপনার ডকুমেন্টস গুলো দেন,পড়াশোনা কোথায়,কোন বিষয়ে?
Me:ইংরেজি সাহিত্যে ঢাকা কলেজ থেকে মাস্টার্স এবং ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছি।

DC:Introduce yourself within five important lines.
ME: বললাম

2nd:NAPE ki?
ME: National Academy for Primary Education.

3rd: শিক্ষকদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
ME:ঢাকায়।

3rd: হয়নি।ময়মনসিংহ এ অবস্থিত।

2nd:DPE কি?
ME:Department of Primary Education.

2nd: Directorate হবে।
ME: sorry sir.

DC:জাতীয় শোক দিবস সম্পর্কে বলেন।
ME: গুছিয়ে বললাম

DC:বঙ্গবন্ধুর পরিবারের বাইরে কাকে কাকে খুন করা হয়?
ME:উত্তরটি আমার জানা নেই স্যার।

DC:বুদ্ধিজীবী দিবস সম্পর্কে বলেন।
ME:গুছিয়ে বললাম।

DC:কয়েকজন বুদ্ধজীবীর নাম বলুন।
ME:ড. গোবিন্দ চন্দ্র দেব,ডা.ফজলে রাব্বি......(আটকিয়ে গেলাম)

DC:হ্যাঁ বলুল বলুল।
ME:স্যার এই মুহূর্তে মনে পড়ছে না।

DC:আচ্ছা,মনে করেন আপনাকে ভোলাচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয়া হল। আমরা আপনার ছাত্রছাত্রী, আমাদের Digital Bangladesh সম্পর্কে একটা ডেমো ক্লাশ নেন।
ME:স্টেজ এ গিয়ে প্রিয় ছাত্র ছাত্রী, আজ তোমাদের Digital Bangladesh সম্পর্কে কিছু বলব,এই বলে ক্লাশ শুরু করলাম। কয়েক মিনিট।)

DC:অকে,এবার আপনার ছাত্র ছাত্রী অমনোযোগী, বাড়ি যাওয়ার জন্য অস্থির,কি করবেন?
ME:তাদের মজার মজার গল্প, কবিতা আবৃত্তি ও গান শুনিয়ে পরিবেশ শান্ত রাখব।

DC:Demo class এর মাধ্যমে দেখান।
ME:স্টেজে-প্রিয় ছাত্রছাত্রী তোমরা হৈ চৈ করোনা,এখন তোমাদের একটা দেশাত্মবোধক গান শোনাব।

ধন্য ধান্য পুষ্পে ভরা,,,
৩লাইন গাইতেই ডিসি স্যার বাহবা দিয়ে থামিয়ে দিলেন।

DC:মনমোহন দত্ত কে ছিলেন?
ME:বললাম

DC: উনি কোথায় ধ্যান করতেন?
ME: সাতমোড়া তে।

DC: হয়নি।বেল তলায়,
DC: আপনার লাস্ট qs,এটা পারলেই আপনার চাকুরি হবে।বিশ্ব স্বাক্ষরতা দিবস কবে?
Me:২৮ সেপ্টেম্বরে।

