Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

Most Important 100 Plus MCQ For Upcoming Cobined Bank Exam Of Bangladesh Bank

Most Important 100 Plus MCQ For Upcoming Cobined Bank Exam Of Bangladesh Bank, Bangladesh Bank Cobined Bank Exam, Cobined 5 Bank Exam, bb career, BB Career

MCQ: 01.  একটি সাভাবিক সংখ্যার বর্গের ৯ গুনের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার সমান হয় ।
ক.৭
খ.৮
গ.৯
ঘ.১০
সমাধানঃ
ক এর মান যাচাই
১ম অংশ
৭ এর বর্গ=(৭)২=৪৯
সংখ্যাটির বর্গ+সংখ্যাটি=৪৯+৭
=৫৬
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি=৭+১=৮
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন=৯*৮=৭২
১ম অংশ ও ২য় অংশ সমান নয়
কাজেই ক সঠিক নয়

খ এর মান যাচাই
১ম অংশ
৮ এর বর্গ=(৮)২=৬৪
সংখ্যাটির বর্গ+সংখ্যাটি=৬৪+৮
=৭২
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি=৮+১=৯
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন=৯*৯=৮১
১ম অংশ ও ২য় অংশ সমান নয়
কাজেই খ সঠিক নয়

গ এর মান যাচাই
১ম অংশ
৯ এর বর্গ=(৯)২=৮১
সংখ্যাটির বর্গ+সংখ্যাটি=৮১+৯
=৯০
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি=৯+১=১০
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯
গুন=৯*১০=৯০
১ম অংশ ও ২য় অংশ মিলে গেছে
কাজেই গ সঠিক উওর

MCQ: 02.  কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে সংখ্যাটির সমান ।(৩১ তম বিসিএস)
ক। ৭০
খ। ৮০
গ। ৯০
ঘ। ৭৫
সমাধানঃ
ক এর মান যাচাই
৭০ এর ৪০%=(৪০/১০০)*৭০
=২৮
সংখ্যাটির ৪০%+৪২
=২৮+৪২=৭০(সংখ্যাটির সমান)
ক সঠিক উওর
উওর পেয়ে গেলে অন্যগুলো যাচাই এর দরকার নাই

MCQ:03. ২ টি সংখ্যার যোগফল ৪৮ এবং তাদের গুনফল ৪৩২ । তবে বড় সংখ্যাটি কত ?
[পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা , উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার- 2014]
A ৩৬*
B ৩৭
C ৩৮
D ৪০
Hint; মনে করি,
সংখ্যা দুটি যথাক্রমে a ও b শর্তমতে,
a+b=48________(i)
ab=432________(ii)
(ii) হতে পাই,
b=432/a________(iii)
(iii) হতে b এর মান (i) তে বসিয়ে পাই, a+b=48
বা, 432/a+a=48
বা, (432+a2)/a=48
বা, 432+a2=48a
বা, a2-48a+432=0
বা, a2-36a-12a+432=0
বা, a(a-36)-12(a-36)=0
বা, (a-12)(a-36)=0
∴ a=12,36
এখন,
a=12 হলে, b=432/12=36
a=36 হলে, b=432/36=12
∴ বড় সংখ্যাটি 36 (Ans)

MCQ:04. ’ধূসর পাণ্ডলিপি’ কার রচনা? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ জীবনানন্দ দাস।

MCQ:05. ‘লালসালু’র লেখক কে? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ।

MCQ:06.  জহির রায়হানের জনপ্রিয় উপন্যাস কোনটি? [১০ বিসিএস লিখিত]
উত্তরঃ আরেক ফাল্গুন।

MCQ:07.  প্রথম কোন মহিলা কবি রামায়ণ রচনা করেন? [১১ বিসিএস লিখিত]
উত্তরঃ চন্দ্রাবতী।

MCQ:08.  পর পর ১০ টি সংখ্যার প্রথম ৫ টির যোগফল ৫৬০ হলে শেষ ৫ টির যোগফল কত ?
Hint;
ধরি,
প্রথম সংখ্যাটি = x
২য় সংখ্যাটি = x + ১
৩য় সংখ্যাটি = x + ২
৪্ র্থ সংখ্যাটি = x + ৩
৫ম সংখ্যাটি = x + ৪

