Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

NSI Power Model Test - 05 | NSI কমন উপযোগী ৯ম-১০ম শ্রেনীর বাংলা ব্যাকরণ বই হতে গুরুত্বপূর্ণ 200 টি MCQ

NSI Power Model Test - Bangla, Class 9 - 10 Bangla Bakaron
Model Test - 05
Competitive Bangla Special 
Total MCQ -80
NSI কমন উপযোগী ৯ম-১০ম শ্রেনীর বাংলা ব্যাকরণ বই হতে গুরুত্বপূর্ণ 200 টি MCQ
১. সংহার এর সমার্থক শব্দ—
ক. পুরাতন
খ. নতুন
গ. ধ্বংস
ঘ. সৃষ্টি
উত্তরঃ গ


২. 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ—
ক. উতকর্ষতা
খ. অপকর্ষ
গ. উৎকর্ষ
ঘ. অপকর্ষ
উত্তরঃ গ

৩. 'সমভিব্যাহারে' শব্দটির অর্থ কী?
 ক. একাগ্রতায়
খ. সমান ব্যবহারে
গ. সম ভাবনায়
ঘ. একযোগে
উত্তরঃ ঘ

৪. কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়--
ক. পাবক খ. বহ্নি
গ. হুতাশন
ঘ. প্রজ্বলিত
উত্তরঃ ঘ

৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
ক. চণ্ডীদাস
খ. বড়ু– চণ্ডীদাস
গ. দ্বিজ চণ্ডীদাস
ঘ. দীন চণ্ডীদাস
উত্তরঃ খ

৬. ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
ক. যুদ্ধ বিগ্রহ
খ. শোক-তাপ
গ. রোমান্স
ঘ. প্রেম-ভালবাসা
উত্তরঃ ক

৭. ‘হাকন্দ পূরাণ’ গ্রন্থটি কার রচিত?
ক. চন্ডীদাস
খ. মানিক দত্ত
গ. ময়ূর ভট্ট
ঘ. হরিদত্ত
উত্তরঃ গ

৮. 'উড়কি ধানের মুড়কি দেব বিন্নি ধানের খই,
গাছ পাকা কলা দিব হাঁড়ি ভরা দই।' এটি একটি-
ক. ছড়া
খ. প্রবাদ
গ. ধাধা
ঘ. লোকগীতি
উত্তরঃ ক

৯. ভীম সেনের 'গোর্খবিজয়' কাব্যটি সম্পাদনা করেন কে?
ক. আবদুল করিম সাহিত্যবিশারদ
খ. ড. নলিনীকান্ত ভট্টশালী
গ. ড. পঞ্চানন মণ্ডল
ঘ. বঙ্গীয় সাহিত্য পরিষদ
উত্তরঃ গ

১০. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু হয়?
ক. বাল্মীকি
খ. কাশীরাম দাস
গ. কৃত্তিবাস
ঘ. কবীন্দ্র পরমেশ্বর
উত্তরঃ গ


১১. ‘পদ্মাবতী’ কাব্যের নায়ক ও নায়িকা কে?
ক. রত্নসেন ও পদ্মাবতী
খ. মরদান ও পদ্মাবতী
গ. সাধন ও পদ্মাবতী
ঘ. অসীম ও পদ্মাবতী
উত্তরঃ ক

১২. কার কাব্য অবলম্বনে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন?
ক. মনঝন
খ. সাধন
গ. সাবিরিদ খান
ঘ. মালিক মুহম্মদ জায়সী
উত্তরঃ ঘ

১৩. নাথ গীতিকায় কাদের কাহিনী বর্ণিত রয়েছে?
ক. রাণী ময়নামতি ও তার পুত্র গোপীচন্দ্রের কাহিনী
খ. জমিদার নাদের চাঁদ ও সুন্দরী কন্যা মহুয়ার কাহিনী
গ. দস্যু কেনারাম ও রাজকুমারী কঙ্কাবতীর কাহিনী
ঘ. সুন্দরী কমলা ও দেওয়ান ভাবনার কাহিনী
উত্তরঃ ক