DC:হয়নি।(৮ সেপ্টেম্বর) এখন কি আপনার চাকুরি হবে?
ME:আপনার ইচ্ছে,স্যার।

3rd:এটার পরিবর্তে বলুন বিশ্ব পরিবেশ দিবস কবে?
ME:৫জুন।

DC:ঠিক আছে,এবার আসুন।
আমি ধন্যবাদ এবং আদাব দিয়ে বের হয়ে গেলাম।

Candidate - 12
জেলাঃবরিশাল
অনুমতি নিয়ে প্রবেশ করলাম তারপর সালাম দিলাম এবং বসতে বললেন
বোর্ড ঃ কোন সাবজেক্টে পড়েছেন?
আমি ঃ ইংলিশ লিটারেচার
বোর্ড ঃ introduce yourself
আমিঃ myself বলা শেষ করলাম
বোর্ড ঃ waste land কবিতাটি কার লেখা
আমি ঃ T.S Elliot
বোর্ড ঃ TS Elliot এর পূর্ণরূপ কী?
আমি ঃ Thomas Stearns Elliot
বোর্ড ঃ To be or not be that is the question
এটা কোন নাটকের এবং কে বলছে?
আমি ঃ to be or not to be that is the question এটা একটা
soliloquy হ্যামলেট নাটকে প্রিন্স হ্যামলেট উক্তিটি করেছেন
বোর্ড ঃ কেন করেছে?
আমি ঃ বললাম
বোর্ড ঃ soliloquy কী?
আমি ঃ বললাম
বোর্ড ঃ fair is foul foul is fair কে কোন নাটকে বলেছে?
আমি ঃ three witches Macbeth
বোর্ড ঃ Alliteration কী?
আমি ঃ বললাম
বোর্ড. ঃ কবিতা থেকে একটা উদাহরণ দাও
আমি ঃ পারি নাই
বোর্ড ঃ Eelestial কী?
আমি ঃ পারি নাই (জীবনে প্রথমবার শুনেছি)
বোর্ড ঃ My native land কার কবিতা?
আমি ঃ পারি নাই
বোর্ড ঃ translation কর সম্রাট বাবর পানি পথের যুদ্ধে
ইব্রাহীম লোদিকে পরাজিত করে ক্ষমতা দখল করেছিল
আমি ঃ বললাম
বোর্ড ঃbattle and war er difference কী?
আমি ঃ ভালো করে পারি নাই
বোর্ড ঃ Robert frost এর stopping by woods এর চার
লাইন আবৃত্তি কর
আমি ঃ করলাম
বোর্ড ঃ modern যুগের anti romantic writer ke?
আমি ঃ Jane Austin
বোর্ড ঃ Jane Austin এর একটা উপন্যাসের নাম বলেন
আমি ঃ pride and prejudice
বোর্ড ঃ এটার থিম কী?
আমি ঃ love marriage and social status
বোর্ড. ঃএকটা গান গাও
আমি ঃদুই লাইন আবৃত্তির পর থামালো
বোর্ড. ঃ কম্পিউটার পারেন?
আমি ঃ হ্যা
বোর্ড ঃ তাহলে ল্যাপটপটা on Korean
আমি ঃ অন করলাম
বোর্ড ঃ ঠিক আছে আসেন
আমি চলে আসলাম বাট এত দীর্ঘ ভাইবা আমাকে একটু শ্বাস নিতে দেই নি তাও আবার ইংলিশের বাহিরে সাধারণ জ্ঞান,বাংলা, মুক্তযুদ্ধ, বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্রশ্নও করল না কেন? আমি কি তাদের টার্গেটের মধ্যে পরে গেছিলাম নাকি আমার দোষ ইংলিশ নিয়ে পড়েছি কেন?

Candidates - 13

প্রাইমারি ভাইবা...
জেলা মুন্সিগঞ্জ
সময় ছিল দুপুর ২ টায়, ডাকছে রাত ৯ টায়।
আসতে পারি স্যার?
ডিসিঃআসুন
আমিঃনমস্কার
ডিসিঃনমস্কার, বসুন।
আপনার নাম?
আমিঃবললাম
ডিসিঃআপনার নামের একজন আছে উনি কে?উনার বাড়ি কোথায়? উনার কয়েকটি মুভির নাম বলেন?
আমিঃউনি চিত্রনায়িকা,বাড়
ি মুম্বাইতে।মুভির নাম পারি নাই।
ডিসিঃআচ্ছা কয়েকটি সিনেমা হলের নাম বলেন?
আমিঃপান্না সিনেমা হল
ডিসিঃকোথায় এইটা?
আমিঃমুক্তারপুর, মুন্সিগঞ্জ।
ডিসিঃচলে এইটা?কয়টা সিনেমা হল আছে বাংলাদেশে?
আমিঃঅনেকগুলাই আছে
ডিসিঃঅনেকগুলা নাই।আর কয়েকটি নাম বলেন?
আমিঃ বসুন্ধরা (মনে পরতেছিল না)
ডিসিঃবসুন্ধরা তো কমপ্লেক্স, সিনেমা হল কোথায়?
প্রিন্সিপাল স্যার( ডিসি স্যারকে উদ্দেশ্যে করে)ঃ কমপ্লেক্সের ভেতর সিনে কমপ্লেক্সের কথা বলছে।
ডিসিঃ৭ ই মার্চের ভাষণে বলা বঙ্গবন্ধুর শেষ কথাটি কি ছিল?
আমিঃএবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ডিসিঃকাছাকাছি হইছে।এই কথাটার মাঝে আমাদের কথাটা আছে সেটা কোথায় হবে?
আমিঃপারি নাই
ডিসিঃ মুক্তিযুদ্ধের কয়েকটি মুভির নাম বলুন?
স্বর্ন কোমল, ওরা ১১ জন,হারানো সুর এগুলা কি নিয়ে তৈরী? দেখছেন এগুলা?
আমিঃনাম শুনেছি দেখা হয় নি।
ডিপিওঃবেদের মেয়ে জোৎস্না দেখছেন?
আমিঃজি,স্যার।
ডিপিওঃএতো আগের মুভি তো দেখার কথা না।
ডিসিঃআপনি কিসে পরছেন?
আমিঃস্নাতক ২য় বর্ষ।
ডিসিঃচাকরির অনেক বয়স আছে সমস্যা নাই।আচ্ছা সাবজেক্ট কি আপনার?
আমিঃকেমিস্ট্রি
ডিসিঃকেমিস্ট্রি আজ অনেকে আসছে।আচ্ছা বলুন সাবান আর ডিটারজেন্টের মধ্য মৌলিক পার্থক্য?
আমিঃসাবান উচ্চতর ফ্যাটি এসিড আর ডিটারজেন্ট জৈব অজৈব উপাদানের সমন্বয়।
আরো অনেক প্রশ্ন....
ডিসিঃএকটা গান শুনান..
আমিঃগাইলাম...
ডিপিওঃকোন সুরে গাইলেন এইটা?
ডিসিঃকয়েকটি রাগের নাম বলুন...
আমিঃস্যার সংঙ্গিত সম্পর্কে তেমন ধারনা নাই।
ডিসিঃ আচ্ছা আসুন।এখান থেকে একটি চকলেট নিন।
.......
Candidates -14