প্রশ্নমতে ,
x + (x+ ১) + (x + ২) + (x + ৩) + (x + ৪) = ৫৬০
বা, ৫x+১০= ৫৬০
বা, ৫x = ৫৫০
বা, x= ১১০
ধরে নিতে হবে -
শেষের প্রথম সংখ্যাটি = x + ৫
শেষের ২য় সংখ্যাটি = x + ৬
শেষের ৩য় সংখ্যাটি = x + ৭
শেষের ৪্ র্থ সংখ্যাটি = x + ৮
শেষের ৫ম সংখ্যাটি = x + ৯

.’. শেষ ৫ টি সংখ্যার যোগফল
(x + ৫) + (x + ৬) + (x + ৭) + (x + ৮) + (x + ৯) = ­ ৫x + ৩৫
= (৫×১১০) + ৩৫
= ৫৮৫ (Ans)


MCQ:09.   বাংলা মঙ্গল কাব্যধারার দু‘জন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী ও রায়গুণাকর।

MCQ:10.   ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ১৮০০ সালে।

MCQ:11.   ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী?
[২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)।

MCQ:12.  ‘বিষাদসিন্ধু’ কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।

MCQ:13.   রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ ‘Song Offerings’ এর জন্য।

MCQ:14.   ‘নীল দর্পণ’ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]
উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন ‘বিয়ে পাগলা বুড়ো’।

MCQ:15.  If each of 4 subsidiaries of corporation R has been granted a line of credit of Tk. 700,000 and each of the other 3 subsidiaries of Corporation R has been granted a line of credit of Tk. 112,000, what is the average (arithmetic mean) line of credit granted to a subsidiary of corporation R ?
Solution:
Total credit granted to the first 4 subsidiaries
= Tk. (4×700000)
= Tk. 2,800,000
Total credit granted to the last 3 subsidiaries
= Tk. (3×112,000)
= Tk. 336,000
So total credit granted to 7 subsidiaries
= Tk. (2,800,000 + 336,000)
= Tk. 3,136,000
Average line of credit to a subsidiary
= Tk. 3,136,000 ÷ 7
= Tk. 448,000.

MCQ:16. বাংলা সাহিত্যে প্রথম জীবনী কাব্যটি কোনটি?
ক. চৈতন্য মঙ্গল
খ. শ্রী চৈতন্য-চরিতামৃত
গ. শ্রী চৈতন্যভাগবত
ঘ. কড়চা
উত্তরঃ গ

MCQ:17. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটির রচয়িতা?
ক. আলাওল
খ. দৌলত কাজী
গ. মাগন ঠাকুর
ঘ. মরদন
উত্তরঃ খ


MCQ:18.  মর্সিয়া সাহিত্যের আদি কবি কে?
ক. শেখ ফয়জুল্লাহ
খ. মুহম্মদ খান
গ. হায়াৎ মামুদ
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ক

MCQ:19.  'ইউসুফ-জুলেখা' কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃত হয়েছে?
ক. কুরআন
খ. বাইবেল
গ. কুরআন ও বাইবেল
ঘ. গীতা
উত্তরঃ গ

MCQ:20.  মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
ক. সাতটি
খ. নয়টি
গ. এগারটি
ঘ. আঠারটি
উত্তরঃ ঘ

MCQ:21.  'টপ্পা' কি?
ক. এক ধরনের গান
খ. নাচের মুদ্রা
গ. এক ধরনের বাদ্যযন্ত্র
ঘ. বিশেষ ধরনের খেলা
উত্তরঃ ক

MCQ:22.  ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
ক. গোলাম মোস্তাফা
খ. হাজী মোহাম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান
উত্তরঃ ঘ

MCQ:23.  ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলি ভাষার একটি উপাভাষা
উত্তরঃ খ

MCQ:24.  পুঁথি সাহিত্যের উদ্ভব-
ক. অষ্টাদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীত
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. দ্বাদশ শতাব্দীতে
উত্তরঃ ক

MCQ:25.  তিনটি প্রধান HTTP message type-এর নাম বলুন।
- GET, POST এবং HEAD.


MCQ:26.  পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় web server কোনটি?
- Apache.

