Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

BCS preliminary supplement Most Important MCQ For preliminary ( পরিক্ষার পূর্বে দেখে যান কাজে লাগতে পারে )

40th BCS preliminary supplement Most Important MCQ For preliminary
41) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
42) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
43) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
44) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
45) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
46) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
47) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
48) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? ➟ হাম , বসন্ত , পোলিও, ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস ,
হেপাটাইটিস ইত্যাদি ।
49) ব্যাকটেরিয়াজনিত রোগগুলো কি কি ? ➟  কলেরা , টাইফয়েড , কুষ্ঠ ,  যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।
50) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟ জেরোফাইট
51) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের
হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? ➟ কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হতে
52) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ➟ ভয় পেলে টিকটিকির লেজ খসে
53) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp বা সমুদ্র বোলতা এরা একধরনের জেলী ফিস
54) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল

55) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
56) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
57) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি
58) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
59) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
60) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
61) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
62) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
63) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
64) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
65) স্নায়ুতন্ত্রেরগাঠনি­ক একক কি ? ➟ নিউরন
66) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
67) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
68) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
70) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
71) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
72) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস

73) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟ অগ্ন্যাশয় রস
74) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
75) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟ রেনিন
76) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল কোষ
77) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
78) ক্ষুদ্রান্ত্রেরদৈর্ঘ­্য কত ? ➟ ৬ মিটার
79) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
80) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
81) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟ উভোত্তল
82) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
https://learninghomebd.blogspot.com/2019/04/Kichu-gurutbapurna-bangla-baiyera-lekhaka.html

83) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
84) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
85) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
86) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟ দেহের ওজনের ৭ শতাংশ
87) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟ কোয়াশিয়রকর
88) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন সি
88) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
89) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
90) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
91) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
92) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
93) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
94) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড 
95) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন

96) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
97) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম মনোগ্লুটামেট
98) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন
99) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
100) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজ অম্ল বলে ।
101) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
102) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
103) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
104) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে ।
105) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং 4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
106) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই-ক্লোরো-ডাই- ফিনাইল-ট্রাই-ক্লোরো-­ইথেন
107) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম
সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে ।
108) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি হাস্য উদ্দীপক ।
109) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল নামে পরিচিত ।
110) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক
111) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি
112) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ? ➟ কার্বন
113) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
114) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম

115) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟ গ্লিসারিন
116) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ প্রস্তুত করেন ? ➟ জার্মান বিজ্ঞানী উহলার
117) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
118) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟ এমোনিয়ার
119) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
34) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟ প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত হয় ।
120) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
121) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟ ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
122) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
123) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
124) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
125) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি


৩৮তম বিসিএস প্রিলি

126) নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?
= শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
127) ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে
=মূল্যবোধ শিক্ষা থেকে
128)  কোন বচর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রদান করে?
= ১৯৯৭
129)  মূল্যবোধ পরীক্ষা করে
= ন্যায় ও অন্যায়
130)  সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে ?
= জবাবদিহিতা
131)  গোল্ডেন মিন হলো
=দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
132)  নিচের কোনটি সুশাসনের উপাদান নয়
= নৈতিক শাসন
133)  জেরমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন
= যুক্তরাজ্য
134)  নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়
=আইন
135)  শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ
=কিছুই না।


৩৭তম বিসিএস প্রিলি
136)  একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি ?
= নৈতিকতা
137)  আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি ?
= সত্য ও ন্যায়
138)  রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় ?
= সংবাদমাধ্যম
139)  সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় ?
= সজনশীলতা
140)  ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে?
=৯টি
141)   কোনটি ন্যায়পরায়ণতার
নৈতিক মূলনীতি নয় ?
=সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়োগ
142)   সরকারি চাকরিতে সততার মাপকাঠি কী ?
= নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা
143)  নৈতিক শক্তির প্রধান উপাদান কী ?
=সততা ও নিষ্ঠা
144)  ’সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের , শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় ’’ উক্তিটি কার ?
= ম্যাককরনি
145)  জনগণ, রাষ্ট্র , প্রশাসনের সাথে ঘনিষ্ট প্রত্যয় হলো
= সুশাসন


