Lifetime Free Job Exam Alert Join us ! Follow Now !
Condition Apply: সার্ভিসটি লাইফ টাইম ফ্রি করে নিতে নিচে শেয়ার বাটনে চেপে অন্তত একবার শেয়ার করতে হবে !

Most Important ICT Related Brief Question For Job Exam


১) তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা।
২) ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩) বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন।
৪) তথ্য= উপাত্ত+প্রেক্ষিত+অর্থ।
৫) তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি।
৬) ICT in Education Program প্রকাশ করে – UNESCO.
৭) কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী।
৮) তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার।
৯) কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি।
১০) মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে।

১১) স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে।
১২) সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি – 88.5-108.0 Hz.
১৩) Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের।
১৪) PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line.
১৫) দেশে বেসরকারি চ্যানেল – ৪১টি।
১৬) পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট।
১৭) ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)।
১৮) ARPANET চালু করে – মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
১৯) ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে।
২০) ARPANET-এ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে।


২১) NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে।
২২) ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে।
২৩) সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে।
২৪) ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে।
২৫) বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী – প্রায় ৫ কোটি ২২ লাখ (৩২%)।
২৬) ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় – ১৯৬৯-১৯৮৩ সাল।
২৭) টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা।
২৮) “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)।
২৯) The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে।

৩০) Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে।
৩১) বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান।
৩২) বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি।
৩৩) কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়।
৩৪) বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট।
৩৫) EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records.
৩৬) অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন।
৩৭) IT+Entertainment = Xbox.
৩৮) IT+Telecommunication = iPod.
৩৯) IT+Consumer Electronics= Vaio.
৪০) কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে।


৪১) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।
৪২) রোবটের উপাদান – Power System, Actuator, Sensor, Manipulation.
৪৩) PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board.
৪৪) খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা।
৪৫) নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি।
৪৬) মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১।
৪৭) চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০ জুলাই, ১৯৬৯ সালে।
৪৮) MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning.
৪৯) UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত। # Engr_Sohag
৫০) GPS এর পূর্ণরুপ – Global Positioning System.

৫১) ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় – বায়োমেট্রিক পদ্ধতি।
৫২) হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩) আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে – ১০-১৫ সেকেন্ড।
৫৪) Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg.
৫৫) Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬) এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম।
৫৭) Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson.
৫৮) রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg (1972)
৫৯) বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি – ইঁদুর (1974)
৬০) বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech (1976)

৬১) GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism.
৬২) পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানো টেকনোলজি।
৬৩) অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্ক৬৩) অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে।
৬৪) Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি।
৬৫) ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification/ Screen Reading Software.
৬৬) যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি।
৬৭) ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth.
৬৮) Bandwidth মাপা হয় – bps.
৬৯) ন্যারো ব্যান্ডের গতি – 45-300 bps.
৭০) ভয়েস ব্যান্ডের গতি – 9600 bps.

৭১) ব্রডব্যান্ডের গতি – 1 Mbps.
৭২) ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন – এসিনক্রোনাস।
৭৩) সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি।
৭৪) ডাটা ট্রান্সমিশন মোড – ৩ প্রকার।
৭৫) একদিকে ডাটা প্রেরণ – সিমপ্লেক্স মোড।
৭৬) উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয় – হাফ ডুপ্লেক্স মোড।
৭৭) একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড।
৭৮) ক্যাবল তৈরি হয় – পরাবৈদ্যুতিক (Dielectric) পদার্থ দ্বারা।
৭৯) Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত।
৮০) Twisted Pair Cable এ তার থাকে – 4 জোড়া।

৮১) Fiber Optic – Light signal ট্রান্সমিট করে।
৮২) মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz.
৮৩) কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে – ১৯৫০ এর দশকে।
৮৪) Geosynchronous Satellite স্থাপিত হয় – ১৯৬০ এর দশকে।
৮৫) কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে।
৮৬) Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter.
৮৭) Wi-fi এর পূর্ণরুপ – Wireless Fidelity.
৮৮) Wi-fi এর গতি – 54 Mbps.
৮৯) WiMax শব্দটি চালু হয় – ২০০১ সালে।
৯০) WiMax এর পূর্ণরুপ – Worlwide Interoperabilty for Microwave Access.


৯১) ৪র্থ প্রজন্মের প্রযুক্তি – WiMax.
৯২) WiMax এর গতি – 75 Mbps.
৯৩) FDMA = Frequency Division Multiple Access.
৯৪) CDMA = Code Division Multiple Access.
৯৫) মোবাইলের মূল অংশ – ৩টি।
৯৬) SIM = Subscriber Identity Module.
৯৭) GSM = Global System for Mobile Communication.
৯৮) GSM প্রথম নামকরণ করা হয় – ১৯৮২ সালে।

Related Posts

Post a Comment

Use Comment Box ! Write your thinking about this post and share with audience.
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.