MCQ:27. MIPS-এর পূর্ণরূপ কী?
- Million Instructions Per Second.বিভিন্ন কম্পিউটার সিস্টেম-এর মধ্যে processing speed তুলনা করতে এই term-টি ব্যবহার করা হয়।

MCQ:28. The word ‘acrimonious’ is the antonym of
Ans: hostile

MCQ:29. Which of the following word is not correctly spelled?
Ans: extroversion

MCQ:30. In the sentence “I already told him about the party”, ‘already’ is
Ans: an adverb

MCQ:31. Which of the following is a feminine gender?
Ans: niece

MCQ:32. The passive form of the sentence “I had already shown her photo to the policeman” should be:
Ans: The policeman had already been shown her photo

MCQ:33. The indirect form of the sentence “She said, ‘It must be pretty late, I really must go’” should be:
Ans: She said she was very late and she had to go.

MCQ:34. Choose the correct sentences:
Ans: Neither the workers nor their leader was present

MCQ:35. Choose the correct sentences:
Ans: The clock struck 12

MCQ:36. Choose the correct sentences:
Ans: The controversy is unlikely to die out.

MCQ:37. Choose the correct sentences: Ans: Soldiers were dispatched to put out the rebellion.

MCQ:38. This contrat will be confirmed …………………. December?
Ans: on

MCQ:39. …………………. is a good exercise.
Ans: Walking

MCQ:40. I shall look …. the matter.
Ans: into

MCQ:41. Our teacher makes us ………………. very hard.
Ans: work

MCQ:42. We insist on ………………. leaving the room.
Ans: your

MCQ:43. My situation was like out of the frying pan …. the fire.
Ans: into

MCQ:44. I would have lent you my notes if you ………….. me.
Ans: had asked

MCQ:45. ফেসবুক কত তারিখে চালু হয়?
- ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ( মার্ক জাকারবার্গ  ) Harvard University-তে পড়ার সময় মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জন্য এটি চালু করলেও পরবর্তীতে এটি সারা বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়।

MCQ:46. বাংলাদেশে আনা প্রথম conventional computer কোনটি?
- IBM-1620.

MCQ:47. কোন আমেরিকান কম্পিউটার কোম্পানিকে Big Blue বলা হয়?
- IBM.

MCQ:48. কে microprocessor আবিষ্কার করেন?
- Marcian Edward Hoff. এনাকে আমরা সবাই Ted Hoff নামে চিনি।

MCQ:49. Bill Gates-এর প্রথম কম্পিউটার প্রোগ্রাম কী ছিল?
- MS DOS.

MCQ:50. পৃথিবীর প্রথম electronic computer কোনটি?
- ENIAC (Electronic Numerical Integrator and Calculator) এটি ১৯৪৬ সালে John Eckert এবং John Mauchy তৈরি করেন। এই কম্পিউটারটি ছিল দৈর্ঘ্যে ৩০-৫০ ফুট, ওজন ছিল ৩০টন। এতে ১৮,০০০টি বায়ুশূন্য টিউব ছিল এবং এই কম্পিউটারটি চালাতে ১,৫০,০০০ ওয়াট বিদ্যুতের প্রয়োজন হতো।


MCQ:51. কে উচ্চ স্তরের ভাষা 'C' আবিষ্কার করেন?
- Dennis M. Ritchie.

MCQ:52. Computer Function key এর কাজ অনেকেই জানে না , কিন্তু এগুলোই বার বার আসে । দেখে নিন -
F1 key ( সাহায্য পাওয়ার জন্য )
F2 key (রিনেম বা পুনর্নাম নির্ধারন)
F3 key (সার্চ )
F4 key ( ঠিকানা বা এড্রেস বার দেখা )
F4 key (সক্রিয় তালিকা থেকে আইটেমগুলো দেখা )
F5 key ( রিফ্রেস/ বিদ্যমান উইন্ডো আপডেট করা)
F6 key ( ডেস্কটপ বা বিদ্যমান উইন্ডোর আইটেমগুলোতে ঘুরাফিরা করা)
F10 key (সক্রিয় প্রোগ্রামের মেনু বার সক্রিয় করার জন্য )