১৪. ব্রজবুলি ভাষা কোন ভাষা দ্বয়ের মিশ্রণ?
ক. মৈথিলী ও বাংলা
খ. মৈথিলী ও হিন্দি
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ ক

১৫.  বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ

১৬. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ

১৭. মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক

১৮.  'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ

১৯.  মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

২০.  'টপ্পা' কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক

২১. ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ

২২. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ

২৩.  পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক

২৪. 'কোকিল' এর প্রতিশব্দ কি?
ক. বিভা
খ. কলকণ্ঠ
গ. কুণ্ডল
ঘ. করী
উত্তরঃ খ

২৫. 'আকাশ' শব্দটির প্রতিশব্দ কোনগুলো?
ক. ধরিত্রী, মহী, মেদেনী
খ. ব্যোম, অন্তরীক্ষ, শূন্য
গ. অণর, পাবক, বহ্নি
ঘ. অলক, কন্ডল, চিকুর
উত্তরঃ খ

২৬. 'সায়ন্তন' শব্দটির প্রকৃত অর্থ কি?
ক. রাত্রি
খ. দুপুর
গ. সন্ধ্যা
ঘ. সকাল
উত্তরঃ গ

২৭. অংশু--
ক. প্রভা
খ. লোহিত
গ. লজ্জা
ঘ. চন্দ্র
উত্তরঃ ক

২৮. অধমর্ণ--
ক. ঋণী
খ. বিনয়ী
গ. আধমরা
ঘ. মরা
উত্তরঃ ক

২৯. পুণ্ড্র--
ক. জরা
খ. বৃদ্ধ
গ. ইক্ষু
ঘ. প্রাচীন
উত্তরঃ গ


৩০. অনীক শব্দটির সমার্থক শব্দ কোনটি?
ক. রূপকল্প
খ. নিরাবয়ব
গ. সৈন্যদল
ঘ. কাল্পনিক
উত্তরঃ গ

৩১. 'মৃগাঙ্ক' শব্দটির অর্থ হল----
ক. হরিণ শিকার
খ. চিত্রা হরিণ
গ. চন্দ্র ঘ. হরিণ শিশু
উত্তরঃ গ

৩২. নীর ও নীড় -শব্দ যুগলের অর্থ কোনটি?
ক. পানি ও আবাস
খ. পানি ও পাখির বাসা
গ. আবাস ও পানি
ঘ. পাখির বাসা ও আবাস
উত্তরঃ খ

৩৩. 'দারুণ' শব্দটির আদি শব্দ--
ক. বাক্যহীন
খ. অত্যন্ত
গ. দমন
ঘ. দারু নির্মিত
উত্তরঃ খ

৩৪. 'প্রবীণ' শব্দের ব্যবঝারিক অর্থ কী?
ক. প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
খ. বৃদ্ধ ব্যক্তি
গ. অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি
ঘ. অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি
উত্তরঃ গ

৩৫. 'খড়গ' -এর সমার্থক শব্দ নয় কোনটি?
ক. তরবারি
খ. কৃপাণ
গ. ভল্ল
ঘ. অসি
উত্তরঃ গ

৩৬. অছি--
ক. মনোনয়ন
খ. অভিভাবক
গ. নিরাপত্তা
ঘ. মশা
উত্তরঃ খ

৩৭. কিরীট--
ক. মুকুট
খ. পতঙ্গ
গ. বৃক্ষ
ঘ. সাপ
উত্তরঃ ক

৩৮. সকল অর্থ সমস্ত, শকল অর্থ কোনটি?
ক. অনেক
খ. ভাত
গ. কথা
ঘ. মাছের আঁশ
উত্তরঃ ঘ

৩৯. 'ঋজু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ঋষি
খ. নক্ষত্র
গ. ঋক্ষ
ঘ. সোজা
উত্তরঃ ঘ

৪০. 'কুহক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ভ্রম
খ. মায়া
গ. কুহেলী
ঘ. ক, খ, গ সবগুলোই
উত্তরঃ খ

