Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে বাছাইকৃত এক কথায় প্রকাশ - ১ম অংশ

 

expression in one word comes to any other competitive exam, ex: BCS , BANK, GOVERNMENT JOB, or any kind competitive. It's is very simple just strongly read regularly various books that you have like as board book, competitive exams book, from bcs preparation etc. Read below
BCS And Bank Exam
Subject: বাংলা - এক কথায় প্রকাশ
এগুলো পরলেই সব পরিক্ষাই ভালো করা যাবে এক কথায় প্রকাশ এর সম্পূর্ণ কালেকশন

শুধু ৯ম-১০ম শ্রেণির বাংলা ব্যাকরণ 
এক কথায় প্রকাশ
1 অক্ষির সমক্ষে বর্তমান -প্রত্যক্ষ।
2 অনেকের মধ্যে একজন -অন্যতম।
3 আকাশে বেড়ায়/ যে আকাশচারী -খেচর।
4 আপনাকে যে পণ্ডিত মনে করে -পণ্ডিতম্মন্য।
5 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার -আস্তিক।
6 আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার -নাস্তিক।
7 একই মাতার উদরে জাত যে -সহোদর।
8 দিনে যে একবার আহার করে -একাহারী।
9 নদী মেখলা যে দেশের -নদীমেখলা।
10 নষ্ট হওয়াই স্বভাব যার -নশ্বর।

11 নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে -নাবিক।
12 বিদেশে থাকে যে -প্রবাসী।।
13 বিশ্বজনের হিতকর -বিশ্বজনীন।
14 মৃতের মতাে অবস্থা যার -মুমূর্ষ।
15 যা অধ্যয়ন করা হয়েছে -অধীত।
16 যা আঘাত পায়নি -অনাহত।
17 যা উদিত হচ্ছে -উদীয়মান।
18 যা কখনো নষ্ট হয় না -অবিনশ্বর।
19 যা চিন্তা করা যায় না অচিন্তনীয়, -অচিন্ত্য।
20 যা জলে ও স্থলে চরে -উভচর।
21 যা জলে চরে -জলচর।
22 যা থলে চরে -থলচর।
23 যা দমন করা কষ্টকর -দুর্দমনীয়।
24 যা দমন করা যায় না -অদম্য।
25 যা নিবারণ করা কষ্টকর -দুর্নিবার।
26 যা বার বার দুলছে -দোদুল্যমান।
27 যা বিনা যত্নে লাভ করা গিয়েছে -অযত্বলন্ধ।
28 যা মর্ম স্পর্শ করে -মর্মস্পর্শী।
29 যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় -ব্যয়বহুল।
30 যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন -অনন্যসাধারণ।

31 যার আকার কুৎসিত -কদাকার।
32 যার কোনাে উপায় নেই -নিরুপায়।
33 যার কোনাে কিছু থেকেই ভয় নেই –অকুতোভয়।
34 যার প্রকৃত বর্ণ ধরা যায় না -বর্ণচোরা।
35 যার বিশেষ খ্যাতি আছে -বিখ্যাত।
36 যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে -পরগাছা।
37 যে গাছ কোনো কাজে লাগে না -আগাছা।
38 যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না -বনস্পতি।
39 যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে -কাককন্ধ্যা।
40 যে নারী নিজে বর বরণ করে নেয় -স্বয়ংবরা।

41 যে নারীর কোনো সন্তান হয় না -বন্ধ্যা।
42 যে পুরুষ বিয়ে করেছে -কৃতদার।
43 যে পুরুষের চেহারা দেখতে সুন্দর -সুদর্শন।
44 যে বাতু থেকে উৎখাত হয়েছে -উদ্বাস্তু।
45 যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে -অবিমৃষ্যকারী।
46 যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না -অপরিণামদর্শী।
47 যে মেয়ের বিয়ে হয়নি -অনুঢ়া।
48 যে শুনেই মনে রাখতে পারে -শ্রুতিধর।
49 যে সকল অত্যাচারই সয়ে যায় -সর্বংসহা।
50 শুভ ক্ষণে জন্ম যার -ক্ষণজন্মা।