MCQ:53.  আরো কিছু Important Shortcut key দেখুন -
Windows key + A : অ্যাকশন সেন্টার খুলবে।
Windows key + C : করটানা কণ্ঠ নির্দেশনার জন্য তৈরি হবে।
Windows key + I : সেটিংস অ্যাপ্লিকেশন খুলবে।
Windows key + S: করটানা চালু হবে।
Windows key + Tab টাস্ক ভিউ দেখা যাবে।
Windows key + Ctrl + D :নতুন ভার্চুয়াল ডেস্কটপ তৈরি হবে।
Windows key + Ctrl + F4 :চালু থাকা ভার্চুয়াল ডেস্কটপ বন্ধ হবে।
Windows key + Ctrl + left or right arrow : ভার্চুয়াল ডেস্কটপ বদলাবে। সাধারণ শর্টকাট
Windows key (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : স্টার্টমেন্যু খুলবে/বন্ধ হবে।
Windows key + X (উইন্ডোজ ৮.১ ও ১০) : স্টার্ট বোতামে ডান কিক করলে যে মেন্যু আসে, তা দেখা যাবে।
Windows key + left or right arrow (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : চালু থাকা উইন্ডোর ডানে-বাঁয়ের পর্দাজুড়ে দেখা যাবে।
Windows key + E (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : দ্রুত ফাইল এক্সপ্লোরার চালু করে ফাইলপত্রের কাজ করা যাবে।
Windows key + L (উইন্ডোজ ৭ ও পরের সংস্করণ) : ডেস্কটপ লক করা যাবে।

MCQ:54.  সমজাতীয় preposition দেখে নিন -
Look at - তাকানো
Look after – দেখাশুনা করা
Look for – খোঁজা
Look into – অনুসন্ধান করা
Look over – পরীক্ষা করা
Look up - খোঁজা ( আকারে ছোটো জিনিস খোঁজা )

Live on – খেয়ে বাঁচা
Live in – বাস করা
Live at – ছোট স্থানে বাস করা
Live beyond – কোনোভাবে বাঁচা

Abide by - মেনে চলা
Abide with – সঙ্গে থাকা
Abide in – বাস করা

Blind to – উপেক্ষা করে না দেখা
Blind in – অন্ধ

Care of – যত্ন নেয়া
Care for – গ্রাহ্য করা

Call on – কারও সাথে দেখা করা
Call in – ডেকে আনা
Call for – চাওয়া

Agree with – ব্যক্তির সাথে একমত
Agree to – ব্যক্তি ছারা অন্যকিছুর সাথে একমত


Adimit of – সুযোগপ্রাপ্ত হওয়া
Adimit to – ভর্তি করা
Adimit into – প্রবেশ করতে দেওয়া

Consist in – নিহিত থাকা
Consist of – গঠিত

Good at – দক্ষ
Good for – ভালো

Attend to – মনোযোগ
Attend on – সেবা করা

Die of – রোগে মরা
Die by – দুর্ঘটনাই মরা
Die for – আত্মত্যাগ করা
Die from – পরিণতিতে মরা

Angry at – কোন বস্তুর প্রতি ক্রদ্ধ হওয়া
Angry with - ক্রদ্ধ হওয়া


Think of/about – –ব্যক্তির ক্ষেত্রে চিন্তা
Think over - বস্তুর ক্ষেত্রে চিন্তা করা

Play at - খেলা
Play on – বাজানো

Talk to/ with – কথা বলা
Waste of – অপচয়
Wait for – অপেক্ষা করা
Essential to – আব্যশক
Exchange for – বিনিময় করা
Famous for – বিখ্যাত
Faith in - বিশ্বাস
Aware of – সচেতন
Gifted with – ভূষিত
According to – অনুসারে
Listen to – শোনা
Divide into - ভাগ করা

MCQ:55. The Teacher said the student, '' Don't waste time' . indirect form is
a. The teacher told the student do not waste time
b. The teacher prohibit the student not to waste time
c.The teacher forbade the student not to waste time
d. The teacher advised the student not to waste time
ans : d


MCQ:56. Which one is correct?
a. fulfill
b. fullfil
c. fulfil
d. fullfill
ans ; a
 

MCQ:57. Which one is correct?
a. Beaurocrat
b. Burocrat
c. Bureaucrat
d. Buroucrat
ans : c
 

MCQ:58. Which one is correct?
a. Colleague
b. Chollegue
c. Culleague
d.Calleague
ans : a
 

MCQ:59. Which one is correct?
a. Commission
b. Comision
c. Comission
d. Commision
ans : a
 

MCQ:60. Which one is correct?
a. miscelanous
b. misscellaneous
c. miscelaneous
d. miscellaneous
ans : d
 

MCQ:61. Which one is correct?
a. Millionire
b. Milionair
c. Millionaire
d. Millionir
ans : c
MCQ:62. Which one is correct?
a. Millenniam
b. Millenium
c. Milenium
d. Millennium
ans : d
MCQ:63. Which one is correct?
a. Accomodation
b. Accommodation
c. Acommodation
d. Acomodation
ans : b
 