প্রাথমিক সহকারী শিক্ষক পদের মৌখিক পরীক্ষা ,,,,,
আসতে পারি বলার আগেই ডিপিও স্যার ডেকে নিলেন।
সালাম দেওয়ার সাথে সাথে বসতে বললেন।
বসলাম। ধন্যবাদ দিলাম।
১ম পরীক্ষকঃনাম কী?
আমিঃ ইউসুফ আলী শেখ, স্যার
পরীক্ষকঃপড়াশোনা কোন কলেজ?
আমিঃসরকারী বঙ্গবন্ধু কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে,,,,
পরীক্ষকঃ কোন বিষয়?
আমিঃ স্যার, গণিত।
পরীক্ষকঃমুক্তিযুদ্ধ সম্পর্কে বলতে পারবেন?
আমিঃজি স্যার। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বড় অর্জন। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ ছিল ভুল,,,,,,,, (বলছি, এমন সময় ডিসি স্যার শুরু করলেন)
(কিছু একটা প্রশ্ন করলেন কিন্তু প্রশ্নটা সহজ করে দেওয়ার জন্য অন্য স্যার ওনাকে অনুরোধ করলেন। )
ডিসিঃট্রান্সলেশন করেন, ১৯৪৭ সালে ভারতীয় উপ-মহাদেশ পাকিস্তান ও ভারত দুটি রাষ্ট্রে বিভক্ত হয়।
(জীবনের প্রথম ভাইবা, তারপর সকাল থেকে বসে আছি। ৪৪ জনের পর ডাক পড়ল। স্যারদের লান্স টাইম হয়ে গেছে। সবার মধ্যে একটা ব্যস্ততার ভাব। বুকের মধ্যে ইটভাঙা মেসিন চলছে। তাই আমি উত্তরটা ১০ সেকেন্ড চলে গেল তখন ও পারলাম না। ডিপিও স্যার বলে উঠলেন পারবে না ম্যাডাম।
আমি লিখে দিলাম, in 1947,the indian continent devided into Pakistan and india....
ডিসিঃ কি লিখেছেন, পড়েন?
আমিঃ পড়লাম
ডিসিঃsub হবে।
১ম পরীক্ষকঃউপমহাদেশ,,,,
আমিঃ সরি স্যার, বাদ পড়ে গেল।
ডিসি স্যার information technology বানান লিখতে দিলেন,পড়ে শোনাতে বললেন
আমিঃ করলাম।
১ম পরীক্ষকঃগান কবিতা কি পারেন?
আমিঃ স্যার নিজের জন্য যা গাই, কিন্তু কোথাও গাই না,
ডিপিওঃ আমাদের জন্য একটু গান
আমিঃ গানের গীতিকার, সুরকার বলে, আমি বাংলার গান গাই,,,,,,,
১ম পরীক্ষকঃম্যাডাম গান গেয়েছে।
আমিঃ(ভাবলাম ভাল হয় নাই) স্যার আর একটা সুযোগ দেন।
ডিসিঃতাই,,, গান তাহলে আরাকটা।
আমি ঃ কফি হাউসের সেই,,,
ডিসিঃ সবার ভাইবা নিতে হবেতো, পুরো গান শোনা যাবে না। আপনি আশুন।
আমিঃ সালাম দিয়ে চলে আসলাম। ততক্ষণে অন্য একজন ঢুকে পড়েছেন।
........
Candidates - 15