51 সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা- প্রত্যুদৃগমন।
52 অনুতে (পশ্চাতে) জন্মেছে যে -অনুজ
53 অভিজ্ঞতার অভাব আছে যার -অনভিজ্ঞ।
54 অহংকার নেই যার -নিরহংকার।
55 আচারে নিষ্ঠা আছে যার -আচারনিষ্ঠ।
56 আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত, -আদ্যোপান্ত ।
57 আপনাকে কেন্দ্র করে চিন্তা -আত্মকেন্দ্রিক
58 ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -ইতিহাসবেত্তা।
59 ইতিহাস রচনা করেন যিনি -ঐতিহাসিক।
60 ইন্দ্রিয়কে জয় করেন যিনি -জিতেন্দ্রিয়।

61 ঈষৎ আমিষ (আঁষ) গন্ধ যার -আঁষটে।
62 উপকারীর অপকার করে যে -কৃতঘ্ন।
63 উপকারীর উপকার স্বীকার করে না যে -অকৃতজ্ঞ
64 উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ।
65 এক থেকে শুরু করে ক্রমাগত- একাদিক্রমে।
66 কর্ম সম্পাদনে পরিশ্রমী -কর্মঠ।
67 কোনো ভাবেই যা নিবারণ করা যায় না -অনিবার্য।
68 চক্ষুর সম্মুখে সংঘটিত -চাক্ষুষ
69 জীবিত থেকেও যে মৃত -জীবন্মৃত
70 তল স্পর্শ করা যায় না যার -অতলস্পর্শী।

71 পা থেকে মাথা পর্যন্ত -আপাদমস্তক।
72 ফল পাকলে যে গাছ মরে যায় -ওষধি।
73 যা অতি দীর্ঘ নয় -নাতিদীর্ঘ।
74 যা কষ্টে জয় করা যায় -দুর্জয়।
75 যা কষ্টে লাভ করা যায় -দুর্লভ।
76 যা কোথাও উঁচু কোথাও নিচু -বন্ধুর।
77 যা ক্রমশ বর্ধিত হচ্ছে -বর্ধিষ্ণু।
78 যা খুব শীতল বা উষ্ণ নয় -নাতিশীতোষ্ণ।
79 যা দীপ্তি পাচ্ছে -দেদীপ্যমান।
80 যা পূর্বে ছিল এখন নেই -ভূতপূর্ব।

81 যা পূর্বে দেখা যায় নি -অদৃষ্টপূর্ব
82 যা পূর্বে শােনা যায় নি -অশ্রুতপূর্ব
83 যা বলা হয় নি -অনুক্ত
84 যা বলার যোগ্য নয় -অকথ্য
85 যার অন্য উপায় নেই -অনন্যোপায়।
86 যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎ-পন্নমতি
87 যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না -অজ্ঞাতকুলশীল
88 যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা, -হৃতসর্বস্ব।
89 যিনি বক্তৃতা দানে পটু -বাগ্মী।।
90 যে ক্রমাগত রোদন করছে -রোরুদ্যমান।

91 যে নারী বীর সন্তান প্রসব করে -বীরপ্রসূ
92 যে নারীর সন্তান বাঁচে না -মৃতবৎসা।
93 যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ -শ্বাপদসংকুল
94 যে বিষয়ে কোনো বিতর্ক (বা বিসংবাদ) নেই -অবিসংবাদিত।
95 যে রব শুনে এসেছে -রবাহুত
96 যে রাগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত -হাতুড়ে
97 লাভ করার ইচ্ছা -লিপ্সা।
98 সকলের জন্য প্রযোজ্য -সর্বজনীন।
99 হনন করার ইচ্ছা -জিঘাংসা
100 অকালে পক্ক হয়েছে যা -অকালপক্ব।