৩৬তম বিসিএস প্রিলি
146)  নৈতিকভাবে বলা হয় মানবজীবনের
= নৈতিক আদর্শ
147) Power: A New Social Analysis গ্রন্থটি কার লেখা ?
= বার্ট্রান্ড রাসেল
148) সুবর্ণ মধ্যক হলো
=দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
149)  নৈতিক আচরণ বিধি বলতে বোঝায় -
-১. মৌলিকে মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে
150)  বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণ বিধি
৩. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিতকরণে প্রণীত নৈতিক নিয়ম , মানদণ্ড বা আচরণবিধি
তিনটিই সঠিক
151) ব্যক্তিগত মূল্যবোধ লালন করে
= ব্যক্তি স্বাধীনতার মূল্যবোধকে
152) মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে
= সামাজিক অবক্ষয় রোধ করা
153) সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে
=আস্থার সম্পর্ক গড়ে তোলে
154) সুশাসনের পূর্ব শর্ত
= অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন
155) একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো
=জনকল্যাণ
156) সুশাসনের পথে অন্তরায়
=স্বজনপ্রীতি


৩৫তম বিসিএস প্রিলি
157) নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ?
= সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
158) মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ?
=ঐচ্ছিক ক্রিয়া
159) মূল্যবোধ কী ?
= মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
160) সামাজিকে মূল্যবোধের ভিত্তি কী ?
= আইনের শাসন , সাম্য , নৈতিকতা
161) সুশাসনের পূর্বশর্ত
= মত প্রকাশের স্বাধীনতা
162) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে ?
= সুশাসনের অর্থনৈতিক দিক
163)‘’আইনের চোখে সব নাগরিক সমান। ‘’- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদের এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
= ২৭।
164) ‘সুশাসন ‘ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে ?
= বিশ্বব্যাংক
165) নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায় ?
=সুশাসনের
166) Johannesburh Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় ?
=টেকসই উন্নয়ন
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
167) টাকায় ৩ টি লেবু ক্রয় করে টাকায় ২ টা করে বিক্রয় করলে শতকরা লাভ হবে -
— ৫০%
168) 5 4 ও 3 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত?
— ৬ বর্গসেমি
169) x²+10x+24 কে দুইটি রাশির অন্তর রূপে প্রকাশ করলে হয়-
— (x+5)² -1²
170) বিকেল 4 টার সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ছোট কোণটির পরিমাণ -
— 120 ডিগ্রী
171)  cos € = 1/2 হলে, € এর মান কত?
— 60 ডিগ্রী
172)  কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
— 11/15
173)  x³+1 এবং x²-1 এর গ.সা.গু কত?
— x+1
174)  x³-1, x-1 এর ল.সা.গু কত?
— x³-1


175)  0,1,2,3 অংক চারটি দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
— 2187
176) যদি x+y=2, x²+y²=2 হয় তবে x²-y² এর মান কত?
— 0
177)  দুইটি সংখ্যার পার্থক্য 4, ছোট সংখ্যাটির বর্গ বড়টির দ্বিগুণের সমান। বড় সংখ্যাটি কত?
— 8
178)  একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:1:2, ত্রিভুজটি—
— সমকোণী ত্রিভুজ

179)  হরিৎ অর্থ কি?
— সবুজ
180) নিত্য মুর্ধন্য ণ- বাচক শব্দটি?
— লবণ
181)  দরজা কোন ভাষা থেকে আগত শব্দ?
– ফারসি
182) কোনটি শুদ্ধ বানান?
— সমীচীন
183) Heavenly Body এর বাংলা পরিভাষা কোনটি?
— জ্যোতিষ্ক
184)সমুদ্র শব্দের বিপরীত শব্দ হলো?
— স্রোতস্বিনী
185)কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
— অশ্রুজল
186) নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ
নয়?
— নবনী


187) মরুভূমিতে জন্মানো উদ্ভিদকে কি বলে ? ➟
জেরোফাইট
188) সূর্যালোকিত বর্ষায় ধান গাছের সালোক সংশ্লেষণের
হার কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ? ➟ কার্বন ডাই অক্সাইডের
ঘনত্ব হতে
189) টিকটিকির লেজ খসে যাওয়ার কারণ কি ? ➟ ভয় পেলে
টিকটিকির লেজ খসে
190) বিশ্বের সবচেয়ে বিষাক্ত প্রাণীর নাম কি ? ➟ Sea Wasp
বা সমুদ্র বোলতা
এরা একধরনের জেলী ফিস
191) এমিবা শব্দের অর্থ কি ? ➟ সর্বদা পরিবর্তনশীল
192) প্রোটোজোয়া শব্দের অর্থ কি ? ➟ প্রথম প্রাণী
193) কোন পশু শব্দ করতে পারেনা ? ➟ জিরাফ
194) নিউমোনিয়া রোগের পরোক্ষ কারণ কি ? ➟ গোলকৃমি