প্রাইমারি ভাইভা জেলা-ময়মনসিংহ
তারিখ-২৩.১০.১৯
সালাম দিয়ে প্রবেশ করলাম।
ডিসি স্যার: নাম কি? পড়াশোনা কোথায়?
আমি: নিপামনি। সরকারি তিতুমীর কলেজ(প্রাণিবিদ্যা)
৩য় পরীক্ষক : ডেইলি স্টার পেপার দিয়ে বলেন 'এইটা রিডিং পড়েন এবং বাংলা বলেন(Early winter vegetables brings hope for Nilphamari farmers.)
আমি: translation করলাম।
ডিপিও স্যার: আবার করেন অনুবাদটা।
আমি :করলাম অনুবাদ।
ডিসি স্যার: গ্রামে চাকরি করবেন কেন?
আমি: হ্যাঁ স্যার। করবো।
ডিপিও স্যার: কথা আরো জোরে বলতে হবে না হলে বাচ্চাদের কিভাবে পড়াবেন।
আমি : ঠিক আছে স্যার।
ডিপিও স্যার: গান বলেন।
আমি : সরি স্যার গান পারি না।
ডিপিও স্যার: কবিতা বলেন তাইলে।
আমি: "রৌদ্র লেখে জয়" এই কবিতা বললাম(৪ লাইন বলার পর থামায় দিসে)
৩য় পরীক্ষক : ঠিক আছে আপনি আসুন।
আমি: সালাম দিয়ে বের হয়ে আসলাম।