৪১. 'মঙ্গা' শব্দের অর্থ কি?
ক. অভাব
খ. মঙ্গল
গ. মারামারি
ঘ. দুর্মূল্য
উত্তরঃ ঘ


৪২. 'আসার' শব্দের অর্থ কোনটি শুদ্ধ ?
ক. বৃষ্টি
খ. আগমন
গ. মাসবিশেষ
ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

৪৩. 'দালান বা অট্টালিকা' অর্থ কোনটি?
ক. প্রসাদ
খ. আগমন
গ. মাসবিশেষ
 ঘ. আকাঙ্ক্ষা
উত্তরঃ ক

৪৪. 'ঘোটক' শব্দটির অর্থ কি ?
ক. ঘটক
খ. ঘোড়া
গ. উপদেশ
ঘ. গতি
উত্তরঃ খ

৪৫. 'পবন' অর্থ কি ?
ক. বাতাস
খ. পানি
গ. আকাশ
ঘ. সাপ
উত্তরঃ ক

৪৬. ' নদী' এর সমার্থক শব্দ হচ্ছে -
ক. পর্বত
খ. তটিনী
গ. মেদিনী
ঘ. বসন্ত
উত্তরঃ খ

৪৭. ‘শ্বশ্রু’ -এর শব্দার্থ কি?
ক. দাড়িগোঁফ
খ. শাশুড়ী
গ. শত্রু
ঘ. অশ্রু
উত্তরঃ খ

৪৮. ‘বকনা’ শব্দের অর্থ-
ক. গাভী
খ. বাছুর
গ. গাই-বাছুর
ঘ. ষাঁড়-বাছুর
উত্তরঃ গ

৪৯. শুদ্ধ বানান কোনটি?
ক. শ্রদ্ধঞ্জলি
খ. শ্রদ্ধঞ্জলী
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. শ্রদ্ধাঞ্জলি

৫০. কোনটি নির্ভুল?
ক. দূঃ+ঘটনা=দূর্ঘটনা
খ. দূর+ঘটনা=দূর্ঘটনা
গ. দুঃ+ঘটনা=দুর্ঘটনা
ঘ. দুর+ঘটনা=দুর্ঘটনা

৫১. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ২ প্রকার

৫২. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_
ক. ভুটান, সিকিম
খ. বোম্বে, জয়পুর
গ. কাশী, বেনারস
ঘ. তিব্বত, নেপাল

৫৩. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম_
ক. সুধাবার
খ. হাফেজ
গ. কোহিনূর
ঘ. মিহির

৫৪. 'বাবুর্চি' কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. তুর্কি
গ. ফারসি
ঘ. বাংলা

৫৫. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
ক. আলালের ঘরের দুলাল
খ. গোরা
গ. দুর্গেশনন্দিনী
ঘ. হুতোম প্যাঁচার নকশা

৫৬. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. দুইটি

৫৭. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ হলো?
ক. এ+ঔ
খ. ঐ+ও
গ. ঐ+ঔ
ঘ. এ+ও

৫৮. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
ক. পরাগল খাঁ
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. বৃন্দাবন দাস

৫৯. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
ক. আলাওল
খ. মুহম্মদ কবীর
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ হামজা

৬০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প
ক. ব্যবধান
খ. ল্যাবরেটরি
গ. মেঘ ও রৌদ্র
ঘ. শেষ কথা

৬১. তৎকালীন ইংরেজি শিক্ষিত বাঙালিদের (ইয়ং বেঙ্গল) পত্রিকা হিসেবে স্বীকৃতি পায়_
ক. জ্ঞানান্বেষণ
খ. জানাঙ্কুর
গ. বেঙ্গল গেজেট
ঘ. সমাচার দর্পণ

৬২. শেক্সপিয়রের 'রোমিও জুলিয়েটের' ভাবানুবাদ কোনটি?
ক. চারুমুখ চিত্তহারা
খ. ভদ্রার্জুন
গ. ভানুমতি চিত্তবিলাস
ঘ. শর্মিষ্ঠা

৬৩. মীর মশাররফ হোসেনের 'বিষাদসিন্ধু' উপন্যাসে কয়টি পর্ব আছে?
ক. ছয়টি
খ. পাঁচটি
গ. চারটি
ঘ. তিনটি