সৌমিত্র শেখর ও বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ:
ক্রম বর্ধিত রূপ এক কথায় প্রকাশ
১ (যে পুরুষ) পত্নী সহ বর্তমান সপত্নীক
২ (যে পুরুষ) স্ত্রীর বশীভূত স্ত্রৈণ
৩ অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান পিজরাপোল
৪ অকালে উৎপন্ন কুমড়া অকালকুষ্মাণ্ড
৫ অক্ষি পত্রের (চোখের পাতা) লােম অক্ষিপক্ষ্ম
৬ অক্ষিতে কাম যার (যে নারীর) কামাক্ষী
৭ অক্ষির অগােচরে পরোক্ষ
৮ অক্ষির অভিমুখে প্রত্যক্ষ
৯ অক্ষির সমীপে সমক্ষ
১০ অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত (কুমারীদের) সেঁজুতি
১১ অজ (ছাগল)কে গ্রাস করে যা অজগর
১২ অতিশয় ঘটা বা জাকজমক বড়ম্বর
১৩ অধর-প্রান্তের হাসি বক্রোষ্ঠিকামর
১৪ অনশনে মৃত্যু প্রায়
১৫ অনুকরণ করার ইচ্ছা অনুচিকীর্ষা
১৬ অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা
১৭ অন্তরে জল আছে এমন যে (নদী) অন্তঃসলিলা
১৮ অন্তরে যা ঈক্ষণ (দেখার) যােগ্য অন্তরিক্ষ
১৯ অন্ন-ব্যঞ্জন ছাড়া অন্য আহার্য জলপান
২০ অন্য গতি নাই যার অগত্যা
২১ অন্যের অপেক্ষা করতে হয় না যাকে অনপেক্ষ
২২ অন্যের মনােরঞ্জনের জন্য অসত্য ভাষণ উপচার
২৩ অপকার করার ইচ্ছা অপচিকীর্ষা
২৪ অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি উন্নাসিক।
২৫ অভ্র (মেঘ) লেহন / স্পর্শ করে যা অভ্রংলিহ
২৬ অরিকে দমন করে যে অরিন্দম।
২৭ অলঙ্কারের ধ্বনি শিঞ্জন।
২৮ অশ্বের ডাক হ্রেষা।
২৯ আকাশ ও পৃথিবী বা স্বর্গ ও মর্ত্য ক্রন্দসী
৩০ আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী
৩১ আকাশে (খ-তে) ওড়ে যে বাজি খ-ধূপ
৩২ আকাশে (খ-তে) চরে যে খেচর / খচর
৩৩ আনন্দজনক ধ্বনি নন্দিঘোষ
৩৪ আভিজাত্যপূর্ণ মনে হলেও আসলে অর্থহীন ও বিভ্রান্তিকর হিংটিংছট
৩৫ আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য
৩৬ আশীর্বাদ ও অভয়দানসূচক হাতের মুদ্রা বরাভয়।
৩৭ আশ্বিনমাসের পূর্ণিমা তিথি কোজাগর
৩৮ ইতস্তত গমনশীল বা সঞ্চরণশীল বিসর্পী।
৩৯ ইন্দ্রকে জয় করেন যিনি ইন্দ্রজিৎ।
৪০ ইন্দ্রজাল (জাদু) বিদ্যায় পারদর্শী ঐন্দ্রজালিক
৪১ ইন্দ্রের অশ্ব উচ্চৈঃশ্রবা।
৪২ ঈষৎ উষ্ণ কবোষ্ণ
৪৩ উচচানে অবস্থিত ক্ষদ্র কটির টঙ্গি
৪৪ উদক (জল) পানের ইচ্ছা উদন্যা
৪৫ উপদেশ ছাড়া লব্ধ প্রথম জ্ঞান উপজ্ঞা
৪৬ উরস (বক্ষ) দিয়ে হাঁটে যে উরগ (সর্প)
৪৭ ঋণ শোধের জন্য যে ঋণ করা হয় ঋণার্ণ
৪৮ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি ঋত্বিক
৪৯ এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা অধ্যাস।
৫০ একশত পঞ্চাশ বছর সার্ধশতবর্ষ


নিচে দেওয়া Next বাটনে চাপুন ।সৌমিত্র শেখর এর বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে বাছাইকৃত এক কথায় প্রকাশ - ২য় অংশ পাবেন । যারা নিয়মিত চাকরির পরীক্ষায় অংশগ্রহন করে থাকেন তারা এগুলো সব ভালো করে পড়বেন ।
Next

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.