Candidate - 16
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইভা অভিজ্ঞতা।
২৪/১০/২০১৯ ইং
খুলনা জেলা।
ডুমুরিয়া উপজেলা।
#ভাইভা কার্ডের উপরে সময় উল্লেখ করা ছিল দুপুর দুইটা টা ৩০ মিনিটে কিন্তু ডিসি স্যার মিটিংয়ে ব্যাস্ত থাকায় ভাইবা শুরু হয় বিকেল চারটায়। আর আমার ডাক পড়ে পউনে পাঁচটায়।
#বেল বাজল আর ডিউটি ম্যান আমাকে কল করলেন। আমি হ্রস্য স্বরে পারমিশন নিয়ে রুমে প্রবেশ করলাম। বোর্ড মেম্বারস ছিলেন চার জন। যথাক্রমে ডিসি স্যার, এডিসি স্যার, ডিপিইও স্যার ও এক্সটার্নাল হিসেবে বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ স্যার।
প্রথমেই, এডিসি স্যার আমাকে ডিপিইও স্যারকে কাগজপত্র গুলো দিতে আদেশ দিলেন (বিনয়ের সাথে হস্তান্তর করলাম)। সব প্রশ্ন এডিসি স্যার একাই করছেন, সৌভাগ্যক্রমে ডিসি স্যার কার সাথে যেন কথা বলছিলেন। অন্যদিকে ডিপিইও স্যার ও এক্সটার্নাল স্যার কোন প্রশ্ন করেননি।
স্যার: আপনার নাম কী?
আমি: আব্দুল্লাহ আল মামুন।
স্যার: কোথায় পড়ালেখা করেছেন?
আমি: খুলনা বিশ্ববিদ্যালয়ে।
স্যার: কোন সাবজেক্টে পড়েছেন?
আমি: সমাজবিজ্ঞানে।
স্যার: মাস্টার্স করেন নাই?
আমি: জ্বি, স্যার।
স্যার: এখন কী করছেন?
আমি: চাকরির জন্য পড়ছি।
স্যার: কোথাও চাকরি হয়নি?
আমি: হয়নি স্যার, রিটেনে পাস করিনা।
স্যার: রুশো কে?
আমি: প্রখ্যাত সমাজবিজ্ঞানী।
স্যার: সোস্যাল কন্ট্রাক্ট থিওরি কী?
আমি: স্যার, উনি বলতে চেয়েছেন প্রত্যেকটা রাষ্ট্রের উদ্ভব কিছু সামাজিক চুক্তির মাধ্যমে।
স্যার: উদাহরণ দিয়ে বুঝতে পারবেন?
আমি: জি স্যার, একজন পুরুষ আর একজন নারীর মধ্যে বৈধ চুক্তির মাধ্যমে একটি পরিবার গড়ে ওঠে আর এই পরিবারই একটি সমাজ তৈরি করে।
স্যার: সমাজবিজ্ঞানের জনক কে?
আমি: স্যার, দার্শনিক, সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ।
স্যার: সমাজবিজ্ঞান আর রাষ্ট্র বিজ্ঞানের মধ্যে পার্থক্য কী?
আমি: স্যার, সমাজবিজ্ঞান বসবাসকারী সকল মানুষের কার্যকলাপ নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে, অন্যদিকে রাষ্ট্র বিজ্ঞান রাষ্ট্রের সাথে সম্পর্কিত মানুষের বিজ্ঞানভিত্তিক আলোচনা করে।
স্যার: গুড।
স্যার: শেখ হাসিনার কোন বই পড়েছেন?
আমি: জ্বি, স্যার (বই পড়িনি কিন্তু রিভিউ পড়ছিলাম জাস্ট)। শেখ মুজিব আমার পিতা, ওরা টোকাই কেন, এদেশে স্বৈরতন্ত্রের জন্ম, আমরা মানুষের কথা বলতে এসেছি, হু ইজ দ্যা ফাদার অফ মাই সান।
স্যার: ভেরি গুড!
স্যার: চাকরিটা পেলে আপনি করবেন?
আমি: অবশ্যই স্যার।
স্যার: কেন করতে চান?
আমি: কারণ, আমার বাচ্চাদের পড়াতে ভাল লাগে। আর তাছাড়া বাচ্চাদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে।
স্যার: এপিজে আবদুল কালামের একটা উক্তি আছে স্বপ্ন নিয়ে, কী বলতে পারবেন?
আমি: জ্বি, স্যার। "ঐটা স্বপ্ন নয় যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটাই যা আমাদের ঘুমাতে দেয় না।"
স্যার: বলেন তো রাসেল কে?
আমি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র।
স্যার: জন্ম সাল বলতে পারবেন?
আমি: ১৯৬৪ সালের ১৮ অক্টোবর।
স্যার: শেখ হাসিনা রাসেলকে নিয়ে একটা বই লিখেছেন, জানেন?
আমি: জ্বি, স্যার।
স্যার: বলেন তো কী?
আমি: আমাদের ছোট রাসেল সোনা।
স্যার: গুড, ভেরি গুড!
বোর্ড মেম্বারস: আপনি তো ভাল ভাইভা দিলেন!
স্যার: ওকে, ধন্যবাদ। আপনি আসতে পারেন।
আমি: ধন্যবাদ স্যার, আসসালামুয়ালাইকুম।
স্যার: আপনার কাগজ পত্রগুলো নিয়ে যান (বেরিয়ে আসার সময়)।
আমি: কাগজ পত্রগুলো ডিপিও স্যারের কাছ থেকে নিয়ে বললাম, স্যার দোয়া করবেন। আবার সালাম দিলাম (দুই পা পিছিয়ে তারপর বেরিয়ে আসলাম)।
(এইটা আমার জীবনে চাকরির প্রথম ভাইবা অভিজ্ঞতা ছিল। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভাইবা দেওয়ার অভিজ্ঞতা আছে বেশ ফলে হার্ট বিট স্বাভাবিকই ছিল। একদম ঘাবড়ে যাই নি। আমার সহযোদ্ধাদের জন্য হুবহু আমার আজকের ভাইভা বোর্ডের চিত্র তুলে ধরলাম: এতে যদি কারও কোন উপকারে আসে, তাহলে লেখাটা সার্থক হবে)