৬৪. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে_
ক. ১০ নম্বর পদ
খ. ১৬ নম্বর পদ
গ. ১৮ নম্বর পদ
ঘ. ২৩ নম্বর পদ

৬৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায়?
ক. বীরসিংহ গ্রাম, মেদিনীপুর
খ. কাঁঠালপাড়া, চবি্বশ পরগনা
গ. চৌবেড়িয়া, নদীয়া
ঘ. পেয়ারা গ্রাম, পশ্চিমবঙ্গ

৬৬. 'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক_
ক. বঙ্কিমচন্দ্র
খ. শরৎচন্দ্র
গ. তারাশংকর
ঘ. রবীন্দ্রনাথ
উত্তর:

৬৭. 'চাচাকাহিনী'-এর রচয়িতা কে ?
ক. কাজী আবদুল ওদুদ
খ. মোজাম্মেল হক
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. শাহাদাৎ হোসেন
উত্তর : সৈয়দ মুজতবা আলী

৬৮. কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক বা প্রতিশব্দ নয়?
ক. আত্মজ
খ. তনয়
গ. নন্দন
ঘ. শৈল
উত্তর : শৈল

৬৯. শুদ্ধ বানান কোনটি?
ক. শ্রদ্ধঞ্জলি
খ. শ্রদ্ধঞ্জলী
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. শ্রদ্ধাঞ্জলি
উত্তর : শ্রদ্ধাঞ্জলি

৭০. কোনটি নির্ভুল?
ক. দূঃ+ঘটনা=দূর্ঘটনা
খ. দূর+ঘটনা=দূর্ঘটনা
গ. দুঃ+ঘটনা=দুর্ঘটনা
ঘ. দুর+ঘটনা=দুর্ঘটনা
উত্তর : দুঃ+ঘটনা=দুর্ঘটনা

৭১. উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় প্রকার?
ক. ৫ প্রকার
খ. ৪ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ২ প্রকার
উত্তর : ৫ প্রকার

৭২. হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সংগ্রহের জন্য গিয়েছেন_
ক. ভুটান, সিকিম
খ. বোম্বে, জয়পুর
গ. কাশী, বেনারস
ঘ. তিব্বত, নেপাল
উত্তর : তিব্বত, নেপাল

৭৩. শেখ আবদুর রহিম কর্তৃক প্রকাশিত নয় এমন পত্রিকার নাম_
ক. সুধাবার
খ. হাফেজ
গ. কোহিনূর
ঘ. মিহির উত্তর : কোহিনূর

৭৪. 'বাবুর্চি' কোন ভাষার শব্দ?
ক. আরবি
খ. তুর্কি
গ. ফারসি
ঘ. বাংলা
উত্তর : তুর্কি

৭৫. বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাসের নাম_
ক. আলালের ঘরের দুলাল
খ. গোরা
গ. দুর্গেশনন্দিনী
ঘ. হুতোম প্যাঁচার নকশা
উত্তর : আলালের ঘরের দুলাল

৭৬. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. দুইটি
উত্তর : চারটি

৭৭. বাংলা ভাষায় যৌগিক স্বরজ্ঞাপক দুটো বর্ণ হলো?
ক. এ+ঔ
খ. ঐ+ও
গ. ঐ+ঔ
ঘ. এ+ও
উত্তর : ঐ+ঔ

৭৮. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য কে রচনা করেন?
ক. পরাগল খাঁ
খ. লোচন দাস
গ. জয়ানন্দ
ঘ. বৃন্দাবন দাস
উত্তর : বৃন্দাবন দাস

৭৯. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
ক. আলাওল
খ. মুহম্মদ কবীর
গ. দৌলত কাজী
ঘ. সৈয়দ হামজা
উত্তর : দৌলত কাজী

৮০. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ ছোটগল্প
ক. ব্যবধান
খ. ল্যাবরেটরি
গ. মেঘ ও রৌদ্র
ঘ. শেষ কথা
উত্তর : ল্যাবরেটরি

২য় অংশ পরবর্তী কোনো মডেলে পেয়ে যাবেন, ধন্যবাদ!

Previous Model Test - 04 

Click Here!
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.