195) নিচের কোন বানানটি ভুল?
— বুদ্ধিজীবি
196) কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই?
— সতী
197) নিচের কোন শব্দটি তৎসম শব্দের
উদাহরণ?
— হস্ত
198) সকল ছাত্ররা যথাসময়ে উপস্থিত
হয়েছে বাক্যটিতে কি ধরনের ভুল
আছে?
— বচন
199) দুরূহ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো?
— দুঃ+উহ


201) একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ
হলো?
— সুসময়
202) এ বয়সে তবু নতুন কিছু তো করো
এখানে তবু হচ্ছে?
— অব্যয়
203) মানুষ হও, এই বাক্যটিতে রয়েছে?
— উপদেশ
204) মেনিমুখো বলতে বুঝায়?
— লাজুক
205)প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
—গোলাপি
206) যার শুভক্ষণে জন্ম এক কথায় প্রকাশ
হবে?
— ক্ষণজন্মা
207) কোনটি ক্রমবাচক শব্দ?
— প্রথম
208) উড়নচণ্ডী বলতে বোঝায়?
— অমিতব্যয়ী
209) কোন শব্দটি ‘ইক’ প্রত্যয় যোগে
নয়?
— বণিক


210) চন্ডালে বসাও আনি রাজার আলয়ে,
এখানে চন্ডালে, কোন কারকে কোন
211) পাকা কলায় কি থাকে ? ➟ এমাইল এসিটেট
212) পাকা আনারসে কি থাকে ? ➟ ইথাইল এসিটেট
213) পাকা কমলায় কি থাকে ? ➟ অকটাইল এসিটেট
214) টমেটোতে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
215) লেবুর রসে কোন এসিড থাকে ? ➟ সাইট্রিক এসিড
216) আপেলে কোন এসিড থাকে ? ➟ ম্যালিক এসিড
217) তেঁতুলে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
218) আমলকিতে কোন এসিড থাকে ? ➟ অক্সালিক এসিড
219) আঙ্গুরে কোন এসিড থাকে ? ➟ টারটারিক এসিড
220) কমলালেবুতে কোন এসিড থাকে ? ➟ এসকরবিক এসিড
221) দুধে কোন এসিড থাকে ? ➟ ল্যাকটিক এসিড
222) কচু খেলে গলা চুলকায় কেন ? ➟ কারণ কচুতে ক্যালসিয়াম
অক্সালেট থাকে ।
223) রেকটিফাইড স্পিরিট কি ? ➟ 95.6% ইথাইল এলকোহল এবং
4.4% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে ।
224) ডিডিটির পূর্ণরূপ কি ? ➟ ডাই-ক্লোরো-ডাই-
ফিনাইল-ট্রাই-ক্ লোরো-ইথেন
225) টিএনটির পূর্ণরুপ কি ? ➟ ট্রাই নাইট্রো টলুইন
226) সাবানের রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম স্টিয়ারেট
227) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ? ➟ সোডিয়াম
মনোগ্লুটামেট
228) পেট্রোলের অপর নাম কি ? ➟ গ্যাসোলিন