MCQ:64. Which one is correct?
a. Tubarculisis
b. Tubarculosis
c. Tuberculisis
d. Tuberculosis
ans : d
 

MCQ:65. Which one is correct? a. Dysentery
b. Disentery
c. Desentery
d. Deesentery
ans :a
 

MCQ:66. Which one is correct?
a. Asassination
b. Assassination
c. Assasination
b. Asasination
ans : b


MCQ:67. If Napoleon had not invaded Russia , he -- the rest Europe.
a. had conquered
b. would conquer
c. would have conquered
d. conquered
ans : c
 

MCQ:68. If teaching --- more , fewer teachers would leave the profession
a. pays
b. is paying
c. paid
d. is paid
ans : c
 

MCQ:70. Had I known in advance , I ---- enough money .
a. would take
b. took
c. will take
d. would have taken
ans : d
 

MCQ:71. Give her a telephone number to ring --- she gets lost .
a. Whether
b. Incase
c. Unless
d. Perhaps
ans : b
 

MCQ:72. If he wants to play the violin , I --- the piano for him.
a. play
b. am playing
c. shall play
d. have played
ans . c
 

MCQ:73. Water boils --- you heat it ot 100 degree centigrate.
a. unless
b. untill
c. if
d. although
ans : c
 

MCQ:74. Every one should respect --- teachers.
a. his
b. one's
c. own
d. their
ans : a
 

MCQ:75. The mob -- dispersed.
a. is
b. have
c. has
d. are
ans : a
 

MCQ:76. Jamal and I --- to school.
a. walking
b. walks
c. walk
d. are walk
ans: c
 

MCQ:77. Three -fourths of the work --- finished .
a. have been
b. has been
c. had
d. were
ans : b
 

MCQ:78. It is you who --- to blame .
a. was
b. is
c. are
d. has
ans : c
 

MCQ:79. They as well as he -- wrong.
a. is
b. be
c. will
d. not
ans : a
 

MCQ:80. It's 10 am . The sun -- in the eastern sky.
a. shines
b. is shining
c. has been shining
d. had been shining
ans : b
 

MCQ:81. Just now he --- his dinner but he says he'll see you whin he's finished .
a. is having
b. has had
c. was having
d. had
ans : b
 


MCQ:82. By the time I had reached the bottom of the mountain , I -- extremely tired .
a. feel
b. have been felt
c. am feeling
d. felt
ans : d
 

MCQ:83. It is time ( do) the work.
a. did
b. doing
c. does
d. to do
ans : d
 

MCQ:84. Next June , Lata and Tanim - -- for 10 years .
a. are married
b. have been married
c. will have been married
d. will marry
ans : c
 

MCQ:85. Some days --- since my father died .
a. are passed
b. passed
c. have passed
d. had passed
ans : c
 

MCQ:86. As the sun ---- , I decided to go out.
a. shines
b. has shone
c. shine
d. was shining
ans : d
 

MCQ:87. It's time ( you realize) your mistakes .
a. you realized
b. that you realize
c. you would realize
d. you have realized
ans : a
 

MCQ:88. Which of the following sentences is correct.
a. I wish I was as tall as my brother
b. I wish I was as tall as my brother was
c. I wish I were as tall as my brother
d. I wish I am as tall as my brother
ans : c
 

MCQ:89. Look! the girls ---- football.
a. play
b. have played
c. are playing
d. played
ans : c
 

MCQ:90. I opened the door as soon as I -- the bell.
a. have heard
b. was hearing
c. am heard
d. heard
ans : d
 

MCQ:91. I know ''that he is thoroughly honest,'' here ''that he is thoroughly honest,'' is
a. mail clause
b. noun clause
c. adjective clause
d. adverbial clause
ans : b
 
MCQ:92. Whice one is a correct sentence ?
a. paper is made of wood
b. paper is made from wood
c. paper is made by wood
d. paper is made on wood.
ans : b
 

MCQ:93. Education is enlightening. here ' enlightening ' is
a. A gerund
b. a participle
c. an infinitive
d. a finite verb
ans : b
 

MCQ:95. She has a face with smile , is
a. noun phrase
b. adjective phrase
c. adverb phrase
d. preposition phrase
ans : a
 

MCQ:99. A boy of tender age , is
a. noun phrase
b. adjective phrase
c. adverb phrase
d. preposition phrase
ans : b
 

MCQ:100. Now and then is
a. noun phrase
b. adjective phrase
c. adverb phrase
d. preposition phrase
ans :c

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.