ViVa Collection
প্রাইমারি ভাইভা পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ থেকে ৫০ টি প্রশ্ন ও উত্তর।
১. বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কী?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের
অধীনে ছিলো?
উত্তরঃ দুই নম্বর সেক্টর
৩. অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
উত্তর : ইয়াহিয়া খান
৪. সর্ব কনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কী?
উঃ শহীদুল ইসলাম (বীর প্রতীক ১২ বছর)
৫. ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত
ছিলো?
উত্তরঃ প্রায় দশ লক্ষ ৬.মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে?
উত্তরঃ এম. মনসুর আলি।
৭. সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো? উত্তরঃ এম. এফ
৮.রাজাকার বাহিনি গঠন করেন কে? উত্তরঃ মওলানা এ কে এম ইউসুফ
৯.১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
উত্তরঃ ৩রা নভেম্বর
১০. মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? উত্তরঃ সেগুনবাগিচা
১১. কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর
বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন?
উত্তরঃ জুলফিকার আলী ভুট্ট
১২. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৩. মুক্তিবাহিনী কবে গঠিত হয়? উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই
১৪. মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা
হয়?
উত্তর: ১১টি সেক্টরে
১৫. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উত্তর: ১৪ ডিসেম্বর
১৬. মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়? উত্তর: প্রায় ৩০ লাখ
১৭. মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? উত্তর: চারটি
১৮. মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় ধ্বনি ছিল কোনটি?
উত্তর: ‘জয় বাংলা’।
১৯. যৌথবাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর: ১৯৭১ সালের ২১ নভেম্বর ২০. আভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা
কোন সেক্টরের অন্তভুর্ক্ত ছিল? উত্তরঃ ১০নং সেক্টরে
২১. শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান
কৌশল ছিল কোনটি?
উত্তরঃ গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ ২২. শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা
ঘোষনা করেন?
উ: ২৩ মার্চ ১৯৬৬
২৩. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে
অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম
২৪. ‘কে’ ফোর্সের অধিনায়ক কে ছিলেন? উত্তরঃ মেজর খালেদ মোশারফ
২৫. মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো? উত্তরঃ মুক্তিফৌজ
২৬. কবে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ ঘোষনা
করা হয় ?
উ: ৩ মার্চ ১৯৭১
২৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য সর্বমোট কতজনকে বীরত্বসূচক খেতাব
প্রদান করা হয়?
উত্তরঃ ৬৭৬ জন ২৮.মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাবপ্রাপ্ত দুই জন নারী
মুক্তিযোদ্ধা কে কে?
উত্তরঃ ডা. সেতারা বেগম ও তারামন বিবি
২৯. কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৩০. বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১ ৩১.মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ? উত্তরঃ মওলানা আবদুল হামিদ খান ভাসানী
৩২.মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন??
উত্তরঃ তাজউদ্দিন আহমেদ
৩৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার
নাম – উত্তরঃ যশোর
৩৪. মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিলো?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৫.১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম?
উত্তরঃ অপারেশন সার্চ লাইট
৩৬.কখন মুক্তিযুদ্ধের বিরধিতাকারী মালিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তরঃ১৪ই ডিসেম্বর
৩৭. শরনার্থী কর আইন আরোপ করেছে কোন সরকার?
উত্তরঃ ভারত সরকার
৩৮. মার্ক টলী কোন সংবাদ মাদ্যমের সাংবাদিক? উত্তরঃ বিবিসি
৩৯.সাইমন ড্রিং কে ছিলেন? উত্তরঃ ব্রিটিশ সাংবাদিক
৪০.বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীরপ্রতীক’ খেতাব
লাভকারী একমাত্র বিদেশী নাগরিক কোন দেশের? ?
উত্তরঃ ডাচ
৪১.মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স
গঠিত হয়েছিল ?
উত্তরঃ ৩ টি
৪২.আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি
হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়? উত্তরঃ ঢাকা সেনানিবাসে।
৪৩. বাংলার মুক্তি সনদ’ হিসেবে কি পরিচিত? উত্তরঃ ৭ই মার্চের ভাষন
৪৪.সম্প্রতি কোন দেশে একটি সড়কের নামকরণ করা
হয়েছে ‘বাংলাদেশ স্ট্রিট’? উত্তরঃ আইভরি কোস্ট
৪৫. কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
উত্তরঃ মেজর জেনারেল জ্যাকব
৪৬. ১৯৭১ সালে ২২শে মার্চ আলোচনার উদ্দেশ্যে ঢাকা
আগমন কোন নেতার সাথে সম্পৃক্ত? উত্তরঃ জুলফিকার আলী ভুট্টো
৪৭. মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কার
নাম জড়িত?
উত্তরঃ বিচারপতি আবু সায়িদ চৌধুরী
৪৮.মুক্তিযুদ্ধভিত্তি­ক জাদুঘর গৌরবাঙ্গন, শ্বাশ্বত বাংলা এবং ভাস্মর চেতন’ কোথায় অবস্থিত?
উত্তরঃ যশোর, রংপুর ও ময়মনসিংহ সেনানিবাস
৪৯. এম. ভি. সোয়াত চট্টগ্রামে পৌছে কত তারিখে?
উত্তরঃ ৩রা মার্চ
৫০. অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
উত্তরঃ ৬০ টি

Related Post Suggestion:
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.