229) সিরকায় কোন এসিড থাকে ? ➟ এসিটিক এসিড
230) একোয়া রেজিয়া বা রাজঅম্ল কি ? ➟ এক মোল গাঢ় নাইট্রিক
এসিড এবং তিন মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের
মিশ্রণকে রাজ অম্ল বলে ।
231) বেকিং পাউডার কি ? ➟ সোডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম
সালফেট ও পটাসিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে
বেকিং পাউডার বলে ।
232) লাফিং গ্যাস কি ? ➟ নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে । এটি
হাস্য উদ্দীপক ।
233) দার্শনিকের উল কি ? ➟ জিঙ্ক অক্সাইড দার্শনিকের উল
নামে পরিচিত ।
234) সাপের বিষে কোন ধাতুর অনু থাকে ? ➟ জিংক
235) কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না ? ➟ এন্টিমনি
236) বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি ?
➟ কার্বন
237) নির্বোধের সোনা কি ? ➟ আয়রণ ডি সালফাইড
238) সবচেয়ে সক্রিয় ধাতু কি ? ➟ পটাসিয়াম
239) স্বাদে মিস্টি অথচ কার্বোহাইড্রেট নয় কোনটি ? ➟
গ্লিসারিন
240) কোন বিজ্ঞানী পরীক্ষাগারে সর্বপ্রথম জৈব যৌগ
প্রস্তুত করেন ? ➟ জার্মান বিজ্ঞানী উহলার
241) বিশুদ্ধ সালফিউরিক এসিডের অপর নাম কি ? ➟ সালফান
242) প্রস্রাব থেকে যে গন্ধ আসে তা কিসের ? ➟
এমোনিয়ার


243) একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোষের সংখ্যা
কত ? ➟ ছয় লক্ষ কোটি থেকে দশ লক্ষ কোটি
244) জীবকোষের কোথায় প্রোটিন সংশ্লেষিত হয় ? ➟
প্রোটিন ফ্যাক্টরি খ্যাত রাইবোজমে প্রোটিন সংশ্লেষিত
হয় ।
245) কোন জীবে সবচেয়ে কম সংখ্যক
ক্রোমোসোম থাকে ? ➟ এক ধরনের পুরুষ পিঁপড়ায় ১টি
এবং স্ত্রী পিঁপড়ায় ২টি
246) কোন উদ্ভিদে সর্বাধিক ক্রোমোসোম থাকে ? ➟
ফার্ণবর্গীয় উদ্ভিদে প্রায় ১২৬০টি
247) মাছিতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ১২ টি
248) কুকুরে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
249) গরু ছাগলে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৬০টি
250) ধান গাছে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২৪ টি
251) ব্যাঙে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ২২টি
252) মুরগীতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৭৮টি
253) ভেড়াতে কয়টি ক্রোমোজোম থাকে ? ➟ ৫৪টি
254) DNA তে কি থাকে না ? ➟ ইউরাসিল থাকে না ।
255) RNA এর প্রধান কাজ কি ? ➟ প্রোটিন তৈরী
256) RNA তে কি থাকে না ? ➟ থায়ামিন থাকে না ।
257) মানবদেহে জিনের সংখ্যা কত ? ➟ ৪০০০০
258) ভাইরাসজনিত রোগগুলো কি কি ? ➟ হাম , বসন্ত , পোলিও
, ইনফ্লুয়েঞ্জা , জলাতঙ্ক , হার্পিস , মাম্পস , এইডস ,
হেপাটাইটিস ইত্যাদি ।
259) ব্যাকটেরিয়াজনি ত রোগগুলো কি কি ? ➟ কলেরা ,
টাইফয়েড , কুষ্ঠ , যক্ষ্মা , ডিপথেরিয়া , নিউমোনিয়া ইত্যাদি ।

260) রাতের বেলা বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে
কেন ? ➟ টেপেটোম নামক রঞ্জক কোষের কারণে ।
261) ফুসফুসের পর্দার নাম কি ? ➟ প্লুরা
262) যকৃতের পর্দার নাম কি ? ➟ গ্লিসনস ক্যাপসুল
263) অস্থির পর্দার নাম কি ? ➟ পেরি অস্টিয়াম
264) তরুণাস্থির পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
265) স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নিউরন

266) রেচনতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ নেফ্রন
267) কংকালতন্ত্রের গাঠনিক একক কি ? ➟ অস্থি
268) যকৃতের গাঠনিক একক কি ? ➟ হেপাটোসাইট69) মাংসপেশীর গাঠনিক একক কি ? ➟ মায়োসাইট
270) ফুসফুসের গাঠনিক একক কি ? ➟ এলভিওলাই
271) মানবদেহে পানির পরিমাণ কত শতাংশ ? ➟ ৬০% থেকে ৭০%
272) মানবদেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি ? ➟ হাইপোথ্যালামাস
273) কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে ? ➟
অগ্ন্যাশয় রস
274) মানুষের লালায় কোন এনজাইম থাকে ? ➟ টায়ালিন
275) কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় ? ➟
রেনিন
276) HCL কোন কোষ থেকে নিঃসৃত হয় ? ➟ প্যারাইটাল
কোষ
277) দুধ দাঁত কয়টি ? ➟ ২০ টি
278) ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য কত ? ➟ ৬ মিটার
279) পিত্তের বর্ণের জন্য দায়ী কি ? ➟ বিলিরুবিন
280) বিলিরুবিন কোথায় তৈরী হয় ? ➟ প্লিহায়
281) মানব চক্ষুতে কোন ধরনের লেন্স বিদ্যমান ? ➟
উভোত্তল


282) একটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত ? ➟ প্রায় ১০ লক্ষ
283) মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত ? ➟ ২০৬ টি
284) রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কি ? ➟ O
285) রক্তের সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপ ? ➟ AB
286) একজন মানুষের শরীরে কি পরিমান রক্ত থাকে ? ➟
দেহের ওজনের ৭ শতাংশ
287) আমিষের অভাবে মানুষের কি রোগ হয় ? ➟
কোয়াশিয়রকর
288) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ? ➟ ভিটামিন
সি
289) মস্তিস্কের পর্দার নাম কি ? ➟ মেনিনজেস
290) হৃদপিন্ডের পর্দার নাম কি ? ➟ পেরিকার্ডিয়াম
— কর্মে ৭মী
291)  যার অন্য উপায় নেই, এক কথায় বলে?
— অনন্যোপায়
292) মিঠা—–> মিঠে এরূপ পরিবর্তন কে কি বলা হয়?
— স্বরসঙ্গতি
293) তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ?
— উপমান কর্মধারয়
294) একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ
হলো?
— সুসময়
295)  কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ
নয়?
— গরগর
296)  Not Proper Noun-
— Team
297) Noun form of Migratory-
— Migrant
298)  Synonym of "Rare" is-
— scarce
299)  Icon means -
— Symbol
300) antonym of "Forbid" is -
— Allow
301)  Past participle of Forbid swear-
— sworn
302)  Synonym of rehearse-
— practice
303)  Look After means -
— To take care
304)  Verb form of "short" -
— shorten
305)  Past participle of "shut" is-
— shut
306)  I saw Nawshin ---- skillfully.
— riding
307)  I visit the Taj Mahal ----- I go to Agra.
— when
308)  I am indebted ----- you for your help.
— to
309)  I caught him ----- the ear.
— by
400) Would you mind ----- for a few minutes?
— waiting
401) I ----- to many countries in Europe, but I never visited Poland.
— have been
402)  All's well that ends well, --------?
— isn’t it
403)  Our teacher made us ----- very hard.
— work
404)  the word "Productivity" is -
— Noun

405) He is decorating his flat with a view to ----- it.
— selling
406)  United we stand, divided we —
— fall
407) A dumb cannot -----
— hear
408) Every member of my family — here tonight.
— is
409)  I reached the station ------ the train had left.
— After
410)  The word that is not correctly spelt-
— repitition (Right repetition)
Noun of "do" -
— deed
411) Singular of "Data" -
— Datum
412) Active voice "A race was run by him" -
— He ran a race.
413) m এবং n উভয়ই যুগ্মসংখ্যা হলে অযুগ্ম সংখ্যাটি -
— mn+1
414) ৮০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত?
— ১০০
415)  টাকায় ৫টা দরে কমলা ক্রয় করে টাকায় ৪টা দরে বিক্রয় করলে শতকরা লাভ হবে -
— ২৫%
416) ১০% মুনাফায় ১০০ টাকার ২ বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত?
— ২১

417)  xy=2, xy²= 8 হলে x এর মান কত?
— 1/2
418)  a-b =7 এবং ab=60 হলে a²+b² এর মান কত?
— ১৬৯
419)  একটি পুস্তকের দাম x টাকা। 3টি পুস্তক ক্রয় করলে এক ব্যক্তির 5 টাকা কম পড়ে। তার কাছে কত টাকা ছিল?
— 3x- 5
420) 1 সে.মি. ব্যাসবিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত?
— π cm²

421)  সমবাহু ত্রিভুজের একবাহু বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণের মান-
— ১২০ ডিগ্রি
422)  ১ বর্গমাইল সমান কত একর?
— ৬৪০
423)  একটি কোণ তার পূরক কোণের অর্ধেক হলে কোণটির মান কত?
— ৩০ ডিগ্রি
424) 5 4 ও 3 সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত?
— ৬ বর্গসেমি
Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.